Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: syful_islam on June 12, 2019, 01:07:17 PM

Title: ওষুধ না খেয়েও ঘরোয়া উপায়ে খুব সহজে আঁচিল দূর করুন
Post by: syful_islam on June 12, 2019, 01:07:17 PM
প্রকাশের সময় : জুন ১১, ২০১৯, ৪:১৩ অপরাহ্ণ

আপডেট সময় : জুন ১১, ২০১৯ at ৪:১৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক: অনেকেই আঁচিল নিয়ে খুবই সমস্যায় রয়েছেন। ডাক্তার কাছে গিয়েও বেশির ভাগ ক্ষেত্রে ত্বকের এই উপবৃদ্ধি থেকে নিস্তার মেলে না। এবার জেনে নিন টাকা খরচ না করে ওষুধ না খেয়েও ঘরোয়া জিনিস দিয়ে এর আঁচিল দূর করার উপায়।অ্যাপল সিডার ভিনিগার : ভিনিগারে ভেজানো তুলা আঁচিলের উপর রেখে দিন সারা রাত। পাঁচ দিন করুন। অ্যাপল সিডার ভিনিগারে প্রচুর অ্যাসিড রয়েছে। এই অ্যাসিড প্রাকৃতিকভাবে আঁচিল পুড়িয়ে দেয়। ফলে আঁচিল বৃদ্ধি রদ হয়।

অ্যালভেরা : একটা অ্যালভেরা পাতা কেটে নিন। ভিতরের থকথকে জেলিটা ওই জায়গায় লাগিয়ে দিন। কয়েকদিন করলেই আঁচিল শুকিয়ে যাবে। নিজে থেকে ঝরেও যাবে। অ্যালোভেরার মধ্যে উপস্থিত ম্যালিক অ্যাসিড এই ম্যাজিক করে দেখাবে।

বেকিং পাউডার : ক্যাস্টর অয়েল এবং বেকিং পাউডারের একটি মিশ্রণ তৈরি করে ফেলুন। মিশ্রণটা আঁচিলের উপর ভালো করে লাগিয়ে বেঁধে রাখুন জায়গাটা। সারারাত এইভাবে ফেলে রাখুন। দু-তিন দিন পর থেকেই ফল পেতে শুরু করবেন। ক্রমশ আঁচিল অদৃশ্য হয়ে যাবে।

রসুন : ত্বকের যত্নে রসুন খুবই উপকারি। অ্যালিসিন রয়েছে রসুনে। অ্যালিসিন অ্যান্টি-মাইক্রোবিয়াল। রসুন ছেচে ওই জায়গায় লাগালে উপকার হবে।

কলার খোসা : প্রতিদিন কলার খোসা আঁচিলের উপর ঘঁষলে আঁচিল দূর হবে।

Published on 12 June 2019 in the online version of the Daily Amader Shomoy
Title: Re: ওষুধ না খেয়েও ঘরোয়া উপায়ে খুব সহজে আঁচিল দূর করুন
Post by: tasnim.eee on June 20, 2019, 05:43:38 PM
helpful post