Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Dewan Mamun Raza

Pages: 1 2 [3] 4 5 6
31


ফেসবুক থেকে অবৈধভাবে নানা তথ্য হাতিয়ে নিচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশন। এ তথ্য ব্যবহারকারীর অনুমতি ছাড়াই নানা কাজে ব্যবহার করা হচ্ছে। কিছুদিন আগেই ফেসবুকের তথ্য হাতিয়ে রাজনৈতিক কাজে লাগায় যুক্তরাজ্যের কেমব্রিজ অ্যানালিটিকা নামের একটি প্রতিষ্ঠান। এ ঘটনা কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি হিসেবে পরিচিত হয়ে উঠেছে।

এ নিয়ে ফেসবুকের ওপর ব্যবহারকারীদের আস্থার সংকট তৈরির পাশাপাশি ফেসবুক কর্তৃপক্ষকে সমালোচনা সইতে হচ্ছে। তাই ফেসবুক কর্তৃপক্ষ তাদের প্ল্যাটফর্মে যতগুলো অ্যাপ তথ্য সংগ্রহ করে, সেগুলো তদন্ত করার ঘোষণা দিয়েছিল। ফেসবুক প্ল্যাটফর্মে থাকা হাজারো অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে চার শতাধিক অ্যাপ সরিয়ে ফেলার ঘোষণা এসেছে। গতকাল বুধবার ফেসবুকের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ফেসবুকের প্রোডাক্ট পার্টনারশিপের ভাইস প্রেসিডেন্ট ইমি আর্চিবং এক ব্লগ পোস্টে বলেছেন, অ্যাপ্লিকেশন নির্মাতা ও অ্যাপে তথ্য সংগ্রহের প্রক্রিয়ার বিষয়টি উদ্বেগের কারণ হওয়ায় কয়েক শ অ্যাপ্লিকেশন বন্ধ করা হয়েছে। ফেসবুক নেটওয়ার্কে থাকা অ্যাপ্লিকেশনগুলো সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।Eprothomalo

কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির নিয়ে সমালোচনার পর থেকে গত মার্চ মাসে ফেসবুক তাদের অ্যাপ ইউনিট চালু করে।

ফেসবুক কর্তৃপক্ষ স্বীকার করেছে, তাদের প্ল্যাটফর্ম থেকে ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য হাতিয়েছে কেমব্রিজ অ্যানালিটিকা এবং তা ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজে লাগিয়েছে।

আর্চিবং জানিয়েছে, ফেসবুক প্ল্যাটফর্মে থাকা মাইপার্সোনালিটি অ্যাপটি বন্ধ করা হয়েছে, কারণ তারা পরীক্ষা করতে সম্মতি দেয়নি। এ থেকে বোঝা যায়, তারা গবেষকদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ন্যূনতম সুরক্ষা দিয়ে তথ্য বিনিময় করে। মাই পার্সোনালিটি অ্যাপের সঙ্গে যুক্ত ৪০ লাখ ব্যবহারকারীকে বিষয়টি জানাবে ফেসবুক।

কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির পর ফেসবুক অ্যাপ থেকে তথ্য বিনিময়ের নীতিমালায় পরিবর্তন এনেছে।

আর্চিবং বলেন, ‘ব্যবহারকারীর তথ্য সুরক্ষা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় পরিবর্তন আনার পাশাপাশি তদন্ত অব্যাহত রাখব।’

গত মাসে যুক্তরাষ্ট্রের তথ্য নিয়ন্ত্রণ অফিসের পক্ষ থেকে তথ্য সুরক্ষায় ব্যর্থতার দায়ে ফেসবুককে পাঁচ লাখ পাউন্ড জরিমানা করা হয়। কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির পর ফেসবুক বিষয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের ইনফরমেশন কমিশনার অফিস।

কেমব্রিজ অ্যানালিটিকার পক্ষ থেকে সব ধরনের অভিযোগ অস্বীকার করা হয়েছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে প্রতিষ্ঠানটি দেউলিয়া হিসেবে আবেদন করেছে।

32
অফিসে পুরোনো ফ্যাক্স মেশিন ব্যবহার করছেন? প্রযুক্তি বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, পুরোনো ফ্যাক্স মেশিনকে লক্ষ্য করতে পারে সাইবার দুর্বৃত্তরা। কোনো প্রতিষ্ঠানের নেটওয়ার্কে ঢুকে পড়ার ব্যাকডোর বা পেছনের রাস্তা হিসেবে পুরোনো ফ্যাক্স মেশিন এখন হ্যাকারদের পছন্দের যন্ত্র।

ইসরায়েলের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান চেক পয়েন্টের বিশেষজ্ঞরা পুরোনো ফ্যাক্স মেশিনের নিরাপত্তা ত্রুটি খুঁজে পেয়েছেন। তাঁদের দাবি, বিশ্বজুড়ে লাখো ফ্যাক্স মেশিনে ওই ত্রুটি রয়ে গেছে, যা হ্যাকারদের জন্য নেটওয়ার্কে ঢোকার রাস্তা করে দিতে পারে। দ্য স্টার অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিশেষজ্ঞরা বলেন, ফ্যাক্স মেশিন হ্যাক করতে ফোন লাইনের মাধ্যমে একটি ইমেজ ফাইল পাঠায় হ্যাকাররা। অথবা এমন ফাইল পাঠায়, যা যন্ত্র তা ইমেজ ফাইল হিসেবে গ্রহণ করে। ওই ইমেজ ফাইলের ভেতরে ক্ষতির সফটওয়্যার প্রোগ্রাম কোড করা থাকে। যখন ওই ছবি গ্রহণ করা হয়, তখন ছবি ডিকোডেড হয়ে ফ্যাক্স বা প্রিন্টারের মেমোরিতে জায়গা করে নেয়। এতে হ্যাকাররা ওই যন্ত্রের নিয়ন্ত্রণ পেয়ে যায় এবং পুরো নেটওয়ার্কে ওই কোড ছড়িয়ে দেয়।Eprothomalo

চেক পয়েন্টের গবেষক ইয়ানিভ বালমাস বলেন, নেটওয়ার্কের সঙ্গে ফ্যাক্স মেশিন যুক্ত আছে—এমন কথা অনেক কোম্পানির মাথায় থাকে না। কিন্তু বড় বড় অফিসে ফ্যাক্স সুবিধা থাকে।

এর মধ্যে অনেক অফিসের পুরোনো ফ্যাক্স মেশিন আছে, যা হালনাগাদ করা যায় না। এতে ওই প্রতিষ্ঠানের জন্য তাদের সিস্টেমে হ্যাকারদের ঢোকা ঠেকানো কষ্টসাধ্য।

বর্তমানে বিশ্বজুড়ে সাড়ে চার কোটির মতো ফ্যাক্স মেশিন ব্যবহৃত হচ্ছে। ব্যাংকিং, স্বাস্থ্য খাত, আইনি প্রতিষ্ঠানসহ যেসব প্রতিষ্ঠানে স্পর্শ কাতার তথ্য থাকে, সেখানেও ফ্যাক্সের মাধ্যমে যোগাযোগ করা।

বিশেষজ্ঞরা বলছেন, সাইবার দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পেতে ফ্যাক্স মেশিন হালনাগাদ উপযোগী কি না, তা পরীক্ষা করে দেখতে হবে। ফ্যাক্স ডিভাইসকে নিরাপদ নেটওয়ার্কে রাখতে হবে। যে নেটওয়ার্কে স্পর্শকাতর তথ্য থাকে, সে নেটওয়ার্কের সঙ্গে ফ্যাক্স নেটওয়ার্ক না রাখাই ভালো।


34
IT Forum / Unlocking value of genetic data
« on: August 11, 2018, 06:07:56 PM »
How much is your DNA worth? As millions of people pay for home tests to check on ancestry or health risks, genetic data is becoming an increasingly valuable resource for drug makers, triggering a race to create a DNA marketplace.

GlaxoSmithKline's decision to invest $300 million in 23andMe and forge an exclusive drug development deal with the Silicon Valley consumer genetics company crystallises the value locked up in genetic code.

The tie-up is the biggest yet involving home DNA testing, a market dominated by 23andMe and Ancestry.com, which charge under $100 for a saliva-based test, but can also gain voluntary consent from customers for their data to be used by third parties.

However a number of new start-ups are beginning to offer people the chance to own their genetic information and sell it to data-hungry drug researchers.

Firms like EncrypGen, Nebula Genomics, LunaDNA and Zenome are using blockchain - the technology behind Bitcoin - to secure sensitive DNA records and create a transaction ledger. The new players all have slightly different models, with most simply provide data platforms, where people are rewarded for providing data, although Nebula also plans to offer testing.

The idea of using genetic factors to hunt for better drugs has been around for more than 20 years - but it is only now becoming possible to gather a large enough sample to spot the rare variants responsible for many diseases.

The number of people who have had their DNA analysed with the main testing companies has taken off https://tmsnrt.rs/2M6KGyl since 2016 and now stands at around 17 million, according to entrepreneur and co-founder of science website DNAGeeks.com David Mittelman.

By 2021, he thinks the figure could be north of 100 million.

Testing Times

For drug makers like GSK, which announced its 23andMe deal last week, access to this data offers a way to accelerate drug development, since finding a drug target linked to a human genetic variant doubles the chance of producing a new medicine.

The interest in home DNA tests, which can reveal genetic variants that may influence the chances of developing diseases including Alzheimer's, is part of a wider drive by drug makers to tap into a range of anonymised patient data.

Roche, for example, has spent $4.3 billion this year buying out two specialists in cancer data, Foundation Medicine and Flatiron Health.

The trend raises has worries among campaigners about data security and privacy.

In a bid to alleviate concerns, Ancestry.com, 23andMe and other consumer genetic testing companies have now set out a "best practices" framework to ensure express consent, strong security and transparency on data use.

Caitlin Curtis, a research fellow at the University of Queensland, estimates 23andMe has made around $130 million from selling access to about a million genotypes, prior to the GSK deal, implying an average price of around $130.

Anne Wojcicki, 23andMe's CEO, believes her customers simply want to help find new treatments for intractable conditions like Parkinson's disease - the focus of the first drug research project with GSK - and her company has no current plans to give customers rebates if their data is sold on.

"People who have a disease or a family member with a condition are really interested in what they can do to help come up with a solution," she said in an interview.

A spokesman for Ancestry.com said his group did not have any current relationships with for-profit organisations, although it is working with some academic institutions. Ancestry.com did have a 2015 deal with US biotech company Calico, the financial terms of which were not disclosed, but this has now ended.

Newcomers

The ability of genetic testing companies to rake in cash twice rankles with some like geneticist George Church - the Harvard University scientist famous for wanting to resurrect the extinct Woolly mammoth - who is one of the founders of Nebula.

Nebula aims to eliminate the personal genetics companies as middlemen between data owners and data buyers, a notion shared by rivals like David Koepsell, chief executive of EncrypGen.

"We think people are going to get savvy about how their data is being sold and they are going to want a piece of that action," Koepsell said in an interview. "Our whole model is about creating a market. People can upload and set a price for their data, and then we will see what the market will bear."

People selling data on EncrypGen's system will receive DNA tokens, a cryptocurrency. Other players have different plans, with LunaDNA's community-owned database offering shares that will generate dividends as researchers pay to access data.

Peter Pitts, president of non-profit healthcare research group the US Center for Medicine in the Public Interest, agrees handing over DNA deserves financial recompense when the benefits flow to for-profit companies.

"People need to realise that they are actually paying for companies to monetize their most personal information and they are getting nothing for it," he said.

LunaDNA co-founder Dawn Barry, who used to work at leading gene sequencing company Illumina, said she didn't expect people to make "life-changing money" from selling DNA.

But she added: "People feel good about the transparency and control and respect that they get by being equitable partners in discovery research."

Size Matters

It won't be plain sailing for the new upstart companies.

One of the main attractions for GSK in doing a deal with 23andMe is the fact that the Google-backed Californian company has over 5 million customers, more than 80 percent of whom have consented to participate in research and share their data.

EncrypGen, by contrast, which launched its first storage product earlier this year, has just 1,000 profiled users, of whom around 100 have uploaded DNA data so far.

When it comes to using DNA to understand the links between genetics and disease, scale matters.

"To do the analyses that are required to understand this complex links between genetics and disease you need massive datasets," said researcher Curtis.

"It's hard to know how well these kinds of start-up platforms will scale up as research projects aim for millions of participants."

35
Thanks for sharing with us.

37
অনেক অপেক্ষার পর অ্যান্ড্রয়েড সফটওয়্যারের নতুন সংস্করণ অ্যান্ড্রয়েড ৯ পাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিল গুগল। অ্যান্ড্রয়েড ডেভেলপার্স ব্লগে গুগল নতুন ফিচার সম্পর্কে জানিয়েছে। ওই ব্লগে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ৯ পাই সংস্করণে যুক্ত হয়েছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি কাজে লাগিয়ে ব্যবহারকারীরা তাঁদের প্রয়োজনীয় কাজ করতে পারবেন।

নতুন সংস্করণে অ্যাডাপটিভ ব্যাটারি ও অ্যাডাপটিভ ব্রাইটনেস ফিচার যুক্ত হয়েছে। এটি বিভিন্ন অ্যাপের ব্যাটারি ব্যবহারের বিষয় ও ফোনের ব্রাইটনেস সেটিংস সমন্বয় করতে পারে। এ ছাড়া ফোনের কার্যক্রমের ওপর ভিত্তি করে নতুন কাজ সম্পর্কে ধারণা দিতে যুক্ত হয়েছে অ্যাপ অ্যাকশন নামের একটি ফিচার।

অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমে এসেছে নতুন নেভিগেশন সিস্টেম। এতে ওপরের দিকে স্লাইড করে বিভিন্ন অ্যাপ চালানো যাবে। ফিচারটি অ্যাপল তাদের সিস্টেমে ব্যবহার করে।Eprothomalo

‘ডিজিটাল ওয়েলবিং’ নামে একটি ড্যাশবোর্ড যুক্ত হয়েছে। এতে ব্যবহারকারী ফোনে কতটুকু সময় কাটাচ্ছেন, তার হিসাব দেখানো হবে। এতে যে ‘অ্যাপ টাইমার’ নামের ফিচার আছে, তাতে অ্যাপ ব্যবহারের সময়সীমা ঠিক করে দেওয়া যাবে।

অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণটির হালনাগাদ পিক্সেল ফোনে পাওয়া যাবে। এ ছাড়া সনি মোবাইল, শাওমি, এইচএমডি গ্লোবালের নকিয়া ফোন, অপো, ভিভো, ওয়ান প্লাস ও এসেনশিয়াল ফোনে এ হালনাগাদ আসবে। অ্যান্ড্রয়েড ওয়ানচালিত ফোনেও নতুন সফটওয়্যার হালনাগাদ পাওয়া যাবে।

39
Faculty Forum / New Computer Virus List
« on: August 06, 2018, 11:59:41 AM »
New Computer Virus List
GEORGE DUBYA BUSH VIRUS: Causes your computer to keep looking for viruses of mass destruction.

ANITA HILL VIRUS: Lies dormant for ten years.

OPRAH WINFREY VIRUS: Your 200MB hard drive suddenly shrinks to 80MB, and then slowly expands back to 200MB.

AT&T VIRUS: Every three minutes it tells you what great service you are getting.

MCI VIRUS: Every three minutes it reminds you that you're paying too much for the AT&T virus.

PAUL TSONGAS VIRUS: Pops up on December 25 and says, "I'm not Santa Claus."

JERRY BROWN VIRUS: Blanks your screen and begins flashing an 800 number.

AL GORE VIRUS: Causes your computer to keep counting, recounting, recounting ... ad nauseam.

MADONNA VIRUS: If your computer gets this virus, lock up your dog!

PAUL REVERE VIRUS: This revolutionary virus does not horse around. It warns you of impending hard disk attack---once if by LAN, twice if by C:>.

BILL CLINTON VIRUS: This virus mutates from region to region and we're not exactly sure what it does.

POLITICALLY CORRECT VIRUS: Never calls itself a "virus", but instead refers to itself as an "electronic microorganism."

WARREN COMMISSION VIRUS: Won't allow you to open your files for 75 years.

RIGHT TO LIFE VIRUS: Won't allow you to delete a file, regardless of how old it is. If you attempt to erase a file, it requires you to first see a counselor about possible alternatives.

RONALD REAGAN VIRUS: Saves your data, but forgets where it is stored.

RICHARD NIXON VIRUS: Also known as the "Tricky Dick Virus", you can wipe it out but it always makes a comeback.

BILL CLINTON VIRUS #2: Gives you a permanent hard drive, with no memory.

ROSS PEROT VIRUS: Activates every component in your system, just before the whole darn thing quits.

UK PARLIAMENT VIRUS: Splits the screen into two with a message in each half blaming other side for the state of the system.

DAVID DUKE VIRUS: Makes your screen go completely white.

MARIO CUOMO VIRUS: It would be a great virus, but it refuses to run.

MICHAEL JACKSON VIRUS: Hard to identify because it is constantly altering its appearance. This virus won't harm your PC, but it will trash your car.

TED TURNER VIRUS: Colorizes your monochrome monitor.

ARNOLD SCHWARZENEGGER VIRUS: Terminates and stays resident. It'll be back.

DAN QUAYLE VIRUS #2: Their is sumthing rong wit your komputer, ewe jsut cant figyour out watt!

GOVERNMENT ECONOMIST VIRUS: Nothing works, but all your diagnostic software says everything is fine.

NEW WORLD ORDER VIRUS: Probably harmless, but it makes a lot of people really mad just thinking about it.

TED KENNEDY VIRUS: Crashes your computer but denies it ever happened.

FEDERAL BUREAUCRAT VIRUS: Divides your hard disk into hundreds of little units, each of which does practically nothing, but all of which claim to be the most important part of your computer.

GALLUP VIRUS: Sixty percent of the PCs infected will lose 38 percent of their data 14 percent of the time. (plus or minus a 3.5 percent margin of error.)

BILL CLINTON VIRUS #2: Promises to give equal time to all processes: 50% to poor, slow processes; 50% to middle-class processes, and 50% to rich ones. This virus protests your computer's involvement in other computer's affairs, even though it has been having one of its own for 12 years.

TERRY RANDALL VIRUS: Prints "Oh no you don't" whenever you choose "Abort" from the "Abort" "Retry" "Fail" message.

TEXAS VIRUS: Makes sure that it's bigger than any other file.

ADAM AND EVE VIRUS: Takes a couple of bytes out of your Apple.

CONGRESSIONAL VIRUS: The computer locks up, screen splits erratically with a message appearing on each half blaming the other side for the problem.

AIRLINE VIRUS: You're in Dallas, but your data is in Singapore.

FREUDIAN VIRUS: Your computer becomes obsessed with marrying its own motherboard.

PBS VIRUS: Your programs stop every few minutes to ask for money.

ELVIS VIRUS: Your computer gets fat, slow and lazy, then self destructs; only to resurface at shopping malls and service stations across rural America.

OLLIE NORTH VIRUS: Causes your printer to become a paper shredder.

NIKE VIRUS: Just does it.

PAT BUCHANAN VIRUS: Shifts all your output to the extreme right of your screen.

SEARS VIRUS: Your data won't appear unless you buy new cables, power supply and a set of shocks.

JIMMY HOFFA VIRUS: Your programs can never be found again.

CONGRESSIONAL VIRUS #2: Runs every program on the hard drive simultaneously, but doesn't allow the user to accomplish anything.

KEVORKIAN VIRUS: Helps your computer shut down as an act of mercy.

IMELDA MARCOS VIRUS: Sings you a song (slightly off key) on boot up, then subtracts money from your Quicken account and spends it all on expensive shoes it purchases through Prodigy.

STAR TREK VIRUS: Invades your system in places where no virus has gone before.

HEALTH CARE VIRUS: Tests your system for a day, finds nothing wrong, and sends you a bill for $4,500.

GEORGE BUSH VIRUS: It starts by boldly stating, "Read my docs....No new files!" on the screen. It proceeds to fill up all the free space on your hard drive with new files, then blames it on the Congressional Virus.

CLEVELAND INDIANS VIRUS: Makes your 486/50 machine perform like a 286/AT.

LAPD VIRUS: It claims it feels threatened by the other files on your PC and erases them in "self defense".

CHICAGO CUBS VIRUS: Your PC makes frequent mistakes and comes in last in the reviews, but you still love it.

ORAL ROBERTS VIRUS: Claims that if you don't send it a million dollars, it's programmer will take it back.

41
Common Forum / 11 Walking Safety Rules as pedestrians-
« on: August 06, 2018, 11:45:30 AM »
How to Stay Safe Walking on the Sidewalk, Path, or Road

Walking is a healthy activity, but you need to know the rules of thumb of pedestrian safety. This is especially true if you are walking in an area where there aren't sidewalks or paths separate from the road. To stay safe walking, follow these rules of the road:


1. Walk Facing Traffic When Walking on the Side of the Road
If there is no sidewalk and you must walk on the side of the road, choose the side where you are facing oncoming traffic. In North America, this is the left side of the road. This gives you the best chance to see traffic approaching closest to you and take evasive action when needed. This may be confusing because the opposite rule is true for cyclists, who cycle in the same direction as the traffic flow.

2. Cross Safely
Your mother was right—you should look both ways before crossing any street. At controlled intersections, it is wise to cross only when you have the pedestrian crossing light. Even then, drivers and bikers may have a green light to turn and won't be expecting you to be in the crosswalk. Make eye contact with any drivers who may be turning. Give them a wave. Make sure they see you. In an interaction between a vehicle and a walker, the walker can only lose. It can be tempting to simply jaywalk, but that is not only a safety hazard, it can result in getting a ticket.

3. Walk Single File When Not Separated from the Road
Unless you are on a sidewalk separated from the road or you are in a wide bike/pedestrian lane, you should walk in single file. This is especially important on a road with lots curves and where traffic has only a split second chance of seeing you before hitting you. While it can be enjoyable to walk down the road two to three abreast chatting merrily, drivers don't expect it and you may lose your best walking buddies.


4. Stay Aware of Bikes and Runners
Share the road and path with bikes and runners. Bike riders should alert you when approaching from behind with a bike bell or a "passing on the left/right." Listen for them, and move to walk single file, allowing them to pass safely. Runners should also call out for passing. Bike-walker collisions can result in broken bones or head injury for either—and you aren't wearing a helmet.


5. Be Visible
Wear bright colors when walking in daytime. When walking at night, wear light-colored clothing and reflective clothing or a reflective vest to be visible. Drivers are often not expecting walkers to be out after dark, and you need to give them every chance to see you, even at street crossings that have crossing signals. Be just as cautious at dawn or twilight, as drivers still have limited visibility or may even have the setting or rising sun directly in their eyes.


6. Be Predictable
Make a practice of staying on one side of the path while walking rather than weaving randomly from side to side. Watch your arm motions, or you may end up giving a black eye to a passing walker, runner, or biker.

7. Keep the Volume Down
Don't drown out your environment when listening to music with your earbuds or headphones. Keep the volume at a level where you can still hear bike bells and warnings from other walkers and runners. Your audiologist will also thank you.

8. Hang Up and Eyes Up
Distracted walking due to chatting, texting, or playing games like Pokemon Go on a mobile device while you walk is as dangerous as doing those things while driving. You are distracted and not as aware of your environment. You are less likely to recognize traffic danger, tripping hazards, or passing joggers and bikers. Potential criminals see you as a an easy target. Adopt habits that can keep your phone in your pocket, or at least make it a practice to stop in a safe place to complete your phone tasks before moving on.

9. Walk Dogs on Short Leashes
It is terrifying and tragic to witness dogs running out in to traffic or getting into a fatal dog fight, whether on leash or off leash. But when walking your dog on a long leash there is also a danger that you will trip other walkers or bikers. You will keep your dog safer as well as those who pass by you if you use proper leash walking etiquette.

10. Know When to Stop Walking
Heat sickness, dehydration, heart attack, or stroke can strike walkers of any age. Learn the symptoms of medical emergencies and carry a cell phone to dial 911. Even if you are a seasoned and well-trained walker, you may experience one of these problems and need to cut your walk short. Encourage your walking friends to stop when they show any concerning symptoms.

11. Be Aware of Stranger Danger
Street safety is a concern for many walkers. Choose your walking route for paths frequented by other walkers, joggers, and bikers. If you see someone suspicious, be prepared to alter your course or go into a store or public building to avoid them. Acting alert and aware can convince bad guys you are not an easy target.

Use these rules to enjoy safer walking workouts and avoid injuries and accidents.

42
Common Forum / How to set up a VPN on your phone
« on: August 06, 2018, 10:35:04 AM »
Please Visit through this link-- https://www.popsci.com/set-up-phone-vpn

43
ই-মেইলটার শিরোনামই অদ্ভুত। দেখলেই চমকে যাবেন নিশ্চিত। কারণ, ই-মেইলের শিরোনামেই আছে আপনার ব্যবহার করা একটি পাসওয়ার্ড এবং আপনার ইউজার নেম। না খুলে যাবেন কোথায়!! ‘ঘরের কথা পরে জানল ক্যামনে’—এই ভেবে ই-মেইলটা খুললেই আঁতকে উঠবেন।

কারণ আর কিছু না, তা হলো এই ই-মেইলটা সাইবার চাঁদাবাজদের এক নতুন ভয়াবহ কৌশল।

কম্পিউটার নিরাপত্তা নিয়ে গবেষণা ও শিক্ষকতা করি। এ জন্য সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ নিয়ে নিয়মিত কাজ করতে হয়, শেখাতে হয় শিক্ষার্থীদের সাইবার অপরাধের নানা কৌশল। কিন্তু এই নতুন কায়দাটা দেখে আমিও অবাক হয়ে গেছি। এটা সফল হতে বাধ্য। কারণ, এখানে চাঁদাবাজেরা মানুষের মনস্তত্ত্বকে কাজে লাগিয়ে ভীতিকর একটা ই-মেইলের মাধ্যমে ব্ল্যাকমেল করছে। আসুন দেখা যাক, ঘটনাটা কী!

ই-মেইলে যা থাকে
ই-মেইলের শুরু হয় এভাবে (ইংরেজি থেকে সহজবোধ্য বাংলায় লিখছি)—‘আপনার পাসওয়ার্ড হলো অমুক। আপনি আমাকে চেনেন না, কিন্তু আপনার সবকিছু আমার জানা, আপনারই দুর্ভাগ্য যে আমার হাতে আপনার সম্পর্কে গোপন তথ্য এসে গেছে।’

এরপরেই চলে যায় হুমকির অংশে—

‘আপনি অমুক ভিডিও/ছবির সাইট ভিজিট করেছেন (বুঝতেই পারছেন কী রকমের “ভিডিও” সাইট হতে পারে এটা) যেখানে আমরা ম্যালওয়ার বসিয়ে রেখেছিলাম। ওই সাইটে যাওয়ামাত্র আপনার কম্পিউটারে সেটা ইনস্টল হয়ে গেছে আর আপনার কম্পিউটারের নিয়ন্ত্রণ এসে গেছে আমার হাতে। সেটা কাজে লাগিয়ে আপনার কম্পিউটারের যাবতীয় কর্মকাণ্ড আমরা রেকর্ড করতে পেরেছি। এর সঙ্গে সঙ্গে আপনার ওয়েবক্যাম চালু করে আপনার ভিডিও আমরা রেকর্ড করেছি। আমরা এখন এমন একটা ভিডিও তৈরি করেছি, যার বাঁ পাশে আছে আপনি গোপনে বসে বসে যেসব দুষ্টু ভিডিও দেখছেন সেটা, আর ডান পাশে আছে সেই ভিডিও দেখে আপনি নিজে যা দুষ্টু কাজ করছিলেন, তার ভিডিও। আপনার সব ফ্রেন্ড ও কনট্যাক্ট লিস্টও আমাদের হাতে এসে গেছে।

এখন আপনার হাতে অপশন দুটি—কিছুই না করে বসে থাকতে পারেন। সেই ক্ষেত্রে এক দিনের মাথায় আপনার বন্ধুবান্ধব, বউ-পরিবার, বস—সবার কাছে পৌঁছে যাবে এই ভিডিওর কপি। আর অন্য অপশন হলো, মান-সম্মান বাঁচাতে আপনি আমাদের ২৭০০ ডলার পাঠাবেন, বিটকয়েনের মাধ্যমে, অমুক ঠিকানায়। এই ই-মেইলে একটা গোপন পিক্সেল বসানো আছে। কাজেই আপনি ই-মেইলটা পড়েছেন তা আমরা জানি। যদি এক দিনের মধ্যে টাকাটা দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার হাঁড়ি আমরা হাটে ভাঙবই। এই কাজে অনেক সময় দিয়েছি আমি, কাজেই টাকা না দিয়ে যাবেন কোথায়! আর খবরদার, কাউকে জানাবেন না, জানালেই কিন্তু ভিডিও ছেড়ে দেব।’

আর যদি নিশ্চিত হতে চান এই ই-মেইলটা আসল কি না, ইয়েস বলে জবাব দেন। নমুনা হিসেবে পাঁচজন বন্ধুর কাছে পাঠিয়ে দেব আপনার এই দুষ্টু ভিডিওটি।

পুলিশের কাছে গিয়ে কোনো লাভ নেই। কারণ, আমি ধরাছোঁয়ার বাইরে। কাজেই আকাম–কুকামের এসব প্রমাণ সবার কাছে পাঠাতে না চাইলে জলদি পয়সা পাঠান। পয়সা পেলেই আমরা ভিডিওটা ডিলিট করে দেব।’

এই হলো ক্রিমিনাল ব্যাটার দেওয়া হুমকি।

আপনি কি ভয় পাবেন?
এখন প্রশ্ন হলো, আপনার কি ভয় পাওয়া উচিত? দুষ্টু সাইটে যদি না–ও গিয়ে থাকেন, আপনার ওয়েবক্যাম দিয়ে আপনার নানা সময়ের ছবি কি আসলেই কেউ তুলে রেখেছে? এই হুমকির বিশ্বাসযোগ্যতা কতটুকু? চাঁদাবাজ অপরাধী কিন্তু শুরুতেই বড় একটা কাজ করে রেখেছে, আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দেখিয়ে দিয়েছে, যাতে করে আপনি বিশ্বাস করে ফেলেন তার কথা। আপনার গোপন পাসওয়ার্ড যদি ব্যাটা জানে, নির্ঘাত তার বাকি কথাও সত্যি!! এখন কী করবেন? বিটকয়েন কিনতে দৌড়াবেন? নাকি বনবাসে যাবেন?

কোনোটাই না! একেবারে নাকে তেল দিয়ে ঘুমান। কেন? বলছি এখনই।

আপনার যে ইউজার নেম আর পাসওয়ার্ড দেখিয়ে আপনাকে কনভিন্স করছে হ্যাকার, সেটা সত্যি বটে। কিন্তু ঘরের কথা পরে জানল ক্যামনে?

ঘটনা হলো গত কয়েক বছরে খুব বড় বড় কিছু পাসওয়ার্ড ফাঁসের ঘটনা ঘটেছে। লিংকড-ইন, বিটলি—এসব প্রতিষ্ঠানের লাখ লাখ ইউজার নেম আর পাসওয়ার্ড চুরি গেছে। আর ডার্ক ওয়েবে এসব পাসওয়ার্ডের তালিকা গেছে ছড়িয়ে। ফলে অপরাধীদের হাতে আপনার লিংকড-ইনের বা অন্য সাইটের (পুরোনো) পাসওয়ার্ড আছে বটে। এসব কোম্পানি বছরখানেক আগেই ব্যাপারটা সবাইকে জানিয়ে সতর্ক করে দিয়েছিল, ফলে অধিকাংশ মানুষই পাসওয়ার্ড পাল্টে ফেলেছেন। (যদি না পাল্টান, তাহলে জলদি পাল্টে ফেলুন)। কিন্তু চাঁদাবাজ এটার সুযোগ নিয়েছে, শুরুতেই আপনার পুরোনো সেই পাসওয়ার্ডের কথা বলে আপনাকে বিভ্রান্ত করে দিয়েছে। আপনি অন্য কথায় হয়তো বিশ্বাস করতেন না, কিন্তু আপনার গোপন একটা তথ্য দেখিয়ে আপনাকে সহজেই বিভ্রান্ত করে ফেলেছে চাঁদাবাদ। হয়তো আপনি বিশ্বাস করে বসেছেন, আসলেই আপনার ও রকম ভিডিও বানিয়ে ফেলেছে হ্যাকাররা, আর এখনই সবার কাছে ফাঁস করে দেবে।

আসল ঘটনা হলো, এ রকম কোনো ভিডিওই তাদের হাতে নেই, কেবল কানপাতলা লোকজনকে ঘোল খাইয়ে তাদের কাছ থেকে টাকাপয়সা হাতানোই এই চাঁদাবাজের কাজ। আমি নিশ্চিত, প্রচুর লোকজন এ রকম ই-মেইলে বিশ্বাস করবে আর হাজার হাজার টাকা পাঠাবে এই বিটকয়েন অ্যাড্রেসের মাধ্যমে। এই প্রতারণা কয়েক মাস ধরেই চলছে—আমার একজন সহকর্মী গবেষক এই চাঁদাবাজ গ্রুপটাকে মনিটর করছে কয়েক মাস ধরে। জুলাই মাস থেকে এই রকম প্রতারণার জন্য লাখ লাখ ই-মেইল ছেড়েছে প্রতারকেরা।

অনলাইনে নিরাপদ থাকবেন কী করে?
এই প্রতারণাটা না হয় বানোয়াট একটা ব্যাপার নিয়ে, কিন্তু অনলাইনে নিরাপদ থাকবেন কীভাবে? আপনার এ কম্পিউটারের নিরাপত্তা নিশ্চিত করুন, নিয়মিতভাবে অ্যান্টিভাইরাস হালনাগাদ করে রাখুন। আর অচেনা অজানা ওয়েবসাইটে না যাওয়াই ভালো; তার সঙ্গে সঙ্গে ই–মেইলে কেউ কোনো লিংকে ক্লিক করতে বললে নিশ্চিত না হয়ে ক্লিক করবেন না। একই কথা চলে মেসেঞ্জারে বা অন্যভাবে পাঠানো বার্তার ক্ষেত্রেও—এমনকি পরিচিত মানুষ কেউ লিংক পাঠালেও নিশ্চিত না হয়ে সেখানে ক্লিক করবেন না। কারণ, সাইবার অপরাধীরা এভাবেই অনেক সময় পরিচিত মানুষের অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে ফ্রেন্ডলিস্টের সবাইকে মেসেজ পাঠায় তাদের অ্যাকাউন্ট দখল করার জন্য। কোনো ওয়েবসাইটে যাওয়ার পর ওয়েবক্যামের মাধ্যমে ভিডিও রেকর্ডের সমস্যার সমাধানটা খুব সহজ। ওয়েবক্যামের ওপরে একটা কাগজ বা কালো টেপ লাগিয়ে রাখুন, যখন ভিডিও চ্যাট করবেন আসলেই, তখনই কেবল সেটা সরিয়ে নেবেন। এতে করে আপনার কম্পিউটারে ম্যালওয়ার ঢুকে গেলেও ওয়েবক্যাম দিয়ে রেকর্ড করতে পারবে না কেউ। আর আপনার পাসওয়ার্ড বা ইউজার নেম ডার্ক ওয়েবে ছড়িয়ে গেছে কি না, তা যাচাই করতে হলে এই সাইটে দেখতে পারেন https://haveibeenpwned.com

সাইবার চাঁদাবাজদের বিশ্বাস করবেন না, প্রতিহত করুন তাদের সব প্রতারণার ফাঁদ।

লেখক: সহযোগী অধ্যাপক, কম্পিউটার বিজ্ঞান, ইউনিভার্সিটি অব আলাবামা অ্যাট বার্মিংহাম, যুক্তরাষ্ট্র।

44
Islam / Best Islamic Quotes
« on: August 02, 2018, 10:45:12 AM »
Generally speaking quotes can motivate you to do positive things in your life on a daily basis.
-
I hope these Islamic quotes from Scholars of Islam serve as a reminder and genuine advice so that we are able to take the knowledge and apply it our own lives.

Islamic Quotes about Love of God
“He who comes to take the love of God can have no taste for the love of the world.” – Abu Bakr Siddique (ra)
“The word of God is the medicine of the heart.” – Imam Ali (ra)
“Sit with those who love God, for that enlightens the mind.” – Umar bin al-Khattab (ra)

Islamic Quotes about Greatness
“Run away from greatness, and greatness will follow you.” – Abu Bakr Siddique (ra)
“There is greatness in the fear of God, contentment in faith of God, and honour in humility.” – Abu Bakr Siddique (ra)
“Lead such a life that, when you die, the people may mourn you, and while you are alive they long for your company.” – Imam Ali (ra)
“As long as you are pure of heart, you speak the truth.” – Umar bin al-Khattab (ra)

Islamic Quotes about Good actions
“Good actions are a guard againgst the blows of adversity.” – Abu Bakr Siddique (ra)
“Be good to others, that will protect you against evil.” – Abu Bakr Siddique (ra)
“If you expect the blessings of God, be good to His people.” – Abu Bakr Siddique (ra)
“Forgiveness is the crown of greatness.” – Imam Ali (ra)

Islamic Quotes on Charity
“Earning a livelihood by following some profession is better than living on charity.” – Umar bin al-Khattab (ra)
“When you offer any Sadaqah to a beggar, do it with humility and respect, for what you are offering is an offer to Allah (swt).” – Abu Bakr Siddique (ra)
“One should not feel happy at the acquisition of wealth, nor should be grieved at its loss.” – Uthman Ghani (ra)

45
১- দুআ এক মহান ইবাদত

আল্লাহ রাব্বুল আলামীন বলেন :

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ

‘তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমার কাছে প্রার্থনা কর, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। যারা অহংকারবশত আমার ইবাদত হতে বিমুখ তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। (আল-মুমিন : ৬০)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন :

الدعاء هو العبادة .(رواه أبو داود 1479 والترمذي 2969 وقال : هذا حديث صحيح، وابن ماجة 3828(

দুআ-ই হল ইবাদত। (আবু দাউদ, তিরমিজী ও ইবনু মাজা)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন :

أفضل العبادة هو الدعاء.)أخرجه الحاكم وصححه الألباني في صحيح الجامع 1122(

সর্বশ্রেষ্ঠ ইবাদত হল দুআ। (হাকেম)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন :

ليس شيء  أكرم على الله تعالى من الدعاء . )أخرجه الترمذي 3370 وحسنه الألباني في صحيح الجامع 5392(

আল্লাহর কাছে দুআর চেয়ে উত্তম কোনো ইবাদত নেই। (তিরমিজী)

২-দুআ অহংকার থেকে দূরে রাখে

আল্লাহ তা‘আলা বলেন :

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ.

তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমার কাছে প্রার্থনা কর আমি তোমাদের প্রার্থনা কবুল করব। যারা অহংকারবশত আমার ইবাদত হতে বিমুখ তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। (আল-মুমিন : ৬০)

এ আয়াতে প্রমাণিত হল, যারা আল্লাহর কাছে প্রার্থনা করে না তারা অহংকারী। অতএব প্রার্থনা করলে অহংকার থেকে মুক্ত থাকা যাবে।

ইমাম শাওকানী রহ. বলেন : এ আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে দুআ অন্যতম ইবাদত। আর এটা পরিহার করা আল্লাহর সঙ্গে অহংকার করার নামান্তর। এ অহংকারের চেয়ে নিকৃষ্ট কোনো অহংকার হতে পারে না। কিভাবে মানুষ আল্লাহর সঙ্গে অহংকার করতে পারে যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, তাকে সব ধরনের জীবনোপকরণ দিয়েছেন, যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান এবং ভাল-মন্দের প্রতিদান দিয়ে থাকেন ? (তুহফাতুয যাকিরীন : আশ-শাওকানী)

৩-দুআ কখনো বৃথা যায় না

যেমন হাদীসে এসেছে :

عن أبي سعيد الخدري رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال : ما من مسلم يدعو بدعوة، ليس فيها إثم ولا قطيعة رحم إلا أعطاه الله بـها إحدى ثلاث : إما أن يعجل له دعوته، وإما أن يدخرها له في الآخرة وإما أن يصرف عنه من السوء مثلها. قالوا : إذا نكثر قال : الله أكثر)رواه البخاري في الأدب المفرد 710 وصححه الألباني وأحمد(

 

আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : যখন কোনো মুমিন ব্যক্তি দুআ করে, যে দুআতে কোনো পাপ থাকে না ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না, তাহলে আল্লাহ তিন পদ্ধতির কোনো এক পদ্ধতিতে তার দুআ অবশ্যই কবুল করে নেন। যে দুআ সে করেছে হুবহু সেভাবে তা কবুল করেন অথবা তার দুআর প্রতিদান আখেরাতের জন্য সংরক্ষণ করেন কিংবা এ দুআর মাধ্যমে তার ওপর আগত কোনো বিপদ তিনি দূর করে দেন। এ কথা শুনে সাহাবিগণ বললেন, আমরা তাহলে অধিক পরিমাণে দুআ করতে থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন : তোমরা যত প্রার্থনাই করবে আল্লাহ তার চেয়ে অনেক বেশি কবুল করতে পারেন। (বুখারী : আল-আদাবুল মুফরাদ ও আহমদ)

এ হাদীসে স্পষ্টভাবে বলা হয়েছে কোনো মুসলিম ব্যক্তির দুআ কখনো বৃথা যায় না।

Pages: 1 2 [3] 4 5 6