Daffodil International University

IT Help Desk => ICT => Topic started by: faruque on March 19, 2018, 03:57:09 PM

Title: একইসঙ্গে একাধিক ভিডিও কল করা যাবে হোয়াটস অ্যাপে
Post by: faruque on March 19, 2018, 03:57:09 PM
একইসঙ্গে একাধিক ভিডিও কল করা যাবে হোয়াটস অ্যাপে

(http://www.bd-pratidin.com/assets/news_images/2018/03/18/whatsapp-video-calling-feature.jpg)

বিশ্বের বিভিন্ন দেশে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানোর ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের বেশ সুখ্যাতি রয়েছে। এই অ্যাপটি গত বছর চালু করেছিল ‘ভয়েস কলিং’ সুবিধা। এরপর চালু করে ওয়ান-টু-ওয়ান ভিডিও কলিং সুবিধা। আর এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে আরও একটি নতুন নাম-গ্রুপ ভিডিও কলিং। এর মাধ্যমে এখন থেকে হোয়াটসঅ্যাপে একইসঙ্গে একাধিক মানুষের সঙ্গে ভিডিও কলে কথা বলা যাবে।

গত মাসে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ২.১৭.৪৪৩ -এ গ্রুপ ভিডিও কলিং যুক্ত হওয়ার একটি ইঙ্গিত পাওয়া যায়। কিন্তু নতুন এই ফিচারটি সম্পর্কে এর বেশি বিশেষ কিছু জানা যায়নি।

জানা গেছে, অ্যাপটির নতুন আপডেটে ইউজরদের গ্রুপ কলিং সুবিধা দেওয়ার জন্য একটি নতুন অপশন অন্তর্ভুক্ত করা হয়েছে। আপডেট হওয়া ফিচারে বর্তমানে গ্রুপ ভিডিওতে তিনজন সদস্য যোগ করার অপশন রয়েছে। অর্থাৎ নতুন এই ফিচারের মাধ্যমে সর্বাধিক পাঁচজন একইঙ্গে ভিডিও কলে কথা বলা যাবে।
Title: Re: একইসঙ্গে একাধিক ভিডিও কল করা যাবে হোয়াটস অ্যাপে
Post by: Samsul Alam on April 08, 2018, 02:59:56 AM
Good.