Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Md. Abrar Amin

Pages: 1 ... 3 4 [5]
61
EEE / Microturbine Generators
« on: April 22, 2017, 12:10:52 AM »
Microturbines are small combustion turbines approximately the size of a refrigerator with outputs of 25 kW to 500 kW. They evolved from automotive and truck turbochargers, auxiliary power units for airplanes, and small jet engines and are comprised of a compressor, combustor, turbine, alternator, recuperator, and generator.

Microturbines offer a number of potential advantages compared to other technologies for small-scale power generation. These advantages include a small number of moving parts, compact size, light-weight, greater efficiency, lower emissions, lower electricity costs, and opportunities to utilize waste fuels. They have the potential to be located on sites with space limitations for the production of power. Waste heat recovery can be used with these systems to achieve efficiencies greater than 80%.

Turbines are classified by the physical arrangement of the component parts: single shaft or two-shaft, simple cycle or recuperated, inter-cooled, and reheat. The machines generally rotate over 40,000 rpm. Bearing selection, whether the manufacturer uses oil or air, is dependent on usage. A single shaft is the more common design as it is simpler and less expensive to build. Conversely, the split shaft is necessary for machine drive applications, which does not require an inverter to change the frequency of the AC power.

Microturbines can also be classified as simple cycle or recuperated. In a simple cycle, or unrecuperated, turbine, compressed air is mixed with fuel and burned under constant pressure conditions. The resulting hot gas is allowed to expand through a turbine to perform work. Simple cycle microturbines have a lower cost, higher reliability, and more heat available for cogeneration applications than recuperated units. Recuperated units use a sheet-metal heat exchanger that recovers some of the heat from an exhaust stream and transfer it to the incoming air stream. The preheated air is then used in the combustion process. If the air is preheated, less fuel is necessary to raise its temperature to the required level at the turbine inlet. Recuperated units have a higher thermal to electric ratio than unrecuperated units and, in addition, can produce 30-40 percent fuel savings from preheating.

Advanced materials, such as ceramics and thermal barrier coatings, are some of the key enabling technologies to further improve microturbines. Efficiency gains can be achieved with materials like ceramics, which allow a significant increase in engine operating temperature.

Because of their compact size, relatively low capital costs, and expected low operations and maintenance costs, automatic electronic control, microturbines are expected to capture a significant share of the distributed generation market.

62
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সমৃদ্ধ লেনদেন কার্ড উন্মোচন করেছে ক্রেডিট কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান মাস্টারকার্ড।

দক্ষিণ আফ্রিকায় সফলভাবে দুইবার পরীক্ষা চালানোর পর এই ডিভাইস উন্মোচন করা হল। মোবাইল লেনদেনের মতো একই উপায়ে এই প্রযুক্তি কাজ করে। কোনো কিছু ক্রয়ের সময় ব্যবহারকারীকে কার্ডের সেন্সরের উপর তার আঙ্গুল রাখতে হবে। নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার পুরোপুরি অব্যর্থ নয়। তবে, এটি বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহারের একটি ‘বিচক্ষণ’ উপায়।

মাস্টারকার্ড-এর নিরাপত্তা প্রধান অজয় ভাল্লা বলেন, ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি “বাড়তি সুবিধা ও নিরাপত্তা সরবরাহে সহায়তা করবে। এটি এমন কিছু নয় যা কেউ নিয়ে নিতে পারবে বা নকল করতে পারবে।”

যদিও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও ক্ষতিগ্রস্থ হতে পারে, বলা হয়েছে বিবিসি’র এক প্রতিবেদনে। জার্মানির বার্লিনের সিকিউরিটি রিসার্চ ল্যাবস-এর প্রধান বিজ্ঞানী কার্সটেন নওল বিবিসি’কে বলেন, “আমার যা দরকার তা হচ্ছে আগে আপনি স্পর্শ করেছেন এমন একটি গ্লাস বা কিছু।” যদি এই তথ্য হাতিয়ে নেওয়া হয়, তবে “আপনার অপশন শেষ হওয়ার আগে আপনার কাছে শুধু নয়টি ফিঙ্গারপ্রিন্ট বদলের সুযোগ রয়েছে।” অন্যদিকে, এই প্রযুক্তি নিয়ে আশাবাদীও তিনি। “বর্তমানে আমাদের যা আছে তার চেয়ে এটি ভালো”- বলেন তিনি।

“চিপ আর পিন-এর সমন্বয়ে পিন দূর্বল উপাদান। ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারের মাধ্যমে এর থেকে মুক্তি পাওয়া যায়।”

আগের বায়োমেট্রিক লেনদেন কার্ডগুলোকে শুধু আলাদা কোনো একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সঙ্গে যুক্ত করলেই কাজ করত। এটি ওই কার্ডগুলোর ব্যবহার উপযোগিতা কমিয়ে দেয়। একই কার্ডে ডেটা আর স্ক্যানার রাখার মানে হচ্ছে এগুলো সাধারণ চিপ বা পিন লেনদেন কার্ড যে কোনোটি ব্যবহারের জায়গায়ই কাজ করা ক্ষমতা রাখে।

63
Latest Technology / You Have to See These Great Inventions!
« on: April 20, 2017, 11:33:43 AM »
1. Smart light bulbs
These amazing bulbs have been appearing in the market recently and they will revolutionize the industry! Smart light bulbs utilize LED technology to create both energy-efficient and controllable bulbs. Each bulb comes with a Bluetooth or WiFi module which allows it to sync to your phone, tablet or computer, giving you control over illumination, on/off functions and even changing the color of the light.

2. The invisible bicycle helmet
Created by a pair of Swedish design students, the invisible helmet is actually a wearable airbag that inflates to cover your head and prevent head-trauma.

3. The Evolution door
Created by artist Klemens Torggler, this door opens and closes with a light push and can be made of wood, glass, metal or plastic. Incredible!

4. LiquiGlide™
Liquiglide is a non-toxic material that can be applied to many kinds of surfaces, turning their surface hydrophobic, which prevents liquids from sticking to it.

5. Mess-free toilet unclogger
Currently available only in South Korea, this invention uses a similar principle to that of a plunger, but creates more pressure and prevents mess from leaking out in the process. You simply apply the plastic sheet to the toilet, the adhesive seals the bowl and when you flush - the pressure inflates the plastic. Then, with a couple of pushes - your toilet is unclogged!


64
EEE / How virtual reality to change the way we book travel
« on: April 20, 2017, 11:27:52 AM »
Virtual reality technology could become a popular travel tool during the booking process, allowing consumers to explore their hotel room, cruise cabin or destination before they plonk down their hard-earned money.

At its Singapore office, Expedia showed Mashable a demo of the kinds of products they're working on at their new innovation lab facility.Travelers shopping for a hotel room or cruise, for instance, could don their headsets and get a virtual tour of rooms and cabins, sliding open doors and stepping out onto the balcony.

It's not the first time Expedia has toyed with the potential of VR.

In a charitable collaboration with St. Jude's Children's Hospital last year, Expedia brought the world to sick, bed-ridden children with 360-degree cameras, interactive live-streaming technology and room projections. 

Kids momentarily forgot about their illness as they were whisked to Patagonia, the jungle, the depths of the ocean, and embarked on fossil hunts with archeologists in the desert.

The company is also looking at how Amazon's Echo voice-controlled speaker devices could help the travel process.

Last year, Expedia partnered with Amazon to launch a new feature that allows consumers to interact with their Alexa-enabled Amazon Echo and Echo Dot devices and receive real-time updates on their travel itineraries, including hotel bookings, flight status, loyalty points balance and rental car reservations.

Likewise, the company also launched an Expedia bot last year, allowing travelers to book a hotel room directly on Facebook or Messenger.

65
EEE / Google promises to open merchant account in Bangladesh
« on: April 20, 2017, 01:37:46 AM »
Technology giant Google Inc will open a merchant account in Bangladesh to take on board the tech-savvy Bangladeshi youths and facilitate their freelance work.

State Minister for Information and Communication Technology Zunaid Ahmed Palak received the assurance from the world’s leading technology firm at a meeting in the US recently.

The Information and Communication Technology Division issued a media statement on Sunday on his visit.

Palak flew to Silicon Valley in California and held separate meetings with the University of California, Berkeley, Facebook Inc, Nuance Communications, and PayPal-Zoom between Mar 31 and Apr 2.

At a meeting with the Google executives, Palak pointed out that Bangladeshi youths have made their mark by developing the technology sector, but they cannot transfer their money for not having a merchant account in Bangladesh.

Google’s Public Policy Senior Council Wilson L White promised to take steps to open the merchant account.

The media statement quoted White as saying that they were keen to work with the ICT Division of Bangladesh to start ‘Google Launchpad’ and ‘Google for Entrepreneur’ programmes.

Both teams agreed to provide technical support to each other in the project ‘Innovation Design and Entrepreneurship Academy’ to enable Bangladeshi start-ups to use Google start-up tools free of cost.

Facebook’s Vice-President Ime Archibong said they were working on ‘Facebook and Billing’ banking channel.

Facebook authorities promised to verify accounts of Bangladeshi opinion leaders, start Facebook workspace at government offices, create opportunity for elected local start-ups at the Facebook developers' conference, and cooperate about the ‘social media expo’ to be held in Bangladesh in May.

Palak also met Nuance Communications Chairman and CEO Paul Richie and urged him to work on natural language processing, screen reading, speech-to-next, text-to-speech and Bangla corpus.

The statement said Richie showed interest to work with the ICT Division in those areas.

Nuance Communications is a software developer that also works as a language research affiliate of Apple Inc and Samsung.

Online money transfer platform PayPal-Xoom said they would start operations in Bangladesh soon, when Palak asked them.

Palak started for Argentina on Apr 2 to take part in the Young Global Leader Alumni Summit and returned to Bangladesh on Apr 6.

66
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সেন্সর তৈরির লক্ষ্যে একদল জৈবচিকিৎসা প্রকৌশলী নিয়োগ দিয়েছে অ্যাপল। কিন্তু প্রকল্পটি আপাতত গোপন রাখছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট এমন তিন ব্যক্তির বরাত দিয়ে প্রকল্পটির কথা জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি। ডায়াবেটিস নিয়ন্ত্রণের এই সেন্সর তৈরি ছিল অ্যাপল সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস-এর স্বপ্ন। সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, আশা করা হচ্ছে ক্যালিফোর্নিয়ার পলো অল্টো-তে অ্যাপলের কর্পোরেট প্রধান কার্যালয়ের কাছেই একটি কার্যালয়ে কাজ করবেন এই প্রকৌশলীরা। এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজী হননি অ্যাপলের এক মুখপাত্র। সাম্প্রতিক সময়ে উচ্চ প্রযুক্তির ডিভাইসের মাধ্যমে কীভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে গবেষণা চলছে। এরই মধ্যে প্রযুক্তি প্রতিষ্ঠান এবং ঔষধ নির্মাতা প্রতিষ্ঠানগুলো একসঙ্গে কাজ করতেও শুরু করেছে।

শুধু ডায়াবেটিস নয় স্নায়ুজনিত রোগ নিরাময়ে আগের বছরই গ্ল্যাক্সোস্মিথক্লাইন পিএলসি-এর কাজ করতে শুরু করেছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। এ ছাড়া অন্যান্য আরও অনেক প্রতিষ্ঠান বায়োইলেক্ট্রনিক ডিভাইস তৈরির লক্ষ্যে কাজ করছে। এবার অ্যাপলও মনযোগ দিয়েছে এই খাতে। খবর প্রকাশের পর সীমিত পরিসরে বেড়েছে প্রতিষ্ঠানের শেয়ার মূল্য।

67
বাস মালিকদের সঙ্গে আলোচনার পর সিটিং সার্ভিসের বিরুদ্ধে চলমান অভিযান স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ।

আগামী ১৫ দিন সিটিং সার্ভিস চলতে কোনো বাধা দেওয়া হবে না। তবে এসব বাসে সরকার নির্ধারিত হারের অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না বলে জানিয়েছে বিআরটিএ। ১৫ দিন পর পরিবহন মালিক, যাত্রীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সিটিং সার্ভিসের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিআরটিএ চেয়ারম্যান মো. মশিয়ার রহমান। বিআরটিএর দেওয়া রুট পারমিটে সিটিং বাস চালানোর বৈধতা না থাকলেও রাজধানীতে বহু দিন ধরেই চলছে এই ধরনের বাস। এই বাসের ভাড়া বেশি রাখা হলেও সেবা নিয়ে যাত্রীদের অভিযোগ বরাবরই ছিল।

বাস মালিকরা ঘোষণা দিয়ে গত রোববার সিটিং সার্ভিসের বাস চালানো বন্ধের ঘোষণা দেওয়ার পর বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত এর বিরুদ্ধে অভিযানে নামে। এতে অনেক বাস মালিক সড়কে গাড়ি না নামালে দেখা দেয় পরিবহন সঙ্কট। ভাড়া নিয়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের বচসার মধ্যে বাস সঙ্কটের দুর্ভোগ চলছে গত তিন দিন ধরে। এই অবস্থার মধ্যে বুধবার বিকালে রাজধানীর তেজগাঁওয়ের এলেনবাড়ীতে বিআরটিএর কার্যালয়ে বৈঠকে ডাকা হয় পরিবহন শ্রমিকদের।

বিআরটিএ চেয়ারম্যান মশিয়ার সাংবাদিকদের বলেন, আগামী ১৫ দিন সিটিং সার্ভিসের বিরুদ্ধে অভিযান বন্ধ থাকবে। তারপর সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসে এই বিষয়ে একটি সিদ্ধান্ত নিতে হবে। এই সময়ের মধ্যে বিআরটিএ নির্ধারিত চার্ট অনুযায়ী সব বাসের ভাড়া নিতে হবে বলে জানান তিনি। তা না করলে সড়কে কার্যরত ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নেবে বলে তিনি জানান। “কোনো অবস্থাতেই ভাড়ার ব্যাপারে আপস করব না। সরকারি হিসাবে কিলোমিটার প্রতি যা ভাড়া আছে, তা নিতে হবে।”

এই পদক্ষেপ থেকে সরে আসার বিষয়ে মশিয়ার বলেন, “একটা উদ্দেশ্য নিয়েই মালিকরা সিটিং সার্ভিস বন্ধ করেছিলেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা তাদের সে উদ্যোগে সহায়তা করেছি। “তবে সিটিং সার্ভিস বন্ধ হওয়ার পর নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী যাত্রীদের অসুবিধার কথা বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। তাদের গাড়িতে উঠতে সমস্যা হচ্ছে।” বৈঠকের পর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ সাংবাদিকদের বলেন, অভিযান স্থগিতের সিদ্ধান্ত পরিবহন মালিকদের নয়।  “আপনারা হয়তো বলতে পারেন আমরা যুক্তি করে এটা করেছি, কিন্তু তা না। এখানে মালিকদের কেউ কথা বলেনি। এটা মালিকদের সিদ্ধান্ত না। সবার কথা শুনে বিআরটিএ চেয়ারম্যান এই সিদ্ধান্ত নিয়েছেন।”

বৈঠকে নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতা অভিনেতা ইলিয়াস কাঞ্চনও ছিলেন। তবে বৈঠক শেষে তিনি কোনো কথা বলেননি। বিআরটিএর একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইলিয়াস কাঞ্চন সিটিং সার্ভিসের বিরুদ্ধে অভিযান চালানোর পক্ষে ছিলেন।” বৈঠকে সাংবাদিক নাইমুল ইসলাম খান, ট্রাক কভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি রুস্তম আলী, ঢাকা মহানগর পুলিশের প্রতিনিধি এবং পরিবহন মালিকরা উপস্থিত ছিলেন। এনায়েত উল্লাহ দাবি করেন, তারা সড়কে শৃঙ্খলা আনার লক্ষ্যে সিটিং সার্ভিস বন্ধের পদক্ষেপ নিয়েছিলেন।

“আমরা কাজটা ধরেছিলাম যে জিনিসটাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসি। শৃঙ্খলা এলে দরকার হলে এই ভাড়া দিয়েই সিটিং সার্ভিস চালু করে দিতাম। কিন্তু তারপরও আমরা সমালোচনার পাত্র হচ্ছিলাম।”


Pages: 1 ... 3 4 [5]