Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Anuz

Pages: 1 ... 36 37 [38] 39 40 ... 47
556
উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর দরকার নতুন প্রযুক্তি। এমন প্রযুক্তি যা শুধু বর্তমান নয়, কাজ করবে আগামী দিনগুলোতেও। এমনই প্রযুক্তির নতুন ডেটা সেন্টার সমাধানের ঘোষণা দিয়েছে ডেল। সব ধরনের প্রাতিষ্ঠানিক ব্যবহারকারীর কথা মাথায় রেখে সার্ভার, স্টোরেজ ও নেটওয়ার্কিং পণ্য বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। গতকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘ডেল বাংলাদেশ ফিউচার-রেডি ২০১৬’ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনটি শুরু হওয়ার আগে বিআইসিসির মিডিয়া বাজারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের ডেলের নতুন এই বাণিজ্যিক পণ্যগুলোর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
এ সময় ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘সারা দেশের প্রত্যেক ব্যবহারকারীর কথা মাথায় রেখেই আমরা পণ্য তৈরি এবং সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমাদের মনিটর এখন সারা বিশ্বেই এক নম্বরে আছে।’
ডেল সাউথ এশিয়া ডেভেলপমেন্ট মার্কেট গ্রুপের মহাব্যবস্থাপক হারজিৎ সিং বলেন, ‘ভবিষ্যতের কথা মাথায় রেখেই ডেলের পণ্যগুলো নকশা করা হয়েছে। সব ধরনের প্রতিষ্ঠানের সামর্থ্যের কথা মাথায় রেখেই এই পণ্যগুলো বাজারে আনা হয়েছে।’
তবে প্রশ্নোত্তর পর্বে বক্তারা বলেন, সবচেয়ে সস্তা নয়, বরং মানের কথা মাথায় রেখে আমাদের পণ্যগুলো নকশা করা হয়।
ডেল ফিউচার রেডি সলিউশন অনুষ্ঠানে পরবর্তী প্রজন্মের ডেটা সেন্টারের জন্য সার্ভার, স্টোরেজ ও নেটওয়ার্কিংয়ের পণ্যের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে ডেল পাওয়ারএজ এফএক্স পোর্টফোলিও, ডেল স্টোরেজ সলিউশন, ওপেন নেটওয়ার্ক সলিউশন, ওয়াইজ ৫০৫০ এআইও জিরো ক্লায়েন্ট, মোবিলিটি এবং ডেটাসেন্টার পণ্য রয়েছে।

557
দ্রুতগতির বুলেট ট্রেনের ধারণা এখন পুরোনো হয়ে গেছে। দুই বছর ধরে ঘণ্টায় ৫৮০ কিলোমিটার বেগে গোটা জাপান চষে বেড়াচ্ছে বুলেট ট্রেন। এখন সময় এসেছে নতুন প্রজন্মের অত্যাধুনিক ট্রেনের। জাপানের ট্রেন প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেইবু রেলওয়ে এবার এমন এক ট্রেন বানাতে চায়, যা বাইরের দর্শকদের চোখে হবে ভার্চ্যুয়ালি অদৃশ্য।
জাপানের স্থাপত্য প্রতিষ্ঠান সানার সহপ্রতিষ্ঠাতা স্থপতি কাজুও সেজিমা নতুন এই ট্রেনটির নকশা করেছেন। তিনি সম্প্রতি স্থাপত্যশিল্পের নোবেল খ্যাত ‘প্রিৎজকার প্রাইজ’ পেয়েছেন। ট্রেনটি যে সত্যিই পুরোপুরি অদৃশ্য হবে, তা কিন্তু নয়। ট্রেনটি হবে সর্বোচ্চ মাত্রার প্রতিফলনশীল। আসলে ট্রেনটি এর অত্যন্ত প্রতিফলনশীল কাচের দেয়ালগুলো দিয়ে আশপাশের সবকিছু থেকে আগত আলোকরশ্মি প্রতিফলিত করে আবার দর্শকের চোখেই ফিরিয়ে দেবে। ফলে ট্রেনটিকে আপাতদৃষ্টিতে অদৃশ্য বলে মনে হবে।
উচ্চাকাঙ্ক্ষী স্থপতিদের প্রকল্পগুলোর ভেতর এটি অনেক বেশি প্রতিশ্রুতিশীল, কারণ বর্তমানে যে ট্রেনগুলো লাইনে আছে তাতেই নতুন এই নকশা প্রয়োগ করা যাবে। সেইবু রেলওয়ের শততম বর্ষপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটি সেজিমাকে তাদের রেড অ্যারো এক্সপ্রেস কমিউটার ট্রেনকে ভেতরে-বাইরে নতুন করে নকশা করার অনুমতি দিয়েছে। ২০১৮ সালে লাইনে সংযুক্ত হয়ে জাপানজুড়ে ১৭৮ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করবে ট্রেনটি।

তবে ট্রেনটির নকশার বিষয়ে এখনো বিস্তারিতভাবে তেমন কিছু জানানো হয়নি। কিছুটা ধারণা দিয়েছে ডেজিন ম্যাগাজিন। সাময়িকীটি জানিয়েছে, নতুন করে গোটা ট্রেন না বানালেও চলবে। বর্তমানে লাইনে আছে এমন ট্রেনের বাইরের দিকে প্রায় স্বচ্ছ এবং কাচ লাগানো পাত সংযুক্ত করে একে একটি রুপালি বুলেট ট্রেনের রূপ দেওয়া হবে।

558
যেখানে সম্পদ থাকে, সেখানে চোর-ডাকাতের হামলা হয়। এর অর্থ, আমাদের সাইবার সক্ষমতা বাড়ছে। অনেক বিশেষজ্ঞদের দেশেও সাইবার ঝুঁকি আছে। তাই আমাদের ভয় পেলে চলবে না। সবাই মিলে কাজ করতে হবে।’

আজ মঙ্গলবার রাজধানীর ওয়াশিংটন হোটেলে ‘সাইবার সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি’ শীর্ষক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে দ্রুত ডিজিটাইজেশন হয়েছে। ২০০৯ সাল থেকে আমরা একটার পর একটা পরিকল্পনা গ্রহণ করি। ইন্টারনেটে সার্ভিস দোরগোড়া পৌঁছে দেওয়ায়, ডিজিটাল ইকোনমি বাড়তে থাকায় আমাদের দেশে সাইবার হুমকি বাড়ছে। এসব হুমকি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। ১২টি গুরুত্বপূর্ণ অবকাঠামো চিহ্নিত করা হয়েছে, যেগুলোতে অধিক সাইবার নিরাপত্তা দিতে হবে।’

জুনাইদ আহমেদ বলেন, ‘আমাদের ডেটা ও সাইবার সিকিউরিটির ক্ষেত্রে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের আরও সতর্ক হতে হবে। এ ছাড়া সাইবার নিরাপত্তার জন্য আইন দরকার। এ জন্য আইসিটি বিভাগ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তৈরিতে কাজ করছে। সাইবার সিকিউরিটি রেসপন্স টিম ছোট আকারে তৈরি করা হয়েছে। কোরিয়ার সহায়তায় সিআইডিতে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হয়েছে, যা শিগগিরই উদ্বোধন করা হবে। আমরা এভাবে ঝুঁকি মোকাবিলার জন্য তৈরি হচ্ছি।’
বাংলাদেশসহ সারা বিশ্বে সাইবার হামলার ঘটনা আশঙ্কাজনকহারে বেড়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে নিরাপত্তা ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। রাষ্ট্রীয় নিরাপত্তা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সাইবার নিরাপত্তায় অধিক শক্তিশালী করে তোলার লক্ষ্যে ১২ এপ্রিল থেকে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। এতে সহযোগিতা করছে আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল।
প্রশিক্ষণে পুলিশ, সিআইডি, এসবি, ডিবি, ডিজিএফআই, এনএসআই, পিবিআই, বিভিন্ন ব্যাংক, বিটিআরসিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নেটওয়ার্ক ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের কর্মকর্তারা অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ দিচ্ছেন ইন্টারনেট সোসাইটির বিশেষজ্ঞ কেভিন মেইনেল ও অ্যাপনিকের নিরাপত্তা বিশেষজ্ঞ ফখরুল আলম।
আয়োজকেরা বলেন, রাষ্ট্রীয় ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের নেটওয়ার্ক কীভাবে নিরাপদ ও ঝুঁকিমুক্ত রাখা যায়, সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন প্রশিক্ষণার্থীরা।

559
Eyes / চোখের পাতায় গোটা
« on: April 12, 2016, 04:38:54 PM »
চোখের ওপরের পাতা বা নিচের পাতার কোনো অংশ ফুসকুড়ির মতো কিছুটা ফুলে ওঠা মূলত দুটি ভিন্ন সমস্যার কারণে হয়ে থাকে। এগুলোর মধ্যে একটির নাম ক্যালাজিয়ন, অন্যটি স্টাই। একটির জন্য দ্রুত চিকিৎসার প্রয়োজন, অন্যটির জরুরি ভিত্তিতে চিকিৎসা না করালেও ক্ষতি নেই। তবে এগুলোর লক্ষণ জেনে রাখা ভালো।
ক্যালাজিয়ন হলে সাধারণত চোখের পাতার ধার থেকে একটু দূরের অংশে ছোট একটি গোটা হতে বা কিছুটা ফুলে উঠতে দেখা যায়। এতে ব্যথা থাকে না। চোখে লালচে ভাবও থাকে না। স্বাভাবিক দৃষ্টিশক্তিরও কোনো সমস্যা হয় না। এ রকম হলে কুসুম গরম পানিতে পরিষ্কার তুলা ভিজিয়ে নিয়ে চোখের ফুলে যাওয়া অংশে কয়েকবার হালকা চাপ দিন। চোখের পাতা এবং এর চারপাশে ময়লা জমে থাকলেও তা এভাবে পরিষ্কার করে নেওয়া যায়। সারা দিনে দুবার এভাবে কুসুম গরম পানির সেঁক দিতে পারেন।
কারও কারও এক চোখের পাতার ফোলা অংশ সেরে যাওয়ার পরে অন্য চোখেও এ ধরনের ফোলা অংশ দেখা দিতে পারে। তিন থেকে ছয় মাসের মধ্যে এ ধরনের ফোলা সেরে যায়। তা না সারলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এ ধরনের ফোলা অংশ বড় হতে থাকলে বা ব্যথা হলে ওই অংশটি বা চোখ লালচে হয়ে যায়। এ অবস্থায় দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।
স্টাই নামের অন্য যে সমস্যাটি চোখের পাতায় হয়, সেটিতে চোখের পাতার কিনারায় ছোট একটি গোটা বা ফুলে ওঠা অংশ দেখা যায়। এতে ব্যথা থাকে, লালচে ভাবও থাকে। এমন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ এবং নির্দেশনা অনুযায়ী ওষুধ খেতে হবে।

অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ
বিভাগীয় প্রধান, চক্ষু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল

560
আঙুলের ছাপ নিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করা বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় দেন।

সিম নিবন্ধনের ক্ষেত্রে মোবাইল অপারেটরগুলোকে বিটিআরসির দেওয়া নির্দেশনা কঠোরভাবে পালন করতে বলা হয়। নাগরিকদের ব্যক্তিগত তথ্য অতি নিরাপত্তার সঙ্গে সংরক্ষণেরও নির্দেশ দিয়েছেন আদালত। এসব তথ্য যাতে কোনোভাবে অপব্যবহৃত না হয়, সেদিকে কর্তৃপক্ষকে লক্ষ রাখতে হবে।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মুক্তাদির রহমান ও অনীক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবী এস এম এনামুল হক গত ৯ মার্চ এই রিট আবেদনটি করেন। ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা থেকে এটি করা হয়েছিল। পরে আদালত রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে ১৪ মার্চ বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন। একই সঙ্গে বিটিআরসি চেয়ারম্যান, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোসহ ১৩ বিবাদীকে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

561
Career Opportunity / Metropolitan University
« on: April 12, 2016, 12:45:47 PM »

Lecturer

No. of Vacancies
10

Job Description / Responsibility
    We are looking for Lecturer in CSE, EEE, English, Law, Management, HRM, Accounting, Economics (Quantitative Background)
    Teaching and research

Job Nature: Full-time

Educational Requirements

    B.Sc (Engg.) in CSE/ EEE.
    Master degree in English, Law, Management and Human Resource, Accounting, Economics with Honours in relevant subjects
    Minimum CGPA 3.50 on a scale of 4.00.

Additional Job Requirements
    N/A

Job Location
Sylhet

Salary Range
Tk. 31500 - 32500

Other Benefits
    Provident fund and gratuity for permanent employee.
    3 bonuses (Eid-ul-Fitr, Eid-ul-Adha, Bangla Nababarsha)

Job Source
Bdjobs.com Online Job Posting

562
একটু চমক হয়েই এসেছিল সিদ্ধান্তটা। বাবার মৃত্যুতে ওয়েস্ট ইন্ডিজে উড়ে গিয়েছিলেন সুনীল নারাইন। ক্যারিবীয় অফ স্পিনারের অনুপস্থিতিতে কলকাতা নাইট রাইডার্সের স্পিন বোলিংয়ের মূল দায়িত্ব সাকিব আল হাসানের ওপরেই বর্তানোর কথা। অথচ সাকিবই প্রথম একাদশে সুযোগ পেলেন না। আর তাঁর জায়গায় সুযোগ পেয়ে বাজিমাত করে দিলেন ব্র্যাড হগ। কাল হগ-চাওলাদের নিয়ে গড়া কেকেআর যেভাবে বোলিং করে দিল্লিকে গুঁড়িয়ে দিল, সাকিবভক্তদের অনেকের প্রশ্ন, কেকেআরে সাকিবের জায়গা কি অনিশ্চিত হয়ে গেল?
কাল ৪৫ বছর বয়সী হগ যেভাবে বল করেছেন, তাঁকে বাদ দেওয়া কঠিনই। ‘বুড়ো আঙুলে’র ভেলকি দেখিয়ে ৪ ওভারে মাত্র ১৯ রানে নিয়েছেন ৩ উইকেট, এর মধ্যে ১৬টি আবার ডট বল। পীযূষ চাওলার সঙ্গে দুজন রীতমতো ঘোল খাইয়ে ছেড়েছেন দিল্লি ডেয়ারডেভিলসকে। আর দলের ৯ উইকেটের জয়টা দর্শক হয়ে দেখতে হয়েছে সাকিবকে।

563
Common Forum / চার দেশে ভূমিকম্প
« on: April 11, 2016, 03:45:52 PM »
দক্ষিণ-পশ্চিম এশিয়ার অন্তত চারটি দেশে গতকাল রোববার আঘাত হানে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প। এতে পাকিস্তান, আফগানিস্তান ও উত্তর ভারতের বিশাল অঞ্চলের বাড়িঘর কেঁপে ওঠে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল আফগান-পাকিস্তান সীমান্তের প্রত্যন্ত একটি পাহাড়ি এলাকায় হিন্দুকুশ পর্বতমালার ভূপৃষ্ঠের ২১০ কিলোমিটার গভীরে। ইসলামাবাদ ও কাবুলে বাড়িঘর দুলে উঠলে লোকজন আতঙ্কে ঘর ও অফিস-আদালত থেকে রাস্তায় বেরিয়ে আসে। ভারতের রাজধানী নয়াদিল্লি ও এর আশপাশের এলাকায়ও ভূকম্পন অনুভূত হয়। গতকাল সন্ধ্যা পর্যন্ত পাকিস্তানের গিলগিট-বালতিস্তান অঞ্চলের চিলাস শহরে শরীরের ওপর পাথর পড়ে একজনসহ দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

564
একটা ভিডিওচিত্র সপ্তাহ না পেরোতেই দেখা হয়েছে ২০০ কোটি বার! কী সেই ভিডিওচিত্র—যা কি না এই ক​দিনেই ২০ লাখ বার হ্যাশট্যাগ দিয়ে শেয়ারও করেছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। কী আছে ওই ভিডিওচিত্রে?

ইন্টারনেটে এমন ঝড় তোলা ওই ভিডিওচিত্রে দেখা যায়, চীনের একটি হোটেলের বারান্দায় একজন নারীকে ব্যাপক মারধর করছেন একজন পুরুষ। সম্প্রতি রাজধানী বেইজিংয়ে ইতেই হোটেলে এই ঘটনা ঘটে। আর এ ঘটনায় বিতর্কের ঝড় উঠেছে। নিজেকে নির্যাতনের শিকার নারী উল্লেখ করে ওয়ানওয়ান নামের একজন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে চলতি সপ্তাহের শুরুর দিকে এই ভিডিওচিত্রটি প্রকাশ করেন। আর এই কয়দিনেই তা ২০০ কোটি বার দেখা হয়ে গেছে। ‘গার্ল অ্যাটাকড অ্যাট ইতেই’ হ্যাশট্যাগ দিয়ে ভিডিওচিত্রটি শেয়ারও হয়েছে ২০ লাখ বার।
ভিডিওচিত্রটি প্রকাশ করে ওয়ানওয়ান জানিয়েছেন, ইতেই হোটেলের বারান্দায় হঠাৎ​ করেই এক ব্যক্তি এসে তাঁর কক্ষ নম্বর জানতে চান। অপরিচিত ওই ব্যক্তিকে তা না জানানোয় ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। একপর্যায়ে ওই ব্যক্তি ওয়ানওয়ানের গলা চিপে ধরেন। এতে তাঁর শ্বাস কষ্ট হয়। এরপর যখন তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন তখন ওই ব্যক্তি তাঁর চুলের মুঠি ধরে নিচে ফেলে দেন। সামনেই হোটেলের একজন স্টাফ বিষয়টি দেখছিলেন। কিন্তু এটা স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ঝগড়া ভেবে তিনি এগিয়ে আসনেনি।
ভিডিওচিত্রেও দেখা গেছে, হোটেলের স্টাফরা বিষয়টি দেখছেন। কিন্তু এগিয়ে আসেননি।
এ ঘটনায় অবশ্য ইতেই হোটেলের মূল প্রতিষ্ঠান হোমেইনস ওয়ানওয়ান ও জনগণের কাছে দুঃখপ্রকাশ করে এক বিবৃতিতে বলেছে, এ ঘটনা প্রমাণ করে যে, সেখানে নিরাপত্তাব্যবস্থা ও গ্রাহক সেবা দুর্বল ছিল।
এ ঘটনায় বেইজিং পুলিশ বলছে, এ বিষয়ে তাঁরা তদন্ত শুরু করেছে।

565
দ্বৈত ক্যামেরা প্রযুক্তিসংবলিত নতুন একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে এনেছে হুয়াওয়ে। পি৯ মডেলের এই ফোনে এ প্রযুক্তি ব্যবহার করে ছবি তোলার পরেও ছবির ফোকাস পুনরায় ঠিকঠাক করা যাবে। ভিডিওতে অবশ্য সেই সুবিধা থাকছে না।

চীনের এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি জার্মানির ক্যামেরা প্রস্তুতকারী প্রতিষ্ঠান লাইকার সঙ্গে মিলিতভাবে এই প্রযুক্তি উদ্ভাবন করেছে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই উদ্ভাবন হুয়াওয়েকে আরও সমাদৃত ব্র্যান্ডে পরিণত করবে এবং এর বাজারমূল্য আরও বাড়বে।
বাজার গবেষণাপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের (আইডিসি) মতে, গত বছর ১০ কোটিরও বেশি মোবাইল ফোন বিক্রি করে আগের বছরের তুলনায় ৪৪ শতাংশ বেশি মুনাফা করেছে হুয়াওয়ে। যেকোনো বড় ব্র্যান্ডের ক্ষেত্রে এই মুনাফার পরিমাণ ছিল সর্বোচ্চ এবং এর ফলে প্রতিষ্ঠানটি বাজারমূল্যের দিক দিয়ে তৃতীয় সেরা স্থানে উঠে আসে। অ্যাপল বিক্রি করেছিল এই পরিমাণের দ্বিগুণ এবং স্যামসাং বিক্রি করেছিল তিন গুণেরও বেশি মোবাইল সেট।প্রযুক্তি উপদেষ্টা প্রতিষ্ঠান আইএইচএসের ইয়ান ফগ বলেছেন, ‘ভালো মানের একটি স্মার্টফোনের নির্ধারক বিষয়গুলোর মধ্যে ক্যামেরা একটি এবং আলোকচিত্রের মান উন্নয়নের অনেক সুযোগ এখনো আছে। তা ছাড়া এমন অনেক কিছু করার আছে, যা মোবাইলের পেছনে একটি সেন্সর দিয়ে করা সম্ভব নয়, দুটি সেন্সর দিয়ে করতে হয়।’
হুয়াওয়ে পি৯-এর ক্যামেরা দুটি পেছনের দুটি সেন্সরের তথ্য একত্র করে একটি ১২ মেগাপিক্সেল মানের ছবি তৈরি করে। সেন্সরের একটিতে লাল, সবুজ ও নীল বর্ণের তথ্য ধারণ করা হয়, আরেকটি দিয়ে একবর্ণের ছবির তথ্য সংগ্রহ করা হয়। এই প্রযুক্তিতে আরও বেশি আলো লেন্সে ফেলা যায় বলে অপেক্ষাকৃত স্বল্প আলোর ছবিও ভালো তোলা যায় এবং যে ছবিটি তৈরি হয় সেটি হয় আরও উন্নত মানের। ছবি তোলার পর ফোকাস পুনরায় ঠিক করে দেওয়ার প্রযুক্তি এবারই নতুন নয়। নকিয়া ও এইচটিসিও এর আগে ভিন্ন উপায়ে কাজটি করেছিল।
এই স্মার্টফোনে আরও থাকছে ১০৮০ পিক্সেলের ৫ দশমিক ২ ইঞ্চি পর্দা, অতিরিক্ত মেমোরি কার্ড যুক্ত করার সুযোগ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কিরিন-৯৫৫ প্রসেসর। নতুন এই সেটটির দাম পড়বে মানভেদে ৫৯৯ থেকে ৬৪৯ ইউরো। হুয়াওয়ে বড় ব্যাটারির ৫ দশমিক ৫ ইঞ্চির একটি বড় পি৯ প্লাস সেটও বাজারে আনছে, যার দাম পড়বে ৭৪৯ ইউরো।

566
জিনেদিন জিদান বলছেন, রিয়ালের এই হার এল ক্লাসিকো জয়ের রেশ কাটিয়ে উঠতে না পারার ফল। কিন্তু চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ভলফসবুর্গের বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়াটাকে বেশির ভাগ রিয়াল সমর্থকই ব্যাখ্যার ছকে আনতে পারছেন না। এটা কীভাবে সম্ভব?
অভিজ্ঞতা, খেলোয়াড়ি সামর্থ্য—সবকিছুতেই তো ভলফসবুর্গের চেয়ে যোজন যোজন এগিয়ে জিনেদিন জিদানের দল। তারপরও এই হার! ইউরোপ-সেরা প্রতিযোগিতার ইতিহাসে ৩২ বার কোয়ার্টার ফাইনালে খেলে ২৬ বারই সফল রিয়াল মাদ্রিদ এখন শেষ আট থেকেই বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। টিকে থাকতে হলে ঘরের মাঠে ফিরতি ম্যাচে ভলফসবুর্গের বিপক্ষে জিততে হবে ৩ গোলের ব্যবধানে। সেটা সম্ভব কি না সময়ই বলবে। কিছুদিন আগেই বার্সেলোনার ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে আঁচড় বসানো রিয়ালের জন্য ঘুরে দাঁড়ানো সম্ভব মনে করছেন অনেকেই। কিন্তু কাজটা খুব সহজ নয় বলেই যত শঙ্কা।
এই ম্যাচের আগে রিয়ালের সঙ্গী যদি ‘আত্মবিশ্বাস’ হয়, তাহলে ভলফসবুর্গের সঙ্গী ছিল শঙ্কা—বুন্দেসলিগার শেষ তিনটি ম্যাচে যে যে জয়ের দেখা পায়নি দলটি। কিন্তু এদিন মাঠে সবকিছুই হয়েছে উল্টো। শেষ পর্যন্ত রিয়ালের চোখে চোখ রেখেই দারুণ এই জয় তুলে নিয়েছে জার্মান ক্লাবটি।

567
আগের দিনই ‘পানামা পেপারস’-এ নাম এসেছে তাঁর। আর্থিক কেলেঙ্কারির অভিযোগ মাথায় নিয়ে নিজের স্বাভাবিক খেলাটা লিওনেল মেসি খেলতে পারবেন কিনা, এ নিয়ে সংশয়ে ছিলেন অনেক বার্সেলোনা সমর্থকই। মেসি দোষী হন বা না হন, পানামা পেপারসে ধন-সম্পদ পাচারের অভিযোগ আসাটা মানসিক দিক দিয়েও তো এক ধরনের চাপ। কিন্তু চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নেমে মেসি কাল সবকিছু দূরেই সরিয়ে রাখলেন। নিজে খেললেন, দলকে খেলালেন। তাঁর নেতৃত্বে বরাবরের মতোই দুর্দান্ত ‘এমএসএন’। মেসির সঙ্গে নেইমার দেখালেন নিজের ঝলক। গোল করার ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিলেন লুইস সুয়ারেজ। এই ত্রয়ীর নৈপুণ্যে এক গোলে পিছিয়ে পড়েও বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে তুলে নিয়েছে ২-১ ব্যবধানের স্বস্তির জয়।
অ্যাটলেটিকোর দুর্ভাগ্যই বলতে হবে। যে ফার্নান্দো তোরেসের গোলে দলটি ন্যু ক্যাম্পে প্রথমে এগিয়ে গিয়েছিল, সেই তোরেসের লালকার্ডই শেষ পর্যন্ত তাদের হারের কারণ। দশজনের দল নিয়ে বার্সেলোনার সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি তারা। ৬৩ ও ৭৪ মিনিটে লুইস সুয়ারেজের জোড়া গোল বার্সেলোনাকে এনে দেয় জয়।

568
এই ৮ এপ্রিলে পর্দা উঠতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের (আইপিএল) নবম আসরের। আর আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানটি বরাবরের মতো এবারও হবে জমকালো আর তারায় তারায় পূর্ণ। এবারের এই আসরের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের তারকা ক্যাটরিনা কাইফ, রণবীর সিং ছাড়াও অংশ নেবেন জ্যাকুলিন ফার্নান্দেজের মতো তারকারা। কিন্তু শুধু বলিউডই নয়, এর পাশাপাশি ক্যাট-রণবীর-জ্যাকুলিনের সঙ্গে আরও থাকবেন ক্রিস ব্রাউনের মতো আন্তর্জাতিক তারকাও। থাকবে আমেরিকান ব্যান্ড দল মেজর লেজার।

মার্কিন গায়ক ক্রিস ব্রাউন আইপিএলের উদ্বোধনী আসরে সংগীত পরিবেশন করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত। ভারতে এটিই হবে তাঁর প্রথম পরিবেশনা। তিনি বলেছেন, ‘ভারতে প্রথমবারের মতো গান গাইতে আসছি। আমি দারুণ উচ্ছ্বসিত। ভারতের চমৎকার সব মানুষের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছি।’
ব্যান্ড দল মেজর লেজারের সদস্যরাও ভারত সফর নিয়ে তাঁদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
এদিকে আইপিএলে পরিবেশনার মাধ্যমে ক্রিকেটের প্রতি নিজের সমর্থন জানাতে চান ক্যাটরিনা।
ক্যাটরিনা বলেছেন, ‘বলিউড আর ক্রিকেট বরাবরই একটি অপরটির সঙ্গে যুক্ত। ক্রিকেটকে সমর্থন করার এটি একটি ভালো উপায় হতে পারে আমার জন্য। আমি ৮ এপ্রিলে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি পরিবেশনায় থাকব। সেদিন দারুণ কিছুর অপেক্ষায় আছি।’
এদিকে অভিনেতা রণবীর সিং জানিয়েছেন, তাঁর পরিবেশনা উৎসর্গ করবেন বিশ্বের সব ক্রিকেট-সমর্থককে।
দীর্ঘ ১৮ মাস বিরতির পর ভারতীয় র‍্যাপসংগীতশিল্পী ইয়ো ইয়ো হানি সিংও ফিরছেন এদিন। আইপিএলের উদ্বোধনী আসরে তাঁর জনপ্রিয় সব গান দিয়ে দর্শক মাতাবেন বলে ঠিক করেছেন এই গায়ক।

569
আমাদের শরীরে নানান ক্ষতিকর উপাদান প্রবেশ করে। নিরাপদে সেগুলো শরীর থেকে বের করে দিতে সাহায্য করে যকৃৎ নামের অঙ্গটি। এ ছাড়া শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন, উপকারী চর্বি, পিত্তরস ও অন্যান্য উপাদান তৈরি হয় যকৃতে। এর সুস্থতা তাই খুবই জরুরি। এ বিষয়ে কয়েকটি পরামর্শ:

* ইচ্ছেমতো ওষুধ সেবন করবেন না। সাধারণ ব্যথানাশকের কারণেও কিন্তু যকৃতের ক্ষতি হতে পারে। বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, যক্ষ্মার ওষুধ, ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধসহ যেকোনো ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করা ঠিক নয়। কিছু ওষুধ আছে, যেগুলো সেবনের আগে যকৃতের কার্যকারিতা দেখে নিতে হয়।
* স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন। পরিমিত আহার করুন। ওজন নিয়ন্ত্রণে রাখুন। রক্তে শর্করা ও চর্বির মাত্রা নিয়ন্ত্রণে রাখুন। ক্ষতিকর চর্বি যকৃতে জমা হয় ও ক্ষতিসাধন করে।
* অ্যালকোহল বর্জন করুন। সামান্য পরিমাণ অ্যালকোহলও যকৃতের ক্ষতি করতে পারে।
* হেপাটাইটিস ‘বি’ ও হেপাটাইটিস ‘সি’-এর কারণে যকৃতের দীর্ঘমেয়াদি ক্ষতি হয়, এমনকি যকৃতের ক্যানসারও হতে পারে। তাই এই দুটি ভাইরাস প্রতিরোধ করা জরুরি। হেপাটাইটিস ‘বি’-এর প্রতিষেধক টিকা নিন।
* রক্ত, সুচ ইত্যাদির মাধ্যমে হেপাটাইটিস ‘বি’ ও হেপাটাইটিস ‘সি’ ছড়ায়। তাই কোনো কারণে রক্ত নিতে হলে পেশাদার রক্তদাতার থেকে না নিয়ে আত্মীয়স্বজন বা কাছের বন্ধুদের রক্ত নিতে চেষ্টা করুন। রক্ত নেওয়ার সময় তাতে কোনো জীবাণুর অস্তিত্ব আছে কি না, অবশ্যই নিশ্চিত হতে হবে। একবার ব্যবহৃত সুচ কোনো অবস্থাতেই আবার ব্যবহার করবেন না।
* জন্মনিয়ন্ত্রণের ওষুধ সেবন করার আগে যকৃতের অবস্থা জেনে নিন। গর্ভবতী মায়েদেরও কখনো কখনো যকৃতের সমস্যা হতে পারে, যা অনেক সময় জটিল আকার ধারণ করে।
* ডেঙ্গু, টাইফয়েড, ইয়েলো ফিভারসহ কিছু রোগে যকৃতে সাময়িক সমস্যা হতে পারে। সঠিক চিকিৎসা নেওয়া হলে এটা সেরে যায়।

570
স্মার্টফোনে আসক্তি কমাতে যা করবেন
* ঘুমানোর সময় বালিশের পাশে মুঠোফোন নিয়ে ঘুমাবেন না। এতে ফোনের তেজস্ক্রিয়াজনিত ঝুঁকি থেকে মুক্ত হওয়া যায়, তেমনি ঘুম থেকে উঠেই স্মার্টফোনে চোখ রাখার অভ্যাস কমানো যায়।
* কোনো মিটিং কিংবা ক্লাসে মুঠোফোন বন্ধ করে ব্যাগে কিংবা টেবিলের ড্রয়ারে রেখে আসুন। মিসড কল অ্যালার্ট সার্ভিসের মাধ্যমে ফোন বন্ধ রাখার সময় কে কে ফোন করেছিলেন তা জানতে পারেন।
* খাওয়ার সময় কখনোই ফোনের পর্দায় চোখ রাখবেন না। খাওয়া উপভোগ করার জন্য ফোন থেকে দূরে থাকুন।
* মুঠোফোনে ই-মেইলের উত্তর দেওয়ার বদলে ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারে অভ্যাস করুন।
* ফ্রিডম, অ্যাপডেটক্স, স্টে অন টাস্ক, ব্রেকফিসহ বিভিন্ন অ্যাপ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি কমাতে পারেন। এই অ্যাপগুলো আপনার
মুঠোফোনে ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন
অ্যাপ নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রেখে আপনার আসক্তি কমাতে পারে।
* প্রতিদিন সকালে পত্রিকা পড়ার অভ্যাস ও রাতে
বই পড়ার অভ্যাস স্মার্টফোনে আসক্তি অনেকটা
কমিয়ে আনে।
* ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে সেটিংস অপশন থেকে নোটিফিকেশন বার্তা কমিয়ে নিতে পারেন।
* স্মার্টফোনে আসক্তি কমাতে সাধারণ মোবাইল ফোন ব্যবহার শুরু করতে পারেন, যা শুধু কাজের জন্য কল দেওয়া আর খুদেবার্তা পাঠানোর জন্য ব্যবহার করবেন।
* বিভিন্ন আড্ডা কিংবা খেলার মাঠে নিজের অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করুন। বন্ধুদের সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার, বন্ধুদের চোখে চোখ রেখে গল্প-আড্ডায় মেতে উঠুন, এতেও মুঠোফোন আসক্তি অনেক কমে আসে।
* সন্তানকে ফোনে ই-বুক পড়ার অভ্যাসের বদলে রঙিন বই পড়তে উদ্বুদ্ধ করুন।
* সন্তানের হাতে উচ্চপ্রযুক্তির স্মার্টফোন তুলে না দেওয়াই ভালো। খুব প্রয়োজন হলে সাধারণ ফোন ব্যবহার করার অনুমতি দিতে পারেন।
* দৈনন্দিন কাজের হিসাব, মিটিং কখন, কোথায় তা লেখার জন্য মুঠোফোনের অ্যাপ ব্যবহারের চেয়ে কিছুদিন ডায়েরিতে হাতে-কলমে লেখার অভ্যাস করুন।
* যানজটে বসে মুঠোফোনে মুখ না গুঁজে ব্যাগে বই রাখতে পারেন। যানজটে মুঠোফোনে গান না শুনে বা ফেসবুক ব্যবহার না করে বই পড়ার অভ্যাস করুন।
* কোনো সামাজিক অনুষ্ঠানে সেলফি কিংবা ফোনে ছবি তোলার বদলে অনুষ্ঠানের অতিথিদের সঙ্গে পরিচিতি বাড়ান আর গল্প করার অভ্যাস করুন।

Pages: 1 ... 36 37 [38] 39 40 ... 47