Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - mominur

Pages: [1] 2 3
1
ভারতবর্ষকে বলা হয় স্বর্ণপ্রসবা। ইতিহাসের পরম্পরায় এখানে জন্ম নিয়েছে বিদগ্ধ ও জ্ঞান-প্রজ্ঞায় ঋদ্ধ মহা-মনীষীরা। যারা কর্ম-গুণ, অবদান ও সাফল্যে বিভাময়। তাদের জীবন-কর্ম, অবদান, সাফল্য ও রচনা নিয়ে বিভিন্ন অভিসন্দর্ভ, বই-পুস্তক ও গ্রন্থাদি লেখা হয়েছে। অন্য ভাষায়ও তাদের কীর্তিময় ও প্রদীপ্ত জীবনালেখ্য তুলে ধরা হয়েছে।
ভারতের অন্যতম শ্রেষ্ঠ মুসলিম চিন্তানায়ক শায়খ আলি মিয়া নদভি (রহ.)-এর সম্মানিত বাবা ভারতবর্ষের মুসলিম মনীষীদের জীবনীনির্ভর বিশাল গ্রন্থ রচনা করেছেন। যার নাম ‘নুজহাতুল খাওয়াতির, ওয়া বাহজাতুল মাসামি ওয়ান-নাওয়াজির’। পরবর্তীতে এটি বৈরুত থেকে ‘আল-ইলাম বি-মান ফি তারিখিল হিন্দ মিনাল আ-লাম’ নামে ৮ খণ্ডে প্রকাশ হয়েছে।
অন্যদিকে পাকিস্তানের আলেম-ওলামাও তাদের মুসলিম-মনীষীদের জীবনী আরবিভাষায় লেখার গুরুত্ব দিয়েছেন। সিরিয়ার বিখ্যাত ‘দারুল কলম দামেস্ক’ থেকে সিরিজ আকারে কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়। দারুল উলুম করাচির শিক্ষক মাওলানা লুকমান হাকিম ও অন্যরা এক্ষেত্রে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন।
কিন্তু সে তুলনায় বাংলাদেশে অসংখ্য মুসলিম রত্ন-মনীষার জন্ম হলেও আরবিভাষায় তাদের ব্যাপারে তেমন গুরুত্ব দেয়া হয়নি। বাংলাভাষায় অল্প-স্বল্প যেটুকু কাজ হয়েছে, তাও অনেকটা গৌণ।
আরবিতে তাদের তুলে ধরার জন্য বাংলাদেশে অনেক যোগ্য পণ্ডিতজ্ঞরা থাকলেও তারা হয়তো বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে পারেননি। ব্যস্ততার বহুবিধতার কারণে তারা এদিকটিতে একটু মনোযোগ কম দিয়েছিলেন বোধহয়। হয়তো প্রয়োজনীয় তথ্য-উপাত্তেরও কিছুটা ঘাটতি ছিল। ফলে সচরাচর আরবিতে জীবনী তৈরির কাজ আর করা হয়নি।
এছাড়াও হাল-জমানায় যেসব তরুণ বাংলাদেশি আলেম আরবিভাষা চর্চা করেন, তাদের অনেকে এ বৃহৎ ও গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করতে চেয়েছিলেন। অনেকে স্ব স্ব উদ্যোগও নিয়েছিলেন। কিন্তু তাদের কর্ম-প্রচেষ্টাও সফলতা ও পূর্ণতার পথে তেমন এগোতে পারেনি।
অন্যদিকে বিশ্বের বিভিন্ন বড় বড় ব্যক্তিরাও বাংলাদেশি শিক্ষার্থী ও ব্যক্তিত্বদের বিভিন্ন সময় সমালোচনার সুরে বলতেন, ‘তোমাদের দেশের কোনো মনীষীর জীবনী তো আরবিতে নেই।’ বাস্তবেই এ ক্ষেত্রে বিশাল শূন্যতা বিরাজ করছে দীর্ঘদিন ধরে। যথাযোগ্য প্রচেষ্টা ও শ্রমের অভাবে এই ‘শূন্যতা ও অপমান’ ঘোচানোর জন্য কোনো কাজ হয়নি।
তবে এ ‘অপমান’ ঘোচাতে দারুণ রচনাকর্ম উপহার দিয়েছেন—বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মীযান হারুন। বাংলাদেশের শতাধিক মুসলিম মনীষীর জীবন, ইতিহাস-ঐতিহ্য, সংগ্রাম-সাফল্য ও অবদান নিয়ে আরবিভাষায় তিনি অনবদ্য ও বৃহৎ কলেবরে কাজ করেছেন। ঢাকার প্রকাশনী ‘দারুল বায়ান’ (Darul Bayan) মধ্যপ্রাচ্যের বইগুলোর মতো দৃষ্টিনন্দন ও উন্নত কাগজে তার গ্রন্থটি প্রকাশ করেছে।
এতে মধ্যপ্রাচ্যের খ্যাতিমান লেখক-গ্রন্থাকার ড. আবদুল্লাহ আস-সাহলির মূল্যবান অভিমত রয়েছে। তাছাড়াও বাংলাদেশে আরবিভাষা চর্চার পথিকৃৎ ও প্রবাদপুরুষ আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভীর প্রশংসা সমৃদ্ধ ‘কিছু কথা’ রয়েছে, যা বইটির গুণ-মানে অনন্য মাত্রা যোগ করেছে।
কীর্তিমান গ্রন্থাকার মাওলানা মীযান হারুন বাংলাদেশে কওমি-মাদ্রাসায় সর্বোচ্চ শিক্ষার পাঠ চুকিয়ে সৌদি আরবের কিং সাউদ ইউনিভার্সিটিতে শিক্ষারত রয়েছেন। তিনি আরবিভাষার পাশাপাশি বাংলা ও ইংরেজিতেও বিভিন্ন রকমের গঠনমূলক কাজ করছেন।
গ্রন্থটি অধ্যয়ন করলে পাঠক সহজেই বুঝতে পারবেন, তথ্য-উপাত্ত সংগ্রহে লেখক কী পরিমাণ কষ্টসাধ্য পরিশ্রম করেছেন। অন্যদিকে ধারাবাহিকতা ও বর্ণনায় তিনি অনবদ্য চমৎকারিত্বে সামঞ্জস্যতা রক্ষা করেছেন।
বড় এই গ্রন্থটি তত্ত্ব, তথ্য ও উপাত্তের ভারে নুব্জ্য না করে লেখক বরং আরবি সাহিত্যের মাধুরী মিশিয়ে বেশ মনোজ্ঞ ও সুখপাঠ্য করার পাশাপাশি প্রবাদ-প্রবচন ও বাগধারার সুনিপুণ গাঁথুনী দিয়ে বেশ প্রাঞ্জল ও হৃদয়গ্রাহীও করে তুলেছেন।
মীযান হারুন উৎকৃষ্ট মানের আরবি ভাষাশৈলীর আবরণে বাংলাদেশের মুসলিম মনীষীদের দ্যুতিময় আখ্যান বর্ণনা করেছেন। দক্ষতা ও কুশলতার মোড়কে তাদের জীবনচিত্র এঁকেছেন। তার আগে এমন গুরুত্বপূর্ণ কাজ বাংলাদেশের কেউ করতে পারেননি। আমাদের বিশ্বাস, তিনি এবং তার এ রচনা সতত ইতিহাসে স্থান করে নিবে ও অন্যদের জন্য পথিকৃৎ হয়ে থাকবে। বাংলাদেশের আলেম সমাজের জন্য আকর গ্রন্থের কাজ দেবে। সচেতন আলেম-ওলামারা মনে করছেন, মাদ্রাসার প্রতিটি ছাত্র-শিক্ষকের গ্রন্থটি সংগ্রহে থাকা জরুরি।
বই: ‘রিজালুন সানাউত তারিখ, ওয়া খাদামুল ইসলাম ওয়াল ইলম ফি বাংলাদেশ’
লেখক: মীযান হারুন
প্রকাশনী: দারুল বায়ান, ইসলামী টাওয়ার, বাংলাবাজার, ঢাকা
মুদ্রিত মূল্য: ৫০০ টাকা
যোগাযোগ: ০১৯৬৮ ৮৪ ৪৩ ৪১

2
গেইমিং পিসি ব্যবসায় নাম লেখাতে যাচ্ছে ওয়ালমার্ট। শীঘ্রই নতুন গেইমিং ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার উন্মোচন করবে মার্কিন রিটেইলার জায়ান্ট প্রতিষ্ঠানটি। সোমবার ওয়ালমার্টের পক্ষ থেকে বলা হয় ইস্পোর্টস অ্যারেনা’র সঙ্গে অংশীদারিত্ব করেছে তারা। ইস্পোর্টস-এর সঙ্গে অংশীদারিত্বে তিনটি ল্যাপটপ ও তিনটি ডেস্কটপ কম্পিউটার বাজারে আনবে ওয়ালমার্ট-- খবর প্রযুক্তি সাইট সিনেটের। বিশেষভাবে গেইমারদের জন্যই বানানো হবে কম্পিউটারগুলো। নতুন এই গেইমিং পিসির নাম বলা হচ্ছে ‘ওভারপাওয়ার্ড’। উন্মোচন করা হলে ওয়ালমার্ট ডটকম থেকে নতুন এই পিসিগুলো কিনতে পারবেন গ্রাহক। সিনেটের প্রতিবেদনে বলা হয়, গেইমিং পিসিগুলোতে ইনটেল কোর আই৭ প্রসেসরের সঙ্গে ৩২ গিগাবাইট র‍্যাম ব্যবহার করা হবে। উচ্চ ক্ষমতার এইচডিডি’র সঙ্গে এসএসডি এবং ১০৮০টিআই এনভিডিয়া জিফোর্স জিটিএক্স গ্রাফিক্স কার্ড রাখা হতে পারে কম্পিউটারগুলোতে। এছাড়া ভার্চুয়াল রিয়ালিটি সমর্থন করবে এমন করেই বানানো হবে কম্পিউটারগুলো।
ইতোমধ্যেই সাইটে কম্পিউটারগুলোর প্রি-অর্ডার নিতে শুরু করেছে ওয়ালমার্ট। ল্যাপটপের দাম শুরু হচ্ছে ৯৯৯ মার্কিন ডলার থেকে। আর ডেস্কটপের মূল্য শুরু হচ্ছে ১৩৯৯ ডলার থেকে।

3
ঢাকা:জ্ঞান-বিজ্ঞান, চিন্তা-মনন ও সাধনা-বৈভবের শীর্ষস্থান হলো বিশ্ববিদ্যালয়। আর পৃথিবীর সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়েছে মুসলিমদের হাতে।
আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য দলিল-দস্তাবেজও বলে, বিশাল ও অসামান্য এ কীর্তি-অবদান মুসলমানদের। গিনেজ বুকের রেকর্ড অনুসারে, মরক্কোর ফেজ নগরীর কারাওইন বিশ্ববিদ্যালয়ই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়।
ইউনাইটেড ন্যাশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন বা ইউনেস্কোও স্বীকৃতি দিয়েছে, বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে মুসলিমরা। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন একজন পুণ্যবতী মুসলিম নারী। ১৯৬০ সালে বিশ্ববিদ্যালয়টির ১১০০তম বর্ষপূর্তি হয়।
ফাতেমা আল-ফিহরি নামের এক মুসলিম নারী ৮৫৯ খ্রিস্টাব্দে মরক্কোর ফেজ নগরে কারাওইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তার জন্ম ৮০০ সালে তিউনিসিয়ার কারাওইনে। তার বাবা মুহাম্মদ আল-ফিহরি ছিলেন, ফেজ নগরীর বিত্তশালী ব্যবসায়ী।
আল-ফিহরি পরিবার ফেজে আসেন নবম শতাব্দীর প্রথম দিকে। সেই সূত্রে এ বিশ্ববিদ্যালয়ের নাম রাখা হয় কারাওইন বিশ্ববিদ্যালয়। তাদের সঙ্গে কারাওইন থেকে সমাজের বেশ কিছু লেখকও ফেজে এসে নগরীর পশ্চিমাংশে বসবাস শুরু করেন।.ফাতিমা আল ফিহরি ও তার বোন মরিয়ম আল-ফিহরি উভয়েই ছিলেন সুশিক্ষিত। তারা উত্তরাধিকার সূত্রে পিতার কাছ থেকে প্রচুর অর্থ-বিত্ত লাভ করেন।
ফাতিমা তার অংশের সব অর্থ খরচ করেন লেখকদের জন্য সুবিধাসম্পন্ন একটি মসজিদ তৈরির কাজে। ৮৫৯ সালে কারাওইন বিশ্ববিদ্যালয় মসজিদের অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়।
কেবল ইবাদতের স্থান না হয়ে এই মসজিদ শিগগিরই হয়ে ওঠে ধর্মীয় নির্দেশনা ও রাজনৈতিক আলোচনার কেন্দ্র। ইতালির বোলোনায় যখন প্রথম ইউরোপীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, তারও আগে কারাওইন হয়ে ওঠে বিশ্ব বিখ্যাত বিশ্ববিদ্যালয়।
শুরুতে এটি ছিল ধর্মীয় শিক্ষাকেন্দ্র। পরে সেখানে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করে পারিপার্শ্বিক বিষয়য়াদি পড়ানো হয়। অল্প সময়ে এর ছাত্রসংখ্যা দাঁড়ায় আট হাজারে। তারা সেখানে চিকিৎসাবিদ্যা থেকে শুরু করে ইতিহাস-ভূগোলসহ অনেক বিষয়েই উচ্চশিক্ষা লাভ করতে থাকেন।
ফেজকে তখন বলা হতো, ‘পাশ্চাত্যের বাগদাদ’—‘বাগদাদ অব দ্য ওয়েস্ট’। ১৯১২-৫৬ সময়ে মরক্কো ফ্রান্সের অধীনে ছিল। সে সময় বিশ্ববিদ্যালয়টি ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়ায়। ইউরোপের ষড়যন্ত্রের শিকার হয় ঐতিহ্যবাহী এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ওই সময় সেখানে পরীক্ষা ও ডিগ্রি দেওয়া বন্ধ করে দেওয়া হয়।
এই বিশ্ববিদ্যালয় মধ্যযুগে মুসলমান ও ইউরোপীয়দের মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষাবিষয়ক জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে সুবিশাল ও গুরুত্বপূর্ণ অবদান রাখে।
অগ্রণায়ন পণ্ডিত ইবনে মাইমুন, আল-ইদ্রিসি, ইবনে আরাবি, ইবনে খালদুন, ইবনে খতিব, আল-বিতরুজি (অ্যালপে ট্রেজিয়াম), ইবনে হিরজিহিম ও আল ওয়্যাজ্জেন এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র বা শিক্ষক ছিলেন।
অনেক অমুসলিমও এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম অমুসলিম অ্যালামনি ছিলেন- ইহুদি দার্শনিক ও ধর্মতত্ত্ববিদ মুসা বিন মাইমুন বা মাইমোনাইডস।
(Collected...)

4
পানির অপর নাম জীবন, আসলে কি তাই? আমরা প্রতিদিনই পানি পানের কথাই শুনে থাকি। পানিটা নিরাপদ কিনা তা কিন্তু খুব একটা ভাবতে দেখি না।
পানি তখনই জীবন, যখন তা বিশুদ্ধ অথবা এই পানি থেকেই ঘটতে পারে মরণও। প্রতিদিন যে পানি আমরা পান করি, এটা পুরোপুরি বিশুদ্ধ করে নিতে পারি নিজেরাই। অনেকে বাইরের কেনা পানিতে বা ফুটানো পানিতে আস্থা রাখেন, তবে নিজের হাতে করে নিলে থাকবেন চিন্তামুক্ত আর পরিবারের সবাইকে নিয়ে সুস্থ।
খুব অল্প খরচে বাড়িতেই বানিয়ে নিতে পারেন মিনারেল ওয়াটার। কীভাবে, জেনে নিন:
একটি পরিষ্কার পাত্রে ফিল্টার করা পানি -২ লিটার, বেকিং সোডা -চা-চামচের ১/৪, ইপসম সল্ট  চা-চামচের ১/৪ এবং পটাসিয়াম বাইকার্বোনেট – চা-চামচের ১/৪ ।
এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিন। ১৫ মিনিট পর ছেকে বোতলে ভরে রাখুন আপনার বিশুদ্ধ-নিরাপদ পানি।
বাংলাদেশ সময় : ১২০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এসআইএস

5
Apparel Production / Garment accessories offer bright prospects
« on: September 15, 2018, 03:40:16 PM »
Bangladesh has turned into a major source for garment accessories, as direct export of such items increased by 66.67 percent year-on year to $1 billion in the last fiscal year. Once a net importer of garment accessories mainly from Hong Kong and China, Bangladesh is now a lucrative source of such items, with spiralling demand coming from international buyers of many garment-making nations, including the African ones. A new entrant making direct shipments to Chinese-dominated global markets, local manufacturers of Bangladesh have been exporting the integral parts of apparel items to Vietnam, Cambodia, Myanmar, Sri Lanka, South Africa and Malaysia. Accessories like buttons, zippers, labels, price tags and washing instructions are used in making finished garment products.
If a T-shirt is sold at $5, the share of accessories is 15 percent, industry insiders said. At present, nearly 1,600 factories are producing the accessories. Some are directly exporting to other countries.Earnings from apparel accessories hit $600 million in 2015-16 and $300 million in the previous year, according to Bangladesh Garments Accessories and Packaging Manufacturers and Exporters Association (BGAPMEA). “The prospect of direct accessories export is very bright,” said Shahadat Hossain Kiron, chairman of Dekko Group, a leading garment exporter. “I started exporting the items as some buyers have made it mandatory for garment makers in countries outside of Bangladesh to use accessories produced in my factory.” For instance, buyers placing work orders in factories in Myanmar, Sri Lanka or Vietnam want to use accessories produced in Bangladeshi factories, he said. “In the last fiscal year, I exported garment accessories worth $50 lakh directly to many factories in different countries.” The direct export of garment accessories is relatively a new business for Kiron who supplies garment items to C&A, M&S, H&M, Tommy Hilfiger and Next. He had previously been producing accessories only for use in his own garment factory. The total investment in the accessory making sector is over Tk 30,000 crore now, said Md Abdul Kader Khan, president of BGAPMEA, the accessory makers' platform. The number of workers in this sub-sector is 4.5 lakh and it plays a vital role for the garment sector. Many of the garment makers used to miss strict lead-times due to delays in arrival of the accessories, he said. The garment exporters can now ship the goods on time thanks to the availability of the accessories in the local market, Kiron said. Although the country has been producing a lion's share of the accessories, 5 to 10 percent of the items still need to be imported from China, Khan said. Garment accessories include items used in lingerie, which very expensive and sensitive to the skin, he said.
The accessory makers have been supplying items like elastics, poly bags, cartons and hangers to some emerging sectors like frozen foods and fish, pharmaceuticals, ceramics, toys, leather goods, jute goods, crockery and ceramics. So the contribution of accessories in total export of $35 billion is $6.7 billion, Khan said.
By-
Refayet Ullah Mirdha
(Collected from The Daily Star)

6
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে ব্যবসায়িক ও ব্যক্তিগত প্রয়োজন মেটাতে বিভিন্ন ধরনের লোকেশনভিত্তিক সেবা নিয়ে এসেছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ডিঙ্গি’। অনলাইনে খোঁজ করে নিত্যদিনের সেবা পাওয়ার পাশাপাশি এই প্ল্যাটফর্মে মিলবে এলাকাভিত্তিক ম্যাপ সুবিধা। যাতে সহজেই ডিজিটাল দুনিয়ার সেবা পাবেন ব্যবহকারীরা।
বৃহস্পতিবার (৯ আগস্ট) রাজধানীর একটি হোটেলে টেলিকম বিটের সাংবাদিকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) নেতাদের সঙ্গে মতবিনিয়কালে এই ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ডিঙ্গির সিইও এবং কো-ফাউন্ডার সজল কুমার হাজরা।
তার দাবি, ঢাকা শহরের প্রায় ৮০ শতাংশ বাসার ম্যাপ তাদের ডিজিটাল প্রযুক্তির এ প্ল্যাটফর্মে স্থান পেয়েছে। প্ল্যাটফর্মটি গুগল ম্যাপের বিকল্প হিসেবে কাজ করবে। সেবাটি ব্যবহারের ফলে অতি সহজেই কাঙ্ক্ষিত সেবা মিলবে এবং দেশের অর্থও সাশ্রয় হবে।
সজল কুমার হাজরা জানান, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি ডিঙ্গির অ্যাপটি লঞ্চিং হয়। আর এ পর্যন্ত ৮১ হাজার জন ডাউনলোড করেছেন এবং সেবা নিচ্ছেন।
এই প্ল্যাটফর্মে রয়েছে বেশ কয়েকটি ফিচার। এরমধ্যে ডিঙ্গি অ্যাপের মাধ্যমে কোথাও যাওয়া আর কিছু খুঁজে পাওয়া, সাথে জরুরি সেবার জন্য একটি দুর্দান্ত অ্যাপ্লিকেশন। যার মাধ্যমে রাস্তার ম্যাপসহ ট্রাফিক আপডেট ও দূরত্ব জানা যাবে। গ্রাহকের কাছে সঠিক তথ্য দিতে দেড় হাজার যানবাহনের ডাটা নিয়ে ম্যাপিং জোন তৈরি করা হয়েছে।
‘ঢাকা সিটি বাস’ এর মাধ্যমে কোন রুটে কোন বাস, ভাড়া কত, দূরত্ব কতটুকু, পৌঁছাতে কত সময় লাগবে- এগুলো জানা যাবে। জানা যাবে আন্তঃনগর ট্রেনের স্টেশন, লোকেশন, ভাড়া, সময় ইত্যাদির তথ্য।
নিত্যদিনের প্রয়োজন মেঠানোর উপায় সহজ করে দিয়েছে ‘ডিঙ্গি’। ইলেকট্রিশিয়ান, স্যানিটারি মিস্ত্রি, পানির মিস্ত্রি, গ্যাসের মিস্ত্রিসহ প্রতিদিনের প্রয়োজন মেটাতে সেবাদাতার তথ্য সন্নিবেশিত করে একটি স্মার্ট সল্যুশন তৈরি করা হয়েছে। লোকেশনভিত্তিক সেবাদাতাদের তথ্য আপলোড করা থাকায় সহজেই সেবা গ্রহণকারী স্থানীয়ভাবে সেবা নিতে পারবেন। বিভিন্ন ধরনের সেবা দিতে সাড়ে আটশ জন যুক্ত রয়েছেন এই প্ল্যাটফর্মে।
আরো রয়েছে জরুরি সেবা যেমন- হাসপাতাল, অ্যাম্বুলেন্স, পুলিশি সহায়তার উপায়। ‘ডিঙ্গি’ অ্যাপে সহজেই মিলবে এসব সেবা। 
স্থানীয়ভাবে তৈরি হওয়ায় লোকশন খুঁজতে গুগল ম্যাপের উপর নির্ভরতা কমবে এবং দেশের অর্থ সাশ্রয় হবে বলে মনে করছেন উদ্যোক্তারা। বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই ব্যবহার করা যাবে। রয়েছে বাংলা ও ইংরেজি ভয়েস নেভিগেশন। দেশের একমাত্র বাংলা ম্যাপ হওয়ায় বাংলাতেই বলে দেবে কোথায় কীভাবে যেতে হবে।
সজল কুমার হাজরা জানান, ডিঙ্গি টেকনোলজিস লিমিটেড লোকেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা দেয়। বাংলাদেশের তথ্যসমৃদ্ধ মানচিত্র, অত্যাধুনিক আইওটি ডিভাইস এবং লোকেশনভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে ব্যবসায়িক ও ব্যক্তিগত প্রয়োজনের বিভিন্ন ধরনের লোকেশনভিত্তিক সেবা দেয় ডিঙ্গি।
‘পথেও স্মার্টই থাকুন'- এই স্লোগান নিয়ে লোকেশনভিত্তিক সেবাগুলোর মূল উদ্দেশ্য নিরাপদ রাখা, তাড়াতাড়ি কিছু খুঁজে পেতে বা কোথাও যেতে বা কিছু কিনতে সাহায্য করা। কৃত্রিম- বুদ্ধিমত্তাভিত্তিক লোকেশন সার্ভিসের জন্য বাংলাদেশের সবচেয়ে সক্ষম প্রতিষ্ঠান ডিঙ্গি।
ভবিষ্যতে ইন্টার সিটি বাস ও সিটি বাসের লাইভ আপডেট পাওয়া যাবে বলে জানান সজল কুমার হাজরা। 
মতবিনিময়কালে টিআরএনবি সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম (সজল) ও সাধারণ সম্পাদক সমীর কুমার দে ছাড়াও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮

7
অনলাইনে তথ্য সংরক্ষণের জন্য গুগল ড্রাইভ বেশ জনপ্রিয়। ২০১৭ সালের হিসাবে, গুগলের এ সেবার গ্রাহক ৮০ কোটি ছাড়িয়ে গেছে। গুগল ড্রাইভ আরও সহজভাবে ব্যবহারের জন্য রয়েছে কিছু শর্টকার্ট টিপস, বেশ কিছু ফিচার।
গুগল ড্রাইভের প্রয়োজনীয় টিপসসহ ৮টি ফিচার বাংলানিউজের পাঠকদের জন্য আলোচনা করা হলো-
১. সহজেই ছবি বের করা: গুগল ড্রাইভে ছবিসহ ওয়ার্ড ফাইল, পিডিএফ ফাইল সংরক্ষণ করা যায়। ড্রাইভের হোম পেজে সাম্প্রতিক দেখা জিনিসগুলোই আগে দেখা যায়। সেক্ষেত্রে অনেক দিন আগে আপলোড করা প্রয়োজনীয় ছবি খুঁজে পেতে কষ্ট হয়।
এজন্য ড্রাইভের সার্চ অপশনে গিয়ে Jpg লিখে সার্চ দিলে আপলোড করা সব ছবি খুঁজে পাওয়া যাবে। মোবাইল অ্যাপেও এভাবে খুব দ্রুত ছবি খুজে পাওয়া যাবে।
২. সার্চ ফিল্টার: গুগল ড্রাইভের সার্চ অপশনে নির্দিষ্ট সার্চ করার জন্য সার্চ ফিল্টার ব্যবহার করা যায়। এক্ষেত্রে সার্চ অপশনের ডান দিকে ছোট অ্যারোর মতো জায়গাটিতে ক্লিক করতে হবে। এরপর সার্চ অপশনে নিজের ইচ্ছামতো ফিল্টার ব্যবহার করা যাবে।
৩. ‘কুইক অ্যাকসেস’ চালু: গুগল ড্রাইভের কুইক অ্যাকসেস ফিচারের মাধ্যমে প্রয়োজনীয় ডকুমেন্ট হোম পেজে খুঁজে পাওয়া যাবে। এজন্য ড্রাইভের সেটিং অপশনের ‘কুইক অ্যাকসেস’ এ গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট কুইক অ্যাকসেস করতে হবে।
৪. মেইলে ফাইল অ্যাটাচমেন্ট না করে লিংক পাঠানো: জিমেইলের অ্যাটাচমেন্টে ড্রাইভের একটি অপশন রয়েছে। সেখানে ক্লিক করে ড্রাইভে সংরক্ষিত ডকুমেন্টের লিংক পাঠানো যাবে। মেইলে ২৫ এমবির বড় সাইজের ফাইল পাঠানো না গেলেও এতে তার চেয়ে বড় সাইজের ফাইল পাঠানো যাবে।
৫. ব্যাক-আপ: ফোনের প্রয়োজনীয় ডাটাও এখন গুগল ড্রাইভের ব্যাপ-আপে সংরক্ষণ করা যাবে। এজন্য মোবাইল অ্যাপের সেটিং অপশনে গিয়ে ব্যাক-আপে যেতে হবে। এরপর যা ব্যাক-আপ করতে চান তা সিলেক্ট করতে হবে।
৬. কম্পিউটারের ফোল্ডার ব্যাক-আপ: কম্পিউটারের প্রয়োজনীয় ফোল্ডারও ব্যাক-আপে রাখা যাবে। এজন্য ব্যাক-আপের অ্যাপ ডাউনলোড দিতে হবে। এরপর ড্রাইভারের বাম দিকে কম্পিউটার অপশনে ক্লিক করে প্রয়োজনীয় ফাইল ব্যাক-আপে রাখা যাবে।
৭. মাইক্রোসফট অফিস ফাইলে কমেন্ট: মাইক্রোসফট অফিসের সব প্যাকেজে (যেমন: ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট) প্রভৃতির ক্ষেত্রে গুগল ড্রাইভেই প্রয়োজনীয় কমেন্ট করা যাবে। এজন্য ফাইলটি ওপেন করে ‘অ্যাড ইউর কমেন্ট’ অপশনে ক্লিক করতে হবে। এরপর লেখাটি সিলেক্ট করে কমেন্ট করতে হবে।   
৮. ইন্টারনেট না থাকলেও গুগল ড্রাইভ ব্যবহার: ইন্টারনেট সংযোগ না থাকলেও ব্যবহার করা যাবে গুগল ড্রাইভ। এজন্য প্রথমে ‘গুগল ডক অফলাইন’ ইনস্টল করতে হবে। ‘গুগল ডক অফলাইন’ ইনস্টল হয়ে গেলে গুগল ড্রাইভে লগ ইন করতে হবে। এরপর সেটিংসের অফলাইন অপশনে গিয়ে অন করে দিতে হবে। 
বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
এএইচ/এএ

8
YouTube / ইউটিউবে নতুন ফিচার
« on: June 26, 2018, 11:45:00 AM »
নতুন ফিচার যুক্ত করেছে ভিডিওয়ের প্ল্যাটফর্ম ইউটিউব। গুগলের মালিকানাধীন প্রতিষ্ঠানটি নতুন ফিচারের মধ্যে ‘প্রিমিয়ারস’ ব্যবহার করে নির্মাতারা আগে থেকে রেকর্ড করা ভিডিও লাইভ বা সরাসরি সম্প্রচার ভিডিও বলে চালাতে পারবেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। খবরে বলা হয়, সম্প্রতি ইউটিউবের প্রধান পণ্য কর্মকর্তা নীল মোহন এ কথা জানিয়েছেন। ২০ থেকে ২৩ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ভিডকন ইউএস ২০১৮ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
ব্লগ পোস্টে তিনি বলেন, ইউটিউবে রেকর্ড করা ভিডিও লাইভ হিসেবে চালানোর সুবিধাটি শুরু হয়েছে। শিগগির এটি সবার কাছে পৌঁছাবে। যখন ভিডিও নির্মাতারা প্রিমিয়ার নামে কোনো ভিডিও উন্মুক্ত করবেন, তখন এটি সবার জন্য একটি ল্যান্ডিং পেজ সৃষ্টি করবে।
‘সেখানে ওই ভিডিও দর্শকদের জন্য চ্যাটিং অপশন যুক্ত হবে। ভিডিও নির্মাতা দর্শকদের সঙ্গে সরাসরি চ্যাটে অংশ নিতে পারবেন। শুরুতে নির্বাচিত কিছু গ্রাহককে এ সুবিধা দেওয়া হচ্ছে।’
এদিকে ‘প্রিমিয়ারসে’র পাশাপাশি ‘মার্চেন্টডাইজ ইন্টিগ্রেশন’ নামে একটি ফিচার চালু করেছে ইউটিউব। এতে ভিডিওর নিচে নির্মাতারা শার্ট, মগের মতো নিজস্ব পণ্যের বিজ্ঞাপনও দেখাতে পারবেন। এ ছাড়া ব্যবসাকে বড় করতে ‘ফেমবিট ইন্টিগ্রেশন’ নামের নতুন ফিচার যুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, ইউটিউবের ১৯০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৮

9
বৃষ্টির পানিতে ভিজলে অনেকেরই ঠাণ্ডা লেগে জ্বর কাশি হয়। কাশি হলে অনেক সময় গলাব্যথা ও গলা বসে যায়। 
এসময়ে ঠাণ্ডা, কাশি, গলাব্যথা ও জ্বর থেকে দ্রুত সুস্থ হতে  ডাক্তারের পরামর্শের  পাশাপাশি কিছু ঘরোয়া উপায়েও উপকার পেতে পাওয়া যায়। যা করতে হবে:
আদা
ঠাণ্ডা, জ্বর, কাশি ও মাথাব্যথা সারাতে আদার রস কাজ করে। আদা চা গলার কফ পরিষ্কার করে ও খুসখুসে ভাব কমায়। আদা কুচি করে লবণ দিয়ে খেতে পারেন, চা করেও পান করতে পারেন। 
মধু
গলার খুসখুসে ভাব কমিয়ে দ্রুত আরাম পেতে হালকা গরম পানিতে মধু মিশিয়ে পান করুন।
লেবু
হালকা গরম পানিতে মধু ও লেবুর রস মিশিয়ে পান করুন। গলাব্যথা বা গলা বসে গেলে গরম পানিতে লেবুর রস ও সামান্য লবণ দিয়ে গড়গড়া করুন। এছাড়া লেবু চা খেতে পারেন।
লবঙ্গ
লবঙ্গ সেদ্ধ পানিতে সামান্য লবণ মিশিয়ে খেতে পারেন।
বৃষ্টির দিনে সুস্থ থাকতে আরও যা করবেন: 
•    বাইরে বের হওয়ার সময় ছাতা বা রেইনকোট নিয়ে নিন।
•    অল্প বৃষ্টিতে শহরের রাস্তায় পানি জমে যায়, ডাস্টবিনের ময়লা নোংরা পানি থেকে বিভিন্ন চর্মরোগ হতে পারে
•    বাড়ি ফিরেই গরম পানি আর সাবান দিয়ে পা ভালোভাবে ধুতে হবে
•    পানিবাহিত রোগ যাতে না হয় এজন্য ফোটানো ও বিশুদ্ধ পানি খেতে হবে
•    বৃষ্টির পানি জমে এডিস মশা জন্মানোর পরিবেশ তৈরি করে
•    এজন্য লক্ষ্য রাখতে হবে বৃষ্টির পানি যেন কোথাও জমে না থাকে।
(Collected)


10
শিশুদের জন্য স্মার্ট ‘ন্যাপি’ বা ডায়পার বানাতে যাচ্ছে গুগল, মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের পেটেন্ট থেকে অন্তত এমনটাই ধারণা করা যাচ্ছে। উদ্ভট সব আইডিয়ার জন্য পরিচিত গুগল। ডায়াপারের এই ধারণাকে তাই অনেকেরই মনে হতে পারে গুগলের জন্য স্বাভাবিক। শিশুরা এই ডায়পারে মল বা মূত্র ত্যাগ করলে বাবা-মাকে নোটিফিকেশন পাঠানো হবে, বলা হয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিররের প্রতিবেদনে। আর্দ্রতা সেন্সর থাকবে এই স্মার্ট ন্যাপিতে, যা মল এবং মূত্রের মধ্যে পার্থক্য বুঝতে পারবে। আর শিশু ডায়পারে মল বা মূত্রত্যাগ করেছে এমনটা শনাক্ত করলে এটি বদলাতে স্মার্টফোনে নোটিফিকেশন পাঠানো হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ন্যাপির মধ্যে থাকা মাইক্রো-ইলেক্ট্রোড আর্দ্রতার পরিবর্তন আন্দাজ করে সেই মোতাবেক বার্তা পাঠাবে। অ্যালফাবেটের পেটেন্টে বলা হয়, “ডায়পারের শোষণ অঞ্চলের মধ্যে সেন্সরে অন্তত এক জোড়া পরিবাহী উপাদান ব্যবহার করা হতে পারে।” “ডায়পার সেন্সরে আরও একটি ট্রান্সমিটার এবং একটি নিয়ন্ত্রক সার্কিট অন্তত এক জোড়া পরিবাহী উপাদান ও ট্রান্সমিটারের সঙ্গে যুক্ত থাকতে পারে।” সেন্সর নিয়ন্ত্রক সার্কিটের সঙ্গে যুক্ত হওয়ার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে ন্যাপিতে মল বা মূত্র রয়েছে কিনা। এই স্মার্ট ন্যাপি অ্যালফাবেট তৈরি করবে কিনা বা কবে নাগাদ তৈরি করা হবে বা আদৌ কখনো তৈরি হবে কি-না তা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না।
ট্যাগ :গুগল

11
বাংলা ভাষায় প্রথম থ্রিডি ড্রয়িং বই প্রকাশ করেছে বাংলা পাজেল। ২৮ পৃষ্ঠার এ বইয়ে নয়টি প্রাণীর ২৩টি ছবি রয়েছে। নয়টি প্রাণী হলো বাঘ, সিংহ, হাতি, হরিণ, ভালুক, জেব্রা, গরু, ছাগল এবং গন্ডার। প্রাণীগুলোকে থ্রিডিতে দেখার জন্য বাংলা পাজেল ‘3D Drawing Animals’ নামের অগমেন্টেড রিয়েলিটিভিত্তিক একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেছে। অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। বইটিতে নয়টি প্রাণীর ২৩টি স্কেচ দেওয়া হয়েছে। সে প্রাণীগুলোর ওপর ইচ্ছেমত রং করে অ্যাপটি ধরলে তাদের থ্রিডি দেখা যাবে। এছাড়া প্রাণীগুলোর বাস্তবিক আকার, তাদের ডাক এবং সেলফি তোলার জন্য ফ্রেম রয়েছে। বইটি বাংলা পাজেলের ফেসবুক পেজে অর্ডার করা যাবে।
বাংলা পাজেলের ফেসবুক ঠিকানা www.facebook.com/banglapuzzle
(Collected)

12
1. Hemp fibres

2. Stinging nettle fibres

3. Coffee ground fibres

4. Pineapple fabric Piñatex

5. Banana fibres

6. Lotus fibres

13
Increasing investments in infrastructure and environmental projects by both, developing and developed countries are likely to drive the growth of the geosynthetics market, according to a research report published by Million Insights.

Correspondingly increasing demand from waste treatment applications, transportation sector and regulatory support on account of enhancing civic facilities, several projects were taken by national government, which has continued to lift the growth in the geosynthetics market. Whereas, volatility of raw material prices used in manufacture of geosynthetics is a major restraint to the growth of the market.

Geotextiles segment accounted for the largest market share of the geosynthetics market and is expected to remain dominant until 2022. Geotextiles are flexible, textile-like fabrics of controlled permeability used to provide filtration, separation or reinforcement in soil, rock and waste materials.
Functions and applications

Geosynthetics is a planar product manufactured from polymeric material used with soil, rock, earth, or other geotechnical engineering related material as an essential part of a man-made project, structure, or system. These products or materials can be used, often in conjunction with natural materials, for an enormous variety of purposes, including all surfaces of the transportation industry, including roadways, airports, railroads, and waterways.

The main functions performed by geosynthetics are filtration, drainage, separation, reinforcement, provision of a fluid barrier, and environmental protection. Some geosynthetics are used to separate distinct materials, such as different types of soil, so that both can remain completely intact.

The Geosynthetics Market Research Report 2017 features key industry players like ACE Geosynthetics, Asahi Geotechnologies, ACH Foam Technologies, Carthage Mills, AGRU America, Belton Industries, Contech Engineered Solutions, Hanes GEO Components, GSE Environmental, Low & Bonar, Geosynthetics Limited, Geosynthetics Technologies Co. Ltd., Huesker and Thrace Synthetic Packaging Ltd.
Types of products

Geomembranes are essentially impermeable polymeric sheets used as barriers for liquid or solid waste containment. Geogrids are stiff or flexible polymer grid-like sheets with large openings used primarily as reinforcement of unstable soil and waste masses. Geonets are stiff polymer net-like sheets with in-plane openings used primarily as a drainage material within landfills. Geosynthetic clay liners are manufactured bentonite clay layers merged between geotextiles and/or geomembranes and used as a barrier for liquid or solid waste containment.

Geopipes are perforated or solid wall polymeric pipes used for the drainage of various liquids. Geocomposites are hybrid systems of any, or all, of the above geosynthetic types, which can function as specifically designed for use in soil, rock, waste and liquid related problems. Geofoams are lightweight blocks, which act as void filling materials in certain construction applications.
Growth by region

Asia Pacific accounted for the largest market share of the geosynthetics market and is expected to develop as the fastest growing market during the forecast period. Countries like India, China and Russia in particular, are expected to witness strong growth in acceptance of geosynthetics in construction and geotechnical projects.

Middle East and Africa is expected to be the fastest growing regional market for geosynthetics due to the rising usage of geosynthetics in construction and infrastructure industries in this region.
(Collected)

14
অভ্যন্তরীণ নেটওয়ার্কে ত্রুটি ধরা পড়ায় টুইটার তাদের ৩৩ কোটি ব্যবহারকারীর কাছে পাসওয়ার্ড পরিবর্তন করতে সতর্কবার্তা পাঠিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় এই মাধ্যমটি জানিয়েছে, ত্রুটি ধরা পড়ার বিষয়টি নিয়ে তারা তদন্ত করছে। তবে ত্রুটির কারণে ব্যবহারকারীর কোনো পাসওয়ার্ড চুরি বা টুইটারের কোনো কর্মী এর অপব্যবহার করেনি।

এরপরও অতিরিক্ত সতর্কতা অবলম্বনে করতে ব্যবহারকারীদের পাসওয়ার্ড পরিবর্তনের কথা বলেছে তারা।

তবে নেটওয়ার্কে ত্রুটির কারণে ঠিক কতজন ব্যবহারকারীর পাসওয়ার্ড ঝুঁকিতে পড়েছে তা এখনও টুইটার নিশ্চিত করে জানাতে পারেনি। তবে তারা জানিয়েছে, উল্লেখযোগ্য সংখ্যক পাসওয়ার্ড ঝুঁকিতে রয়েছে।

গত কয়েক মাস ধরে এই সমস্যাটি চলছে বলে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে।

টুইটারের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, কয়েক সপ্তাহ আগে টুইটার কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারে। পরে তারা কিছু নিয়ন্ত্রককে এ বিষয়ে জানায়।

এই ত্রুটির জন্য টুইটার কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

টুইটারের প্রধান নির্বাহীর টুইটপ্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জ্যাক ডরসে এক টুইট বার্তায় বলেছেন, আমরা কয়েকদিন আগে ত্রুটির খোঁজ পায়, যেখানে ব্যবহারকারীদের পাসওয়ার্ড সংরক্ষিত হওয়ার আগেই অন্য এক কম্পিউটারের ‘লগে’ জমা হচ্ছিলো। আমরা এটা সংশোধন করেছি। এখনও কোনো পাসওয়ার্ড চুরি বা অপব্যবহারের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। আমরা বিশ্বাস করি, অভ্যন্তরীণ ত্রুটির বিষয়ে ব্যবহারকারীদের জানানো জরুরি।

যখন কোনো ব্যবহারকারী তার পাসওয়ার্ড দিয়ে টুইটারে লগ ইন করেন তখন ওই পাসওয়ার্ড টুইটার কর্মীদের কাছ অন্যভাবে উপস্থাপিত হয়; যাতে তারা কখনই প্রকৃত পাসওয়ার্ড দেখতে বা বুঝতে না পারেন। এ বিষয়টাকে হ্যাশিং বলা হয়। আর টুইটার যে ত্রুটি দেখতে পেয়েছে সেখানে হ্যাশিং ঠিকমতো কাজ করছিল না।

টুইটারের আইটি বিভাগের প্রধান পরেশ আগারওয়াল তার ব্লগে লিখেছেন, সফটওয়্যারে যে সমস্যা দেখা দিয়েছিলো তা সফলভাবে সমাধান করা হয়েছে। অভ্যন্তরীণ তদন্তে কারও পাসওয়ার্ড চুরি বা তথ্যের অপব্যবহার ঘটেনি। তারপরও আমাদের পক্ষ থেকে ব্যবহারকারীরাদের পাসওয়ার্ড পরিবর্তন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

15
Textile Engineering / New recycled polyester developed by Klopman
« on: April 30, 2018, 11:27:13 AM »
Klopman has developed a new range of products made with recycled polyester. Europe’s leading brand in work wear has been involved in the production and marketing of blended fabrics in 65 per cent polyester and 35 per cent cotton since 1968.

The basic yarn utilized for the making up of work wear garments can be replaced by similar materials aimed at reducing the environmental footprint, conservation of resources and to support developing countries. Recycled polyester is made from PET plastic bottles, a resource that would otherwise end up in landfills. The challenge for the company was to develop a sustainable product capable of maintaining the features and fabric standards in terms of comfort and durability.

The company also constantly applies its commitment to innovation in accordance with ethical and environmental considerations. From the selection of raw materials through weaving, dyeing and finishing, the company is constantly working to minimize the use of toxic substances, reduce waste, reduce energy consumption and to sustain the development of renewable energies.

The company is also equipped with advanced air extraction systems, which are installed throughout the factory, filter and purify the air by minimising the impact of harmful substances into the outside environment.

Pages: [1] 2 3