Daffodil International University

Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: Saqueeb on December 07, 2013, 03:31:48 PM

Title: Blue Glass Planet
Post by: Saqueeb on December 07, 2013, 03:31:48 PM
সম্প্রতি পৃথিবী থেকে ৬৩ আলোকবর্ষ দূরে একটি বড় নীল গ্রহ আবিষ্কৃত হয়েছে। গ্রহটি দেখতে অনেকটা নীল রংয়ের মার্বেলের মতো। সম্প্রতি ইয়াহু নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, গলিত কাচের বৃষ্টিই গ্রহটির বায়ুম-লের নীল রংয়ের প্রধান কারণ বলে গবেষকরা ধারণা করছেন।

বিজ্ঞানীরা গ্রহটির নাম দিয়েছেন এইচডি১৮৯৭৩৩বি। গ্রহটির নক্ষত্রের তাপমাত্রা বেশি হওয়ার কারণেই এ গলিত কাচের বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন তারা। গ্রহটিতে দিনে তাপমাত্রা থাকে প্রায় ১৭০০ ডিগ্রি ফারেনহাইট (৯৩০ ডিগ্রি সেলসিয়াস)। পর্যবেক্ষণে জানা গেছে, গ্রহটির বায়ুম-লও আগের অনুমানের চেয়ে বিস্তৃত।

গবেষণায় জানা গেছে, গ্রহটি খুব দ্রুত কমে যাচ্ছে। এর বায়ুম-ল প্রতি সেকেন্ডে ২২ কোটি পাউন্ড থেকে ১৩০ কোটি পাউন্ড হারাচ্ছে।

নীল এ গ্রহ সম্পর্কিত সম্পূর্ণ গবেষণাটি অ্যারোস্ট্রোফিজিকাল প্রতিবেদনে প্রকাশের জন্য নির্বাচন করা হয়েছে।
Title: Re: নীল কাচের গ্রহ
Post by: mustafiz on December 07, 2013, 04:43:38 PM
Informative.