Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - rkmasud

Pages: [1] 2
1
ছাত্রের ফেলের খবর দেয়া শিক্ষকের সাথে ছাত্রের বাবার দারুণ কথোপকথন:
-আপনি কি খালেদ আলম ?
- জ্বি,  বলছি।
-ফাহাদ আলম কি আপনার ছেলে?
-জ্বি, আপনি কে বলছেন?
-আমি আপনার ছেলের ইউনিভার্সিটি থেকে বলছি। মাহবুবুল হক। হেড অফ ডিপার্টমেন্ট।
-ও, আচ্ছা। কেমন আছেন, স্যার?
- জ্বি, ভালো। আপনার ছেলে সম্পর্কে কিছু কথা বলার ছিল। ও তো কিছুদিন আগে থার্ড সেমিস্টার শেষ করেছে। সেমিস্টার ফাইনালের রেজাল্ট প্রকাশ হয়েছে দুই দিন আগে। আপনার ছেলে দুই কোর্সে ফেল করেছে। আপনাকে কি বলেছে?
- জ্বি, বলেছে।
-আমাদের ইউনিভার্সিটিতে কিছু নিয়ম-কানুন আছে। ফেল করলে আমরা ছাত্রদের আবারও পরীক্ষায় বসে পাস করার সুযোগ দেই। এরপরও ফেল করলে ইউনিভার্সিটিতে রাখার নিয়ম নেই।
-তা এসব আমাকে কেন বলছেন?
থতমত খেয়ে গেলেন ও প্রান্তের ব্যক্তি।
-না, মানে, আমি বলছিলাম আপনার ছেলে ফেল করেছে। আপনার কি উচিত না তার পড়াশোনার প্রতি খেয়াল রাখা?
-আমাকেই যদি তার পড়াশোনার দায়ভার নিতে হয়, তাহলে আপনি কী জন্যে আছেন?
-না, মানে আমি বলছিলাম আপনি কাউন্সেলিং করতে পারেন, বোঝাতে পারেন।
-অবশ্যই আমি তার সাথে কথা বলতে পারি। কিন্তু শিক্ষক হিসেবে আপনি কি তার সাথে কথা বলেছেন?
-মানে? বুঝলাম না!
-আমি বলতে চাইছি, আমার ছেলে যে ফেল করল, গলদটা কোথায় বোঝার চেষ্টা করেছেন কি? দোষ পুরোটা কি ওর একার? আপনার কোনও দায়ভার নেই?
-কী বলতে চাইছেন আপনি?
-দেখুন, স্যার, খুব স্পষ্ট আর সহজ ভাষায় বলছি। এভাবে ছাত্রের ব্যর্থতায় সরাসরি মা-বাবাকে তলব করার আগে আপনাদের পাঁচবার ভাবা উচিত। পড়াশোনার জন্য ছেলেকে পাঠিয়েছি আপনাদের কাছে। তাকে পড়াতে না পারার, পড়ালেখার প্রতি আগ্রহ তৈরি করতে না পারার, সফলতার পথ দেখাতে না পারার ব্যর্থতাটুকু পুরোপুরি আপনাদের। বাবা-মা কোনও শিক্ষক নন যে এসব পালন করবেন। এ দায়িত্বটুকু পালনের ভার আপনাদের উপরে দেয়া হয়েছে। কই, বেতন তো ঠিকই নেন। ছাত্রের সফলতারও ভাগ চান। তাহলে ব্যর্থতার ভার কেন শুধু ছাত্র আর মা-বাবার ওপরে চাপবে?
-আমি আসলে ওভাবে বুঝাতে চাইনি।
-কোনওভাবেই বোঝানোর দরকার পড়ত না, যদি যথাযথ শিক্ষকের দায়িত্ব আপনারা পালন করতে পারতেন।
-আমি রাখছি।
- দাড়ান ।  আপনার বাবার ফোন নম্বরটা পাঠিয়ে দেন।
-মানে? কেন?
-ব্যর্থ ছাত্রের পিতাকে ফোন করে যে দায়িত্ব আপনি পালন করেছেন, ব্যর্থ শিক্ষকের বাবাকে ফোন করে আমিও একই দায়িত্ব পালন করতে চাই!
Collected

2
http://www.prothomalo.com/bangladesh/article/1467381/%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9F-%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কোনো ধরনের মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বসানোর পরিকল্পনা সরকারের নেই। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা বলেন।

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। শেরে বাংলানগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়।

গত সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন গণমাধ্যম সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রাক বাজেট আলোচনা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সভা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগামী অর্থবছর থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট বসানো হবে।

আজ একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, অর্থমন্ত্রী নাকি বলেছেন-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট বসাবেন। একনেক সভায় প্রধানমন্ত্রী বিষয়টি শুনে বলেছেন, এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হবে না। ভ্যাট বসানোর কোনো প্রয়োজন নাই। এই বিষয়ে কোনো বিতর্ক নেই।’

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, কে বা কারা কি বলেছেন, জানি না। আমার মনে হয় না, অর্থমন্ত্রী এই কথা বলেছেন। তিনিও (অর্থমন্ত্রী) একনেক সভায় ছিলেন। তিনি এই বিষয়ে কিছু বলেননি। তিনি আরও বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ট্রাস্টি, এমনকি ভবনের ওপর কোনো ভ্যাট বসানো হবে না।

ভ্যাট আইন বাস্তবায়ন করা হবে। তবে এতে উভয় পক্ষের জন্য ‘উইন উইন’ অবস্থা হতে হবে জানিয়ে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘সরকার যেন রাজস্ব পায়, আবার ভ্যাট দিচ্ছেন-তারাও যেন কিছু পান। ভ্যাট হার নিয়ে কথাবার্তা হচ্ছে। কোনো নিত্যপণ্যের ওপর ভ্যাট বসবে না। সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

3
This is to notify that DIU is going to collect the 3rd  Installment fees of Spring'2018 semester before the Final Examination. The fees payment schedule is given in the below link:

https://daffodilvarsity.edu.bd/noticed/1971



The  fees collection will be held at DIU Accounts Office Floor ( 1st floor of Accounts Building &
Southeast Bank Ltd, Dhanmondi Branch, Navana New Berry Place, 1st floor,4/1/A, Mirpur Road, Sobhanbag, Dhanmondi, Dhaka -1207

/Room No. 106, Permanent Campus, Ashulia).
Students are asked to bring & deposit the exact change notes of their payable amounts for paying their fees quickly.
Late fee Tk 200/- will be applicable for not paying on the specified date. Unless paying the installment in time, no one will be allowed to sit for the examination.




Besides DIU Cash Counter,Students have the privilege to pay their fees throughthe Branchesof Eastern Bank Limited (EBL) Students Fees PaymentReceiptsare available atIf necessary,please take help from the bank officials to know the process of depositing your fees.
  Students also can pay their fees through bKash Account at the following a/C: 01847027541 ( Main Campus) & 01811458885 ( Permanent Campus). For more information regarding this, please contact respective Officer of DIU Accounts Office.

4
This is to notify that DIU is going to collect the 2nd  Installment fees of Fall'2017 semester before the Midterm Examination. The fees payment schedule is given in the below link:



https://daffodilvarsity.edu.bd/noticeboard/notice_detail/1338

The  fees collection will be held at DIU Accounts Office Floor ( 1st floor of Accounts Building & 8th floor of Daffodil Tower/Room No. 106, Permanent Campus, Ashulia).
Students are asked to bring & deposit the exact change notes of their payable amounts for paying their fees quickly.
Late fee Tk 200/- will be applicable for not paying on the specified date. Unless paying the installment in time, no one will be allowed to sit for the examination.




Besides DIU Cash Counter,Students have the privilege to pay their fees throughthe Branchesof Eastern Bank Limited (EBL) Students Fees PaymentReceiptsare available atIf necessary,please take help from the bank officials to know the process of depositing your fees.
Students also can pay their fees throughbKashAccount at the following a/C:01847027541. For more information regarding this, please contact respectiveOfficerofDIU Accounts Office.

5
(১) জাতীয় সংসদ, সিটি করপোরেশন, উপজেলা ও পৌরসভা নির্বাচনে প্রার্থী
(২) ভবন নকশা অনুমোদনে
(৩) বাণিজ্য সংগঠনের সদস্য
(৪) চিকিৎসক, প্রকৌশলী, হিসাববিদসহ বিভিন্ন ধরনের পেশাজীবী সংগঠন সদস্য
(৫) কোম্পানির পরিচালক ও স্পনসর শেয়ারহোল্ডার
(৬) বিবাহ নিবন্ধনকারী বা কাজি
(৭) ড্রাগ লাইসেন্সধারী
(৮) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫ লাখ টাকার বেশি ঋণ নিলে
(৯) ক্রেডিট কার্ড থাকলে
(১০) বাণিজ্যিক গ্যাস ও বিদ্যুৎ সংযোগ চাইলে
(১১) ছেলেমেয়েদের ইংরেজি মাধ্যমে পড়াতে চাইলে অভিভাবকের
(১২) মোবাইল ফোন রিচার্জ ব্যবসা
(১৩) মোবাইল ব্যাংকিং
(১৪) পরিবেশক এজেন্সি
(১৫) বিভিন্ন ধরনের পরামর্শক
(১৬) খাবার সরবরাহ
(১৭) ক্যাটারিং
(১৮) ইভেন্ট ম্যানেজমেন্ট
(১৯) জনবল সরবরাহ
(২০) সিকিউরিটি সার্ভিস
(২১) আমদানি-রপ্তানির বিল অব এন্ট্রি জমা
(২২) ঋণপত্র স্থাপন
(২৩) রপ্তানি নিবন্ধন সনদ নেওয়া
(২৪) সিটি করপোরেশন ও পৌরসভা কর্তৃপক্ষের কাছ থেকে ট্রেড লাইসেন্স নেওয়া বা পুনর্নিবন্ধন
(২৫) দরপত্র জমা
(২৬) অভিজাত ক্লাবের সদস্যপদ গ্রহণ
(২৭) বিমা জরিপ প্রতিষ্ঠান
(২৮) জমি, ভবন ও ফ্ল্যাট নিবন্ধন
(২৯) মোটরসাইকেল-বাস-ট্রাকের মালিকানা পরিবর্তন ও ফিটনেস নবায়ন
(৩০) সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তার মূল বেতন ১৬ হাজার টাকার বেশি
(৩১) এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ১৬ হাজার টাকার বেশি হলে

6
Dear Students

This is to notify that the 1st Installment fees of Summer-2017 semester (including all previous dues) will be collected before your Registration at DIU Cash Counter (Accounts Building & 8th floor of Daffodil Tower-5)

https://daffodilvarsity.edu.bd/noticeboard/notice_detail/564
In case of not paying the fees, no one will be allowed for the Registration. And for not paying on the specified date of the schedule, late fee Tk 500/- will be applicable.

The Registration Clearance will be issued from the under mentioned venues:

Sl#

Venue for Registration Clearance

Programs

1

DIU Accounts Office



CSE, EEE, TE , ETE, MCT, MBA , BED, ESDM,SWE Evening Programs of all departments,

2

 

8th floor of Daffodil Tower

BBA, BRE, B. Com (Hons), JMC & LLB (Hons), CSE,B. A. (Hons) in English

7
This is to notify that DIU is going to collect the 3rd  Installment fees of Fall'2016 semester before the Final Examination. The fees payment schedule is given in the below link:

https://daffodilvarsity.edu.bd/noticeboard/notice_detail/104

The  fees collection will be held at DIU Accounts Office Floor ( 1st floor of Accounts Building & 8th floor of Daffodil Tower-5 ).
Students are asked to bring & deposit the exact change notes of their payable amounts for paying their fees quickly.
Late fee Tk 200/- will be applicable for not paying on the specified date. Unless paying the installment in time, no one will be allowed to sit for the examination.




Besides DIU Cash Counter,
1.      Students have the privilege to pay their fees through the Branches of Eastern Bank Limited (EBL
Students Fees Payment Receipts are available at Branches. If necessary, please take help from the bank officials to know the process of depositing your fees.
  Students also can pay their fees through bKash Account at the following a/C: 01847027541. For more information regarding this, please contact respective Officer of DIU Accounts Office.

8

Inspiring..........

9
This is to notify that DIU is going to collect the 3rd  Installment fees of Summer'2016 semester before the Final Examination. The fees payment schedule is given in the below link:

http://notice.daffodilvarsity.edu.bd/index.php/office/accounts/2052-notice-fees-payment-schedule-of-summer-2016-final-examination

The  fees collection will be held at DIU Accounts Office Floor (1st floor of Accounts building).
Students are asked to bring & deposit the exact change notes of their payable amounts for paying their fees quickly.
Late fee Tk 200/- will be applicable for not paying on the specified date. Unless paying the installment in time, no one will be allowed to sit for the examination.




Besides DIU Cash Counter,
1.      Students have the privilege to pay their fees through the Branches of Eastern Bank Limited (EBL
Students Fees Payment Receipts are available at Branches. If necessary, please take help from the bank officials to know the process of depositing your fees.
  Students also can pay their fees through bKash Account at the following a/C: 01847027541. For more information regarding this, please contact respective Officer of DIU Accounts Office.

10
Dear Students

This is to notify that DIU is going to collect the 2nd Installment fees of Summer'2016 semester before the Midterm Examination. The fees payment schedule is given in the below link:

http://notice.daffodilvarsity.edu.bd/index.php/office/accounts/1918-notice-fees-payment-schedule-of-summer-2016-midterm-examination

The  fees collection will be held at DIU Accounts Office Floor (1st floor of Accounts building).
Students are asked to bring & deposit the exact change notes of their payable amounts for paying their fees quickly.
Late fee Tk 200/- will be applicable for not paying on the specified date. Unless paying the installment in time, no one will be allowed to sit for the examination.




Besides DIU Cash Counter,
1.      Students have the privilege to pay their fees through the Branches of Eastern Bank Limited (EBL
Students Fees Payment Receipts are available at Branches. If necessary, please take help from the bank officials to know the process of depositing your fees.
  Students also can pay their fees through bKash Account at the following a/C: 01847027541. For more information regarding this, please contact respective Officer of DIU Accounts Office.

11
List of SWIFT Codes of Banks in Bangladesh

Swift codes of banks in BangladeshA SWIFT code is a code that helps banks in other countries identify which bank to send the money to. Like, if a bank from USA is sending to a payment to your bank account in Brac bank, Bangladesh, they will need to know the SWIFT code of Brac bank which is BRAKBDDH. Swift code is a standard format for Bank Identifier Codes or BIC. Swift code is unique identification code for a particular bank and it is different for each bank. Banks also use the swift codes for exchanging other messages between them. A Swift code consists of 8 or 11 characters. When 8-digits code is given, it refers to the primary office.

Below is a comprehsnive list of swift codes for all the banks in Bangladesh.

Dhaka Bank Limited – Swift Code: DHBLBDDH
Dutch-Bangla Bank Limited – Swift Code: DBBLBDDH
Eastern Bank Limited – Swift Code: EBLDBDDH
Export Import Bank Of Bangladesh Limited – Swift Code: EXBKBDDH
First Security Islami Bank Limited – Swift Code: FSEBBDDH
Habib Bank Limited – Swift Code: HABBBDDH
The Hongkong and Shanghai Banking Corporation Limited – Swift Code: HSBCBDDH
ICB Islamic Bank Limited – Swift Code: BBSHBDDH
International Finance Investment and Commerce Bank Limited – Swift Code: IFICBDDH
Islami Bank Bangladesh Ltd – Swift Code: IBBLBDDH
Jamuna Bank Limited – Swift Code: JAMUBDDH
Janata Bank Limited – Swift Code: JANBBDDH
Bank Asia Limited – Swift Code: BALBBDDH
Bangladesh Small Industries and Commerce Bank Limited – Swift Code: BKSIBDDH
BRAC Bank Limited – Swift Code: BRAKBDDH
Bangladesh Krishi Bank – Swift Code: BKBABDDH
City Bank Limited- Swift Code: CIBLBDDH
Commercial Bank of Ceylon Limited – Swift Code: CCEYBDDH
Mutual Trust Bank Limited – Swift Code: MTBLBDDH
National Bank Limited – Swift Code: NBLBBDDH
Mercantile Bank Limited – Swift Code: MBLBBDDH
Standard Bank Limited – Swift Code: SDBLBDDH
Standard Chartered Bank – Swift Code: SCBLBDDX
Trust Bank Limited – Swift Code: TTBLBDDH
United Commercial Bank Limited – Swift Code: UCBLBDDH
Uttara Bank Limited – Swift Code: UTBLBDDH
AB Bank Limited – Swift Code: ABBLBDDH
Agrani Bank Limited – Swift Code: AGBKBDDH
Al-Arafah Islami Bank Limited – Swift Code: ALARBDDH
Bangladesh Commerce Bank Limited – Swift Code: BCBLBDDH
National Bank of Pakistan – Swift Code: NBPABDDH
National Credit & Commerce Bank Limited – Swift Code: NCCLBDDH
Rupali Bank Limited – Swift Code: RUPBBDDH
SBAC Bank Limited – Swift Code: SBACBDDH
Shahjalal Islami Bank Limited – Swift Code: SJBLBDDH
Social Islami Bank Ltd – Swift Code: SOIVBDDH
Sonali Bank Limited – Swift Code: BSONBDDH
One Bank Limited – Swift Code: ONEBBDDH
The Premier Bank Limited – Swift Code: PRMRBDDH
Prime Bank Limited – Swift Code: PRBLBDDH
Pubali Bank Limited – Swift Code: PUBABDDH
Southeast Bank Limited – Swift Code: SEBDBDDH

12
F2 : Edit selected cell
F4 : Repeat last edit
F9 : Calculates all worksheets
F11 : New chart
ALT : Access the ribbon for formulas
ALT + = : Automatically SUM() selected
ALT + Enter : Start a new line in the same cell
ALT + o-c-a : Auto size columns
PG + UP/PG+DOWN : Go to next/previous worksheet
CTRL + ` : Display Formulas
CTRL + Backspace : Show active cell
CTRL + Shift + # : Change Date format with day, month and year.
CTRL + K : To insert Hyperlink.
CTRL+ Shift + $ : Applies the currency format to the selected cells.
CTRL + Shift + & : Applies border to cells
CTRL + B : Bold
CTRL + I : Italics
CTRL + U : Underline
CTRL + Shift + ~ : General style number
CTRL + Shift + $ : Currency style number
CTRL + Shift + % : Percentage style Number
CTRL + Shift + ^  : Scientific notation style
CTRL + Shift + # :  Date style
CTRL + Shift + @ : Time Style
CTRL + Shift +! : Number Style
CTRL + F12 : Open
CTRL + Spacebar : Select the entire column
CTRL + [ : Select all cells directly referenced by formulas in the selection
CTRL + ; : Insert actual date in active cell
CTRL + : : Insert actual time in active cell
CTRL + A : Select All
CTRL + Shift + J : List Constants
CTRL + D : Copy equation down
CTRL + F : Find
CTRL + H : Find&Replace
CTRL + Right arrow : Move right
CTRL + Left arrow : Move left
CTRL + Up arrow : Move up
CTRL + Down arrow : Move down
CTRL + Enter : Same data in multiple cells
Shift + Spacebar : Select the entire row
Shift + F3 : Find Previous

Using some of these shortcuts can seem tedious at first, but as soon as you get the motions down, it can speed up your work pace by a lot! If we missed anything, or you just want to share your favorite Excel shortcut, let us know in the comments!

13
Dear Students

This is to notify that the 1st Installment fees of Summer'2016 semester (including all previous dues) will be collected before your Registration at DIU Cash Counter (Accounts Building) according to the Fees Payment Schedule given in the below link.

http://notice.daffodilvarsity.edu.bd/index.php/office/accounts/1790-notice-fees-payment-schedule-of-summer-2016-registration
In case of not paying the fees, no one will be allowed for the Registration. And for not paying on the specified date of the schedule, late fee Tk 500/- will be applicable.

The Registration Clearance will be issued from the under mentioned venues:

Sl#

Venue for Registration Clearance

Programs

1

DIU Accounts Office



Evening Programs of all departments,

2

DIU Lounge

(Daffodil Tower-04)

FSIT, B. A. (Hons) in English

3

 

DIU Lounge

(Daffodil Tower-05)

BBA, BRE, B. Com (Hons), JMC & LLB (Hons)

14

আয়কর পরিশোধের একাউন্ট কোড

আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর আওতায় যারা আয়কর জমা প্রদান করেন তাদের সুবিধার্থে কর অঞ্চল ভিত্তিক প্রধান খাতসমূহের হিসাব কোড নিম্নে উল্লেখ করা হলো।
কর অঞ্চলের নাম    আয়কর-কোম্পানীসমূহ    আয়কর-কোম্পানী ব্যতীত    অন্যান্য ফি সমূহ
কর অঞ্চল-১, ঢাকা    ১-১১৪১-০০০১-০১০১    ১-১১৪১-০০০১-০১১১    ১-১১৪১-০০০১-১৮৭৬
কর অঞ্চল-২, ঢাকা    ১-১১৪১-০০০৫-০১০১    ১-১১৪১-০০০৫-০১১১    ১-১১৪১-০০০৫-১৮৭৬
কর অঞ্চল-৩, ঢাকা    ১-১১৪১-০০১০-০১০১    ১-১১৪১-০০১০-০১১১    ১-১১৪১-০০১০-১৮৭৬
কর অঞ্চল-৪, ঢাকা    ১-১১৪১-০০১৫-০১০১    ১-১১৪১-০০১৫-০১১১    ১-১১৪১-০০১৫-১৮৭৬
কর অঞ্চল-৫, ঢাকা    ১-১১৪১-০০২০-০১০১    ১-১১৪১-০০২০-০১১১    ১-১১৪১-০০২০-১৮৭৬
কর অঞ্চল-৬, ঢাকা    ১-১১৪১-০০২৫-০১০১    ১-১১৪১-০০২৫-০১১১    ১-১১৪১-০০২৫-১৮৭৬
কর অঞ্চল-৭, ঢাকা    ১-১১৪১-০০৩০-০১০১    ১-১১৪১-০০৩০-০১১১    ১-১১৪১-০০৩০-১৮৭৬
কর অঞ্চল-৮, ঢাকা    ১-১১৪১-০০৩৫-০১০১    ১-১১৪১-০০৩৫-০১১১    ১-১১৪১-০০৩৫-১৮৭৬
কর অঞ্চল-৯, ঢাকা    ১-১১৪১-০০৮০-০১০১    ১-১১৪১-০০৮০-০১১১    ১-১১৪১-০০৮০-১৮৭৬
কর অঞ্চল-১০, ঢাকা    ১-১১৪১-০০৮৫-০১০১    ১-১১৪১-০০৮৫-০১১১    ১-১১৪১-০০৮৫-১৮৭৬
কর অঞ্চল-১১, ঢাকা    ১-১১৪১-০০৯০-০১০১    ১-১১৪১-০০৯০-০১১১    ১-১১৪১-০০৯০-১৮৭৬
কর অঞ্চল-১২, ঢাকা    ১-১১৪১-০০৯৫-০১০১    ১-১১৪১-০০৯৫-০১১১    ১-১১৪১-০০৯৫-১৮৭৬
কর অঞ্চল-১৩, ঢাকা    ১-১১৪১-০১০০-০১০১    ১-১১৪১-০১০০-০১১১    ১-১১৪১-০১০০-১৮৭৬
কর অঞ্চল-১৪, ঢাকা    ১-১১৪১-০১০৫-০১০১    ১-১১৪১-০১০৫-০১১১    ১-১১৪১-০১০৫-১৮৭৬
কর অঞ্চল-১৫, ঢাকা    ১-১১৪১-০১১০-০১০১    ১-১১৪১-০১১০-০১১১    ১-১১৪১-০১১০-১৮৭৬
কর অঞ্চল-নারায়ণগজ্ঞ    ১-১১৪১-০১১৫-০১০১    ১-১১৪১-০১১৫-০১১১    ১-১১৪১-০১১৫-১৮৭৬
কর অঞ্চল-গাজীপুর    ১-১১৪১-০১২০-০১০১    ১-১১৪১-০১২০-০১১১    ১-১১৪১-০১২০-১৮৭৬
কর অঞ্চল-ময়মনসিংহ    ১-১১৪১-০১২৫-০১০১    ১-১১৪১-০১২৫-০১১১    ১-১১৪১-০১২৫-১৮৭৬
কর অঞ্চল-কুমিল্লা    ১-১১৪১-০১৩০-০১০১    ১-১১৪১-০১৩০-০১১১    ১-১১৪১-০১৩০-১৮৭৬
কর অঞ্চল-১, চট্টগ্রাম    ১-১১৪১-০০৪০-০১০১    ১-১১৪১-০০৪০-০১১১    ১-১১৪১-০০৪০-১৮৭৬
কর অঞ্চল-২, চট্টগ্রাম    ১-১১৪১-০০৪৫-০১০১    ১-১১৪১-০০৪৫-০১১১    ১-১১৪১-০০৪৫-১৮৭৬
কর অঞ্চল-৩, চট্টগ্রাম    ১-১১৪১-০০৫০-০১০১    ১-১১৪১-০০৫০-০১১১    ১-১১৪১-০০৫০-১৮৭৬
কর অঞ্চল-৪, চট্টগ্রাম    ১-১১৪১-০১৩৫-০১০১    ১-১১৪১-০১৩৫-০১১১    ১-১১৪১-০১৩৫-১৮৭৬
কর অঞ্চল-বগুড়া    ১-১১৪১-০১৪০-০১০১    ১-১১৪১-০১৪০-০১১১    ১-১১৪১-০১৪০-১৮৭৬
কর অঞ্চল-খুলনা    ১-১১৪১-০০৫৫-০১০১    ১-১১৪১-০০৫৫-০১১১    ১-১১৪১-০০৫৫-১৮৭৬
কর অঞ্চল-রাজশাহী    ১-১১৪১-০০৬০-০১০১    ১-১১৪১-০০৬০-০১১১    ১-১১৪১-০০৬০-১৮৭৬
কর অঞ্চল-রংপুর    ১-১১৪১-০০৬৫-০১০১    ১-১১৪১-০০৬৫-০১১১    ১-১১৪১-০০৬৫-১৮৭৬
কর অঞ্চল-সিলেট    ১-১১৪১-০০৭০-০১০১    ১-১১৪১-০০৭০-০১১১    ১-১১৪১-০০৭০-১৮৭৬
কর অঞ্চল-বরিশাল    ১-১১৪১-০০৭৫-০১০১    ১-১১৪১-০০৭৫-০১১১    ১-১১৪১-০০৭৫-১৮৭৬
কর আপীল অঞ্চল-১, ঢাকা          ১-১১৪৩-০০০১-১৮৭৬
কর আপীল অঞ্চল-২, ঢাকা          ১-১১৪৩-০০০৫-১৮৭৬
কর আপীল অঞ্চল-৩, ঢাকা          ১-১১৪৩-০০১০-১৮৭৬
কর আপীল অঞ্চল-৪, ঢাকা          ১-১১৪৩-০০৩৫-১৮৭৬
কর আপীল অঞ্চল-রাজশাহী          ১-১১৪৩-০০৪০-১৮৭৬
বৃহৎ করদাতা ইউনিট    ১-১১৪৫-০০১০-০১০১    ১-১১৪৫-০০১০-০১১১    ১-১১৪৫-০০১০-১৮৭৬
কেন্দ্রীয় জরীপ অঞ্চল    ১-১১৪৫-০০০৫-০১০১    ১-১১৪৫-০০০৫-০১১১    ১-১১৪৫-০০০৫-১৮৭৬
ট্রাইবুনাল          ১- ১১৪৩-০০১৫-১৮৭৬

15
Registration of Company / GIFT TAX ACT (দানকর আইন)
« on: March 15, 2016, 02:32:04 PM »
দানকর আইন, ১৯৯১
(১৯৯০ সনের ৪৪ নং আইন)

দানের উপর কর ধার্যকরণকল্পে প্রণীত আইন।
যেহেতু দানের উপর কর ধার্যকরণ সমীচীন ও প্রয়োজনীয়,
সেহেতু এতদ্বারা নিম্নরুপ আইন করা হইল:-

সংক্ষিপ্ত শিরোনাম এবং প্রবর্তন: ১।

    (১) এই আইন দানকর আইন, ১৯৯০ নামে অভিহিত হইবে।
    (২) ইহা ১লা জুলাই, ১৯৯০ তারিখে বলবৎ হইবে।

সংজ্ঞা: ২।

    (১) বিষয় বা প্রসঙ্গেও পরিপন্থী কিছু না থাকিলে, এই আইনে-
        (ক) “আপীলাত ট্রাইবুনালচ অর্থ” আয়কর অধ্যাদেশের অধীন গঠিত
        (খ) “আয়কর অধ্যাদেশ” অর্থ
        (গ) “উপ-কর কমিশনার” অর্থ আয়কর অধ্যাদেশে উল্লিখিত
        (ঘ) “কর আদায় কর্মকর্তা” অর্থ আয়কর অধ্যাদেশে উল্লিখিত
        (ঙ) “করদাতা” বলিতে যাহার দ্বারা দানকর প্রদেয় হয় বা যাহার সম্পর্কে দানকর ধার্য করিবার উদ্দেশ্যে এই আইনের অধীন কোন কার্যধারা গ্রহণ করা হয় বা হইতে পারে তাঁহাকে বুঝাইবে;
        (চ) “দান” বলিতে এক ব্যক্তি কর্তৃক অন্য কোন ব্যক্তিকে স্বেচ্ছায় অর্থ বা অর্থ মূল্যের প্রতিলাভ ছাড়া কোন স্থাবর বা অস্থাবর সম্পত্তি হস্তান্তর
        বুঝাইবে;
        (ছ) “পরিদর্শী যুগ্ম-কর কমিশনার” অর্থ আয়কর অধ্যাদেশে উল্লিখিত
        (জ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
    (২) এই আইনে ব্যবহৃত হইয়াছে অথচ সংজ্ঞায়িত হয় নাই এবং আয়কর অধ্যাদেশে সংজ্ঞায়িত হইয়াছে এইরূপ শব্দ বা অভিব্যক্তির অর্থ আয়কর অধ্যাদেশে উহাকে প্রদত্ত অর্থের অনুরূপ হইবে।

দানকর ধার্যকরণ: ৩। এই আইনের অন্যান্য বিধান সাপেক্ষে, ১লা জুলাই, ১৯৯০ সাল হইতে কোন ব্যক্তি কর্তৃক কোন আর্থিক বৎসরে কৃত সকল দানের উপর তফশিলে বর্ণিত হারে কর ধার্য হইবে।

কতিপয় দানের ক্ষেতে অব্যাহতি: ৪।

    (১) নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে কোন ব্যক্তির কৃত দানের উপর এই আইনের অধীন কোন দানকর আরোপযোগ্য হইবে না, যথা:-
        (ক) দানকৃত সম্পত্তি যদি বাংলাদেশের বাহিরে অবস্থি হয়;
        (খ) দান যদি সরকার বা কোন স্থানীয় কর্তৃপক্ষকে করা হয়;
        [(গ) দান যদি দাতব্য উদ্দেশ্যে প্রতিষ্ঠিত নিম্নবর্ণিত কোন তহবিল বা প্রতিষ্ঠানকে করা হয়:(অ) বাংলাদেশে প্রচলিত কোন আইন দ্বারা প্রতিষ্ঠিত কোন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা বোর্ডের স্বীকৃতপ্রাপ্ত অথবা সরকার কর্তৃক স্বীকৃত বা পরিচালিত কোন পলিটেকনিক ইন্সটিটিউটসহ যে কোন শিক্ষা প্রতিষ্ঠান;
        (আ) সরকার বা কোন স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত বা পরিচালিত অথবা সরকার বা কোন স্থানীয় কর্তৃপক্ষের নিকট হইতে সাহায্যপ্রাপ্ত কোন হাসপাতাল;
        (ই) সরকার কর্তৃক গঠিত বা অনুমোদিত কোন বন্যা বা দুর্যোগ মোকাবিলা তহবিল;
        (ঈ) সাধারণ জনগণের কল্যাণার্থে পরিচালিত নয় এমন কোন ব্যক্তিগত ধর্মীয়, ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে বাংলাদেশে প্রতিষ্ঠিত ও সরকার কর্তৃক অনুমোদিত বা ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ও প্রচলিত আইনে নিবন্ধিত কোন প্রতিষ্ঠানকে করদাতা কর্তৃক সংশিস্নষ্ট কর বৎসরের নিরুপিত মোট আয়ের ২০ শতাংশ বা ১ লক্ষ টাকা, এই উভয়ের মধ্যে যাহা কম হয়;]
        (ঘ) দান যদি ভরণপোষনের জন্য তাঁহার উপর নির্ভরশীল কোন আত্বীয়ের বিবাহকালে সর্বোচ্চ বিশ হাজার টাকার মূল্য পর্যন্ত করা হয়;
        (ঙ) দান যদি পত্নী ব্যতীত, ভরণপোষণের জন্য তাহার উপর নির্ভরশীল কোন আত্বীয়কে সর্বোচ্চ বিশ হাজার টাকা মূল্য পর্যন্ত বীমা বা বার্ষিক বৃত্তির পলিসি দ্বারা করা হয়;
        (চ) দান যদি উইলমূলে করা হয়;
        (ছ) দান যদি মৃত্যু চিন্তায় করা হয়;
        (জ) দান যদি পুত্র, কন্যা, পিতা, মাতা, স্বামী, স্ত্রী, আপন ভাই অথবা আপন বোনকে করা হয়।
    (২) উপ-ধারা (১) এ উল্লিখিত অব্যাহতি ছাড়াও, কোন ব্যক্তি কর্তৃক কোন আর্থিক বৎসরে কৃত বিশ হাজার টাকা মূল্যের দানের উপর এই আইনের অধীন কোন দানকর ধার্য হইবে না।
    (৩) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে কোন শ্রেণীর দান অথবা যে কোন শ্রেণীর ব্যক্তিকে এই আইনের অধীন প্রদেয় কর হইতে অব্যাহতি দিতে পারিবে;
    তবে শর্ত থাকে যে, এই উপ-ধারার অধীন প্রজ্ঞাপিত অব্যাহতি উক্ত প্রজ্ঞাপনে উল্লিখিত শর্ত সাপেক্ষে করা যাইবে।

দানের মূল্য নিরূপণ পদ্ধতি: ৫।

    (১) এই আইনের অধীন কর নির্ধারণের জন্য নগদ অর্থ ব্যতীত দান হিসাবে হস্তান্তরিত অন্যান্য সম্পত্তির মূল্য দানের তারিখে উক্ত সম্পত্তি যে মূল্যে খোলা বাজারে বিক্রয় হইতে পারিত সেই মূল্যের সমান অনুমিত হইবে।
    (২) যেক্ষেত্রে কোন সম্পত্তি খোলা বাজারে বিক্রয়যোগ্য না হওয়ার কারণে উপ-ধারা (১) এর আওতায় উহার মূল্য নিরূপণ সম্ভব নহে, সেক্ষেত্রে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উহার মূল্য নিরূপণ করা হইবে।

দানকর নির্ধারণ ও আদায়: ৬। উপ-কর কমিশনার এবং কর আদায় কর্মকর্তা তাঁহাদের নিজস্ব অধিক্ষেত্রে এই আইনের অধীন দানকর ক্ষেত্রমত নির্ধারণ করিবেন ও আদায় করিবেন।

দানের রিটার্ন : ৭।

    (১) কোন আর্থিক বৎসরে করযোগ্য দান করিয়াছেন এমন প্রত্যেক ব্যক্তিকে পরবর্তী কর বৎসরের পনরই সেপ্টেম্বরের পূর্বে বিধি দ্বারা নির্ধারিত ফরমে এবং পদ্ধতিতে উক্ত দান সম্পর্কিত একটি রিটার্ন উপ-কর কমিশনারের নিকট দাখিল করিতে হইবে।
    (২) উপ-কর কমিশনার যদি এইরূপ অভিমত পোষণ করেন যে কোন ব্যক্তির কোন আর্থিক বৎসরে কৃত দানসমূহ এই আইনের অধীন দানকরযোগ্য তাহা হইলে তিনি উপ-ধারা (১)এ যাহা কিছুই থাকুক না কেন, তৎকর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে, যাহা ত্রিশ দিনের কম হইবে না, বিধি দ্বারা নির্ধারিত ফরমে এবং পদ্ধতিতে রিটার্ন দাখিলের জন্য নোটিশ দ্বারা তাঁহাকে নির্দেশ দিতে পারিবেন।
    (৩) উপ-কর কমিশনার যথাযথ বিবেচনা করিলে এই ধারার অধীন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াইতে পারিবেন।

কর পরিশোধ: ৮।

    (১) ধারা ৭এর অধীন যে সকল ব্যক্তি রিটার্ন দাখিল করেন তাঁহারা, রিটার্ন দাখিলের তারিখ বা ততপূর্বে, রিটার্নের ভিত্তিতে কর পরিশোধ করিতে পারিবেন।
    (২) যদি কোন ব্যক্তি উপযুক্ত কারণ ব্যতিরেকে উপ-ধারা (১)এর অধীন কর পরিশোধ করিতে ব্যর্থ হন, তাহা হইলে তিনি খেলাপকারী করদাতা বলিয়া গণ্য হইবেন।

বিলম্বে রিটার্ন দাখিল এবং রিটার্ন সংশোধন: ৯।যদি কোন ব্যক্তি ধারা ৭এ উল্লিখিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করিয়া থাকেন, অথবা উক্ত ধারার অধীন দাখিলকৃত রিটার্নে কোন সংশোধন প্রয়োজন বোধ করেন, তাহা হইলে তিনি কর নির্ধারণের পূর্বে যে কোন সময় একটি রিটার্ন বা, ক্ষেত্রমত, সংশোধিত রিটার্ন দাখিল করিতে পারিবেন।

কর নির্ধারণ: ১০।

    (১) যদি উপ-কর কমিমনার ধারা ৭ বা ৯এর অধীন দাখিলকৃত রিটার্ন পরীক্ষান্তে উহা শুদ্ধ ও সম্পূর্ন বলিয়া সন’ষ্ট হন, তাহা হইলে তিনি উক্ত রিটার্নের ভিত্তিতে করদাতা কর্তৃক প্রদেয় দানকর নির্ধারণ করিবেন।
    (২) যদি উপ-কর কমিশনার উক্তরূপ সন’ষ্ট না হন, তাহা হইলে তিনি করদাতাকে নোটিশ প্রদান করিয়া নোটিশে উল্লেখিত তারিখে তাঁহার কার্যালয়ে রিটার্নের স্বপক্ষে প্রমাণাদি পেশ করিবার নির্দেশ দিতে পারিবেন।
    (৩) উপ-কর কমিশনার করদাতা কর্তৃক দাখিলকৃত প্রমাণাদি পর্যালোচনাক্রমে এবং প্রয়োজনবোধে শুনানী প্রদানের পর করদাতা কর্তৃক প্রদেয় দানকর নির্ধারণ করিতে পারিবেন।
    (৪) যদি কোন ব্যক্তি ধারা ৭(২)এর অধীন নোটিশ প্রাপ্তির পর রিটার্ন দাখিল করিতে ব্যর্থ হন অথবা উপ-ধারা (২)এর অধীন নোটিশ প্রাপ্তির পর রিটানের স্বপক্ষে প্রমাণাদি পেশ করিতে ব্যর্থ হন, তাহা হইলে উপ-কর কমিশনার ততকর্তৃক প্রাপ্ত তথ্য ও প্রমানাদির ভিত্তিতে করদাতা কর্তৃক প্রদেয় দানকর নির্ধারণ করিতে পারিবেন।

খেলাপ ও তথ্য গোপনের জরিমানা: ১১।যদি কোন ব্যক্তি ততকর্তৃক উপ-কর কমিশনারের নিকট দাখিলকৃত কোন রিটার্নে ইচ্ছাকৃতভাবে কোন ভুল তথ্য পরিবেশন করেন বা উপ-কর কমিশনারের নিকট হইতে নোটিশ প্রাপ্তির পরও কোন রিটার্ন দাখিল করিতে ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হন, তাহা হইলে উপ-কর কমিশনার ততকর্তৃক নির্ধারিত দানকরের অনধিক শতকরা ৫০ ভাগ পরিমান অর্থ জরিমানা হিসাবে আরোপ করিতে পারিবেন এবং এই জরিমানা দানকরের সহিত আদায়যোগ্য হইবে:

তবে শর্ত থাকে যে সংশিস্নষ্ট ব্যক্তিকে শুনানীর যুক্তিযুক্ত সুযোগ না দিয়া এবং পরিদর্শী যুগ্ম কর কমিশনারের পূর্বানুমোদন ব্যতিরেকে উক্তরূপ কোন জরিমানা আরোপ করা যাইবে না।

আপীল, ইত্যাদি: ১২।

    (১) কোন ব্যক্তি এই আইনের অধীন উপ-কর কমিশনার বা কর আদায় কর্মকর্তার কোন আদেশ দ্বারা সংক্ষুব্ধ হইলে তিনি উক্ত আদেশ যদি আয়কর অধ্যাদেশের অধীন আয়কর সম্পর্কিত কোন আদেশ হইত তাহা হইলে উক্ত আদেশের বিরুদ্ধে উক্ত অধ্যাদেশের অধীন যে কর্তৃপক্ষের নিকট আপীল করিতে পারিতেন তাঁহার নিকট আপীল করিতে পারিবেন এবং উক্ত আপীল কর্তৃপক্ষের রায় দ্বারা সংক্ষুব্ধ কোন পক্ষ উক্ত আপীল কর্তৃপক্ষের বিরুদ্ধে আয়কর অধ্যাদেশের অধীন আয়কর সংক্রান্ত বিষয়ে যে সকল কর্তৃপক্ষের নিকট আপীল, রিভিশন বা রেফারেন্স করা যায় সেই সকল কর্তৃপক্ষের নিকট ক্ষেত্রমত আপীল, রিভিশন বা রেফারেন্স করিতে পারিবেন।
    (২) এই ধারার অধীন আপীল, রিভিশন বা রেফারেন্সের ক্ষেত্রে আয়কর অধ্যাদেশের অধীন আপীল, রিভিশন বা রেফারেন্সের পদ্ধতি অনুসরণ করিতে হইবে।

দাবীর নোটিশ: ১৩। এই আইনের অধীন কোন দানকর বা জরিমানা প্রদেয় হইলে উপ-কর কমিশনার উহা প্রদানের জন্য করদাতাকে প্রদেয় কর বা জরিমানা এবং উহা পরিশোধের সময় জানাইয়া বিধি দ্বারা নির্ধারিত ফরমে দাবীর নোটিশ প্রদান করিবেন।

কর ও জরিমানা আদায়: ১৪।

    (১) ধারা ১৩এর অধীন প্রদত্ত দাবীর নোটিশে উল্লিখিত প্রদেয় দানকর বা জরিমানা উহাতে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করিতে হইবে এবং যদি উক্ত সময়ের মধ্যে পরিশোধ না করা হয় তাহা হইলে করদায়িক খেলাপকারী করদাতা বলিয়া গণ্য হইবেন।
    (২) এই ধারায় যাহা কিছুই থাকুক না কেন, কোন করদাতা ধারা ১২এর অধীন কোন আপীল দায়ের করিয়া থাকিলে উপ-কর কমিশনার, স্ব-ইচ্ছায় বা আবেদনক্রমে, উক্ত আপীল নিস্পত্তি না হওয়া পর্যন্ত করদাতাকে খেলাপকারী বলিয়া গণ্য নাও করিতে পারিবেন।
    (৩) ধারা ১৩এর অধীন উল্লিখিত দানকর বা জরিমানা পরিশোধের জন্য নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করা হইলে উহা আয়কর অধ্যাদেশের অধীন আদায়যোগ্য বকেয়া আয়কর বলিয়া গণ্য হইবে এবং তদনুযায়ী আদায়যোগ্য হইবে।

ভুল সংশোধন : ১৫। উপ-কর কমিশনার বা দানকর সংক্রান্ত আপীল বা রিভিশন শ্রবণকারী কোন কর্তৃপক্ষ ততকর্তৃক প্রদত্ত কোন আদেশ প্রদানের তারিখ হইতে দুই বৎসরের মধ্যে যে কোন সময় উক্ত আদেশে স্পষ্টত: প্রতীয়মান কোন ভুল সংশোধন করিতে পারিবেন:

তবে শর্ত থাকে যে, করদাতাকে শুনানীর যুক্তিসংগত সুযোগ না দিয়া দানকর বা জরিমানার পরিমান বর্ধিত করিয়া কোন সংশোধন করা যাইবে না।

নোটিশ জারী: ১৬। এই আইনের অধীন কোন নোটিশ আয়কর অধ্যাদেশের অধীন কোন নোটিশ যেভাবে জারী করা হয় সেই ভাবে জারী করা হইবে।

দানকর কর্তৃপক্ষের জন্য বোর্ডের আদেশ নির্দেশ ইত্যাদি মান্য করা বাধ্যতামুলক: ১৭।

এই আইনের অধীন দায়িত্ব পালনের ক্ষেত্রে উপ-কর কমিশনার এবং কর আদায় কর্মকর্তা আয়কর অধ্যাদেশের অধীন যে সকল কর্মকর্তা বা কর্তৃপক্ষের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে তাঁহাদের দায়িত্ব পালন করেন সেই সকল কর্মকর্তা ও কর্তৃপক্ষের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করিবেন।

মামলা দায়েরে বিধি নিষেধ: ১৮।এই আইনের অধীন কর নির্ধারণ বাতিল বা পরিবর্তনের জন্য কোন আদালতে মামলা দায়ের করা যাইবে না, অথবা এই আইনের অধীন সরল বিশ্বাসে কৃত কোন কাজের ফলে কোন ব্যক্তি ক্ষতিগ্রসত্ম হইলে বা তাঁহার ক্ষতিগ্রসত্ম হওয়ার সম্ভাবনা থাকিলে তজ্জন্য সরকার বা সরকারের কোন কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে দেওয়ানী বা ফৌজদারী বা অন্য কোন আইনগত কার্যধারা দায়ের করা যাইবে না।

অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে হাজিরা: ১৯।সশরীরে হাজির হওয়ার জন্য তলবপ্রাপ্ত না হইলে এই আইনের অধীন কোন কার্যধারা বা তদন্ত উপলক্ষে কোন উপ-কর কমিশনার বা দানকর সংক্রান্ত কোন আপীল বা রিভিশন শুনানীর ক্ষমতাপ্রাপ্ত কোন কর্তৃপক্ষের সমক্ষে হাজির হইবার জন্য তলবপ্রাপ্ত কোন ব্যক্তি তাঁহার নিকট হইতে এতদুদ্দেশ্যে লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তির মাধ্যমে হাজির হইতে পারিবেন।

কতিপয় ক্ষেত্রে আইনের অপ্রযোজ্যতা: ২০। এই আইনের বিধানসমূহ-

(ক) কোন আইন দ্বারা বা উহার অধীন স্থাপিত বা গঠিত কোন সংবিধিবদ্ধ সংস্থা কর্তৃক কৃত দান,

(খ) আয়কর অধ্যাদেশের  এর [] এর আওতায় করমুক্ত কোন প্রতিষ্ঠান বা তহবিল কর্তৃক কৃত দান
-এর ক্ষেত্রে প্রযোজ্য হইবে না।

বিধি প্রণয়নের ক্ষমতা: ২১। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বোর্ড সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা বিধি প্রণয়ন করিতে পারিবে।

 

Pages: [1] 2