Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Nazia Nishat

Pages: 1 [2] 3 4 ... 9
16
Software Engineering / How to use Google Keep!
« on: May 05, 2017, 11:44:49 AM »
Google keep helps you to keep your notes....add reminder..add work list....You can add images to notes..Its colorful..No need to use sticky pads...
Organize Google Keep without Folders.

Very helpful!!

Some youtube links-



17
The words in the Arabic language are divided into two categories in terms of gender: the words that are used for female beings are called muannath (feminine); the words that are used for male beings are called mudhakkar (masculine). In Arabic language, things are either muannath (feminine) or mudhakkar (masculine) whether they are animals, plants; objects or verbs. So, in Arabic, verbs are also divided into two as female or male.

Sura nahl-69
This sura narrates facts about bees.Only female bees collect honey from flowers.All worker bees are female who collect honey from flowers-Scientific fact.




18
Winds carry pollens, dust.
Air bubbles-dust-water vaporization.Causes of Rain.
This scientific fact was proved 1400 years back in Quran.


19
The Big bang-Universe-Big explosion,joined together and exploded.

19th century Big bang theory was explained 1400 years back in sura:30 Al-ambia.


20

An amazing video on Allah's creation and the rule settle in it.Allah's Sovereignty.

21
Software Engineering / HOW QURAN IS AHEAD OF SCIENCE!!
« on: May 04, 2017, 03:46:44 PM »
Would the science will prove that Quran is scientific? Or
Quran will prove the facts that has not been discovered by science?
 There may have controversies in scientific facts but there is no controversy in Al Quran. :)





22
Software Engineering / What is Ontology?
« on: May 04, 2017, 12:02:51 PM »
 :)  :)
In philosophy, ontology is the study of what exists. In AI, an ontology is a specification of the meanings of the symbols in an information system. That is, it is a specification of a conceptualization. It is a specification of what individuals and relationships are assumed to exist and what terminology is used for them. Typically, it specifies what types of individuals will be modeled, specifies what properties will be used, and gives some axioms that restrict the use of that vocabulary.

OWL (the Web Ontology Language) is an ontology language for the World Wide Web. It defines some classes and properties with a fixed interpretation that can be used for describing classes, properties, and individuals. It has built-in mechanisms for equality of individuals, classes, and properties, in addition to restricting domains and ranges of properties and other restrictions on properties (e.g., transitivity, cardinality). There have been some efforts to build large universal ontologies, such as cyc (www.cyc.com), but the idea of the semantic web is to allow communities to converge on ontologies. Anyone can build an ontology. People who want to develop a knowledge base can use an existing ontology or develop their own ontology, usually built on existing ontologies. Because it is in their interest to have semantic interoperability, companies and individuals should tend to converge on standard ontologies for their domain or to develop mappings from their ontologies to others' ontologies.

Link:http://artint.info/html/ArtInt_316.html

23
Software Engineering / Ontology of Quranic Concepts
« on: May 03, 2017, 07:50:20 PM »
The Quranic Ontology uses knowledge representation to define the key concepts in the Quran, and shows the relationships between these concepts using predicate logic. The fundamental concepts in the ontology are based on the knowledge contained in traditional sources of Quranic analysis, including the hadīth of the prophet muhammad , and the tafsīr (Quranic exegesis) of ibn kathīr. Named entities in verses, such as the names of historic people and places mentioned in the Quran, are linked to concepts in the ontology as part of named entity tagging.

Link:http://corpus.quran.com/ontology.jsp

25
Software Engineering / Social Networking
« on: April 28, 2017, 05:39:59 PM »
Discover information and findings on the phenomenon of social networking and how to use social networking sites and social media sites creatively and safely. This section provides tips for evaluating these online resources, helpful advice and ideas for promoting safe social networking and shares examples of how social networks can and are being used in schools, at home, and on mobiles worldwide to support informal and formal learning.'
Link:http://www.digizen.org/socialnetworking/

26
নিম্নলিখিত পরিসংখ্যানে প্রতীয়মান হয় যে বিপরীত  অর্থসম্বলিত শব্দগুলোর সংখ্যা একই যেমন

পুরুষ ২৪ মহিলা ২৪
ফেরেস্তা ও শয়তানের উল্লেখ ৮৮বার
ইবলিস অর্থাৎ শয়তানের রাজা এবং ইবলিস থেকে পরিত্রাণ পাওয়ার উল্লেখ ১১
সোনা ও স্বাচ্ছন্দপূর্ণ জীবন ৮
মৃত্যুর পর কি জীবন নাই?
জীবন ও মরণ ১৪৫ বার
 কঠিন জীবন ১১৪ এবং  ধৈর্য ১১৪ বার
   
উপকার ৫০; দুর্নীতি ৫০(দুর্নীতি থেকে মুক্তির কথা বলা হয়নি)
 মুসলমান ৪১; জেহাদ ৪১ (ভয়ের?)
 
(উৎকৃষ্ট উপদেশ?) 
যাকাত(গরীবের অংশ) ৩২; বরকত(সম্পদের উপর আল্লাহ্‌র আশীর্বাদ) ৩২
 (Fear is fear itself. FDR was right too)
ভীতি = ৮; ভয় = ৮
 
এবং বিস্ময়কর সংখ্যায় গ্রহ সম্পর্কিত শব্দগুলো বলা আছে 
 
 (matching CE calendar?)
মাস - ১২; দিন ৩৬৫; (ইংরেজি ক্যালেন্ডারের সাথে মিলে?)
 সাগর ৩২; ভূপৃষ্ঠ = ১৩

  এখানে সহজ অংক করা যাক
সাগর + ভূমি ৩২ + ১৩ = ৪৫
সাগর =(৩২/৪৫)x১০০ = ৭১.১১%
ভূমি= (১৩/৪৫)x১০০= ২৮.৮৮%
এই গ্রহে ভূমির পরিমাণ ২৮.৯% এবং সাগর এর পরিমাণ ৭১.১%; এই ভৌগলিক তথ্যের সাথে   এটা কি কাকতালীয় মিল?   


27
বিসমিল্লাহির রাহমানির রাহিম
           আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
পাপ থেকে কেউ যদি দূরে থাকতে চায়...ইব্রাহিম(আলাইহিসসালাম)এটার সমাধান পাঁচটি বিষয় ধরে দিয়েছেন।  তোমার যদি পাঁচটা বিষয়ের অভ্যাস করার ক্ষমতা থাকে তবে তোমার মধ্যে আর কোনদিন পাপীদের অন্তর্ভুক্ত হওয়ার দুশ্চিন্তা থাকবেনা!!!
একটা লোক ইব্রাহিম ইবনে আদম (রাহমাতুল্লাহ) এর কাছে আসলো, যিনি ছিলেন অন্যতম বিদ্বান ব্যক্তি যার বাণী ছিল হৃদয়ের অন্তর্নিহিত আরোগ্য লাভের মাধ্যম, লোকটা বললঃ-
ني مسرف على نفسي فاعرض على ما يكون زاجرا لها
“আমি বার বার পাপ করে সীমা লঙ্ঘন করেছি; আমাকে এমন একটা কিছু দেন যা আমাকে এভাবে বারবার পাপ কাজ চালিয়ে যাওয়া থেকে দমন করবে... ”
তখন ইব্রাহিম (রাঃ) বললেনঃ-
“যদি তোমার পাঁচটি বিষয় অভ্যাস করার ক্ষমতা থাকে তোমার আর কোনদিনই পাপী দের দলভুক্ত হওয়ার দুশ্চিন্তা থাকবেনা।”
লোকটি এই বিশেষ উপদেশ শোনার জন্য গভীর আগ্রহ দেখাল এবং বললঃ-
“হে ইব্রাহিম আমাকে ঐ পাঁচটি জিনিষ দেন! ”
তখন তিনি বললেনঃ-
“প্রথমতঃ তুমি যদি আল্লাহ্‌র অবাধ্য হতে চাও,...
তখন...
আল্লাহ মানুষের জন্য যে যে খাবারের সুন্দর বন্দোবস্ত করে রেখেছেন তা থেকে খাবেনা।”
লোকটি এই কথা শুনে বিস্মিত হল এবং প্রশ্ন করলোঃ-
“হে ইব্রাহিম এটা আপনি কিভাবে বলছেন যখন সমস্ত বন্দোবস্ত তো আল্লাহ্‌ই করে রেখেছেন? !”
তখন ইব্রাহিম(রাঃ) বললেনঃ-
“বেশ যদি তুমি এটা জানো তখন কিভাবে তোমার আস্পর্ধা হবে যে তুমি তাঁর বন্দোবস্ত করা খাবার খেয়ে তাঁর প্রতি অবাধ্য হও?!!”
তখন লোকটি বললঃ-
“না, আপনি ঠিক বলেছেন, আমাদের আস্পর্ধা থাকবেনা! আমাকে দ্বিতীয়টি বলুন!”
তখন ইব্রাহিম(রাঃ) বললেন...
“দ্বিতীয়তঃ যদি তুমি আল্লাহ্‌র অবাধ্য হতে চাও তাহলে...এই পৃথিবীতে জীবন যাপন করোনা...!”
লোকটি এটা শুনে অবাক হয়ে বললঃ-
“হে ইব্রাহিম আপনি এটা কিভাবে বলতে পারেন যখন সমস্ত জগত ই তো আল্লাহ্‌র সৃষ্টির অন্তর্ভুক্ত?!”
তখন ইব্রাহিম(রাঃ) বললেনঃ-
“বেশ যদি তুমি এটা জানো তখন কিভাবে তোমার আস্পর্ধা হবে যে তুমি তাঁর সৃষ্ট   জগতে বসবাস তাঁর প্রতি অবাধ্য হও? ! ! ” 
তখন লোকটি বললঃ-
“না, আপনি ঠিক বলেছেন, আমাদের আস্পর্ধা থাকবেনা! আমাকে তৃতীয়টি বলুন!”
তখন ইব্রাহিম(রাঃ) বললেন...
“তৃতীয়তঃ যদি তুমি আল্লাহ্‌র অবাধ্য হতে চাও তবে...একটা জায়গা খোঁজো যে জায়গায় থাকলে তিনি তোমাকে দেখতে পাবেন না...! ”
তখন লোকটি বললঃ-
“হে ইব্রাহিম আপনি এটা কিভাবে বলছেন, আল্লাহ্‌ তো হৃদয়ের গোপন কথা জানেন আর জানেন যা কিছু লুকানো আছে?!
তিনি রাতের আধারে মসৃণ নুড়ি পাথরের উপর পিঁপড়ার হামাগুড়ির শব্দও শুনতে পান! ”
তখন ইব্রাহিম(রাঃ) বললেনঃ-
“বেশ যদি তুমি এটা জানো তখন কিভাবে তোমার আস্পর্ধা হবে যে তুমি তাঁর প্রতি অবাধ্য হও?!”
তখন লোকটি বললঃ-
“না, আপনি ঠিক বলেছেন, আমাদের আস্পর্ধা থাকবেনা! আমাকে চতুর্থটি বলুন!”
তখন ইব্রাহিম(রাঃ) বললেন...
“চতুর্থটি হচ্ছেঃযদি জান কবজ কারী ফেরেশতা তোমার জান কবজ করতে আসে তখন তাকে বলঃ-
আমার জান নেয়ার জন্য পরবর্তী সময়ের অপেক্ষা কর!”
তখন লোকটি বললঃ-
“হে ইব্রাহিম আপনি এটা কিভাবে বলছেন, যখন আল্লাহ্‌ বলেনঃ
فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون
 যখন তাদের জন্য নির্ধারিত সময় চলে আসবে সে সময়কে বিলম্বিত করা যাবেনা অথবা তরান্বিত ও করা যাবেনা ”
(উৎসঃ- ‘কুরআন’~ সূরা ‘আল আরাফ’~ #৭~ আয়াত # ৩৪)
তখন ইব্রাহিম(রাঃ) বললেনঃ-
“বেশ যদি তুমি এটা জানো,তবে যখন তুমি আল্লাহ্‌র প্রতি অবাধ্য হও তখন কিভাবে তুমি আশা কর যে তুমি তোমার মৃত্যুর সময় সফলকাম হবে? !  ” 
তখন লোকটি বললঃ-
“হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আমাকে পঞ্চমটি বলুন! ”
তখন ইব্রাহিম(রাঃ) বললেন...
“পঞ্চমটি হচ্ছেঃ যখন জাবানিয়াহ [অর্থাৎ যে ফেরেশতা দোজখের আগুন পাহারা দেয়] তোমাকে দোজখের আগুনের দিকে নিয়ে যায়, তখন তাদের সাথে যেওনা! ”
লোকটি আর এই পঞ্চম বিষয়টি সামলাতে পারলনা এবং কাঁদতে কাঁদতে বললঃ-
“যথেষ্ট হয়েছে হে ইব্রাহিম! যথেষ্ট হয়েছে! আমি আল্লাহ্‌র কাছে ক্ষমা প্রার্থনা করে তাঁর দয়া কামনা করবো এবং অনুতপ্ত হয়ে তাঁর সম্মুখে যাবো!!! ”
......লোকটি মৃত্যুর পূর্ব পর্যন্ত অবিচল ভাবে আল্লাহ্‌র বাধ্য থাকলো...!
উৎসঃ এই বর্ণনাটি আবু নুয়াইম আল আসবাহানি (রাহমাতুল্লাহ) এর হিলায়াতুল আওলিয়া বই থেকে নেয়া

28
১) ধৈর্যঃ
“এবং আল্লাহ্‌ তাদেরকে ভালবাসেন যারা (সাবিরুন) ধৈর্য ধারনকারী।”(সূরা ইমরান ৩:১৪৬)

২) ন্যায় প্রতিষ্ঠা এবং পক্ষপাতহীন হওয়াঃ
হে মুমিনগণ, তোমরা আল্লাহর উদ্দেশে ন্যায় সাক্ষ্যদানের ব্যাপারে অবিচল থাকবে এবং কোন সম্প্রদায়ের শত্রুতার কারণে কখনও ন্যায়বিচার পরিত্যাগ করো না। সুবিচার কর এটাই খোদাভীতির অধিক নিকটবর্তী। আল্লাহকে ভয় কর। তোমরা যা কর, নিশ্চয় আল্লাহ সে বিষয়ে খুব জ্ঞাত।  (সূরা মায়িদা ৫:৮)
“আল্লাহ্‌ তাদেরকে ভালোবাসেন যারা সুবিচার করে এবং নায়বান।”[সূরা আল হুজুরাত ৪৯:৯]

৩) আল্লাহ্‌র প্রতি বিশ্বাস রাখা:
“অবশ্যই, আল্লাহ্‌ তাদেরকে ভালোবাসেন যারা তাঁর প্রতি বিশ্বাস রাখে।”(সূরা ইমরান ৩:১৫৯)

৪) দয়া:
আয়েশা (رضي الله عنها)বলেছেন:আল্লাহ্‌র নবী ( صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ) বলেন:
“আল্লাহ্‌ প্রতি বিষয়ে দয়া ভালোবাসেন।”(বুখারি)

৫) অনুশোচনা:
“যথার্থভাবে,আল্লাহ্‌ তাদেরকে ভালোবাসেন যারা অনুশোচনায় আল্লাহ্‌র কাছে ক্ষমা প্রার্থনা করে।”(সূরা বাকারা ২:২২২)

৬)দয়া:
“যথার্থভাবে, আল্লাহ্‌ তাদেরকে পছন্দ করেন যারা আল-মুত্তাকুন(দয়ালু)। ”(সূরা ইমরান ৩:৭৬)
 “আল্লাহ্‌ ভালোবাসেন ন্যায়পরায়ণদের (দয়ালু)”[সূরা আল তওবা ৯:৪]
সাদ বিন আবু ওয়াক্কাস (رضي الله عنه ) বলেছেন: আল্লাহ্‌র নবী ( صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ) বলেছেন, “আল্লাহ্‌ একজন দাসকে  ভালোবাসেন যে দয়ালু,যার কোন চাহিদা নেই এবং যাকে কেউ গ্রাহ্য করেনা। ”

 ৭) ভালো কাজ করা:
“প্রকৃতপক্ষে,আল্লাহ্‌ ভালোবাসেন আল-মুহসিনুন(যে ভালো কাজ করে)।”(সূরা বাকারা ২:১৯৫)   

৮) পবিত্রতা:
“এবং আল্লাহ্‌ তাদেরকে ভালোবাসেন যারা নিজেদেরকে পরিষ্কার এবং পবিত্র রাখে।”(সূরা তওবা ৯:১০৮)
 
 ৯) ধনীদের নম্রতা:
সাদ ইবনে আবি ওয়াক্কাস(رضي الله عنه )বলেছেনঃ আল্লাহ্‌র নবী ( صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ) বলেছেনঃ “আল্লাহ্‌ বিশ্বাসীদের ভালোবাসেন যারা ধার্মিক এবং ধনী ,কিন্তু অহংকার করে দেখিয়ে বেড়ায় না। ”(মুসলিম)

১০) মহানুভবতাঃ
আল হাকিম বলেছেনঃ আল্লাহ্‌র নবী ( صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ) বলেছেনঃ “আল্লাহ্‌ সর্বাপেক্ষা মহানুভব এবং তিনি ক্রয়,বিক্রয় এবং বিচারের রায়ে উদারতা ভালোবাসেন।”
 
১১)নীতিবানঃ
আল্লাহ্‌র নবী( صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ) বলেছেনঃ “আল্লাহ্‌ ভালবাসেন সেই সব গরীব বিশ্বাসীদের যাদের অনেক সন্তান আছে কিন্তু ভিক্ষাবৃত্তি থেকে বিরত থাকে। ”(মুসলিম এবং আহমেদ)

১২)আল্লাহ্‌কে খুশি করার জন্য ভালবাসাঃ
আল তারাবানি, ইবনে ইয়াহিয়া,ইবনে হিব্বান এবং আল-হাকিম বলেছেনঃ আল্লাহ্‌র নবী ( صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ) বলেছেনঃ “যদি দুই জন একে অপরকে আল্লাহ্‌র কাজ বা আল্লাহ্‌ কে খুশি করার জন্য ভালবাসে তাহলে যে তুলনামূলক অপরকে বেশি ভালবাসে,তাঁকে আল্লাহ্‌ ও বেশি ভালোবাসবেন।”

১৩)ক্রমাগত সৎকর্ম করে যাওয়াঃ
আল্লাহ্‌র নবী  ( صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ) বলেছেনঃ “আল্লাহ্‌ সবচেয়ে পছন্দনীয় কাজ হলো সেসব যেগুলো সংখ্যায় অনেক কাজ না হলেও অনবরত করে যাওয়া হয়।”(বুখারি এবং মুসলিম)

১৪)সাবর(ধৈর্য):
“এবং আল্লাহ্‌ ভালোবাসেন যারা দৃঢ় এবং অবিচল (আস-সাবিরিন(ধৈর্যধারণকারী))।”[সূরা আল ইমরান ৩:১৪৬]


 ১৫)সময়মত নামাজ আদায় করাঃ
“আল্লাহ্‌ সবচেয়ে বেশি ভালোবাসেন যখন তাঁর বান্দারা সময়মত নামাজ আদায় করে।”(হাদিস-বুখারি)

১৬)ভালো ব্যবহার ও ভালো আচরণঃ
আল-তিরমিধির বর্ণনায়ঃ আল্লাহ্‌র নবী ( صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ) বলেছেনঃ “তারাই আমার সবচেয়ে ভালবাসার মানুষ এবং শেষ বিচারের দিনে আমার সবচেয়ে কাছের আসনে বসবে যাদের  ব্যবহার ও আচরণ তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, যারা আন্তরিক,অন্যদের সাথে ভালো সম্পর্ক রেখেছে এবং বিনয়ী এবং তারা আমার দ্বারা সবচেয়ে বেশি ঘৃণিত হবে এবং সবচেয়ে দূরের আসনে বসবে যারা বাঁচাল এবং উগ্র। ”
আল্লাহ্‌র প্রতি ভালো বাসা হচ্ছে আমাদের প্রার্থনা যা একমাত্র তাঁর প্রতি সরাসরি করা হয়।  অন্য ভালবাসাগুলিও তাঁকে খুশি করার জন্য হতে হবে। আল্লাহ্‌ যা আদেশ করেছেন তা মেনে চলা এবং যা নিষেধ করেছেন তা এড়িয়ে চলা,এর সাথে রাসুলুল্লাহ ( صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ) এর সুন্নাতকে অনুসরণ করাই আল্লাহ্‌র প্রতি ভালোবাসা। যারা আল্লাহ্‌ এবং তাঁর নবী( صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ),  ছাড়া অন্য কেউ বা অন্য কিছুকে মেনে চলে,অথবা তাঁদের ছাড়া অন্য কারো বানীকে মেনে চলে ,অথবা আল্লাহ্‌ ছাড়া অন্য কিছুকে ভয় করে অথবা আল্লাহ্‌কে এড়িয়ে নিজের সুখ খুঁজে,অথবা তাঁকে ছাড়া অন্য কারো প্রতি বিশ্বাস স্থাপন করে সে আল্লাহ্‌ অথবা তাঁর নবী( صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ) কাউকেই ভালবাসেনা।  মুসলিমদের একে অপরকে ভালবাসা উচিৎ এবং অপরের ভালো কামনা করা উচিৎ। আল্লাহ্‌র নবী ( صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ) বলেছেনঃ “বিশ্বাসী সেই যে নিজের জন্য যা পছন্দ করে তা নিজের ভাই এর জন্যও পছন্দ করে।”(বুখারি)



29
‘হে আমার বার্তা বহনকারীগন! সব ভালো এবং খাঁটি জিনিসগুলো উপভোগ কর, এবং সঠিক কাজ করঃ তোমরা যা কর আমি তা ভালভাবে জানি।’
{উৎসঃ কুরআন সূরা আল মুমিনুন ২৩-আয়াত#৫১}
১। বার্লি (جو জাউ):জ্বরের জন্য ভালো, যখন ঝোল (সুপ) হিসেবে ব্যবহার হয়।
 

২।খেজুর (کھجور):
নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যে বাড়িতে খেজুর নেই সেখানে কোন খাবারই নেই। বাচ্চা প্রসবকালীন সময়েও এটা খাওয়া উচিৎ।
৩। ডুমুর ( انجير ): এটি বেহেস্তের ফল এবং এতে পাইলস রোগের উপশম হয়।

৪। আঙ্গুর ( انگور ): নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আঙ্গুর ফল খুব পছন্দ করতেন – এটা রক্ত পরিষ্কারক, সুস্বাস্থ্য এবং প্রাণশক্তি প্রদানকারী, কিডনির শক্তিবর্ধক এবং অন্ত্র পরিষ্কারক।জ্জজ
৫।মধু( شہد ): ধারণা করা হয় যে ডায়রিয়ার সর্বত্তম প্রতিকারক হচ্ছে মধু যখন তা গরম পানিতে মিশানো হয়। এটা খাবারের মধ্যে সর্বোত্তম, পানীয়ের মধ্যে সর্বোত্তম এবং ঔষধের মধ্যে সর্বোত্তম। এটি রুচি তৈরি করতে ,পাকস্থলি শক্তিশালী করতে,কাশির শ্লেষ্মা দূর করতে,মাংস সংরক্ষনে,চুলকে নমনীয় রাখতে,চোখের পরিষ্কারক হিসেবে এবং মুখগহ্বর পরিষ্কারক হিসেবে ব্যবহার করা হয়। সকাল বেলা উষ্ণ পানির সাথে এটা খুব উপকারি।   

৬। তরমুজ( تربوز - خربوزا - سردا ): নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের স্ত্রীলোক যারা গর্ভবতী এবং তরমুজ খায় তাদের সন্তান ভালো কাজে সমর্থন দিবে এবং ভালো চরিত্রের হবে।

৭। দুধঃ নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন যে দুধ হৃদয়ের তাপ মুছে দেয় ঠিক যেমন হাতের আঙ্গুল ভ্রু থেকে ঘাম মুছে দেয়। এটা পিঠকে শক্ত করে,বুদ্ধির বিকাশ ঘটায়, দৃষ্টিশক্তিকে নবজীবন দেয় এবং স্মরণশক্তি বাড়ায়।
 
৮। মাশরুম( کھمبي ): নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন মাশরুম চোখের ভালো প্রতিকারক; এটা জন্ম নিয়ন্ত্রণ এ সাহায্য করে এবং পক্ষাঘাতের প্রতিরোধক হিসেবে ভুমিকা রাখে।

৯।জলপাইয়ের তেল( زيتون ): এটা চুল এবং ত্বকের চমৎকার চিকিৎসা,বার্ধক্যকে বিলম্বিত, এবং পাকস্থলীর জ্বালাপোড়ায় চিকিৎসা করে।     

 
১০। ডালিম ( انار ):নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন এটা শয়তান এবং খারাপ উচ্চাকাঙ্ক্ষা থেকে ৪০ দিনের জন্য তোমাকে পবিত্র রাখে।

১১। সিরকা( سرکہ ):নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জলপাই এর তেলের সাথে এটা খেতেন।[এটা এখন ইতালির সেরা রেস্তোরা গুলোতে রেওয়াজ এ পরিণত হয়েছে।]
 
১২। পানি( پاني ): নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন পানি হচ্ছে বিশ্বের সর্বোত্তম পানীয়, যখন তুমি তৃষ্ণার্ত একটু একটু করে  চুমুক দিয়ে পানি খাও এবং গবগব করে ঢোক গিলে নয়, এভাবে মুখ ভর্তি করে পানি খেলে যকৃতের অসুখ হয়।


 





30
এই প্রবন্ধটির ইংরেজি সংস্করণ প্রকাশিত হয় শুক্রবার, ১৭ মে,২০১৩ , দি নিউজ টুডে,বাংলাদেশ এ প্রকাশনা (২৭৮)এ । এর লিঙ্ক
http://www.scribd.com/doc/141892547/Does-the-human-brain-have-a-purpose

লেখক: ইউসুফ মাহবুবুল ইসলাম

অনুবাদক: নাজিয়া নিশাত
আমরা দৈনন্দিন জীবনে অনেক বস্তু ব্যবহার করে থাকি। কোন বস্তুকে তার পরিকল্পিত উদ্দেশ্যের বাইরে অন্য কোন কাজে কি ব্যবহার করা উচিৎ? যখন কোন বস্তু তৈরি করা হয় তার পিছনে একটা নকশা থাকে এবং একটা উদ্দেশ্য থাকে। কি ঘটে, যখন যে উদ্দেশ্যে বস্তুটি তৈরি হয়েছে সেটি ছাড়া অন্য কোন কাজে তা ব্যবহার হয়? প্রায়ই আমরা চাকু অথবা ছুরিকে স্ক্রুড্রাইভার হিসেবে ব্যবহার করি। এটা করার ফলে চাকু অথবা ছুরির মাথার কি হয় অথবা স্ক্রু এর মাথার কি অবস্থা হয়? যেকোনো একটা অথবা দুটাই নষ্ট হয়ে যায়। একইভাবে মানুষ যদি সৃষ্টি হয়ে থাকে তবে তাদের সৃষ্টি হওয়ার পেছনে অবশ্যই পরিকল্পিত উদ্দেশ্য আছে। একইভাবে শরীরের প্রতিটি অংশ যেমন: বুদ্ধি, চোখ, হাত, পা, পাঁচটা ইন্দ্রিয়, তন্ত্র, জননতন্ত্র প্রত্যেকটির কিছু না কিছু পরিকল্পিত নকশা এবং উদ্দেশ্য আছে। উদাহরণস্বরূপ: আমরা কি চিন্তা করতে পারি যে সৃষ্টিকর্তা বুদ্ধিমত্তা কেন তৈরি করেছেন?
মানুষের শরীরের বিভিন্ন অংশের কাজের  দিকে দৃষ্টিপাত করার আগে আমাদের বুঝতে হবে যে, অবশ্যই প্রতিটি বস্তুকে কাজের উপযোগী করে তৈরি করার পেছনে নকশাকারী অথবা প্রস্তুতকারীর সংকল্প অথবা ব্যক্তিগত আগ্রহ বা উদ্দেশ্য আছে। তাই মগজের কাজের প্রতি দৃষ্টি দেওয়ার আগে আমরা কি একটি সহজ প্রশ্ন করতে পারি? যেমন:মানুষের বুদ্ধিমত্তা সৃষ্টি করার পেছনে সৃষ্টিকর্তার নিজস্ব কি আগ্রহ থাকতে পারে?
অথবা তিনি এত জটিলভাবে যে মগজ তৈরি করলেন তা কি মজা করার জন্য তৈরি করেছেন?
মস্তিস্ক একইসাথে কিভাবে অনেকগুলি কাজ করে অ্যাডামসন তার লেখার ভিতরে ব্যাখ্যা দিয়েছেন।
আমরা অ্যাডামসন এর ব্যাখ্যাকে সহজভাবে উপস্থাপন করে যা পাই তা হলঃ
“মানুষের মগজ একই সাথে অনেক প্রকারের তথ্য প্রক্রিয়া করতে পারে, আপনি যে জিনিষ চোখে দেখেন তার রঙ, পরিবেশের তাপমাত্রা, মেঝেতে আপনার পায়ের চাপ, আপনার চারিদিকের শব্দ, আপনার মুখের শুষ্কতা, এমনকি আপনার কী-বোর্ড স্পর্শ করে এর ধরণ বুঝতে পারে। আপনার সব অনুভূতি ধরে রাখে ও প্রক্রিয়া করে এবং ধরে রাখে সব চিন্তা ও স্মৃতি। একই সময়ে আপনার মগজ আপনার শরীরের চলমান প্রক্রিয়া যেমন নিঃশ্বাস আদান প্রদান, চোখের পাতার নড়াচড়া, ক্ষুধা, আপনার হাতের পেশীর নড়াচড়াকে নিয়ন্ত্রণ করে। এক সেকেন্ডে দশ লক্ষ বার্তা প্রক্রিয়া করে। মগজ অপ্রয়োজনীয় তথ্য থেকে প্রয়োজনীয় তথ্য বাছাই করে এবং ধরে রাখে। এই পদ্ধতিটা, আপনার চেতনাকে কেন্দ্রীভূত করতে সহায়তা করে। অতএব মস্তিস্ক শরীরের অন্যান্য অঙ্গের থেকে সম্পূর্ণ ভিন্নভাবে কাজ করে। এতে বুদ্ধিমত্তা রয়েছে, এটির কার্যকারণ নির্ণয় করার, অনুভূতি তৈরি করার, স্বপ্ন দেখার, পরিকল্পনা তৈরি করার ও সেটা অনুযায়ী পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রয়েছে এবং অন্য মানুষের সাথে সম্পর্ক বোঝার ক্ষমতা রয়েছে। ”{১}
কি বিস্ময়কর যন্ত্র এই মগজ! মগজ লিখিত শব্দ প্রক্রিয়াজাত করতে পারে, যেমনঃপড়া, সারসংক্ষেপ করা, লিখা। এখন প্রশ্ন হল যে, বিধাতা কেন এত জটিলতা দিয়ে এই বিস্ময়কর যন্ত্র তৈরি করেছেন? বিধাতার কি উদ্দেশ্য থাকতে পারে?
এটা কি হতে পারে যে, সৃষ্টিকর্তা চেয়েছেন যে মানুষ বুদ্ধি ব্যবহার করে তাঁর বিস্ময়কর কাজ অনুধাবন করে এবং বিনিময়ে তাঁকে ধন্যবাদ ও ভালবাসা জানায়?
বাইবেলে আছে,
“আমাকে সন্ধান করে খুঁজে পাবে তখনই, যখন আমাকে খুঁজবে তোমার সমস্ত হৃদয় দিয়ে। ”
[যেরেমিয়াহ্, ২৯:১৩]{২}
বিধাতার সাথে আচরণের সম্বন্ধে প্রশ্ন করাতে বাইবেলের এক জায়গায় যীশু উত্তর দিলেন যে,
“তোমার অধিপতি, তোমার রব কে ভালোবাসো তোমার সমস্ত হৃদয়,মন এবং আত্মা দিয়ে। ”
[ম্যাথিউ, ২২:৩৭]{৩}

যীশু আমাদের (সকল ধর্ম ও মত নির্বিশেষে)অভিন্ন সেই সৃষ্টিকর্তার প্রতি সম্পূর্ণ ভালোবাসা জানাতে বলেছেন। [জন, ২০:১৭] {৪}
একই বিষয়ে আমরা কোরান এর ৩.৫১ আয়াত থেকে পাই,
“হে বিশ্বাসীগণ, তোমরা অবিরামভাবে আল্লাহ্‌র প্রশংসা কর এবং সকাল সন্ধ্যা তাঁর গুণগান করো। তিনিই ফেরেশতাদের মাধ্যমে নেয়ামত দিয়ে থাকেন যাতে তোমরা অন্ধকার থেকে আলোর দিকে আসো। তিনি অসীম দয়াময়। ” [৩৩.৪১– ৩৩.৪৩]
তাঁরাই ব্যক্তিগতভাবে সৃষ্টিকর্তাকে নিজের বুদ্ধি থেকে চিনতে পারেন এবং অন্ধকার থেকে বের হয়ে জ্ঞানের আলোতে আসতে পারেন যারা জ্ঞানকে প্রক্রিয়া করে এবং সত্যমিথ্যা যাচাই করার বুদ্ধিমত্তা ব্যবহার করে। যে মানুষ আলোর পথে আসে এবং সঠিক কাজ করে সে ক্রমাগতভাবে সৃষ্টিকর্তাকে জানতে পারে, সৃষ্টিকর্তার সৃষ্টির প্রতি বিস্মিত হয় এবং তাঁকে সম্মান ভালোবাসা ও ধন্যবাদ জানায়।
“হে মানুষ! ভালোবাসা জানাও তোমার মালিকের প্রতি, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তাদের প্রতিও ভালোবাসা জানাও যারা তোমার সামনে এসেছে তোমাকে সঠিক পথে আনার সুযোগ করে দেওয়ার জন্য। ”
তিনিই একজন ন্যায়নিষ্ঠ মানুষ যিনি সৃষ্টিকর্তা ব্যক্তিগতভাবে যা দিয়েছেন তার জন্য তাঁকে ভালোবাসা জানান।
“কিভাবে তুমি আল্লাহ্‌র প্রতি অবিশ্বাস করতে পারো? এটা দেখার পর যে একসময় তোমার জীবন ছিলোনা এবং তিনি তোমাকে জীবন দিয়েছেন; তিনি তোমাকে মৃত্যু দিবেন এবং তোমাকে আবার জীবিত করা হবে; এবং তুমি তাঁর কাছেই ফিরে যাবে। তিনিই তোমার জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন;......... ”[২.২৮-২.২৯]
সৃষ্টিকর্তা মানুষের জন্য শুধু পৃথিবীর সব সৃষ্টিই করেননি তিনি মানুষের সুবিধার জন্য মানুষের শরীরের বিভিন্ন অংশের কার্যকলাপ নির্ধারণ করে দিয়েছেন। যা এক একটি বিশেষ উদ্দেশ্যের জন্য। যখন মানুষ সৃষ্টিকর্তার দেওয়া নেয়ামত উপভোগ করে তাঁর প্রতি ভালোবাসা জানানোর পরিবর্তে সৃষ্টিকর্তার পরিকল্পিত উদ্দেশ্যের বাইরে কাজ করে, তখন সৃষ্টিকর্তার প্রতিক্রিয়া কি হওয়া উচিৎ? আমরা কি আশ্চর্য হব এটা জেনে যে সৃষ্টিকর্তা সদম এবং গমরাহ জাতিকে তাদের সমকামিতা ও অশ্লীল যৌন আচরণের মন্দ অভ্যাসের জন্য স্বাভাবিক মৃত্যু না দিয়ে  পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন? বাইবেল এবং কুরআন উভয় গ্রন্থেই সৃষ্টিকর্তা কিভাবে দুটি শহর ধ্বংস করেছেন তার বর্ণনা আছে।
“এবং তোমরা ভুলে যেওনা সদম, গমরাহ এবং তাদের নিকটবর্তী শহরগুলো যেগুলো পাপাচার এবং সব রকমের বিকৃত যৌন কর্ম দ্বারা নিমজ্জিত ছিল। ঐ শহরগুলিকে আগুন পাথর দিয়ে ধ্বংস করা হয়েছে এবং এটি সৃষ্টিকর্তার বিচারের চিরস্থায়ী আগুনের সতর্কবার্তা বহন করে। ”
[জুড ,১:৭]{৬}
কুরআন থেকে নেওয়া নিচের আয়াতগুলি এই ঘটনার লক্ষণীয় বিষয়গুলির সাথে সম্পর্কিত।
৭.৮০“আমি লূতকেও পাঠিয়েছি:তিনি তাঁর সম্প্রদায়কে বললেন :তোমরা কি এমন অশ্লীল কাজ করো যা তোমাদের পূর্বে আর কোন জাতি করেনি? ”
অশ্লীল কাজ কি ? এটা পরের আয়াতে বর্ণিত আছে।
৭.৮১“তোমরা নারীদের পরিত্যাগ করে পুরুষদের সাথে যৌন বাসনা নিবারণ করছ:তোমরা প্রকৃতপক্ষে অন্যায়ভাবে সীমালঙ্ঘন করছ। ”
সদম এবং গমরাহ জাতি তাদের অস্বাভাবিক কাজ দৃঢ়তার সাথে করে যেতে থাকলো এবং লূতকে তাদের শহর থেকে বের করে দিতে চাইলো।
৭.৮২“এবং তাঁর সম্প্রদায় একটি কথা ছাড়া আর কোন উত্তর দিতে পারলো না। তারা বলল:
“এদেরকে শহর থেকে বের করে দেওয়া হোক এরা প্রকৃতপক্ষেই পরিচ্ছন্নতা ও পবিত্রতা অবলম্বনকারী! ”
৭.৮৩“কিন্তু আমি লূত এবং তাঁর পরিবারকে রক্ষা করলাম তাঁর স্ত্রী ছাড়া:তাঁর স্ত্রী পাপীদের অন্তর্ভুক্ত ছিল। ”
ইবনে কাসির{৭}পৃষ্ঠা ১৩১, এ বর্ণিত আছে, লূতের স্ত্রী আল্লাহ্‌র বানীতে বিশ্বাসী ছিলোনা।
৭.৮৪“এবং আমি তাদের উপর গন্ধকের বৃষ্টি(আগ্নেওগিরির লাভা) বর্ষণ করলাম: তাহলে তাদের পরিনতি দেখ যারা অপরাধ ও পাপকর্মে লিপ্ত ছিল! ”
{নোট}:
{১}http://www.everystudent.com/features/isthere.html?gclid=CJ_bhpuY9LYCFU1_6wodYGYAcQ
{২}http://biblehub.com/jeremiah/29-13.htm
{৩}http://biblehub.com/matthew/22-37.htm
{৪}http://www.mostmerciful.com/myfather.htm
{৫}http://en.wikipedia.org/wiki/Sodom_and_Gomorrah
{৬}http://biblehub.com/jude/1-7.htm
{৭}http://www.quran4u.com/Tafsir%20Ibn%20Kathir/PDF/007%20A%27raf.pdf


Pages: 1 [2] 3 4 ... 9