Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - ashiqbest012

Pages: 1 2 3 [4] 5 6 ... 12
46
Use of PC / To Know about PC connector
« on: November 05, 2010, 09:27:07 AM »
ABOUT USB

পুরো নাম – Universal Serial Bus
কিছু কথা ও ব্যবহার – এটা বলাই বাহুল্য যে সর্বাধিক ব্যবহৃত সংযোজক হল USB বা ( Universal Serial Bus) যা দিয়ে আমরা প্রতিদিন Keybords, Mice , printers , scaners , Modem , storage device, ও আরোও অনেক ডিভাইস কানেক্ট করে থাকি।
গতি – বর্তমানে এর মাধ্যেমে সর্বাধিক ডাটা ট্রান্সফারের গতিবেগ 60 Mb / sec

2. SATA


পুরো নাম -SERIAL ADVANCE TECHONOLOGY ATTACHMENT
কিছু কথা ও ব্যবহার – এটির মাধ্যেমে Hard Drives ও Optical Drives এর সঙ্গে সংযোগ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটি PATA কানেক্টারের মতো।
গতি – এটির মাধ্যমে সর্ব্বোচ্চ গতি 3 Gb/S

3.PS/2


পুরো নাম -IBM PERSONAL SYSTEM /2
কিছু কথা ও ব্যবহার – এটি একটি Input Device যার মধ্যমে Keybords, Mice সঙ্গে Pc সংযোজন করা হয়।সবুজ রং এর socket সঙ্গে মাউস ও বেগুনী রং এর socket সঙ্গে কিবোর্ড সংযোগ করা হয়। বলাই বাহুল্য বর্তমানে ps/2 জায়গা USB দখল করে নিয়েছে তার জন্য বর্তমানে খুব কম ব্যবহৃত।

4.D-Sub


পুরো নাম – D-Subminiature
কিছু কথা ও ব্যবহার – এটি একটি ডিসপ্লে সংযোজক এটি দিয়ে সাধারনত CRT মনিটর লাগানো হত। বর্তমানে এটি CRT সঙ্গে LCD মনিটর DVI, HDMI, ডিসপ্লে পোর্ট সংযোজন করা হয়।


5.Parallel

পুরো নাম – Parallel
কিছু কথা ও ব্যবহার – এটি পিন্টার পোর্ট হিসাবে অধিক পরিচিত ।কম্পিউটার থেকে ডাটা পুরানো প্রিন্টারে এই কানেক্টটারের Plug ও Socket এর মধ্যমে পরিবাহিত হত।বলাই বাহুল্য বর্তমানে Parallel জায়গা USB দখল করে নিয়েছে তার জন্য বর্তমানে খুব কম ব্যবহৃত।

6.Serial / RSS232


পুরো নাম – Recommended standrard 232
কিছু কথা ও ব্যবহার – এটি একি I/O Port যেটির মাধ্যমে Binary ডাটা Transfer করার জন্য পুরানো কম্পিউটারে ব্যবহার করা হত। এটির সাহায্যে মাউস, মডেম ও Programmable Electronics Projects এর মাধ্যমে চালানো হত।

7.RJ 11 And RJ45


পুরো নাম -Registered Jack 11 and 45
কিছু কথা ও ব্যবহার -এটি প্রধানত Network Purpose এ এটিকে ব্যবহার করা হয়। RJ11 এর মাধ্যমে Telephone ও RJ45 এর মাধ্যমে Ethernet কানেকশনের জন্য পেয়ার হিসাবে ব্যবহৃত হয়। RJ11 ছোট হয় RJ45 থেকে ও উভয়ের মধ্যে 6 থেকে 8 পিন থাকে।


8. DVI


পুরো নাম -Digitral Visual Interface
কিছু কথা ও ব্যবহার -এটি একটি Display Output Port যেটিকে Lcd Monitors এর সঙ্গে কানেক্ট করার জন্য ব্যবহৃত করা হয়।

9. S-Video


পুরো নাম – Super – Video
কিছু কথা ও ব্যবহার -এটি একটি Output Port যার মাধ্যমে অডিও ও ভিডিও উভয় ডাটা পরিবহন করতে সক্ষম। এটি Video এর 576i রেজুলেশন পর থেকে সাপোর্ট করে। এটি DVD Player Graphics Card এর সঙ্গে দেখা যায়।

10.Composite Video

এটি analog video Outputer হিসাবে ব্যবহৃত হয়। তিনটি আলাদা আলাদ কানেক্টার থাকে, Y, U ও V , এটি 480i এর বেশী রেজুলেশন থেকে সার্পোট করে । এর একটি কেবল শুধু অডিও বা ভিডিও ফাইল ডাটা পরিবহন করতে পারে। এটি বেশীর ভাগ VCD/VCRs , DVD Players, TVs, ও Graphich Cards এ থাকে।

11.Component Video

এটি তিনটি Analog Vedio Singal পরিবহন করে। Y, Pb, ও Pr এটি উচ্চমানের ভিডিও রেজুলেশন দরকার (1080p) । এটি একটি কেবলে এক ধরনের ডাটা (অডিও বা ভইডিও )পরিবহন করতে পারে। এটি DVD Players, TV ও বেশীর ভাগ Graphics card তে দেখা যায়।


12.eSATA


পুরো নাম — External SERIAL ADVANCE TECHONOLOGY ATTACHMENT
কিছু কথা ও ব্যবহার -এটি SATA মতো হলেও Externallay ক্ষেত্রে ব্যবহার করা হয়। External hard drive সরাসারি কম্পিউটারের মাদারবোর্ডে কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়।


13.MINI USB

পুরো নাম — MINI UNIVERSAL SERIAL BUS
কিছু কথা ও ব্যবহার – কারিগরিক দিক থেকে USB এর সমরূপ হলেও সাইজে USB থেকে ছোট এটি সাধারনত StorageDevices, Mp3 players, Camara , ইত্যাদির সঙ্গে PC কানেক্ট করতে ব্যবহার করা হয়।

14. PATA

পুরো নাম –Parallel attachment pocket interface
কিছু কথা ও ব্যবহার – এটা এক সময় খুব প্রচলন থাকলেও বর্তমানে এর ব্যবহার আনেক কমে গেছে SATA কানেক্টারের জন্য । এটি কে হার্ড ডিস্ক , সিডি বা ডিভিডি রম বা রাইটারের সঙ্গে মাদারবোর্ডে কানেকশন করার জন্য ব্যবহার করা হয় বা হত।
গতি – এর গতি খুব ভাল না হলে খারাপ না প্রায় – 130 Mb/s


(Source: Saifulla, Internet)


47
You need to know / Different people and animal Sleeping different way
« on: November 03, 2010, 10:36:16 AM »


প্রাকৃতিক কারনেই পৃথিবীর প্রতিটি প্রানীই ঘুমায় এটা ঠিক কিন্তু আমি নিশ্চিত বিভিন্ন প্রানীর ঘুম সম্পর্কে আপনাদের ধারনা খুবই কম।

আচ্ছা একবার ভাবুনতো সৃষ্টি জগতের কত কিছুই তো দেখেছেন কিন্তু নিশ্চিত ভাবে বলুনতো জীবনে কয়টি প্রাণীকে আপনি ঘুমন্ত অবস্থায় দেখেছেন??

ঘুম প্রকৃতির এমন এক অনাবিষ্কৃত রহস্য যার কূলকিনারা এখনো বিজ্ঞানীরা খুজে বের করতে পারেনি।

সাধারণত একজন মানুষ প্রতিদিন গড়ে ৮ ঘণ্টা ঘুমিয়ে থাকেন। এভাবে প্রতি মাসে একজন মানুষ ৮ ´ ৩০ = ২৪০ ঘন্টা বা ১০ দিন এবং একই ভাবে প্রতি বছরে ৮ ´ ৩৬৫ = ১২১.৬৬৭ ঘন্টা বা প্রায় ৪ মাস ঘুমায়।

অর্থাৎ একজন মানুষ সারা জীবনের ৩ ভাগের ১ ভাগ সম্পূর্ণ ঘুমিয়ে কাটায়।

এটা খুবই সহজ এবং বোধগম্য হিসাব।

ঘুম বিজ্ঞানীরাও কম চেষ্টা করেছেন তা নয়, তারা ঘুমকে ব্যাখ্যা করার জন্য নানা মতামত এবং গবেষনা করেছেন এবং করে যাচ্ছেন।

বৈজ্ঞানিক পদ্ধতিতে ঘুমের সংজ্ঞা:

“ ঘুম হল প্রানীর স্নায়ুবিক এবং যান্ত্রিক সেই স্থিরাবস্থা যে অবস্থায় তার শরীরের যাবতীয় মাংশপেশী শিথিল অবস্থায় থাকে এবং প্রানী সম্পূর্ণ সচেতন বা অবচেতন অবস্থায় থাকে। এ প্রক্রিয়া একটি নির্দিষ্ট সময় পর পর বার সংঘঠিত হয়।”

দুনিয়ার প্রায় সকল প্রানীর ক্ষেত্রেই ঘুম জিনিসটা প্রত্যক্ষ করা যায়। তবে নিম্ন বর্গের প্রানীদের ক্ষেত্রে ঘুমন্ত অবস্থা নির্ণয় করা কঠিন।

সাধারণত মানুষের ঘুম দুই ধরনের:


    * Rapid Eye Movement Sleep (REM) অর্থাৎ ঘুমের এ ধাপে মানুষের চোখ বেশি নড়ে থাকে।
    * Non-Rapid Eye Movement Sleep (NREM or non-REM) ঘুমের এ ধাপে মানুষের চোখ বেশি একটা নড়ে না।

দুই ধরনের ঘুমেরই রয়েছে শারীরবিদ্যা, নিউরোলজি এবং মনস্তত্ত্ব বিদ্যা সম্পর্কিত নানারকম বৈশিষ্ট্য। কোন সময় চোখের গতিবেগ কেমন এটা নিচের চিত্র থেকে ভালো বুঝতে পারবেন।



উপরের চিত্রে ঘুমের কোন ধাপে মানুষের মস্তিষ্ক, পেশী এবং চোখের সক্রিয়তার রেকর্ড শো করে। এখানে:

    * EEG (electroencephalogram)  ঘুমন্ত মানুষের মস্তিষ্কের কার্যাবলি শো করে।
    * EMG (electromyogram) ঘুমন্ত মানুষের মাংশপেশীর কার্যাবলি শো করে।
    * EOG (electroculogram) ঘুমন্ত মানুষের চোখের কার্যাবলি শো করে।

ঘুমের এই ধাপগুলো ১৯৩৭ সালে সর্বপ্রথম বের করা হয়। পরে ১৯৫৩ সালের দিকে ঘুমের ধাপগুলোর মধ্যে NREM কে আরো তিনটি ভাগে ভাগ করেন। ২০০৭ সালে American Academy of Sleep Medicine (AASM) এর মতেও তাই বলা হয়েছে। ফলে ঘুমের প্রকৃত স্তরের সংখ্যা হয়ে দাড়ালো ৪টিতে।

অর্থাৎ মানুষের ঘুম হয় নিম্নোক্ত চারটি ধাপে:

NREM stage 1 → NREM stage 2 → NREM stage 3 → NREM stage 2 → REM

সাধারণত মানুষের ঘুমের ২০ – ২৫% হয় REM পর্যায়ে এবং বাকি ৮০ – ৭৫% অংশ ঘুম হয় NERM পর্যায়ে।




ঘুমের কারনে সৃষ্ট প্রতিক্রিয়া:


ঘুমানোর সময় ঠিক না হলে পর্যাপ্ত পরিমান ঘুমও একজন মানুষের জন্য যথেষ্ট নয় বলা যায় না। অর্থাৎ ভুল সময়ে পর্যাপ্ত পরিমান ঘুমালেও কোন লাভই হবে না। একজন মানুষের শরীরে তাপমাত্রা যখন সবচেয়ে কম থাকে তখন তার কমপক্ষে ৬ ঘন্টা ঘুমানো উচিত।

অ্যামেরিকার National Sleep Foundation এর মতে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দৈনিক ৭ – ৯ ঘন্টা ঘুমানো উচিত। এ পর্যাপ্ত ঘুম তাকে সতর্কতা, স্মৃতি, উপস্থিত বুদ্ধি এবং সর্বোপরি শরীরিক ভাবে উপকৃত করে।

২০০৩ সালে University of Pennsylvania এর স্কুল অব মেডিসিন ঘোষনা করে যে ৬ ঘন্টা বা তার কম ঘুমালে তা মানুষের উপস্থিত বুদ্ধি কমিয়ে দেয়।

University of California, San Diego এর এক গবেষনায় দেখা যায় যে যারা ৭ – ৮ ঘন্টা ঘুমায় তাদের মধ্যে মৃত্যু হার বেশি।

কিন্তু পরবর্তিতে University of Warwick ও University College London গবেষনা করে দেখায় যে অল্প পরিমানে ঘুম মানুষের অকাল মৃত্যুর সম্ভাবনা দ্বিগুন বাড়িয়ে দিতে পারে। একই ভাবে বেশি ঘুমের ফলেও একই ক্ষতি হতে পারে।

কিন্তু সর্বশেষ তথ্যমতে Professor Francesco Cappuccio বলেন: অল্প ঘুমের সাথে মৃত্যুর সম্ভাবনা বৃদ্ধির একটা সম্পর্ক থাকলেও দীর্ঘ ঘুমের সাথে মৃত্যুর সরাসরি কোন সম্পর্ক দেখা যায় না।

ঘুমের কারনেই সৃষ্টি হয় প্রচন্ড অবসাদ ও ক্লান্তি। ফলে মানুষের সামাজিক অবস্থানেরও অবনতি হয়।

বিভিন্ন জরিপ থেকে দেখা গেছে যে, প্রায় ৯০% অবসাদগ্রস্থ লোকেরই অবসাদের অন্যতম কারন অল্প ঘুম।

উপরের আলোচনা থেকে এটা নিশ্চিত বোঝা যাচ্ছে গবেষকেরাও ঘুম নিয়ে এখনো নিশ্চিত ভাবে ক্ছিু বলা সাহস পান না। অর্থাৎ আধুনিক বিজ্ঞান এখনো ঘুমের রহস্য ভেদ করতে ব্যর্থ।


নিচের প্রশ্নগুলো কয়েকটির উত্তর দেয়া হল:


    * একটি প্রানী কেন ঘুমায় ??


উ: সত্যি কথা বলতে কি বিজ্ঞানীরা এ ব্যাপারে নিশ্চিত নন। তবে বেশির ভাগ বিজ্ঞানীরই ধারনা প্রানীর বেঁচে থাকার জন্যে ঘুম দরকার।

খুবই ক্লান্ত অবস্থায় জেগে থাকার চেষ্ট করলে দেখা যায় মস্তিষ্ক ঠিক ভাবে কাজ করছে না। কিন্তু একটু ঝিমুনির পর দেখা যায় মস্তিষ্কের জড়তা অনেক কমে গেছে। অর্থাৎ মস্তিষ্কের সঠিকভাবে কার্য সম্পাদনের জন্য ঘুম দরকার।

   * সব প্রানীই কি ঘুমায়??

উ: এটা বলা কঠিন। আমারা অনেক প্রানী দেখেছি বটে কিন্তু তাদের ঘুমাতে দেখিনি। সব প্রাণীরই মস্তিষ্ক একধরনের বৈদ্যুতিক সিগনাল প্রেরন করে যা বিজ্ঞানীরা বিশেষ যন্ত্রের সাহায্যে পরিমাপ করতে পারেন। বিভিন্ন স্তন্যপায়ী প্রানী ও পাখির ক্ষেত্রে ঘুমানো সময় এ সিগনাল পরিবর্তত হয়। কিন্তু সমস্যা হচ্ছে মাছ এবং ব্যাঙের ক্ষেত্রে এদেরকে ঘুমন্ত মনে হলেও এদের মস্তিষ্কের সিগনালের কোন পরিবর্তন দেখা যায় না।



অর্থাৎ মাছ এবং ব্যাঙ ঘুমায় না কিন্তু আসে পাশে কি ঘটছে সে দিকে মনোযোগ না দিয়ে কিছুক্ষন স্থির হয়ে থেকে এরা ঘুমের কাজ চালিয়ে নেয়।

এ ব্যাপারে মতপার্থক্য রয়েছে। কোন বিজ্ঞানীর মতে এর ঘুমানো প্রক্রিয়া আলাদা। অপর দিকে কোন কোন বিজ্ঞানীর মতে এ প্রানীগুলো একেবারেই ঘুমায় না।

    * প্রানীরা কখন ঘুমায়??


উ: এটা বিভিন্ন প্রানীর ক্ষেত্রে বিভিন্ন। কারন তাদের বেঁচে থাকার ধরন আলাদা। বেশির ভাগ প্রাণীই যেমন- মানুষ, পাখি ইত্যাদি সারাদিন কাজ শেষ করে রাতে ঘুমাতে যায়।


অপরদিকে বিড়াল এবং রাতজাগা পাখি যেমন-পেঁচা তখন ঘুম থেকে জেড়ে উঠে। বিড়ালের ক্ষেত্রে বেতিক্রমও দেখা যায়

বুনো খরগোস(Rabbit) এবং হরিনের ক্ষেত্রে দেখা যায় তারা সূর্যোদ্বয় এবং সূর্যাস্তের সময় একধরনের ঝিমুনি বা ঘুম ঘুম অবস্থায় থাকে


হায়ানা সারারাত শিকারের সন্ধানে ঘুড়ে বেড়ায় কিন্তু দিনের বেলায় সে প্রায় নিষ্ক্রিয় অবস্থায় থাকে


আর ঘুমের ক্ষেত্রে মানব শিশুরা একটু ব্যতিক্রম ধর্মী অর্থাৎ তারা কখন যে ঘুমায় আর কখন যে না ঘুমায় তার কোন ঠিক ঠিকানা নেই

    * প্রানীরা কতক্ষন ঘুমায়??


উ: এটা খুবই রহস্যজনক যে প্রানীদের ঘুমের সময় আসলে তার নিরাপত্তার উপর নির্ভর করে।

বড় এবং মাংসাশী প্রানীরা খুব বেশি একটা বিপদের মধ্যে থাকে না। একারনেই এরা অনায়াসেই দিনে ১৭ ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে কাটাতে পারে।

একই রকম ভাবেই খুব সুরক্ষিত জায়গায় বসবাস কারী প্রানীরাও এত বেশি ঘুমিয়ে থাকে।

যেমন-গুহায় বসবাসকারী বাদুর ২৪ ঘন্টা মধ্যে ১৯ ঘন্টাই ঘুমিয়ে কাটায়।


কিন্তু খুর যুক্ত এমন কিছু প্রানী আছে যারা উদ্যান ও খোলা জায়গায় বসবাস করে এবং তাদের শত্রুরও অভাব নেই। এ প্রজাতির প্রানীদের লুকানোর মতো কোন নিরাপদ জায়াগা নেই। ফলে এরা সর্বদাই সজাগ থাকে এবং  যেকোন ধরনের আক্রমনের হাত থেকে বাঁচতে প্রস্তুত থাকে। একারনেই এ ধরনের পশুরা দিনে মাত্র কয়েক ঘন্টা ঘুমানোর সুযোগ পায় তাও আবার পায়ের উপর দাড়িয়ে। এর মধ্যে জিরাফ এবং ঘোড়া অন্যতম।

নিচে বিভিন্ন প্রানীর ঘুমের সময়ের একটি তালিকা দেয়া হল:

Species                    Average Total Sleep Time                   Average Total Sleep Time
                                        (% of 24 hr)                                            (Hours/day)   

বাদুর (বাদামী)                          82.9%                                             19.9 hr
জায়ান্ট আর্মাডিলো                          75.4%                                             18.1 hr
ওপোসাম                                     75%                                             18 hr
অজগর                                     75%                                             18 hr
পেঁচা বানর (রাতজাগা)                  70.8%                                             17.0 hr
মানুষ (শিশু)                                  66.7%                                             16 hr
বাঘ                                          65.8%                                             15.8 hr
গেঁচো ইঁদুর                                  65.8%                                             15.8 hr
কাঠবিড়ালি                                     62%                                             14.9 hr
পশ্চিমা ব্যাঙ                                  60.8%                                             14.6 hr
নকুল                                          60.4%                                             14.5 hr
Three-toed Sloth                     60%                                             14.4 hr
সোলালি ইঁদুর (ধেড়ে)                        59.6%                                             14.3 hr
প্লাটিপাস                                  58.3%                                             14.0 hr
সিংহ                                          56.3%                                             13.5 hr
Gerbil                                  54.4%                                             13.1 hr
ইঁদুর(ধেড়ে)                                  52.4%                                             12.6 hr
বিড়াল                                          50.6%                                             12.1 hr
চিতাবাঘ                                  50.6%                                             12.1 hr
ইঁদুর                                          50.3%                                             12.1 hr
রেসাস বানর                                 49.2%                                             11.8 hr
খরগোশ                                  47.5%                                             11.4 hr
জাগুয়ার                                     45%                                             10.8 hr
পাতিহাঁস                                     45%                                             10.8 hr
কুকুর                                          44.3%                                             10.6 hr
Bottle-nosed dolphin                  43.3%                                             10.4 hr
Star-nosed Mole                  42.9%                                             10.3 hr
বেবুন                                          42.9%                                             10.3 hr
ইউরোপীয়ান শজারু                          42.2%                                             10.1 hr
স্কুইয়ারেল মানিক                          41.3%                                               9.9 hr
সিম্পাঞ্জি                                  40.4%                                               9.7 hr
গিনিপিগ                                  39.2%                                               9.4 hr
মানুষ (প্রাপ্তবয়স্ক)                          33.3%                                               8 hr
শুকর                                          32.6%                                               7.8 hr
Guppy (fish)                          29.1%                                               7 hr
Gray Seal                                  25.8%                                               6.2 hr
মানুষ (বৃদ্ধ)                                  22.9%                                               5.5 hr
ছাগল                                          22.1%                                               5.3 hr
গরু                                          16.4%                                               3.9 hr
এশিয়ান হাতি                                  16.4%                                               3.9 hr
ভেড়া                                             16%                                               3.8 hr
আফ্রিকান হাতি                           13.8%                                               3.3 hr
বানর                                           13.0%                                               3.1 hr
গোড়া                                           12.0%                                               2.9 hr
জিরাপ                                            7.9%                                               1.9 hr

    * কোন কোন প্রানী স্বপ্ন দেখে??

উ: বিজ্ঞানীদের মতে ঘুমের মধ্যে মানুষের মস্তিষ্ক যখন অতি সক্রিয় হয়ে উঠে তখন মানুষ স্বপ্ন দেখে। সাধারণত ঘুমের REM পর্যায়ে সংঘটিত হয়।



বিজ্ঞানীরা গবেষনা করে দেখেছেন এ ধরনের ঘুম স্তন্যপায়ী প্রানী এবং কিছু পাখির ক্ষেত্রেও একই ধরনের ঘুম পর্যবেক্ষন করেছেন।

একারনে তাদের ধারনা এ প্রানীগুলোও হয়তো স্বপ্ন দেখে।

   * ঘুমের সময় প্রানীরা মাঝে মাঝে কেন স্বপ্ন দেখে??

উ: এ ব্যাপারে অনেক বিতর্কিত মতবাদ রয়েছে তবে সবচেয়ে গ্রহণ যোগ্য মতবাদ অনুসারে ঘুমের REM পর্যায়ে মস্তিষ্কের সেরেব্রাল কের্টেক্সের নিউরনের  বিশৃঙ্খল উত্তেজনা কারনেই প্রানীরা স্বপ্ন দেখে।

   * প্রানীরা কিভাবে স্বপ্ন দেখে??

উ: আগের প্রশ্নের মতো মস্তিষ্কের সেরেব্রাল কের্টেক্সের নিউরনের  বিশৃঙ্খল উত্তেজনার সৃষ্টি করে। ফলে মস্তিষ্কের সম্মুখ ভাগ উত্তেজনার ফলে সৃষ্টি বিশৃঙ্খল তথ্যগুলোকে মস্তিষ্কের কাছে গ্রহনযোগ্য করে উপস্থাপন করার চেষ্টা করে এবং ঐ বিশৃঙ্খল তথ্যগুলোর সাথে একধরনের সামঞ্জস্য আনার চেষ্টা করে। মানুষের মস্তিষ্ক খুবই শক্তিশালী একটা কম্পিউটারের মত সে এ সামঞ্জস্যপূর্ণ ও গ্রহনযোগ্য তথ্যকে এমন ভাবে উপস্থাপন করে যেন তা বাস্তবেরই মত। আর এ ঘটনাকেই আমরা বলি স্বপ্ন।

    * প্রানীরা কিভাবে ঘুমায়??


উ: সত্যি কথা বলতে প্রানীরা খুবই বিচিত্র ভঙ্গিতে ঘুমিয়ে থাকে। এর কোন নির্দিষ্ট নিয়ম নেই। বলতে গেলে প্রানীরা প্রায় সব জায়গায় সব রকম ভঙ্গিতেই ঘুমিয়ে থাকে।

কিছু প্রানী সবার সামনেই খোলা মেলা জায়গায় ঘুমায়।

আবার কিছু কিছু প্রানী নিজেদেরকে লুকিয়ে ঘুমায়।

কোন কোন প্রানী একা ঘুমায় আবার কিছু কিছু প্রানী দলবদ্ধ ভাবে ঘুমায়।

শুশুক পানির নিচে ঘুমায়। মজার ব্যাপার হল এরা কিছুক্ষন পর পরই পানির উপরে উঠে নিঃশ্বাস নিয়ে আবার পানির নিচে গিয়ে ঘুমিয়ে পড়ে।
চিতা বাঘ ঘুমায় গাছের ডালে লম্বা করে গা ছড়িয়ে

কাঠবিড়ালি ঘুমায় মাটির নিচের গর্ত করে


ভোদড় ভাসমান অবস্থায় চিত হয়ে পানিতে ঘুমায়

swift পাখি উড়ন্ত অবস্থায়ই ঘুমাতে পারে

গরিলা এবং সিম্পাঞ্জী নিজেদের ঘুমানো জন্য নরম বিছানা তৈরি করে নেয়


পাহাড়ি ছাগলতো উচু পাহাড়ের কিনারের খুব সরু তাকের মত অংশের মধ্যেই দাড়িয়ে ঘুমিয়ে যেতে পারে


মাটিতে ঘুমানো নিরাপদ নয় বলে পান্ডার জন্য কষ্টকর হলেও এটি গাছের উপর উঠে ঘুমায়

রেড ফক্স এবং কুকুরের মত অনেক প্রানীই মাটিতেই গোল হয়ে পেঁছিয়ে ঘুমায়

অনেক পাখিই গাছের ডালে বসে বসে ঘুমায়

48
Common Forum / Caution
« on: November 01, 2010, 09:18:36 PM »

49
Use of PC / Microsoft Excel: Learning Tutorial
« on: November 01, 2010, 06:25:25 PM »
Part-1

Introduction:
Microsoft Excel is a spreadsheet application written and distributed by Microsoft for Microsoft Windows and Mac OS X. It features calculation, graphing tools, pivot tables and a macro programming language called Visual Basic for Applications. It has been a very widely applied spreadsheet for these platforms, especially since version 5 in 1993. Excel forms part of Microsoft Office. The current versions are 2010 for Windows and 2011 for Mac.

The number of row of Microsoft Excel is 65,536 and the number of column is 256.

MS Excel : Microsoft Excel Is a Great Software for our Life. Personal Accounting, Financial Accounting, Official works, Variety of Calculation can be easily done by MS Excel.
Click for download
Source:http://forum.daffodilvarsity.edu.bd/index.php/topic,2691.0.html

I have copied the source file from Mr. Rubel sir. Mr. Rubel sir has described about Ms Excel very nicely and his attached file is really very informative. So, you can know from the attached file the basic operation of Excel.

However, I will share with you the different functions of excel.



50
Mobile Commerce (Opportunity Through Mobile) / 100 free sms site
« on: November 01, 2010, 06:57:26 AM »
You can send sms to your friend without any cost.

http://www.freesms1.com/index.html {Free Worldwide SMS}

https://zyb.com/

http://www.mobyko.com/

http://stepsms.com/

http://www.smstxtbox.com/web/

http://www.junglesms.com/

http://50sms.com/

http://www.ecosms.ch/

http://www.free–sms.com/index.go

http://www.pimpmysms.com/

http://www.islamweb.net/

http://www.phones.com/

http://www.devinosms.com/

http://gsms.se/

http://www.themobiweb.com/en/sms.html

http://my.phonegnome.com/

http://sms4u.biz/signup.php

http://simsor.com/register

http://www.mobik.com/mobik/client/

http://www.smsdiscount.com/en/index.html

http://4usms.net/

http://www.sendsmsnow.com/

http://www.unisms.uni.cc/

http://www.atrochatro.com/

http://www.gsmvault.com/

http://smscity.com/

http://www.sms2india.org/

http://www.freesms.web.tr.tc/

http://www.d1g.com/

http://thesmszone.com/

http://zyb.com/

http://www.vazu.com/

http://www.sms.ac/

http://www.agentsms.com/

http://www.mobizone.com/

http://www.yellowpages.com.eg/

http://www.boswtol.com/

www.masrawy.com/sms

http://www.resalh.com/

http://free-sms-message.com/index.htm

http://adleel.com/sms.htm

http://mobile.fares.net/sms/uae

http://www.itsalat.com/

http://www.quios.com/

http://www.clickatell.com/

www.ulluminati.ch/Nexus/sms.html

http://www.freesms.net/

http://www.free-sms.com/

http://www.lycos.co.uk/

http://www.sms.at/

http://www.sms.com/

http://www.smsyes.com/

www.smsuae.com/sms-uae

http://www.edihasms.com/

http://www.shortmessage.com/

www.worldxs.net/sms.html

www.hot.it/sms

http://www.smspress.com/

http://www.freesms.com/

http://www.textmefree.com/

http://www.rosms.home.ro/

http://www.nice-prizes.de/

http://www.uni.de/

http://www.quicksms.de/

http://www.cbfsms.com/

http://www.sms.de/

www.send.sms.to/free.asp

http://www.genie.co.uk/

www.world-free.com/free-sms

www.aircall.ch/sms/sendmsg_main_free.asp

www.telefonmarkt.de/sms/sms_info.php

http://www.free-sms-service.de/

http://www.freesms.2way.de/

www.bestspider.com/sms

http://www.metacrawler.de/

www.jokes.gr/en/sms

www.call-magazine.de/free_sms

http://www.vizzavi.it/

www.uboot.com/uk

www.ournet.md/sms

http://www.cellular.co.za/download_…ms_software.htm

http://www.freesms.co.za/

http://www.hotsms.com/

http://www.jfax.de/

http://www.smsfree.co.uk/

www.mobileedge.co.uk/freesms/freesms.htm

http://www.sms-sprueche.tv/

http://www.sms.mums.it/

http://www.smspup.com/

www.jump.to/freesms

http://www.awalsms.com/

http://www.uaesms.com/

www.jinny.com.lb/sms

www.cellular.co.za/send_sms2.htm

http://www.mobizone.com/

http://www.smspop.com/

http://www.nemra1.com/

http://www.boswtol.com/

http://free-sms-message.com/index.htm

http://adleel.com/sms.htm

http://www.itsalat.com/

http://www.quios.com/

http://www.clickatell.com/

www.ulluminati.ch/Nexus/sms.html

http://www.freesms.net/

http://www.free-sms.com/

http://www.lycos.co.uk/

http://www.sms.at/

http://www.smsyes.com/

www.smsuae.com/sms-uae

http://www.edihasms.com/

www.worldxs.net/sms.html

www.hot.it/sms

http://www.smspress.com/

http://www.freesms.com/

http://www.textmefree.com/

http://www.rosms.home.ro/

http://www.nice-prizes.de/

http://www.uni.de/

http://www.quicksms.de/

http://www.cbfsms.com/

http://www.sms.de/

www.send.sms.to/free.asp

http://www.genie.co.uk/

www.world-free.com/free-sms

www.aircall.ch/sms/sendmsg_main_free.asp

www.telefonmarkt.de/sms/sms_info.php

www.bestspider.com/sms

www.jokes.gr/en/sms

www.call-magazine.de/free_sms

http://www.vizzavi.it/

www.uboot.com/uk

www.ournet.md/sms

http://www.cellular.co.za/download_f…s_software.htm

http://www.freesms.co.za/

http://www.hotsms.com/

http://www.jfax.de/

http://www.smsfree.co.uk/

www.mobileedge.co.uk/freesms/freesms.htm

http://www.sms-sprueche.tv/

http://www.sms.mums.it/

http://www.smspup.com/

www.jump.to/freesms

http://www.awalsms.com/

www.jinny.com.lb/sms

www.cellular.co.za/send_sms2.htm

www.chikka.com { Electrosam’s Contribution }

www.indiatimes.chikka.com { Electrosam’s Contribution }


N.B:Some link may not be worked properly. Please ignore that and try to use another link

51
Common Forum / Some Informative Information
« on: October 31, 2010, 10:38:40 PM »
* একটা কম্পিউটারের অন্তত দশ লক্ষাধিক শক্তিশালী হ্‌ওয়া লাগবে মানব মস্তিস্কের সমান কাজ করতে হলে ।

* একটা নয়া মডেলের শক্তিশালী কম্পিউটার একটা .১ গ্রাম ওজনের গোল্ডফিসের মস্তিস্কের সমানও কাজ করতে সক্ষম নয় ।

* ১০০ বছর আগেও বোর্নিওতে মানুষের মাথার খুলি মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো।

*বিড়াল ১০০ রকম শব্দ করতে পারে। আর কুকুর পারে মাত্র ১০ রকম।

* মানব মস্তিস্ক শরীরের আয়তনের মাত্র ২% হলেও এর শক্তি চাহিদা অনেক । মোট শক্তির ২০% ।

* প্রতিদিন মহিলারা গড়ে ৭০০০ বাক্য বলে থাকে, আর পুরুষরা বলে থাকে ২০০০ বাক্য ।

* পৃথিবী যদিও নিজ অক্ষে ঘন্টায় ১০০০ মাইল বেগে ঘোরে, কিন্তু অবিশ্বাস্য গতিতে সামনের দিকে এগিয়ে চলে, ঘন্টায় প্রায় ৬৭০০০ মাইল বেগে ।

* বাচ্চা বিড়াল চোখ বন্ধ অবস্থায় জন্মায়। ৭ থেকে ১৪ দিন এভাবে চোখ বন্ধ অবস্থাতেই থাকে।

পৃথিবীর প্রাণীদের মধ্যে ৮০ ভাগই হচ্ছে পোকামাকড়।

* প্রাচীনকালে গ্রীক ও রোমানরা শুকনো তরমুজকে মাথার হেলমেট হিসেবে ব্যবহার করতো।

* চোখ খুলে হাঁচি দেখা সম্ভব নয়। আয়নায় চেষ্টা করে দেখতে পারেন!।

* মাথা কাটা পড়লেও তেলাপোকা বেঁচে থাকে কয়েক সপ্তাহ! ঐ কয়দিন কিভাবে সে খানাপিনা করে কে জানে?

* পৃথিবীতে একটি প্রাণীর নাম বলেন তো?, যার কোনো মগজ বা মস্তিস্ক অর্থাৎ ব্রেইন নেই? ভাবছেন যাহ, মগজ ছাড়া প্রাণী তা আবার হয় নাকি? আরে সত্যিই তাই! স্টার ফিশ নামের একধরনের সামুদ্রিক মাছের নাকি কোনো মগজই নেই। মগজের বদলে এক ধরনের স্নায়ুতন্ত্রের মাধ্যমেই তারা তাদের যাবতীয় কাজ করে থাকে। প্রশ্ন করতেই পারেন যে তাদেরকে কেনোই বা মাছ বলা হয়? তাহলে শোনেন, তারা আসলে মাছ নয়। পানির নিচে থাকে বলেই তাদেরকে তারা মাছ বা স্টার ফিস বলে ডাকা হয়।

* প্রথিবীতে কতই না প্রাণী। এতো বড় থেকে শুরু করে চোখে দেখা যায় না এমন প্রাণীও রয়েছে। তবে আমাদের পৃথিবীতে ৯৫% প্রাণীই একটা মুরগীর ডিমের চেয়েও ছোট।

* অনেকেই হেভি মেটাল মিউজিক শুনতে ভালোবাসে, আবার অনেকেই ভালোবাসে না। কিন্তু মজার ব্যাপার হলো উইপোকারা হেভি মেটাল মিউজিক খুব পছন্দ করে। মিউজিক শোনার সময় তারা দ্বিগুণ গতিতে কাঠ কাটতে পারে।

* পৃথিবীতে বছরে প্রায় ১০০০০০০ এরও বেশী ভুমিকম্প হয়ে থাকে ।

* প্রতি সেকেন্ডে প্রায় ১০০ বজ্রপাত পৃথিবীতে হয়ে থাকে ।

* এযাবৎকালের সবচেয়ে উচুতম গাছটি হল একটি অস্ট্রেলিয়ান ইউক্যালিপটাস গাছ, যার উচ্চতা ৪৩৫ ফুটের মতো ।

* ইলেকট্রিক ঈল মাছ প্রায় ৬৫০ ভোল্ট শক দিতে পারে ।

*সারা শরীর ঘুরে আসতে একটি রক্ত কোষের ৬০ সেকেন্ডের মতো সময় লাগে ।

* একজন পুরুষ দেহে এক সেকেন্ডে প্রায় ১০০০ কোষ শুক্র তৈরী হয়, প্রায় ৮৬০০০০০০ এক দিনে ।

* আকার অনুযায়ী গুবরে পোকা (বিটল) হল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পোকা, একটা রাইনোসোরাস গুবরে তার নিজের ‌ওজনের চেয়ে প্রায় ৮৫০ গুন বেশী বইতে পারে ।* মানব হৃৎপিন্ডদিনে প্রায় ১০০,০০০ বার স্পন্দিত হয় ।

* শিকারের কারনে বিলুপ্ত হবার প্রায় ১০০ বছর পর ১৫০৭ সালে ডোডো আবিস্কার হয় ।

* ৪,৮০০ বছর আগে মিশরীয়রা ৩৬৫ দিনের বছর সম্পর্কে জানতো ।

সূত্র ইন্টারনেট

52
Use of PC / PC problem solution center....PC problem solution center
« on: October 29, 2010, 03:02:31 PM »
Sometimes we face different types of the problem when we use PC. Sometimes we can solve it or sometimes not. So, today I have decided, I try to solve your PC related problems, if you have any problem, just say me. I will try my level best to solve your problem .

Not only me but also Mr. Debashish, Mr. kazi shahin, Mr. Faham will try to give you the solution.

All the members of the forum are requested to inform your problem and make this forum more effective.

53
Anti Virus / The website of Kaspersky was hacked
« on: October 22, 2010, 11:20:40 AM »
!!!!হ্যাকারদের কবলে কাসপারস্কি এন্টিভাইরাস ওয়েবসাইট !!!!


অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান কাসপারেস্কির ওয়েবসাইটে আক্রমণ চালিয়েছে হ্যাকাররা। সাড়ে তিন ঘণ্টার জন্য এ ওয়েবসাইট হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায় বলে স্বীকার করেছে প্রতিষ্ঠানটি। হ্যাক করার পর হ্যাকাররা এ সাইট ব্যবহারকারীদের ভুয়া অ্যান্টিভাইরাস কেনার জন্য অন্য ওয়েবসাইটে প্রবেশে বাধ্য করে। ফলে ব্যবহারকারীরা নিজেদের অজান্তেই এ সময় ভুয়া অ্যান্টিভাইরাস ডাউনলোড করেছেন। কাসপারেস্কি জানিয়েছে, ‘তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশন’-এর মাধ্যমে খুবই সূক্ষ্মভাবে হ্যাকাররা ওয়েবসাইটটিতে আক্রমণ চালিয়েছে। ভুয়া অ্যান্টিভাইরাস ডাউনলোড করেছেন এমন ব্যবহারকারীদের কম্পিউটারের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের গবেষকরা সহায়তা করবেন।

সূত্র : ইন্টারনেট

54
We always protect our PC by password. Now technology is upgraded. So, you can run your PC by recognizing your face.


I will give you a small software with instruction.

Click for download

Requirements:
Your operating system must be Windows vista/ Seven.
Web-cam

Thank you

55
Some of my friends want to use genuine Microsoft Office 2010. I promised them to give it. Good news for all. Now I have got the serial key.

If you have Microsoft Office 2010 software, then you have to install the software and active it. However, if you don't have Microsoft Office 2010 software, you have to download from Microsoft's website. Click for downloading Microsoft Office 2010 from the following link


Microsoft corporation will send you a serial number. Please preserve it for  installation of Microsoft Office 2010.
Now install the Microsoft Office 2010 software and with the use the serial key which ever you collect from email.

After installation this software, open it from Start>All programs>Microsoft Office> Ms Office-2010/ Ms Excel-2010.





Now download a toolkit file which help to make your Microsoft office genuine. The size of the file 13 MB.


Now open this toolkit file and Click on EZ-ACTIVATOR



Now open Microsoft office-2010 and see title bar.



Now it is genuine. Enjoy....

56
IT Forum / Command your computer with your mouth.
« on: October 19, 2010, 06:36:03 AM »
You can command your computer in your mouth. This facility is available only for Win vista and Win 7.



Your computer must have connected with Microphone.



At first go to Control panel



After that Control Panel to Hardware and Sound



After that click on Sound



Click on Recording button



Click on Microphone which has Right Click image. ( Green color)
After that click on Configure button and set volume and speech recognized with your speech.







Click on Start speech Recognition



After click on Next. After you can see a logo like below



Click on above logo, you can see a dialogue box.



You can find this dialogue box off, Please turn on it



Now command your Computer it will work. If you face any problem Please see the  start-Contorl Panel-Hardwear and Sound-Sound -Recording-Configure - Take Speech Tutorial.


Thank you





57
Use of Forum / We are really happy to see DIU forum again.
« on: October 18, 2010, 08:17:29 AM »
Yesterday, when I opened DIU web page, I shocked to see DIU forum. It was hacked. I was really depressed yesterday. But today I am very happy to see it. I can access it again.

Thank you DIU web Team. Now enjoy....................................

58
At first, click in log in and enter in your account. After that see follow the image.

Click on "Profile"





-------------------------------------------------------------------------------------------------------------------


After click on " Forum Profile Information" and go to the bottom of the page.





-------------------------------------------------------------------------------------------------------------------


Under the "Signature" sign write your identity.




-------------------------------------------------------------------------------------------------------------------


Finally click on "Change profile"

If you write your name, Id/ designation, department, authority can easily find you, if they need.

Thank you

59
Pharmacy / 5 Drinks That Help You Calm Down
« on: October 15, 2010, 10:28:15 AM »
1. Drink a glass of milk. It contains tryptophan, which as it is metabolized is converted to mood-boosting serotonin. Plus, its calcium, magnesium and potassium content may help keep blood pressure down.

2. Drink hot cocoa. Warm drinks raise your body temperature—a feeling we associate with comfort, so it triggers a similar response in our brains.

3. Order black tea instead of coffee. A study by University College London shows that drinking black tea four times a day for six weeks lowered the stress hormone cortisol after a stressful event.

4. Drink green tea—packed with theanine, which increases the brain’s output of relaxation-inducing alpha waves and reduces the output of tension-making beta waves.

5. Drink a glass of cold water, then go for a walk outside. The water gets your blood moving and the air invigorates by stimulating the endorphins that de-stress you.

(Source: Yahoo)

60
Use of Forum / What do I think about Forum? Does it meet my desire?
« on: October 13, 2010, 02:40:03 AM »
I want to share my views about this forum.

My favorite hobby is Browsing, Comment on posts, Software collection, Reading News-paper. Playing Football, Like to spend time with my family members or friends. Basically, I like to spend time to surfing net. I am used to visiting different types of the blog site, website, etc.

My registered date in this forum is July 9, 2009. After this day, I assessed in DIU forum many times, but honestly I didn't get any interest. However, on the occasion of Business Festival-2010 our honorable chairman sir influenced students to join this forum. After this day, I have been a regular poster/commenter in this forum. At the first day of this forum, I posted about "A request from B.B.A department students ". This is my first post. After posting this topic, I have got different types of the positive comments. I was very happy that day. Specially, Mr.Masum Iqbal ( Head of the department of BBA) commented on my post. link is
(http://forum.daffodilvarsity.edu.bd/index.php topic,1604.msg4389.html#msg4389). After this day, I have posted different types of topic until now and have got different types of appreciation from faculty members, authorities, students.

I think, I am a successful forum member because I have raised different types of demand most of the time, maximum demand has fulfilled by authority, and some are under process. I always raise demand for the betterment of our friends. I always like to help of my friends. As a result, I had to fight against the authority to implement my idea through discussion.

I am benefited through this forum because I have got the opportunity to meet Mr. Kafi sir, Mr.Masum Iqbal sir, Mr. Shibli sir, Mr. Raju sir, Mr. Mr. Masud Ibn Rahman, Mr. A.K.M.Zaidi Satter sir, Mr. Shamim Ansary sir, etc. and have a chance to interact with the different personality.

Maximum active forum members and myself made a group named "Developmental Addah". My friends and I get a chance to interact with each other and can discuss different issues. Sometimes, we invite Celebrity, Successful business man or Media star for giving addah with him and want to learn the different strategies through Developmental Addah. Mr. Raju sir, Coordinator of CDC always helps us in every issue.

Finally, all the active members of the forum are benefited through this forum. We are getting different knowledge through this forum, and forum is a medium of interaction with everyone. 

Pages: 1 2 3 [4] 5 6 ... 12