Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: arif_mahmud on April 04, 2017, 03:00:40 PM

Title: ইন্টারনেটের গতি বাড়িয়ে নিতে পারেন যেভাবে
Post by: arif_mahmud on April 04, 2017, 03:00:40 PM
ধীরগতির ইন্টারনেটের কবলে পড়ে যারা বিরক্তবোধ করছেন, তারা হয়তো জানানে না যে আপনি চাইলেই এর অনেকটা সমাধান করে নিতে পারেন। ইন্টারনেটের গতি বাড়ানোর জন্য প্রয়োজনীয় কিছু টিপস:
* আপনার মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপগুলো আনস্টল করুন। আপনার মোবাইলের স্টোরেজের অপ্রয়োজনীয় ডেটা ডিলিট করুন। স্টোরেজ বাড়ার সাথে সাথে আপনার ইন্টারনেটের স্পিডও বাড়বে।
* মোবাইলের ‘ক্যাশড ডেটা’ক্লিয়ার করুন। কারণ এগুলো শুধু মোবাইলের জায়গায় নষ্ট করে না বরং আপনার মোবাইলের বিভিন্ন অ্যাপকেও স্লো করে দেয়।
* আপনার এসডি কার্ড এর দিকেও খেয়াল রাখুন। সম্ভব হলে হাইস্পিড এসডি কার্ড ব্যবহার করুন। আপনি যদি স্লো এসডি কার্ড ব্যবহার করেন তাহলে তা আপনার মোবাইলের ডাউনলোড স্পিডকেও স্লো করে দেবে।
* আপনার মোবাইলের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। যা আপনার মোবাইলের স্পিডকে বাড়াবে। এই বিষয়গুলো নিয়মিত খেয়াল করলে আপনাকে আর ইন্টারনেটের গতি নিয়ে বিরক্তবোধ হতে হবে না।

Title: Re: ইন্টারনেটের গতি বাড়িয়ে নিতে পারেন যেভাবে
Post by: mnsalim on April 20, 2017, 03:31:13 PM
Nice & informative :)
Title: Re: ইন্টারনেটের গতি বাড়িয়ে নিতে পারেন যেভাবে
Post by: Naznin Sultana on April 20, 2017, 03:41:21 PM
nice post
Title: Re: ইন্টারনেটের গতি বাড়িয়ে নিতে পারেন যেভাবে
Post by: Tahmid on April 20, 2017, 04:13:14 PM
good post :)