Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Akter Hossain

Pages: 1 ... 4 5 [6]
76
ক্যানসার মোকাবিলায় চিকিৎসকদের সহায়তার জন্য এবার ভারতে তৈরি হয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন। এই মোবাইল অ্যাপে ৬৫ রকমের ক্যানসার ও তার চিকিৎসার নির্দেশনা রয়েছে। ফলে গ্রামগঞ্জে কর্মরত চিকিৎসকেরাও ক্যানসার রোগ এবং চিকিৎসা সম্পর্কে জানতে ও রোগীদের পরামর্শ দিতে পারবেন। ক্যানসারের চিকিৎসা নিয়ে যুক্তরাষ্ট্রের চিকিৎসক ও বিজ্ঞানীদের একটি যুগ্ম কমিটির সঙ্গে ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালের ক্যানসার চিকিৎসকদের যৌথ উদ্যোগে টিএনএম অ্যাপটি তৈরি করেছে। টাটার হাসপাতালে ক্যানসারের চিকিৎসকদের হাতে ‘হ্যান্ডবুক’ হিসেবে তুলে দেওয়া হবে এই অ্যাপটি।
হাসপাতালের পরিচালক রাজেন্দ্র বাদউই সাংবাদিকদের বলেছেন, ‘প্রায় ৬৫ রকমের ক্যানসার, তার উপসর্গ, রোগের লক্ষণ, চিকিৎসা পদ্ধতি সম্পর্কে তথ্য পাওয়া যাবে এই অ্যাপ থেকে। ফলে ক্যানসার-সম্পর্কিত রোগনির্ণয় ও নিরাময়ে চিকিৎসকদের সাহায্য করবে এই অ্যাপটি।’ এটি একবার নামিয়ে নিলে ইন্টারনেট সংযোগ ছাড়াই ব্যবহার করা যাবে। বিশ্বের বিভিন্ন প্রান্তের চিকিৎসকেরা এই অ্যাপ সম্পূর্ণ বিনা মূল্যে ডাউনলোড করতে পারবেন। আপাতত ১৯টি দেশে প্রকল্পটি কার্যকর করা হবে। শুধু চিকিৎসকই নন, এই অ্যাপ রোগী আর তাঁর আত্মীয়দের ক্যানসার সম্পর্কে জানাতে সাহায্য করবে। তিনি আরও বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এই অ্যাপের কার্যক্রম শুরু করা হবে।

77
It is very  important for Bangladesh to develop the Research Sector.

78
Thanks sir . It is very important and useful for the beginning like me.

79
I am agree to this suggestion and implementation plan for Uttara campus and i also say that foundation class and practical class ensure for all students to develop their  professional skills and attitudes. 

80
(১) চ্যাম্পিয়ন্স অফ দি আর্থ, ২৭ সেপ্টম্বর ২০১৫
(২)আইসিটি টেকসই উন্নয়ন, ২৯ সেপ্টম্বর ২০১৫
(৩)কালচারাল ডাইভারসিটি, ২০১২
(৪)ডক্টর অফ লিটারেচার, জানুয়ারি, ২০১২
(৫)ফেলোশিপ,২০১১
(৬)সাউথ সাউথ,২০১১
(৭) ইকনোমিক কমিশন ফর আফ্রিকা,২০১১
(৮)এমডিজি পদক -২০১১
(৯)ইন্দিরা গান্ধী -২০০৯
(১০)মেটাল অব মেরিট-২০০৫
(১১)পার্ল এস বাক,৯এপ্রিল ২০০০
(১২)অনারারি ডক্টর অফ হিউম্যান লেটাস, ৫ সেপ্টম্বর ২০০০
(১৩)পার্সন অব দা ইয়ার,২০০০
(১৪)অনারারি ডক্টর অব ল,১৮ ডিসেম্বর ১৯৯৯
(১৫)ডক্টর অব ল,২০ অক্টোবর ১৯৯৯
(১৬)সেরেস মডেল, ১৯৯৯
(১৭)দেশিকোত্তম, ২৮ জানুয়ারি ১৯৯৯
(১৮)মেডেল অফ ডিস্টিংশন ১৯৯৬-৯৭এবং ১৯৯৮-৯৯,হেড অফ স্টেট
মেডেল ১৯৯৬-৯৭
(১৯)এম কে গান্ধী,১৯৯৮
(২০)মাদার তেরেসা-১৯৯৮
(২১)ফেলিক্স হোফে-বইনি শান্তি, ১৯৯৮
(২২)পল হ্যারিস ফেলো, ১৯৯৭
(২৩)নেতাজী সুভাষ চন্দ্র, ১৯৯৭
(২৪)লিবারেল আর্টসে অনারারি পিএইচডি,২৫ অক্টোবর ১৯৯৭
(২৫)ডক্টর অফ ল,৪ জুলাই ১৯৯৭
(২৬)ডক্টর অফ ল,৬ ফেব্রুয়ারি ১৯৯৭
(২৭)দোফি বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক, ২০১১
(২৮)পিস ট্রি, ২০১৪

81
দেশে প্রায় ১৩ কোটি মোবাইল সিম রেজিস্ট্রেশনের ওপর গুরুত্ব দিয়েছে  সরকার। এ নিয়ে গ্রাহকদের জল্পনা কল্পনার কমতি নেই। কবে কিভাবে রেজিস্ট্রেশান করতে হবে। কি কি ঝামেলা পোহাতে হবে ইত্যাদি নানান প্রশ্ন এখন  সবার মধ্যে। সবচেয়ে সহজে এবং কম ভোগান্তির মধ্য দিয়ে নির্ভেজাল একটি প্রক্রিয়া শেষ করেই যদি আপনি আপনার সিমের প্রকৃত মালিকানা নিয়ে নিতে পারেন তাও আবার ঘরে বসে এখন এই মুহূর্তেই তাহলে কেমন হয় ?

প্রিয় পাঠক, আপনাদের সেই ভোগান্তি আর আশংকা দূর করতেই এখন ঘরে বসে আপনার মোবাইলের সিম রেজিট্রেশনের জন্য বিনামূল্যে হালনাগাদ করে নেবার পদ্ধতি জানিয়ে দিচ্ছি । নিজে জেনে অন্য একজনকেও সহযোগিতা করুন আর হয়ে উঠুন দারুণ স্মার্ট!

প্রাথমিক অবস্থায় শুধু বাংলালিংকের গ্রাহকরা এ সুবিধা গ্রহণ করতে পারবেন। অন্যান্য অপারেটর থেকেও শীঘ্রই এই ব্যাবস্থা চালু হবার কথা রয়েছে । বাংলালিংক তাদের ওয়েবসাইটে জানিয়েছে, তথ্য হাল নাগাদ করতে আবেদন করুন। সম্মানিত গ্রাহক, আপনার সংযোগের সঠিক নিবন্ধন মোবাইলের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারে। এখন আপনিই আপনার সংযোগের তথ্যাদি সকল শর্তানুযায়ী সঠিকভাবে হাল নাগাদের জন্য আবেদন করতে পারবেন। তথ্য হাল নাগাদের জন্য আবেদন করতে আপনার মোবাইল নাম্বারটি প্রবেশ করুন এবং নির্দেশনা অনুসরন করুন। কর্পোরেট ও এসএমই গ্রাহকদের জন্য নতুন করে তথ্য হাল নাগাদের প্রয়োজন নেই।

এ জন্য প্রথমে এই ঠিকানায় গিয়ে আপনার মোবাইল নাম্বারটি লিখুন এবং নিচের নাম্বারটি টাইপ করে Next এ যান, আপনার মোবাইলে একটি কোড আসবে ওই কোডটি দিয়ে সাবমিট করুন, তারপর আপনার নাম, জন্মতারিখ, একটি ছবি, ভোটার আইডি কার্ড অথবা যে কোন আইডি কার্ডের দুটি পার্ট সংযুক্ত করতে হবে। এরপর Save এ click করে বেরিয়ে আসুন। আপনার সিম রেজিস্ট্রেশন চূড়ান্ত হলে আপনাকে জানিয়ে দেওয়া হবে।

82
২০ পেরিয়েছেন অনেক আগেই। অথচ সামলে উঠতে পারছেন না কোন পছন্দমতন চাকরি। ধরা দিচ্ছেনা সফলতা। কিন্তু কেন এমনটা হচ্ছে একবারও ভেবেছেন কি? কেন অন্যেরা আপনার চাইতে আরো এগিয়ে যাচ্ছে সবক্ষেত্রে? সত্যি বলতে কি কিছু সামান্য ব্যাপারই আপনাকে নতুন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা থেকে বিরত রাখছে। কি সেই ব্যাপারগুলো? জেনে নিন আর শিখে নিন এমন সাতটি ব্যাপার বর্তমান বিশ্বে এগিয়ে যেতে হলে যেগুলো প্রতি তরুণেরই শেখা দরকার!
১. সৎ থাকা

নিজেকে সত্যিকারভাবে তুলে ধরুন। সেই সাথে নিজের অবস্থানকেও। হতেই পারে অফিসে দেরি করে পৌঁছেন গেছেন আপনি। কিন্তু তাই বলে স্বভাববশত যানবাহনের সমস্যা, রাস্তার জ্যাম কিংবা মিথ্যে কোন অজুহাত দিতে যাবেননা। বরং ক্ষমা চান এবং সত্যি কারণটা বলুন।
২. সমালোচনাকে গ্রহন করা

মানুষ মাত্রই নিজের ব্যাপারে অন্ধ থাকে। ফলে নিজের কোনরকম সমালোচনা শুনলেই সেটাকে বাজেভাবে প্রতিক্রিয়া জানাতে কিংবা এড়িয়ে চলতে চাই সে। সেই সাথে সমালোচনাকারীর প্রতি একটা রোষ তো থেকেই যায়। কিন্তু যদি আপনি সফল হতে চান তাহলে এড়িয়ে চলুন এই কর্মকান্ডকে। মেনে নিন যে আপনি মানুষ। আপনারও ভুল হতেই পারে। আর তাই কেউ সমালোচনা করলে সেটাকে ইতিবাচকভাবে গ্রহন করুন এবং সেটাও সমালোচনাকারীর প্রতি ভালো মনোভাব রেখেই।
৩. কথপোকথন শুরু করা

প্রায় প্রতিটি মানুষের ক্ষেত্রেই এ সমস্যাটি দেখা যায়। আর সমস্যাটি হল নতুন আর অপরিচিত কারো সাথে সহজভাবে মিশতে না পারা। কিন্তু সফল হয়ে উঠতে হলে আপনাকে সবচাইতে বেশি সাহায্য করবে আপনার পরিচিতি। আর সেটা তখনই আসবে যখন সবার সাথে খোলামনে আর আন্তরিকভাবে আলাপ জমাতে পারবেন আপনি। কে জানে জীবনের চলার পথে কোন মানুষটি কাজে লেগে যায় আপনার! হতে পারে সে আপনার পাশের অপরিচিত মানুষটিই। আর তাই কথপোকথন করতে শিখুন আর বন্ধু তৈরি করুন।
৪. নিচের চাহিদাকে তুলে ধরা

আপনি কখনোই আপনার কাঙ্ক্ষিত জিনিসটি পাবেননা যতক্ষণ না সেটা চাইছেন আপনি। নিজের চাহিদার কথা না জানালে অতি আপনজনও বুঝবেনা ঠিক কি চাইছেন আপনি। আর তাই স্পষ্ট কন্ঠে নিজের চাহিদা প্রকাশ করতে শিখুন। হয়তো সেটা এখনই সম্ভব হবে না আপনার পক্ষে। কিন্তু অফিসে না হলেও ঘরে কিংবা বাজারের তরি-তরকারি কিনতে গিয়ে দরদাম করুন। নিজের চাহিদা জানান সবাইকে আর সেটা নিয়ে লড়ুন। খুব বেশিদিন লাগবেনা ব্যাপারটার সাথে আপনার অভ্যস্ত হতে।
৫. প্রতিজ্ঞা রক্ষা করা

প্রতিজ্ঞা, সেটা যাকেই করে থাকুন না কেন, রক্ষা করার চেষ্টা করুন। অফিসে কিংবা অফিসের বাইরে, একবার আপনি কাউকে কিছু করার কথা বলেও না করলে পরবর্তী জীবনে খুব বেশি ভোগাবে সেটা আপনাকে। আর তাই চেষ্টা করুন নিজের কথা রাখতে।
৬. নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন

নিয়ন্ত্রণ করুন নিজেকে। নমনীয় থাকুন। সেটা আপনার অনুভূতি হোক কিংবা বাজে অভ্যাস। হয়তো হুটহাট রেগে যান আপনি কিংবা অকারণেই খরচ করেন বেশি। কিন্তু সেগুলোর কোনটাই আপনার জীবনে কোন ভালো ফল বয়ে আনবে না। আর তাই চেষ্টা করুন নিজের ওপর নিজের নিয়ন্ত্রণ বাড়াতে। কখনো কিছু করতে ইচ্ছে হলে প্রথমেই চোখ বুজে দশ অব্দি গুনুন। তারপর আবার ভাবুন জিনিসটি করা উচিত হবে কিনা আপনার। হয়তো উত্তরটা না ও হতে পারে।
৭. খাবার টেবিলের ভদ্রতা শিখুন

অনেক সময়ই ইন্টারভিউ কিংবা দরকারী ব্যাক্তিদের সাথে কথা বলার পরিচিত একটি জায়গা হয়ে ওঠে খাবার টেবিল। আর তাই শিখে নিন খাবার টেবিলেন ভদ্রতা। জোর শব্দে চিবানো, হাত-মুখ মাখামাখি করে ফেলা, চামচের ব্যবহার না জানা, অতিরিক্ত শব্দ করা- এসবই হয়ে উঠতে পারে অন্য ব্যাক্তিটির কাছে বিরক্তিকর। আর তাই যত দ্রুত পারেন শিখে নিন এটি।

83
Teaching & Research Forum / Characteristics of a Great Teacher
« on: October 11, 2015, 03:06:27 PM »
            Years ago, as a young, eager student, I would have told you that a great teacher was someone who provided classroom entertainment and gave very little homework. Needless to say, after many years of K-12 administrative experience and giving hundreds of teacher evaluations, my perspective has changed. My current position as a professor in higher education gives me the opportunity to share what I have learned with current and future school leaders, and allows for some lively discussions among my graduate students in terms of what it means to be a great teacher.
Teaching is hard work and some teachers never grow to be anything better than mediocre. They do the bare minimum required and very little more. The great teachers, however, work tirelessly to create a challenging, nurturing environment for their students. Great teaching seems to have less to do with our knowledge and skills than with our attitude toward our students, our subject, and our work. Although this list is certainly not all-inclusive, I have narrowed down the many characteristics of a great teacher to those I have found to be the most essential, regardless of the age of the learner:
1. A great teacher respects students. In a great teacher’s classroom, each person’s ideas and opinions are valued. Students feel safe to express their feelings and learn to respect and listen to others. This teacher creates a welcoming learning environment for all students.
2. A great teacher creates a sense of community and belonging in the classroom. The mutual respect in this teacher’s classroom provides a supportive, collaborative environment. In this small community, there are rules to follow and jobs to be done and each student is aware that he or she is an important, integral part of the group. A great teacher lets students know that they can depend not only on her, but also on the entire class.
3. A great teacher is warm, accessible, enthusiastic and caring. This person is approachable, not only to students, but to everyone on campus. This is the teacher to whom students know they can go with any problems or concerns or even to share a funny story. Great teachers possess good listening skills and take time out of their way-too-busy schedules for anyone who needs them. If this teacher is having a bad day, no one ever knows—the teacher leaves personal baggage outside the school doors.

4. A great teacher sets high expectations for all students. This teacher realizes that the expectations she has for her students greatly affect their achievement; she knows that students generally give to teachers as much or as little as is expected of them.
5. A great teacher has his own love of learning and inspires students with his passion for education and for the course material. He constantly renews himself as a professional on his quest to provide students with the highest quality of education possible. This teacher has no fear of learning new teaching strategies or incorporating new technologies into lessons, and always seems to be the one who is willing to share what he’s learned with colleagues.
6. A great teacher is a skilled leader. Different from administrative leaders, effective teachers focus on shared decision-making and teamwork, as well as on community building. This great teacher conveys this sense of leadership to students by providing opportunities for each of them to assume leadership roles.
7. A great teacher can “shift-gears” and is flexible when a lesson isn’t working. This teacher assesses his teaching throughout the lessons and finds new ways to present material to make sure that every student understands the key concepts.
8. A great teacher collaborates with colleagues on an ongoing basis. Rather than thinking of herself as weak because she asks for suggestions or help, this teacher views collaboration as a way to learn from a fellow professional. A great teacher uses constructive criticism and advice as an opportunity to grow as an educator.

9. A great teacher maintains professionalism in all areas—from personal appearance to organizational skills and preparedness for each day. Her communication skills are exemplary, whether she is speaking with an administrator, one of her students or a colleague. The respect that the great teacher receives because of her professional manner is obvious to those around her.
While teaching is a gift that seems to come quite naturally for some, others have to work overtime to achieve great teacher status. Yet the payoff is enormous — for both you and your students. Imagine students thinking of you when they remember that great teacher they had in college!
Dr. Maria Orlando is a core faculty member in the doctoral Educational Leadership and Management Specialization at Capella University. She also serves as an adjunct professor at Lindenwood University in St. Charles, Missouri.

Pages: 1 ... 4 5 [6]