Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: masudur on May 10, 2018, 12:16:39 AM

Title: পিডিএফ ফরম্যাটের কথা
Post by: masudur on May 10, 2018, 12:16:39 AM
PDF ডকুমেন্টের সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। পড়াশুনা, গবেষণা, অফিসকর্ম সবরকম কাজেই অন্যান্য ফরম্যাটের ডকুমেন্টের চেয়ে PDF ডকুমেন্ট বেশি ব্যবহৃত হয়। বসের ইন্সট্রাকশন, স্যারের অ্যাসাইনমেন্ট, বুক ডাউনলোড এসব কাজে পিডিএফের বিকল্প নাই। 
এই পিডিএফ ফরম্যাটের পরিচিতি, ইতিহাস, সুবিধা, অসুবিধা নিয়ে আমার এবারের spate। বিশেষ সংযোজন হিসেবে থাকছে কীভাবে অফিস ২০১৩ ডকুমেন্টকে পাসওয়ার্ড প্রটেক্টেড পিডিএফ ডকুমেন্ট বানাবেন তার ছবিসহ বর্ণনা।

PDF এর পূর্ণরূপ Portable Document Format. এটি ফাইলের এক্সটেনশন হিসেবে ব্যবহৃত হয়। যেকোন অপারেটিং সিস্টেমে ডকুমেন্ট দেখার সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট এটি। একে fixed-layout flat document বলে কারণ এতে টেক্সট, ফন্ট, ইমেজ বা অন্যান্য ধরণের তথ্য (মার্কআপ ইনফো)কে একই লেআউটে দেখানো হয় (মানে একই রকম ভাবে)।
১৯৯১ সালে Adobe Systems এর সহ-উদ্ভাবক জন ওয়ার্নক তার Camelot নামের সিস্টেমের জন্য এই ফাইল ফরম্যাট তৈরি করে। ১৯৯৩ সাল পর্যন্ত একমাত্র adobe Systemsই এটি ব্যবহার করত (নিজেদের সম্পদ হিসেবে)। পরে এরা স্বত্বাধিকার রেখে সবার জন্য বিনামূল্যে উন্মুক্ত করে দেয়। জুলাই ২০০৮ এ ISO-32000-1:2008 স্ট্যান্ডার্ডে Adobe এর Public Patent License করেদেয়। অ্যাডোব স্বত্ত্ব ছাড়েনি। তবে পিডিএফকে র‍য়ালিটি-ফ্রী করে দিয়েছে। অর্থাৎ পিডিএফ নিয়ে কাজ করলে (কাজ বলতে বোঝানো হচ্ছে আপ্লিকেশন তৈরি, ডেভেলপ করা ইত্যাদি) অ্যাডোবকে টাকা দিতে হবে না বা অনুমতি নিতে হবে না। ১৯৯৩ সালে পিডিএফ ভার্শন ১.০ বের হওয়ার পর ২০০৯ সাল পর্যন্ত অ্যাডোব পিডিএফ ১.৭ ভার্শন প্রকাশ করে। এখন ISO (ISO/NP 32000-2) ঠিক করে দেয় পিডিএফ এর নতুন ভার্শনগুলো কেমন হবে!



PDF এর কিছু এক্সটেনশন বেরিয়েছিলো কিন্তু সেগুলো তেমন জনপ্রিয়তা পায়নি। যেমন- PDF/X (পিডিএফফর এক্সচেঞ্জ), PDF/A (পিডিএফফর আর্কাইভ), PDF/E (পিডিএফফর ইঞ্জিনিয়ারিং) ইত্যাদি।

এই পিডিএফ ফরম্যাটের সুবিধা হল-
— যেকোন অপারেটিং সিস্টেমে চলে।
—এই ফরম্যাটে ডকুমেন্টের সাইজ অনেক কম হয়।   
— পোর্টেবিলিটি এর একটি ভালো সুবিধা।
— এই ধরণের ডকুমেন্ট ভাইরাস দ্বারা আক্রান্ত হয় কম (almost no chance)।
— এই ফরম্যাট সিকিউরড। যে কেউ চাইলেই এর পরিবর্তন করতে পারে না।
— এখনকার ব্রাউজারগুলোতে সরাসরি পিডিএফ ফাইল পড়া যায়।

এতো সুবিধার কথা বললাম, কিছু অসুবিধার কথাও জানা যাক-
— খুব প্রয়োজনের সময়ও এই ধরণের ডকুমেন্ট Edit করতে পারবেন না।
— পিডিএফ ফাইল থেকে টেক্সট কপি করা ঝামেলার কাজ।
— পিডিএফ ফাইলে পেপারের আকার (A4/Letter)ফিক্সড থাকে।

কিছু জনপ্রিয় Pdf সফটওয়্যার হলো- Adobe Reader, Foxit Reader, NitroPDF, doPDF, CutePDF, PDFedit, Qiqqa ইত্যাদি।

পিডিএফ এর পাশাপাশি আছে আরও অনেক রকম অনলাইন ডকুমেন্ট ভিউয়ার- ePub, DjVu, .mobi, PICT (for Mac) ইত্যাদি।

তথ্যসুত্রঃ উইকি, অ্যাডোব সিস্টেমের ওয়েবসাইট, মাইক্রোসফট অফিসের ওয়েবসাইট।