Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - mshahadat

Pages: 1 2 [3] 4 5 ... 16
31
Bangladesh Civil Service-BCS / Re: Some general knowledge(3)
« on: July 29, 2015, 10:05:55 AM »
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য
.
১।বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন "পিপীলিকা" উদ্বোধন করা হয় কবে ?উত্তরঃ ১৩ এপ্রিল ২০১৩।
২।বাংলাদেশে ইলেষ্ট্রনিক বুক(EBOOK)-এর যাত্রা শুরু হয় কবে ?উত্তরঃ ২৪ এপ্রিল ২০১১ ।
৩। কত সালে ? কোন জেলাকে বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা হিসেবে ঘোষণা করা হয় ?
উত্তরঃ ২০ ডিসেম্বর ২০১২ । যশোর ।
৪।বাংলাদেশে থ্রিজি(3G) প্রযুক্তি প্রথম উদ্বোধন করা হয় কবে ?উত্তরঃ ১৪ অষ্টোবর ২০১২ ।
৫। দোয়েল(DOEL) ল্যাপটপ এর প্রস্তুতকারক কে ?উত্তরঃ টেলিফোন শিল্প সংস্থা (TSS) LIMITED.
৬। বাংলাদেশের কোন বিজ্ঞানীর নেতৃত্বে পাটের জীবনরহস্য বা জিন উন্মোচন করা হয়েছে ?
উত্তরঃ ফরিদপুরের মাকসুদুল আলম (১৬ জুন ২০১০ঘোষণা করা হয়)
৭।আমাদের দেশে উদ্ভাবিত প্রথম লেয়ার মুরগির জাতের নাম কী ?
উত্তরঃ শুভ্রা । উদ্ভাবক=> বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট ।
৮। মোবাইলফোনে বাংলায় এস এম এস(Short Message Service-SMS) উদ্বোধন করা হয় কবে ? উত্তরঃ ২১ ফেব্রুয়ারী ২০১২ ।
৯।বাংলা ফন্ট 'আমার বর্ণমালা' চালু হয় কবে ? উত্তরঃ ২১ফেব্রয়ারী ২০১৩।
১০। দেশের সকল জেলায় ই-সেবাকেন্দ্র চালু করা হয় কবে ?
উত্তরঃ ১৪ নভেম্বর ২০১১ (উল্লেখ্য যশোর জেলাকে মডেল ধরে ।)
• AFP এর সদর দপ্তর কোথায়?- প্যারিস, ফ্রান্স।
• AFP এর পূর্ণরূপ কি?- Agence France Presse (Agency France Press)।
• AP (এপি) কোন দেশ ভিত্তিক সংবাদ সংস্থা?- যুক্তরাষ্ট্র।
• AP এর পূর্ণরূপ কি?- Associated Press।
• AP এর প্রতিষ্ঠা কবে?- ১৮৪৬।
• AP এর সদর দফতর কোথায়?- নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
• আল জাজিরা যাত্রা শুরু করে কবে?- ১ নভেম্বর, ১৯৯৬।
• আল জাজিরা কবে ইংরেজি ভাষায় সম্প্রচার শুরু করে?- ১৫ নভেম্বর, ২০০৬।
• রয়টার্স কোন দেশ ভিত্তিক সংবাদ সংস্থা?- ব্রিটেন।
• রয়টার্সের প্রতিষ্ঠা কবে?- ১৮৫১ সালে।
• রয়টার্সের সদর দপ্তর কোথায়?- লন্ডন, ব্রিটেন।
• BBC এর পূর্ণরূপ- British Broadcasting Corporation.
• BBC এর প্রতিষ্ঠা কবে?- ১৯২২ সালে।
• BBC কবে বাংলা ভাষায় অনুষ্ঠান সম্প্রচার শুরু করে?- ১১ অক্টোবর ১৯৪১।
• CNN কোন দেশ ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল?- যুক্তরাষ্ট্র।
• CNN এর পূর্ণরূপ কি?- Cable News Network.
• CNN এর কার্যক্রম শুরু হয় কবে?- ১ জুন ১৯৮০।
• CNN এর সদর দফতর কোথায় অবস্থিত?- আটলান্টা, জর্জিয়া(যুক্তরাষ্ট্র)।
১.বাংলাদেশ টেলিভিশন ২৪ ঘন্টা সম্প্রচার শুরু করে কবে থেকে?--২০১২ সালের ৫ নভেম্বর থেকে।
২. ২০১২ সালে বাংলাদেশ আফ্রিকার কোন দেশে প্রথম কৃষি কাজ শুরু করে?- তাঞ্জানিয়া।
৩.চ্যানেল নাইন --- দেশের প্রথম ২৪ ঘণ্টার সম্পূর্ন বিনোদনমূলক চ্যানেল
৪.দেয়াশলাই বাক্সের দু ধারে কাগজের ওপর যে বারুদ থাকে তা আসলে------কাচচূর্ণ মিশ্রিত ফসফরাস
৫.ভারতের গুজরাট রাজ্যে কত সালে মুসলিম বিরোধী দাঙ্গা হয়?-- ২০০২
৬.ঝরনার শহর—তাসখন্দ
৭.সিল্ক রুটের দেশ— ইরান
৮.পূর্বে চীনে যে নামে পরিচিত ছিল - ক্যাথে
৯.ইউরোপের বুট— ইতালি
১০.বাংলা আধুনিক কবিতার জনক কে?-সৈয়দ আলী আহসান।

32
Law of Bangladesh / Re: জন্মনিবন্ধন
« on: July 28, 2015, 05:01:22 PM »
What are the steps for child birth registration please?

33
Bangladesh Civil Service-BCS / Re: At glance Bangladesh
« on: July 28, 2015, 04:14:36 PM »
Dear Sir,
We want the latest information update please.

34
Would you please update full PDF file of Economic Review -2015?

35
Forwarding steps for building Digital Bangladesh. 

37
Very attractive job for BBA MBA holder students. 

38
Career Opportunity / Re: Key to Success
« on: July 28, 2015, 03:42:36 PM »
Need to understand the basic requirements and presents accordingly .   

39
Job candidate should think deeply how he/she present himself/herself for Interview.

40
Law / Re: Feeling for the last working place...
« on: July 28, 2015, 03:18:52 PM »
He is really a nice person I have ever seen. Still I have good communication with him.

41
Common Forum / সাধারণ জ্ঞান
« on: July 27, 2015, 10:43:49 AM »
"যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে"—'রবীন্দ্রনাথ ঠাকুর' ৷৷
,
• "আমি স্বপ্ন দেখেছিলাম,সেই স্বপ্নে আস্থা ছিল।আর আমি কাজটা ভালোবাসতাম।ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকত।জীবনে একটা স্বপ্ন থাকতে হয়,সেই স্বপ্নকে ভালোও বাসতে হয়"—'মার্ক জুকারবার্গ' ৷৷
,
• "স্কুলে যা শেখানো হয়,তার সবটুকুই ভুলে যাবার পর যা থাকে;তাই হলো শিক্ষা"—'অ্যালবার্ট আইনস্টাইন' ৷৷
,
• যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে,পুরুষ চায় নিজের শক্তির দিকে।তোমার বাহু,তোমার মাথা তোমাকে টেনে তুলবে,তোমার কপাল নয়"—'ডঃ লুৎফর রহমান' ৷৷
,
• "কাল আমার পরীক্ষা কিন্তু এটা আমার কাছে বিশেষ কোন ব্যাপারই না কারন শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারন করতে পারেনা"—'টমাস আলভা এডিসন' ৷৷
,
• "জন্মদিনের উৎসব পালন করাটা বোকামি জীবন থেকে একটা বছর ঝরে গেল,সে জন্যে অনুতাপ করাই উচিত"—'নরম্যান বি.হল' ৷৷
,
• আপনি যদি গরীব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরীব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ"—'বিল গেটস' ৷৷
,
• "দুঃখ কোনো পণ্য নয় তাই এর বিজ্ঞাপন করা উচিৎ না।তাই দুঃখ দুঃখের জায়গাই থাক।জীবনের কাছে পরাজয় মেনে নেয়াটা খুবই দুঃখজনক"—'আব্রাহাম লিংকন' ৷৷
,
• "Always bear in mind that your own resolution to succeed is more important than any other"—'Abraham Lincoln' ..
,
• "I've failed over & over & over again in my life & that is why I succeed"—'Michael Jordan' ..
,
• "Man as an individual is a genius.But man in the mass from the headless monster,a great,brutish idiot that goes where prodded"—'Charlie Chaplin' ..
,
• "Hope is a waking dream"—'Aristotle' ..
,
• "প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া।তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে।যদি কোনো কারনে সে তোমাকে ছেড়ে চলে যায় তবে সে তোমার জগতের ঐ বিরাট অংশটাও নিয়ে যাবে।তুমি হয়ে পড়বে শূণ্য জগতের বাসিন্দা''—'হুমায়ূন আহমেদ'।।

42
Bangladesh Civil Service-BCS / Re: Some general knowledge(2)
« on: July 26, 2015, 10:22:38 AM »
১। তেল উত্পাদনে শীর্ষ দেশ--- রাশিয়া।
২। খনিজ তেলের প্রধান শীর্ষ রপ্তানী কারক --–
সৌদি আরব ।
৩। তেল রিজার্ভে শীর্ষ দেশ--- ভেনিজুয়েলা।
৪। তেল আমদানিতে শীর্ষ দেশ--- যুক্তরাষ্ট্র
৫।তেল ব্যবহারে শীষ দেশ--- যুক্তরাষ্ট্র ।
৬। ওপেকের সদস্য--- ১২ টি ।
৭। পৃথিবীর সর্বোচ্চ চিনি রপ্তানীকারক দেশ –--
কিউবা ।
৮। চিনির আধার বলা হয় --- কিউবাকে।
৯। পৃথিবীর প্রধান অভ্র রপ্তানীকারক দেশ--
ভারত ।
১০। কার্পেট রপ্তানীতে শীর্ষ দেশ-- ইরান।
১১। বিশ্বের সবচেয়ে বেশী গম উৎপন্ন হয় --চীন।
১২। বিশ্বের সবচেয়ে বেশী চাউৎপন্ন হয় --ভারত

১৩। বিশ্বের প্রধান তামা উৎপাদনকারী দেশ --
যুক্তরাষ্ট্র।
১৪। সবচেয়ে বেশী কফি উতপন্ন হয়-- ব্রাজিলে ।
১৫। পৃথিবীরপ্রায় সমুদয় চা উৎপন্ন হয় -- এশিয়া
মহাদেশে

43
Bangladesh Civil Service-BCS / Re: Some general knowledge(2)
« on: July 26, 2015, 10:20:43 AM »
ইংরেজী সাহিত্য ( বই এবং লেখক )
1):- David Copperfield → Charles Dickens
2):- Hamlet → William Shakespeare
3):- The Rime of the Ancient Mariner → Samuel Taylor Coleridge
4):- Das Capital → Karl Mark
5):- Animal Farm → George Orwell
6):- Dialogues → Plato
7):- Tempest → William Shakespeare
8):- Main Kemp → Ad loaf Hitler
9):- Mother → Maxim Gorky
10):- As You Like it → William Shakespeare
11):- Paradise Lost → John Milton
12):- The Tale of Two Cities → Charles Dickens
13):- The Merchant of Venice → William Shakespeare
14):- Pride and Prejudice → Jane Austen
15):- All’s Well that Ends Well → William Shakespeare
16):- Anna Karenina → Leo Tolstoy
17):- Origin of Species → Charles Darwin
18):- Discovery of India → Johor Lal Nehru
19):- Asian Drama → Gunner Myrdal
20):- The Old Man and The Sea → Earnest Hemingway
21):- Julius Caesar → William Shakespeare
22):- Man and Superman → George Bernard Shaw
23):- War and Peace → Leo Tolstoy
24):- Gulliver’s Travels → Jonathan Swift
25):- Heaven and Earth → Lord Byron
26):- Blue Bird → Lord Alfred Tennyson
27):- Othello → William Shakespeare
28):- India Wins Freedom → Abul Kalam Azad
29):- Marriage and Moral → Bertrand Russell
30):- God of the Small Things → Arundhuty Roy
31):- Caesar and Cleopatra → George Bernard Shaw
32):- Romeo and Juliet → William Shakespeare
33):- Jungle Book → Rudyard Kipling
34):- Lycidas → John Milton
35):- Emma → Jane Austen
36):- A pair of Blue Eyes → Thomas Hardy
37):- Odyssey → Homer
38):- Memories of the Second World War → Winston Churchill
39):- For Whom the Bell Tolls → Earnest Hemingway
40):- Wealth and Nation → Adam Smith
41):- West Land → T.S Eliot
42):- Vanity Fair → W.M Thackeray
43):- Prince → Machiavelli
44):- Republic → Plato
45):- Freedom → Bertrand Russell
46):- A Long Walk to Freedom → Nelson Mandela
47):- Robinson Crusoe → Daniel Defoe
48):- Sons and Lovers, The Rainbow → D.H Lawrence
49):- Ulysses → Lord Alfred Tennyson
50):- Sense and Sensibility → Jane Austen
51):- Roots → Alex Haley
52):- To Skylark → P. B Shelly
53):- Time Machine → H. W Wells
54):- Try and Try Again → W.E Hick son
55):- Seven Seas → Rudyard Kipling
56):- Around the World in Eighty Days→ Jules Verne
57):- Waiting For Goddot → Samuel Becket
58):- Things Fall Apart → Chinua Achebe
59):- Silent Women → Ben Johnson
60):- Wuthering Heights → Emile Bronte
61):- The Way of the World → William Congreve
62):- Voyage of Lilliput → Jonathon Swift
63):- Top Secret → Henry Fielding
64):- Twelfth Night → William Shakespeare
65):- Utopia → Sir Thomas Moore
66):- Tom Jones → Henry Fielding
67):- The Return of the Native → Thomas Hardy
68):- The Alchemist → Ben Jonson
69):- Tess of the D’Urbervilles → Thomas Hardy
70):- Scholar Gipsy → Matthew Arnold
71):- The Rape of the Lock → Alexander Pope
72):- Prelude → William Wordsworth
73):- Ode to the West Wind → P.B Shelly
74):- Great Expectations → Charles Dickens
75):- King Lear → William Shakespeare
76):- Kublai Khan → Samuel Taylor Coleridge
77):- Isabella → John Keats
78):- Measure and Measure → William Shakespeare
79):- In Memoriam → Lord Alfred Tennyson
80):- Pilgrim’s Progress → John Bunyan
81):- Oliver Twist → Charles Dickens
82):- Paradise Regained → John Milton
83):- Iliad → Homer
84):- Divine Comedy → Dante
85):- Crime and Punishment → Dostoevsky
86):- A Brief History Of Time → Stephen Hawking
87):- A Farewell to Arms → Earnest Hemingway
88):- A Midsummer’s Nights Dream → William Shakespeare
89):- Adonis → P. B Shelly
90):- Akbar Nama → Abul Fazal
91):- Canterbury Tales → Geoffrey Chaucer
92):- Comedy of Errors → William Shakespeare
93):- Don Juan → Lord Byron
94):- Dr. Faustus → Christopher Marlowe
95):- Politics → Aristotle
96):- Volpone → Ben Jonson
97):- Dictionary → Samuel Johnson
98):- A Passage to India → E. M. Forster
99):- Macbeth → William Shakespeare
100):- Samson Agonists → John Milton Das

44
Bangladesh Civil Service-BCS / Re: Some general knowledge(2)
« on: July 26, 2015, 10:11:02 AM »
• রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি - ভ্লাদিভস্টক।
[20তম বিসিএস; উপজেলা/থানা শিক্ষা অফিসার (TEO) 2004]
• ‘500 দিনের প্ল্যান’ বলতে বুঝায় যে এ সময়ের মধ্যে - সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা। [12তম বিসিএস]
• বর্তমান বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ - রাশিয়া।
[আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার 2012]
• যে দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে - রাশিয়ার। [পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যক্তিগত কর্মকর্তা 2006]
• সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় - 1991 সালে।
[প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সহকারী সুপারিনটেনডেন্ট অব সার্ভে 2005]
• সাবেক সোভিয়েত ইউনিয়নে গর্বাচেভ ক্ষমতাসীন হয়েছিলেন - 1985 সালে।
[শ্রম অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণীভুক্ত শ্রম কর্মকর্তা এবং জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তা 2004 (শান্তি)]
• লেনিনের নেতৃত্ব রুশ বিপ্লব সংঘটিত হয়েছিল- 1917 সালে। [পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক 2007; আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ 2004]
• সিআইএস (CIS)-এর সদর দপ্তর - মিনস্কে।
[পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ের সহকারী সচিব 2005]

45
Bangladesh Civil Service-BCS / Re: Some general knowledge(2)
« on: July 26, 2015, 10:03:05 AM »
সরকারি-বেসরকারি ব্যাংক-বীমা অফিসার
____________________
বাংলা
----
*বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম
---মীর মশাররফ হোসেন।
*'ময়নামতীর চর'কব্যটির রচয়িতা
---বন্দে আলী মিয়া।
*'অয়োময়'নাটকটির রচয়িতা
---হুমায়ূন আহমেদ।
*শেষের কবিতা উপন্যাসটির নায়ক
---অমিত রায়।
*ভাষার মূল উপদান হচ্ছে
---ধ্বনি।
*অর্থের বিচারে গবেষণা
---রূঢ়ি শব্দ।
*সর্বহারা কাব্যের লেখক
---কাজী নজরুল ইসলাম।
*জীবনানন্দ দাশের জন্মস্থান
---বরিশাল।
*'নেমেসিস'নাটকে নূরুল মোমেন যে বিষয়কে তুলে ধরেছেন
---পঞ্চাশের মন্বন্তর।
*'সুবচন নির্বাসনে'নাটকটির রচয়িতা
---আবদুল্লাহ আল মামুন।
*'কাঁদো নদী কাঁদো'এর রচয়িতা
---সৈয়দ ওয়ালীউল্লাহ।
*'সাম্য'গ্রন্থের রচয়িতা
---বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।
*'রাজবন্দীর রোজনামচ'স্মৃতিকথামূলক গ্রন্থের রচয়িতা
---শহীদুল্লাহ কায়সার।
*বাংলা সাহিত্যে 'গাজী মিঞা'হিসাবে পরিচিত
---মীর মশাররফ হোসেন।
*'মোদের গরব মোদের আশা'আ-মরি বাংলা ভাষা'-এর রচয়িতা
---অতুল প্রসাদ সেন।
*'উপস্থিত বুদ্ধি আছে যার'এক কথায় প্রকাশ
---প্রত্যুৎপন্নমতি।
*'বহুল'এর বিপরীত শব্দ
---বিরল।

Pages: 1 2 [3] 4 5 ... 16