Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: subrata.ns on October 22, 2017, 03:44:01 PM

Title: ৪০ হাজার বছর আগে কীভাবে তৈরি হয়েছিল দড়ি?
Post by: subrata.ns on October 22, 2017, 03:44:01 PM
বিস্ময়কর বুদ্ধি এবং প্রযুক্তিক্ষমতা ছিল আদিম মানুষের ছিল। তা নাহলে মানবসভ্যতা আজ এই পর্যায়ে এসে পৌঁছত না। সভ্যতার ইতিহাসে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হয়ে থাকে চাকা তবে ‘দড়ি’ও খুব একটা কম গুরুত্বপূর্ণ নয়। আজ থেকে ৪০ হাজার বছর আগে মানুষ দড়ি তৈরি করতে শিখেছিল। কীভাবে? সেটাই জানা গেল সাম্প্রতিক একটি গবেষণায়। তুবিনগেন বিশ্ববিদ্যালয়ের গবেষক নিকোলাস কনরাড এবং তাঁর সহ-গবেষকরা খুঁজে পেয়েছেন একটি যন্ত্রাংশ।

হাতির দাঁতের তৈরি এই যন্ত্রাংশটি ২০.৪ সেন্টিমিটার লম্বা এবং সেটিতে চারটি ফুটো রয়েছে ৭ মিমি এবং ৯ মিমি ডায়ামিটারের। প্রত্যেকটি ফুটোই নিখুঁত করে কাটা। গবেষকদের ধারণা এই যন্ত্রাংশটি দিয়েই দড়ি বোনা হত। অতীতে এমন যন্ত্রাংশ বেশ কয়েকটি পাওয়া গিয়েছে। এই জার্মান গবেষকদলের বক্তব্য, সবক’টিই প্রাচীন প্রস্তর যুগের। ওই সময় থেকে দড়ির ব্যবহার শেখে মানুষ। গবেষক দলের সদস্যরা জানিয়েছেন যে আদিম মানুষ কীভাবে দড়ি তৈরি করত তা একটি প্রশ্নচিহ্ন ছিল। এই যন্ত্রাংশটিই সেই প্রশ্নের উত্তর।
Title: Re: ৪০ হাজার বছর আগে কীভাবে তৈরি হয়েছিল দড়ি?
Post by: Anuz on October 28, 2017, 11:59:46 AM
Informative one.
Title: Re: ৪০ হাজার বছর আগে কীভাবে তৈরি হয়েছিল দড়ি?
Post by: Mohammad Salek Parvez on October 29, 2017, 11:46:05 AM
can we duplicate it ?
Title: Re: ৪০ হাজার বছর আগে কীভাবে তৈরি হয়েছিল দড়ি?
Post by: munira.ete on December 19, 2017, 05:30:07 PM
Informative