Daffodil International University

Faculties and Departments => Business Administration => Business & Entrepreneurship => Economics in Business => Topic started by: Jasia.bba on August 09, 2018, 02:09:52 PM

Title: নতুন মুদ্রানীতি বিনিয়োগ বাড়াবে: এফবিসিসিআই
Post by: Jasia.bba on August 09, 2018, 02:09:52 PM
বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধিতে নতুন মুদ্রানীতি সহায়ক হবে বলে মনে করছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বুধবার (১ আগস্ট) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

অপ্রয়োজনীয় বিলাসী-আমদানি পণ্যের জন্য যাতে অভ্যন্তরীণ ঋণ ব্যবহৃত না হয়ে প্রকৃত উৎপাদনমুখী ও কর্মসংস্থানবান্ধব হয় সেদিকে বিশেষ নজরদারির কথা মুদ্রানীতিতে বলা হয়েছে, যা উৎপাদন খাতে ঋণ প্রবাহকে উৎসাহিত করবে বলে জানায় এফবিসিসিআই।

মঙ্গলবার জুলাই-ডিসেম্বর মেয়াদের যে মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে, তাতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১৬ দশমিক ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বেসরকারি খাতের জন্য ঋণের উচ্চতর প্রবৃদ্ধি সংকুলানের সুযোগ রাখা হয়েছে, যা বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে বলে এফবিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। নতুন মুদ্রানীতিকে প্রবৃদ্ধিবান্ধব এবং মূল্যস্ফীতি পরিমিত রাখার ওপরও গুরুত্ব আরোপ করা করা হয়েছে।

বাংলা ট্রিবিউন রিপোর্ট
Title: Re: নতুন মুদ্রানীতি বিনিয়োগ বাড়াবে: এফবিসিসিআই
Post by: Raisa on November 29, 2021, 08:32:56 AM
 :)