Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Anuz

Pages: 1 ... 33 34 [35] 36 37 ... 47
511
দেশের প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত হলো আজ বুধবার। এ জন্য দেশের সব ধরনের প্রাথমিক শিক্ষার কার্যক্রম এখন থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত হলো।
আজ সচিবালয়ে শিক্ষানীতি বাস্তবায়ন সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এ কথা জানান। তাঁরা বলেন, এটা দেশের শিক্ষাক্ষেত্রে একটি ঐতিহাসিক দিন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষানীতির আলোকে আজ সিদ্ধান্ত নেওয়া হলো যে অষ্টম শ্রেণি পর্যন্ত সব ধরনের শিক্ষা এখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকবে। আপাতত যেখানে যেভাবে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা আছে, সেটা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চলে গেল। এখন ওই মন্ত্রণালয় ঠিক করবে, কীভাবে তারা এই কাজগুলো বাস্তবায়ন করবে।
শিক্ষামন্ত্রী বলেন, সিদ্ধান্ত হয়ে গেলেও এখন কিছু আনুষ্ঠানিকতা বাকি। প্রধানমন্ত্রীর কাছে সার-সংক্ষেপ পাঠিয়ে অনুমোদন নেওয়া হবে। প্রয়োজনে মন্ত্রিসভারও অনুমোদন নেওয়া হবে। তবে আজকের থেকে এই দিনটি ধরা হবে। শিক্ষার ক্ষেত্রে এত বড় মৌলিক পরিবর্তন আগে হয়নি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজকের তারিখে কার্যক্রম শুরু করে দিলাম। নতুন অর্থবছরের আগেই আনুষঙ্গিক সব ঠিক করে ফেলা হবে।’

512
ফেসবুকের রিঅ্যাকশন বাটন ব্যবহার করলে প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হতে পারে বলে অভিযোগ উঠছে।
সম্প্রতি বেলজিয়ামের পুলিশ স্থানীয় অধিবাসীদের ফেসবুকের রিঅ্যাকশন বাটন ব্যবহারের বিষয়ে সতর্ক করেছে। তারা বলছে, প্রাইভেসি সুরক্ষায় ফেসবুকের রিঅ্যাকশন বাটন ব্যবহার করা উচিত নয়।
চলতি বছরের শুরুর দিকে লাইক বাটনের পাশাপাশি নতুন ছয়টি রিঅ্যাকশন বাটন চালু করে ফেসবুক।
ডিসলাইক বাটনের বদলে ওই রিঅ্যাকশন বাটনগুলো দিয়ে আবেগ প্রকাশের সুযোগ করে দিয়েছে ফেসবুক।
বেলজিয়ামের পুলিশের ভাষ্য, রিঅ্যাকশন বাটনগুলো ব্যবহার করলে ব্যবহারকারীর পছন্দ-অপছন্দ বা আবেগ সরাসরি ফেসবুক বুঝতে পারে। আর তারা সেই তথ্য সংগ্রহ করে সুবিধামতো বিজ্ঞাপন দেখাতে পারে। এগুলো মূলত ফেসবুকের তথ্য সংগ্রহের একটি কৌশল। ওই বাটনগুলো থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে মানুষ কোন সময় বিজ্ঞাপনে বেশি ক্লিক করবে, তা নির্ধারণ করে ফেসবুক। সে অনুযায়ী তারা বিজ্ঞাপন দেখায়।
অবশ্য ফেসবুকও বিষয়টি স্বীকার করেছে। আগেই তারা বলেছে, ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে তা ব্যবসার কাজে লাগানো তাদের বিপণনের অন্যতম একটি কৌশল।

513
দশম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১০ম বিজেএস) সহকারী জজ পদের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২০ মে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইট ও বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ পরীক্ষার বিষয়টি জানানো হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, এবার মোট ৮ হাজার ৩০১ জন প্রার্থী আবেদন করেন। আবেদনকৃত প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাই করে চূড়ান্তভাবে মোট ৭ হাজার ৯৩০ জন প্রার্থীর প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। ঢাকার তিনটি কেন্দ্রে রোল নম্বর অনুযায়ী ৩টা থেকে ৪টা পর্যন্ত ১ ঘণ্টার পরীক্ষা নেওয়া হবে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের উপসচিব মো. আল মামুন বলেন, প্রিলিমিনারি পরীক্ষায় মোট ১০০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান হবে ১ নম্বর। সাধারণ বাংলা, সাধারণ ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়সমূহ, সাধারণ গণিত, দৈনন্দিন বিজ্ঞান, বুদ্ধিমত্তা এবং আইন বিষয়সমূহের ওপর প্রশ্ন করা হবে। তবে এবারই প্রথম প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৫০। এরই মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র প্রার্থীর নিজ নিজ ঠিকানায় ডাকযোগে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত মার্চ মাসে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় সহকারী জজ পদে ১১৫ জনকে নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশ করে। চূড়ান্তভাবে নির্বাচিত একজন সহকারী জজ জাতীয় বেতন স্কেল ২০০৯ অনুযায়ী ১৬ হাজার টাকা স্কেলে বেতন পাবেন। আল মামুন বলেন, জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে একজন সহকারী জজ পদোন্নতি পেয়ে সিনিয়র জজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ ও জেলা জজ হতে পারেন।

514
নদীর নাম সোমেশ্বরী। আমরা দাঁড়িয়ে ছিলাম নদীর তীরে। তীর ছেড়ে পা ফেললেই ধু ধু বালুচর। চরের পর নদীর পানি চিকচিক করছে রোদের আলোয়। সূর্যের উত্তাপ টের পেলাম বালুচরে পা রেখেই! শুধু গরম বললে ভুল হবে, তপ্ত উনুনে পা রাখার শামিল! তবে খানিক বাদেই আমাদের জন্য যে এত প্রশান্তি অপেক্ষা করছে, সেটা কে জানত?

বিরিশিরি ছেড়ে আমাদের পরবর্তী গন্তব্য ছিল রানিখং এলাকায়। সেখানে গারোদের একটা স্কুল দেখার ইচ্ছা আমাদের। সেই সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের বিজয়পুর সীমান্ত ফাঁড়িটাও ঘুরে আসার পরিকল্পনা ছিল মাথায়। পাড়ি দিতে হবে সোমেশ্বরী নদী। তাই অমন তপ্ত বালুতে পা রাখা। এই তো আর কিছু দূরেই সোমেশ্বরী। কিন্তু পা রাখাই যে দায়! যাওয়া যাবে তো নদীর বুকে? আমাদের দলের বাকিরা হলেন ইকবাল, আসাদ ও জোবায়ের। এরা সবাই মোটামুটি ‘বউ’ সাজে সজ্জিত। মাথায় গামছা দিয়ে ঘোমটা টানা। ধু ধু বালুচর পাড়ি দেওয়ার জন্যই এমন বেশ! তবে যতই এগোচ্ছি, ততই হতাশা দানা বাঁধছে মনে!
চরে থাকতেই নদীর ওপাশে একটা নৌকা চোখে পড়ল। আমাদের পাশ দিয়ে হুঁস করে বালু উড়িয়ে চলে গেল একটা মোটরসাইকেল। তাহলে কি সোমেশ্বরীর বুকে একই সঙ্গে নৌকা আর মোটরসাইকেল চলে? বিশাল এক ধাঁধা বটে!
কিছু দূর যাওয়ার পর সেই ধাঁধার উত্তর মিলল। নদীর ওপাশের খেয়ানৌকাটাই পারাপারের একমাত্র ভরসা। আমাদের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যিনি এলেন, তিনিও নদীর ওপারে যাওয়ার জন্য অপেক্ষমাণ। নদীর আরও খানিকটা সামনে যেতেই দেখা গেল, বুকসমান পানিতে দাঁপিয়ে বেড়াচ্ছে ওপাড়ের একদল শিশু-কিশোর। আমাদের মধ্য থেকে কেউ একজন প্রস্তাব দিল, ‘সোমেশ্বরীতে দুপুরের গোসলটা সেরে নিলে কেমন হয়?’ একবাক্যে রাজি। কিন্তু এত অল্প পানিতে...? এই দ্বিধাদ্বন্দ্ব কেটে গেল মিনিট খানেকের মধ্যে।
ঝুপঝাঁপ করে সবাই নেমে পড়লাম নদীর বুকে। নেমেই অবাক। সোমেশ্বরীর পানি অদ্ভুত রকমের ঠান্ডা! মনে হলো মাত্রই ফ্রিজ থেকে পানি এনে ঢেলে দেওয়া হয়েছে নদীতে। মাথার ওপর গনগনে সূর্য, উত্তাপে বাতাসও কাঁপছে! অথচ সোমেশ্বরীর পানি কী দারুণ ঠান্ডা! যেমন ঠান্ডা, তেমন স্বচ্ছ! এমন প্রাকৃতিক সুইমিংপুলে নামলে সাঁতার না-জানা মানুষও নাইতে চাইবে। তাই ঘণ্টা খানেক চলল আমাদের জলকেলি!
কিন্তু সোমেশ্বরীর বুকে বয়ে চলা এই স্বচ্ছ, ঠান্ডা পানির রহস্য কী? সূর্যের উত্তাপে যখন চারপাশ আগুন-গরম, তখন এই নদীর পানি এত ঠান্ডা থাকে কী করে? ঢাকায় এসে গুগল করে জানা গেল, ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়ের বিঞ্চুরীছড়া, বাঙাছড়া প্রভৃতি ঝর্ণাধারা ও পশ্চিম দিক থেকে রমফা নদীর স্রোতোধারা একত্রিত হয়ে সোমেশ্বরী নদীর সৃষ্টি। ১৯৬২ সালে পাহাড়ি ঢলে সোমেশ্বরী দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে নতুন গতিপথের সৃষ্টি করেছে, যা স্থানীয়ভাবে ‘শিবগঞ্জ ঢালা’ নামে পরিচিত। বর্তমানে এ ধারাটি সোমেশ্বরীর মূল স্রোতোধারা। এ স্রোতোধারাটি চৈতালি হাওর হয়ে জারিয়া-ঝাঞ্জাইল বাজারের পশ্চিম দিক দিয়ে কংস নদের সঙ্গে মিলেছে।
স্থানীয় লোকজন অবশ্য জানিয়েছেন, পাহাড়ি ঢলই মূলত সোমেশ্বরীর স্বচ্ছ ও ঠান্ডা পানির উৎস। আর স্রোতের কারণে পানি থিতু হওয়ারও সুযোগ পায় না। তবে ভরা বর্ষায় এই পানি এত স্বচ্ছ থাকে না।
এ তো গেল তথ্য-উপাত্ত দিয়ে ব্যাখ্যা। এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও নিশ্চয়ই আছে। তবে ব্যাখ্যাট্যাখ্যা নয়, সোমেশ্বরীতে একবার ডুব মানে আপনি এ নদীর প্রেমে আটকে গেলেন! সে কারণেই বারবার যেতে বাধ্য হবেন নেত্রকোনার বিরিশিরিতে।

515
সেই ২০০৮ সালে সেভিয়া থেকে বার্সেলোনায় নাম লিখিয়েছিলেন। এর পর থেকে বার্সার স্বর্ণসময়ের সাক্ষীদের একজন হয়েই থেকেছে। কাল যেমন বার্সার হয়ে আরেকটি লা লিগা জিতলেন দানি আলভেস। তার চেয়েও বড় কথা, কাল শিরোপা জিতে ছাড়িয়ে গেছেন ব্রাজিলিয়ান পূর্বসূরি পেলেকে। শিরোপার সংখ্যার দিক দিয়ে আলভেসই এখন সর্বকালের সবচেয়ে সফল ব্রাজিলিয়ান।

প্রশ্ন উঠতে পারে, পেলের সঙ্গে আলভেসের তুলনা হয় কীভাবে? আসলেই তুলনা হয় না। তবে পেশাদার ফুটবলে যদি শিরোপা সংখ্যা হিসাব করা হয়, সেখানে পেলেকে টপকে গেলেন এই ডিফেন্ডার। পেলে তাঁর ক্যারিয়ারে সব মিলিয়ে জিতেছিলেন ২৯টি ট্রফি।
শিরোপা সংখ্যার দিক দিয়েই আলভেস ছাড়িয়ে গেছেন পেলেকে। সেভিয়া, বার্সেলোনার ও ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত সব মিলিয়ে ৩০টি শিরোপা জিতেছেন আলভেস। এর মধ্যে ব্রাজিলের হয়ে আছে চারটি শিরোপা—দুই বার কনফেডারেশনস কাপ, একবার কোপা আমেরিকা আর আরেকবার ফিফা যুব চ্যাম্পিয়নশিপ। আর ২৬টি শিরোপাই বার্সেলোনার হয়ে। লা লিগাই জিতেছেন ছয়বার। তিনবার করে জিতেছেন কোপা ডেল রে ও চ্যাম্পিয়নস লিগ। তিনবার করে জিতেছেন উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও কোপা ডেল রে। আর স্প্যানিশ সুপার কাপ জিতেছেন চারবার। এর আগে সেভিয়ার হয়েও জিতেছিলেন চারটি শিরোপা।
তবে পেলের মুকুটে যখন তিনটি বিশ্বকাপ, আলভেসের একটিও নেই। কে জানে, সেই অতৃপ্তি নিয়েই হয়তো ফুটবল ছাড়তে হবে বার্সা রাইট ব্যাককে। পরশু সুয়ারেজকে দিয়ে দ্বিতীয় গোল করিয়ে লা লিগায় ১০০টি অ্যাসিস্টও হয়ে গেছে। লা লিগায় এর চেয়ে বেশি গোল করিয়েছেন শুধু লিওনেল মেসি ও লুইস ফিগো।

516
এমন রেকর্ড নেই খোদ ডিয়েগো ম্যারাডোনারও। ইতালির সিরি ‘আ’-তে এক মৌসুমে ৩৬ গোল! আশির দশকে ম্যারাডোনা নাপোলির হয়ে বিস্ময়কর সব রূপকথার জন্ম দিয়েছিলেন। তখনো ম্যারাডোনাও গড়তে পারেননি এই কীর্তি। ম্যারাডোনা যা পারেননি, নাপোলির আকাশি-নীল জার্সি গায়ে সেটাই করে দেখালেন তাঁরই উত্তরসূরি গঞ্জালো হিগুয়েইন। এক মৌসুমে ৩৬ গোল করে তিনি এখন সিরি ‘আ’-র ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডের মালিক। হিগুয়েইন ভাঙলেন ৬৬ বছর পুরোনো এক রেকর্ড।

ফ্রোজিনোনের বিপক্ষে নাপোলির ৪-০ গোলে জয়ে হিগুয়েইনের পা থেকে আসা হ্যাটট্রিকই তাঁকে বসিয়ে দিল এই অনন্য কীর্তির চূড়ায়। ১৯৪৯-৫০ মৌসুমে এসি মিলানের গুনার নোর্দাল ৩৫ গোল করে এই রেকর্ডটিকে এত দিন নিজের করে রেখেছিলেন। নোর্দালের চেয়ে একটি গোল বেশি করে হিগুয়েইন ভেঙে দিলেন সাড়ে ছয় দশকেরও বেশি পুরোনো রেকর্ডটি।

এই মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকায় হিগুয়েইনের ধারে-কাছেও কেউ নেই। লিগে খেলেছেনও তিনটি ম্যাচ কম। ৩৫ ম্যাচে ৩৬ গোল—তিন ম্যাচ নিষিদ্ধ না হলে ৪০ গোলের মাইলফলকটাও ছুঁয়ে ফেলতেন।
ইতালির দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও আর্জেন্টাইন—পাওলো দিবালা। জুভেন্টাসের এই স্ট্রাইকারের গোলসংখ্যা ১৯। সর্বোচ্চ গোলদাতা হলেও হিগুয়েইন কিন্তু তাঁর দলকে লিগ জেতাতে পারেননি। টানা পঞ্চমবারের মতো ইতালীয় সিরি ‘আ’–র শিরোপাটা নিজেদের করে নিয়েছে দিবালার জুভেন্টাস। নাপোলি অবশ্য দুইয়ে থেকে লিগ শেষ করে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে।

ঠিক এই জায়গাটিতেই ম্যারাডোনা এগিয়ে থাকবেন তাঁর স্বদেশি স্ট্রাইকারের চেয়ে, শুধু লিগ নয়, ম্যারাডোনা যে ইউরোপ পর্যায়েও নাপোলিকে এনে দিয়েছিলেন সাফল্য। আবার এটাও সত্যি, ম্যারাডোনা হিগুয়েইনের মতো পুরোদস্তুর স্ট্রাইকার ছিলেন না। তবু ইতালির ক্লাবটির হয়ে ২৫৯ ম্যাচে করেছিলেন ১১৯ গোল!

517
সকালে ঘুম থেকে উঠেই অফিসে দৌড়। তাড়াহুড়োয় খাবার খাওয়ার সময় পেলেন না। অফিসে গিয়েই মিটিং। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। তখনো খাবার খাওয়া হলো না। আবার রাতের খাবার যে কখন খাওয়া হয় তার কোনো সঠিক সময় নেই! সময়মতো খাবার না খেলে তৎক্ষণাৎ কোনো সমস্যা হয় না বলে অনেকে গুরুত্ব দেন না। কিন্তু জীবনের কোনো না কোনো পর্যায়ে অসুস্থ হতেই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক শারমিন রুমী আলীম জানালেন, সময়মতো না খাবার খাওয়ার কারণে সবচেয়ে বেশি হয় গ্যাসট্রিকের সমস্যা। বদহজম, গ্যাস ও অম্বল হওয়ার আশঙ্কা তো আছেই। সঠিক সময়ে সঠিক খাবার না খাওয়ার কারণে বয়স যখন ৪০ পেরিয়ে যায়, তখন তাঁদের শরীর খুব দ্রুত ভেঙে পড়ে। তাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কমে যায়। দ্রুত বৃদ্ধ হয়ে
পড়েন তাঁরা।
অনিয়মিত খাবারদাবার ও বেশি রাত করে রাতের খাবার খাওয়া প্রভাব ফেলে আপনার নিত্যদিনের কাজেও। কারণ, সঠিক সময়ে খাবার না খেলে শরীর খুব দ্রুত পরিশ্রান্ত হয়ে পড়ে। লো প্রেশারের সমস্যা দেখা দেয়। কিন্তু খাবার সময়মতো খেয়ে ফেললে শরীর তরতাজা থাকে। মস্তিষ্কের কর্মক্ষমতা বজায় থাকে। বেশির ভাগ তরুণ সকালবেলা খাবার খেতে আগ্রহী হন না। কিন্তু দিন যত গড়ায় শরীরের পরিপাক হারও তত বেড়ে যায়। সূর্য ডুবে যাওয়ার পর পরিপাক হারও কমতে থাকে। ফলে দুপুর বা রাতের চেয়ে সকালে খাবারদাবার অনেক বেশি প্রয়োজনীয়। সকালে নাশতা কখনোই বাদ দেওয়া উচিত নয়। সকালের খাবার যেমন গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বিরত রাখে, তেমনি সারা দিন কাজ করার শক্তি প্রদান করে। ছোট বয়স থেকেই সঠিক সময়ে খাবার খেলে ব্যক্তির শারীরিক ও মানসিক বিকাশ ঠিকমতো হয়।
গবেষণা থেকে পাওয়া
* অক্সফোর্ড জার্নাল অনুসারে, কোনো অন্তঃসত্ত্বা নারী যদি তাঁর খাবার নিয়ম অনুসারে না খান, তাহলে তাঁর অনাগত সন্তানের ওপর এর নানা
প্রভাব পড়ে।
* চীনের মেডিসিন বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক তাঁর গবেষণায় জানিয়েছেন, কখনোই একসঙ্গে অতিরিক্ত খাবার খাওয়া ঠিক নয়৷ প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার খাওয়া উচিত৷ সময়মতো খাবার খেলে হজম-প্রক্রিয়া ভালো হয়, যা স্বাস্থের জন্য ভালো৷
* যুক্তরাষ্ট্রের জীববিজ্ঞানী গিরিশ মেলকানি তাঁর এক গবেষণাপত্রে লিখেছেন, সময়মতো খাবার গ্রহণ করার ফলে কম বয়সে বৃদ্ধ হয়ে যাওয়া ও হার্টের যে সমস্যা হয় তাও দূর হয়।
* বোস্টনের ব্রড ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা গেছে, সময়মতো খাবার খাওয়া আপনাকে গ্যাস্ট্রিক, আলসার, ওজনহীনতাসহ মারাত্মক কিছু রোগ থেকে রক্ষা করে আপনাকে রাখবে সুস্থ, সবল ও সতেজ।

518
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ সাদিক। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ সাদিককে নিয়োগ দিয়েছেন। পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালনরত মোহাম্মদ সাদিক ওই পদ থেকে পদত্যাগ করা সাপেক্ষে এ নিয়োগ কার্যকর হবে। মোহাম্মদ সাদিক ইকরাম আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন। পিএসসির চেয়ারম্যান হিসেবে ইকরাম আহমেদের মেয়াদ শেষ হয় ১৩ এপ্রিল।
দায়িত্ব পাওয়ার বিষয়ে জানতে চাইলে নতুন চেয়ারম্যান সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমি আজই বিষয়টি জানতে পারলাম। শপথ নেওয়ার পর পিএসসি নিয়ে আমার ভাবনার কথা জানাব।’
সাংবিধানিক পদ পিএসসির চেয়ারম্যান হিসেবে শিগগিরই প্রধান বিচারপতির কাছে শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করবেন। নিয়োগের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর অথবা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত (যেটি আগে আসে) মোহাম্মদ সাদিক এ পদে দায়িত্ব পালন করবেন।
অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগরত অবস্থায় মোহাম্মদ সাদিক ২০১৪ সালের ২৭ অক্টোবর পিএসসির সদস্য হিসেবে নিয়োগ পান।
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ সাদিক নির্বাচন কমিশন, শিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

519
এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে বড় একটি সুখবর পেল বাংলাদেশ দল। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সাত থেকে উঠে গেছে পাঁচে। বছরের একটা পর্যায়ে র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ করে আইসিসি। এর মধ্যে কোনো ম্যাচ না খেললেও এই হালনাগাদের ফলেই বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৭ থেকে বেড়ে হয়েছে ১০১। এর ফলেই র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ এগিয়ে গেল দুই ধাপ।
১২৮ রেটিং পয়ে​ন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। এরপর আছে যথাক্রমে নিউজিল্যান্ড (১১৭ রেটিং), ভারত (১১৫), দক্ষিণ আফ্রিকা (১১৪)।
এখনো এই নতুন র‍্যাঙ্কিং আইসিসি প্রকাশ করেনি। তবে আইসিসির সভা থেকে ফিরে বিসিবি সভাপতি নাজমুল হাসান নিশ্চিত করেছেন এ খবর। হালনাগাদ করার সময় গত এক বছরের সব কটি ম্যাচের শতভাগ পয়েন্ট এবং এর আগের দুই বছরের ম্যাচগুলোর ৫০ শতাংশ পয়েন্ট যুক্ত করা হয়। ২০১৪ সালের নভেম্বর থেকে বাংলাদেশ ওয়ানডেতে ভালো খেলছে। এর আগে অবস্থা শোচনীয়ই ছিল।
হালনাগাদের সময়কালটা তো বটেই, সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বাংলাদেশের দুর্দান্ত সাফল্যের ছাপ থাকল র‍্যাঙ্কিংয়ে। পাঁচে উঠে যাওয়া বাংলাদেশের জন্য অবশ্যই বড় সুখবর। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর র‍্যাঙ্কিংয়ের  সবার উপরে থাকা আট দল সরাসরি খেলবে ২০১৯ বিশ্বকাপ।

520
Fruit / কাঁচা আমের কত গুণ!
« on: April 23, 2016, 01:46:41 PM »
বাইরে এখন তীব্র রোদের আঁচ। সঙ্গে গা পোড়ানো গরম। এ সময় কাঁচা আমের এক গ্লাস শরবত সারা শরীরে এনে দিতে পারে প্রশান্তি। বাজারে এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে। দামও নাগালে। কাজেই কাঁচা আমের শরবতে প্রাণটাকে শীতল আর শরীরটাকে চাঙা করার সুযোগ রয়েছে।
পুষ্টিবিদেরা বলেন, কাঁচা বা পাকা দুই ধরনের আমই শরীরের জন্য ভালো৷ আম কাঁচা বা পাকা যে অবস্থায়ই থাকুক না কেন, শরীরের জন্য এর কোনো নেতিবাচক দিক নেই বললেই চলে। কাঁচা আম বা আমের রসে পটাশিয়াম থাকায় প্রচণ্ড গরমে তা শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে। কাঁচা আমের গুণ প্রসঙ্গে পুষ্টিবিদেরা বলেন, ১০০ গ্রাম কাঁচা আমে পটাশিয়াম থাকে ৪৪ ক্যালরি। এ ছাড়া ৫৪ মিলিগ্রাম ভিটামিন সি ও ২৭ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম থাকে। কাঁচা আমের আরও কিছু গুণের কথা জেনে নিন।
ওজন কমাতে পারে কাঁচা আম

অম্লতা দূর করে

সকালের বমি ভাব দূর করে

ঝিমুনি দূর করে

যকৃতের সমস্যা দূর করে

ঘামাচি প্রতিরোধ করে

রক্তের সমস্যা দূর করে

কোষ্ঠকাঠিন্য দূর করে

শরীরে লবণের ঘাটতি দূর করে

ডায়াবেটিস প্রতিরোধে

স্কার্ভি ও মাড়ির রক্ত পড়া রোধ করে
 
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

শরীর ঠান্ডা থাকে

চুল ও ত্বক উজ্জ্বল করে

হজম ভালো হয়

সতর্কতা
কথায় আছে, অতিরিক্ত কোনো কিছু ভালো নয়। কাঁচা আম খাওয়ার ক্ষেত্রেও বিষয়টি মাথায় রাখতে হবে। অতিরিক্ত পরিমাণে কাঁচা আম খেলে ডায়রিয়া হওয়ার আশঙ্কা থাকে৷ কাঁচা আমের কষ মুখে লাগলে ও পেটে গেলে মুখ, গলা ও পেটে সংক্রমণ হতে পারে। তাই এ ব্যাপারে সাবধান।

521
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে (৫৮) গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে মহানগরের শালবাগান এলাকায় নিজের বাসার কাছে এ হত্যাকাণ্ড ঘটে।
রেজাউল করিমের ভাই সাজিদুল করিম সিদ্দিকীর তথ্যমতে, আজ সকালে বিশ্ববিদ্যালয়ের বাস ধরতে রেজাউল করিম বাসা থেকে বের হন। সকাল ৭টা ৪০ মিনিটে ছাড়ে ওই বাস। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই বাসা থেকে একটু দূরে আরেকটি বাসার মেইন গেটের সামনে রেজাউল করিমের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখা যায়।
সাজিদুল করিম নাটোরের সিংড়া থানার শিক্ষা কর্মকর্তা। ভাই রেজাউল করিমসহ তাঁরা ২৬১ শালবাগান (সপুরা) এলাকায় পৈতৃক বাড়িতে একসঙ্গে বাস করছেন। সকালে তিনিও বাসা থেকে কর্মস্থলের দিকে রওনা হন। শালবাগান রেলগেটে যাওয়ার পর তাঁর (সাজিদুল) স্ত্রী ফোন করে তাঁকে ভাই খুন হওয়ার খবর জানান।

ঘটনাস্থলে রেজাউল করিমের লাশটি উপুড় হয়ে পড়ে থাকতে দেখা গেছে। তাঁর গায়ে ছিল সাদা শার্ট, পরনে প্যান্ট, পায়ে স্যান্ডেল।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খানসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

522
২০২০ সালের মধ্যে যুক্তরাষ্ট্র যে নতুন ২০ ডলারের নোট বাজারে ছাড়বে, তাতে এই প্রথমবারের মতো একজন আফ্রিকান-আমেরিকানের মুখ থাকবে। তাঁর নাম হ্যারিয়েট টাবম্যান। এক সময়ের দাস, পরবর্তী সময়ে দাসপ্রথার বিরুদ্ধে অকুতোভয় যোদ্ধা টাবম্যান হবেন প্রথম কালো মানুষ এবং দ্বিতীয় মহিলা, যাঁর ছবি ডলার নোটে স্থান পাবে।
আরও যা বিস্ময়ের কথা তা হলো, টাবম্যান সাবেক প্রেসিডেন্ট এন্ড্রু জ্যাকসনকে সরিয়ে সেখানে স্থান পাবেন। এত দিন ২০ ডলারের প্রথম পাতায় ছিলেন জ্যাকসন। নতুন নোটে তাঁর স্থান হবে উল্টো পিঠে। শত শত ক্রীতদাসের মালিক জ্যাকসন ১৮২৯ সালে যুক্তরাষ্ট্রের সপ্তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। দাসপ্রথার সমর্থনের বাইরে তাঁর অন্য কুখ্যাতি হাজার হাজার আমেরিকান-ইন্ডিয়ানকে হত্যা। তাঁকে হটিয়ে ২০ ডলার নোটে এমন একজন মানুষ স্থান করে নিচ্ছেন, ইতিহাসে যাঁর স্থান দাসপ্রথার বিরুদ্ধে অক্লান্ত সংগ্রামের জন্য। হ্যারিয়েট টাবম্যান ব্যক্তিগতভাবে শত শত দাসকে মুক্ত হতে সাহায্য করেন।
অন্য কথায়, একই নোটের সম্মুখ পাতায় থাকবেন একজন দাসপ্রথাবিরোধী আফ্রিকান-আমেরিকান, অন্য পিঠে সেই দাসপ্রথার একজন সমর্থক।
শুধু টাবম্যানই নন, নতুন ৫ ও ১০ ডলারের নোটেও নতুন মুখ আসছে। এঁদের মধ্যে রয়েছেন নাগরিক অধিকার নেতা মার্টিন লুথার কিং ও সর্বজনীন মানবাধিকারের ঘোষণার অন্যতম প্রণেতা মিসেস ইলেনর রুজভেল্ট।
প্রেসিডেন্ট ওবামা ডলার নোটে এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন। সামাজিক তথ্যমাধ্যমেও এই সিদ্ধান্ত ভীষণ আদৃত হয়েছে। সরকারিভাবে না জানানো হলেও নতুন নোটে টাবম্যানের কোন ছবিটি থাকবে, তা নিয়ে সামাজিক তথ্যমাধ্যমে নানা কথা চালাচালি চলছে।

523
গত ১৯ মার্চ থেকে দেশের সব তামাকজাত দ্রব্যের প্যাকেট, মোড়ক, কার্টন বা কৌটার গায়ে শতকরা ৫০ শতাংশ জুড়ে রঙিন ছবি ও লেখা-সংবলিত স্বাস্থ্য সতর্কবাণী দেওয়া বাধ্যতামূলক করা হয়। কিন্তু সম্প্রতি বেসরকারি সংস্থা প্রজ্ঞার করা এক গবেষণায় দেখা গেছে, দেশের ৭৫ শতাংশ তামাকজাত পণ্যে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী নেই।

তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা অনুযায়ী, ২০১৬ সালের ১৯ মার্চের পর থেকে মোড়ক বা প্যাকেটে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী ছাড়া তামাকজাত কোনো দ্রব্য বিক্রয় কিংবা বাজারজাত করা দণ্ডনীয় অপরাধ। বিধিমালা অনুযায়ী, তামাকজাত দ্রব্যের ক্ষেত্রে সাতটি ও ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্যের ক্ষেত্রে দুটি সতর্কবাণী মুদ্রণ করতে হবে। আইনের এই ধারা কেউ লঙ্ঘন করলে অনূর্ধ্ব ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক দুই লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। কিন্তু অনেকেই যে এই আইনের তোয়াক্কা করছেন না, তা বোঝা যায় প্রজ্ঞার গবেষণার ফল দেখে।

প্রজ্ঞা দেশের আটটি বিভাগীয় শহরে মোট ১ হাজার ৪৮৫টি সিগারেট, বিড়ি, জর্দা ও গুলের প্যাকেট পর্যবেক্ষণ করে দেখেছে, প্রায় ৭৪ দশমিক ৮ শতাংশ প্যাকেটে স্বাস্থ্য সতর্কবাণী নেই। ৮৮টি বিড়ির প্যাকেটের একটিতেও সতর্কবাণী নেই। সিগারেট উৎপাদনকারী ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে চারটি প্রতিষ্ঠানই স্বাস্থ্য সতর্কবাণী ছাড়া সিগারেট বাজারজাত করছে। ১০০টি জর্দা কারখানার মধ্যে মাত্র ১৪টি ও ১৩টি গুল কারখানার মধ্যে মাত্র একটি সতর্কবাণী প্রকাশ করেছে।

বিড়ি-সিগারেট, জর্দা, গুলসহ সব ধরনের তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এক গবেষণায় দেখা গেছে, ধূমপায়ীরা অধূমপায়ীর চেয়ে ছয়-আট বছর আগে মারা যায়। প্রতিবছর তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে ১ লাখ ২০ হাজার মানুষ ক্যানসারসহ আটটি রোগে আক্রান্ত হচ্ছে। তামাকজাত পণ্যের গায়ে যদি সতর্কবাণী থাকে, তাহলে মানুষজন কিছুটা হলেও এর সেবন করা থেকে দূরে থাকে।

কাজেই যেসব প্রতিষ্ঠান তাদের তামাকজাত পণ্যের গায়ে সতর্কবাণী লিখছে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে আইন আরও কঠোর করা হোক।a

524
নওগাঁয় দেশের সবচেয়ে বড় চুনাপাথরের খনির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। জেলার বদলগাছি উপজেলার তাজপুরে ভূতত্ত্ব অধিদপ্তর এই খনি আবিষ্কার করেছে।

আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, চুনাপাথরের খনির আয়তন ৫০ বর্গকিলোমিটার। এখান থেকে কী পরিমাণ চুনাপাথর পাওয়া যাবে, তা জানাতে আরও সময় লাগবে।

এই খনির সন্ধান মেলায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে অনেক লাভবান হবে বলে প্রতিমন্ত্রী জানান।

525
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে আগামী ১০ বা ১১ মে। এই দুই দিনের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে শিক্ষা বোর্ড থেকে প্রস্তাব পাঠানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের দায়িত্বশীল একজন কর্মকর্তা গতকাল বুধবার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ প্রস্তাব পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, এই দুই দিনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সময় দিতে পারবেন, সেদিনই ফল প্রকাশ করা হবে।

Pages: 1 ... 33 34 [35] 36 37 ... 47