Daffodil International University

Career Development Centre (CDC) => Workplace Behavior => Career Guidance => Appreciation, Patience, Tolerance & Ethics => Topic started by: marjan.jmc on June 12, 2013, 06:27:13 PM

Title: ধন্যবাদ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে
Post by: marjan.jmc on June 12, 2013, 06:27:13 PM
ছাত্রজীবনের শুরু থেকেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নাম শুনে আসছিলাম। এখানে যে পড়াতে পারব তা শুধু কল্পনাই করে গেছি। এই বছরের জানুয়ারির ১০ তারিখে যোগ দিলাম ডিআইইউয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে। নতুন পরিবেশ, নতুন সহকর্মীরা শুরুতেই আপন করে নিয়েছেন আমাকে। সবচেয়ে ভালো লেগেছে শিক্ষকদের ওরিয়েন্টশনে ভিসি স্যার, এমিরেটাস স্যার, রেজিস্ট্রার স্যার, ডিন স্যারদের উপদেশ।  আমরা এই শিক্ষকতা পেশায় যারা এসেছি, তাদেরকে বিনয়ী হবার যে শিক্ষা তারা দিয়েছেন তা পথের পাথেয় হয়ে থাকবে, এই কথা নি:সন্দেহে বলতে পারি।  সাথে ভালো লেগেছে আর্ট অব লিভিংয় কোর্সে রাজু স্যারের সূক্ষ্ম কিছু বিষয় ধরিয়ে দেয়ার বিষয়টি। তাই ধন্যবাদ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে, মনের গহীণ কোণের জোরালো শক্তিটি ধরিয়ে দেয়ার জন্য।
Title: Re: ধন্যবাদ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে
Post by: abduarif on May 19, 2014, 09:52:00 AM
I had a similar experience at DIU. Thank you for sharing your experience with us.
Title: Re: ধন্যবাদ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে
Post by: ABM Nazmul Islam on June 16, 2014, 11:03:29 AM
Total agree with the writer, anybody else?