Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Md. Mahfuzul Islam

Pages: 1 2 [3]
31
কম দামি কম্পিউটার, মোবাইল ফোন ও অন্যান্য যন্ত্র তৈরি করতে গবেষকেরা নতুন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন। এই পদ্ধতিতে সিলিকন চিপের পরিবর্তে নমনীয় প্লাস্টিক ব্যবহার করবেন তাঁরা। যুক্তরাষ্ট্রের গবেষকেরা দাবি করেছেন, নমনীয় প্লাস্টিক চিপ তৈরির দ্বারপ্রান্তে তাঁরা। এক খবরে এ তথ্য জানিয়েছে পিটিআই।
আইওয়া ও নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা নমনীয় প্লাস্টিক চিপ তৈরিতে প্রধান বাধাগুলো দূর করার জন্য নতুন একটি পদ্ধতি তৈরি করেছেন।
গবেষকেরা জানিয়েছেন, তাঁরা চৌম্বকশক্তিকে কাজে লাগিয়ে নমনীয় প্লাস্টিক চিপ তৈরিতে কাজ করছেন। এই চিপ যথেষ্ট শক্তি-সাশ্রয়ী হবে এবং কম খরচের স্টোরেজ যন্ত্র তৈরি করা যাবে।

32
স্মার্ট ফোন এর আমরা অনেকেই হয়তো এয়ার প্লেন মোড অপশন্‌সটি দেখেছি। কিন্তু এটির ব্যাবহার সম্পর্কে আমরা অনেকেরি জানা নেই। এয়ারপ্লেন মোড ফিচারটি স্মার্ট ফোন এর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এয়ারপ্লেন মোড ফিচারটি অন করে আপনার ফোনটি চার্জ দিলে অনেক দ্রুত সেটি সম্পন্ন হয়ে থাকে। আমরা সাধারণত, ফোন অন করেই চার্জ দিয়ে থাকি কিন্তু অনেক্ষত্রে তাড়াহুড়োর কারনে আমরা চেষ্টা করলেও দ্রুততার সাথে ফোনটি চার্জ করতে পারি না। সে ক্ষেত্রে এয়ারপ্লেন মোড ফিচারটি অন করে দ্রুততার সাথে ফোনটি চার্জ করে নিতে পারবেন। এয়ারপ্লেন মোড চালু করলে আপনার ফোনটিতে হয়তো নেটওয়ার্ক থাকবে অথবা কোন কল আসবে না কিন্তু, আপনি ইচ্ছা করলে এয়ারপ্লেন মোড চালু থাকা অবস্থাতে ওয়াইফাই ব্যাবহার করতে পারবেন।

33
উইন্ডোস ৮ ই প্রথম রিলিজ, যেটা ব্যবহারকারিদের গতানুগতিক সাদামাটা উইন্ডোজ ব্যবহারকে আরেকটু ভিন্ন স্বাদ দিতে, আরও উন্নত,আরও সিম্পল করতে বিভিন্ন অপশন অ্যাড করেছে Microsoft।
যেমন — windows store- যেখানে রয়েছে windwos এর জন্য হাজার হাজার অ্যাপস,গেম যা পিসিতে ইন্সটল করা যাবে খুব সহজে
যেমন আমরা গুগল প্লে থেকে android এর জন্য ইন্সটল করি ।
আরও রয়েছে বিল্ড ইন ম্যাপ, বিং সার্চ, মেইল , স্ক্যাই ড্রাইভ( one drive) cloud স্টোর( ১৫ জিবি ) , camera, Xbox music,video. Skype
আরও অনেক কিছু………
খুব উন্নত ইন্টারফেস এ তৈরি এই অপারেটিং সিস্টেম এ গতানুগতিক সেই start bottom ছিলনা। এইটা নিয়ে তুমুল আলোচনা- সমালোচনা হয়।
এছাড়াও এর কিছু বাগ/ত্রুটি ও ছিল।
এর ফলে Microsoft খুব দ্রুত নুতন একটি আপডেট আনতে বাধ্য হয় ।
এর পর এলো ৮.১ — এইটা ৮ এর ই মত শুধু স্টার্ট বোটম টা ফিরিয়ে আনা হয়েছে এবং আরও উন্নত ইন্টারফেস এবং মাল্টি ট্যাবইং অপশন অ্যাড করা হয়েছে,
যার মাধ্যমে ১ window তে ২ টা কাজ এক সাথে করা যাবে……..
এবং আরও অনেক কিছু…………………।।
যেটা শুধু ব্যবহার করলেই বুজবেন……।
windows 8.1 update 1—-
sky drive এর trademark নিয়ে BSkyB নামক অন্য আরেকটি কম্পানির সাথে মামলা হেরে যাওয়ার পর
Microsoft sky drive কে one drive এ পরিবর্তন করতে বাধ্য হয় ……।
কিন্তু ইতি মধ্যে লক্ষ লক্ষ পিসিতে ইন্সটল হওয়া ৮/৮.১ এর বিল্ড ইন skydive নাম টা রয়ে গেছে
তাই আবার প্রয়োজন পড়ল update করার…………।
8.1 এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, এবং এটি Microsoft অন্যতম সফল operating system.
আপনি যদি সেই ধরাবাঁধা উইন্ডোজ ব্যাবহার করা থেকে বের হয়ে নিজেকে একটু stylish এবং উন্নত ইন্টারফেস পেতে চান……………।
windows 8.1( update1) আপনাকে হাতছানি দিয়ে ডাকছে……………।

34
IT Forum / Best GPU for android smartphone
« on: April 08, 2014, 01:15:29 PM »
আমরা অনেকেই Android device কেনার সময় শুধু দেখি Device টির RAM কত MB or GB, CPU কত কোরের এবং এর clock speed কত গিগাহার্জ। কিন্তু একটি Android device এর gaming performance শুধু এই দুটির উপর নির্ভর করে না। নির্ভর করে RAM, CPU & GPU (graphics processing unit) এই তিনটির উপর। আজ আমি বহুল ব্যবহৃত কিছু GPU নিয়ে কথা বলব।

Low class GPU:
1.Powervr sgx 531

2.Mali 400

3.VideoCore IV

4.Adreno 203/220

সব গুলোরই common feature:
Open GL ES: 2.0
DirectX        : N/A
Open VG      : 1.1
Open CL       : N/A
এছাড়াও আরো অনেক ফিচার আপনারা নেটে খুজলে পেয়ে যাবেন। তবে আমি আমার মতো করে সহজ ভাষায় বলছি।

Powervr sgx 531 GPU টি অনেক পুরানো এবং use ও কম। পুরানো হলেও এর  gaming performance পরের তিনটির তুলনায় ভালো। এটি প্রায় সব HD game support করে যেমন NFS Most Wanted. কিন্তু এর clock speed কম বলে অনেক গেম slow হয়। তবে এর Ultra version এর clock speed বেশি।

Mali 400 GPU টি এখন সব চেয়ে বেশি  ব্যবহৃত হচ্ছে। কম দাম হিসেবে এর gaming performance খুব ভালো এবং এর clock speed বেশি থাকে। বর্তমান সময়ের বেশির ভাগ গেম এতে খেলা গেলেও কিছু কিছু HD game এতে support করে না যেমন এটি NFS Most Wanted এর graphics support করে না। তবে মন খারাপ করার কিছু নেই কারন NFS Most Wanted support না করলেও Asphalt 8 airborne ঠিকই support করে। সর্বোপরি কম দামের মোবাইল এর জন্য এর চাইতে ভালো GPU হয় না।

VideoCore IV  GPU টির gaming & video encoding performance Mali 400 GPU এর থেকে কিছুটা কম যেমন  Mali 400 যদি ১০০ পায় এটা পাবে ৯০। যেসব গেম  Mali 400 তে  support করে না সেগুলো এটাতেও  support করে না।

Adreno 203/220 GPU এর কথা মনে পড়লে রাগ লাগে। কারন এটি তেমন কোনো HD game support করে না। অনেক সাধারন গেমও এটাতে চলে না যেমনঃ The Island castaway.

Middle class GPU:
1.Powervr sgx 544

Open GL ES: 2.0
DirectX        : 9.0 L3
Open VG      : 1.1
Open CL       : 1.1
2.Mali 450

Open GL ES: 2.0
DirectX        : N/A
Open VG      : 1.1
Open CL       : N/A
বর্তমানে প্রায় সব ভালো Android device গুলোতে Powervr sgx 544 GPU টি ব্যবহৃত হচ্ছে। কারন এই পর্যন্ত বের হওয়া সব রকমের গেম এই GPU টি support করে। যদি গেম খেলার জন্য Android device কেনেন তবে কমপক্ষে এই GPU use করে এমন একটি device কিনুন।

কিছু কিছু Android device এ octa core processor এর সাথে Mali 450 GPU টি ব্যবহৃত হচ্ছে। এই  GPU টির  performance Mali 400 এর দিগুন হলেও এটি সব গেম  support করে না। তাই শুধু Octa core(৮ কোর) বা Hexa core( ১৬কোর) প্রসেসর দেখেই Android device কেনা উচিৎ নয়।

High class GPU:
1.Powervr G6200

Open GL ES: 3.1
Open GL       : 3.2
DirectX        : 10.0
Open VG      : 1.1
Open CL       : 1.2
2.Mali T604

Open GL ES: 3.0
Open GL       : N/A
DirectX        : 11.0
Open VG      : 1.1
Open CL       : 1.1
3. Adreno 320/330

Open GL ES: 3.0
Open GL       : N/A
DirectX        : 9.0c
Open VG      : 1.1
Open CL       : 1.2
আপনি এই class এর যেটাই কেনেন super performance পাবেন। এছাড়াও extreme level এর কিছু GPU আছে, সেগুলো নিয়া বলার কিছু নেই। আপনার Android Device এর CPU & GPU সমন্ধে জানতে "CPU z" software টি install করতে পারেন।

35
IT Forum / Top 10 Brand In The World...
« on: April 05, 2014, 12:39:14 PM »
১। অ্যাপল
Apple

১০ হাজার ৪৩০ কোটি মার্কিন ডলার নিয়ে প্রথম স্থান দখল করেছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ।

২। মাইক্রোসফট
Microsoft

৫,৬৭০ কোটি মার্কিন ডলার নিয়ে মাইক্রোসফট আছে দ্বিতীয় অবস্থানে । মাইক্রোসফট অবস্থান বছর তিনেক ধরে একইরকম রয়েছে ।

৩। কোকাকোলা
The Coca-Cola Company

৫ হাজার ৪৯০ কোটি ডলার নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কোমলপানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান কোকা-কোলা ।

৪। আইবিএম
IBM

৫ হাজার ৭০ কোটি ডলার নিয়ে যুক্তরাষ্ট্রের আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম চতুর্থ স্থান দখল করেছে ।

৫। গুগল
Google

৪ হাজার ৭৩০ কোটি ডলার নিয়ে শীর্ষস্থানীয় ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল পঞ্চম হয়েছে ।

৬। ম্যাকডোনাল্ডস
McDonalds

৩ হাজার ৯৪০ কোটি ডলারের ব্র্যান্ড ভ্যালুসম্পন্ন আন্তর্জাতিক চেইন রেস্তোরাঁ ম্যাকডোনাল্ডস আছে ষষ্ঠ অবস্থানে ।

৭। জিই
General Electric

৩ হাজার ৪২০ কোটি ডলার নিয়ে সপ্তম স্থানটি পেয়েছেআমেরিকার খ্যাতনামা কোম্পানি জেনারেল ইলেকট্রিক বা জিই ।

৮। ইনটেল
Intel

৩ হাজার ৯০ কোটি ডলারের ব্র্যান্ড ভ্যালু নিয়ে অষ্টম হয়েছেপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান ইনটেল ।

৯। স্যামসাং
Samsung

২ হাজার ৯৫০ কোটি ডলার নিয়ে বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং নবম স্থানে উঠে এসেছে

১০। লুইস ভুইটন
Louis Vuitton

২ হাজার ৮৪০ কোটি ডলারের ব্র্যান্ড ভ্যালু নিয়ে এই তালিকার দশম স্থান পেয়েছে বিলাস পণ্যের প্রতিষ্ঠান লুইস ভুইটন ।

36
IT Forum / Important Tips for buy a new pen drive...
« on: April 05, 2014, 12:18:51 PM »
ব্যস্ত জীবনের সারাক্ষণের সঙ্গী হচ্ছে পেনড্রাইভ। ডাটা আদান প্রদানে সবচেয়ে হালকা এবং নির্ভরযোগ্য মাধ্যম পেনড্রাইভ। যদিও আমাদের অনেকের কাছেই পেনড্রাইভ আছে। কিন্তু তারপরও যারা পেনড্রাইভ খুঁজছেন তাদের জন্য কিছু টিপস:

আপনার কাজের চাহিদার উপর ভিত্তি করে পেনড্রাইভের মেমরি সাইজ ঠিক করতে হবে। যদি আপনার অনেক বেশী ডাটা নিয়ে চলাচল করতে হয় তবে আপনার জন্য বাজারে রয়েছে ৩২ গিগাবাইট থেকে ১২৮ গিগাবাইট পর্যন্ত পেনড্রাইভ।

ডাটা ট্রান্সফার স্পীড একটি জরুরী বিষয়। বাজারে এখন ইউএসবি ৩.০ জেনারেশন এর পেন ড্রাইভ পাওয়া যায়। যার দাম একটু বেশী এবং সর্বোচ্চ ৪.৮ গিগাবিট পার সেকেন্ড স্পীডে ডাটা আদান প্রদান করতে পারে। কিন্তু ইউএসবি ৩.০ জেনারেশন পেনড্রাইভ সমর্থন করে এমন ল্যাপটপ/ডেস্কটপ খুব কম। বাজারে সবচেয়ে প্রচলিত ইউএসবি ২.০ জেনারেশন এর পেনড্রাইভ।

কেনার আগে নিশ্চিত হয়ে নিন আপনি যেই অপারেটিং সিস্টেম ব্যবহার করেন সেটা আপনার পেনড্রাইভ সমর্থন করবে কিনা। সাধারণত সব পেনড্রাইভ মাইক্রোসফট এক্সপি এবং এর পরের উইন্ডোজ ভার্সন গুলো সমর্থন করে। তবে আপনি যদি লিনাক্স কিংবা ম্যাক ইউজার হন সেক্ষেত্রে কনফার্ম হয়ে কিনবেন।

অনেকেই ব্র্যান্ডের পেনড্রাইভ খুঁজে থাকেন। বাজারে Transcend, Apacer, A-Data, Kingston ব্র্যান্ডের পেনড্রাইভ সবচেয়ে বেশী চলছে। অনেক সময় দেখা যায় নিম্নমানের চাইনিজ ব্র্যান্ডের পেন ড্রাইভ ঠিকমত ডাটা স্টোর করে রাখতে পারে না। ওয়ারেন্টি দেখে পছন্দের ব্র্যান্ডের মধ্যে সিলেক্ট করে নিতে পারেন আপনার পেনড্রাইভটি।

বাজারে সাধারণত ৪ গিগাবাইটের পেনড্রাইভ ৪০০-৫৫০ টাকার মধ্যে পাবেন। ৮ গিগাবাইটের পেনড্রাইভের দাম পড়বে ৫০০-৬৫০ এর মধ্যে। যারা একটু বেশী মেমরি সাইজের পেনড্রাইভের ডাটা খুঁজছেন তারা ১০০০ টাকায় ১৬ গিগা বাইটের পেনড্রাইভ পেয়ে যাবেন।

পড়ালেখা হোক আর অফিস এর কাজেই হোক, একটি পেনড্রাইভ দৈনন্দিন কাজের জন্য অনেক উপকারী। তাই দেখে শুনে বুঝে কিনুন আপনার পছন্দের পেনড্রাইভ।

37
IT Forum / What Is NFC??
« on: April 02, 2014, 10:32:12 AM »
NFC হল নতুন এক যোগাযোগ এর মাধ্যম , এই যোগাযোগ হল ডিভাইস এর যোগাযোগ । NFC full meaning হল Near field communication , জার মাধ্যমে আপনি এক মোবাইল থেকে অন্য মোবাইল বা স্মার্ট গড়ি বা টিভি বা অন্যান্য ডিভাইস এ যুক্ত হই ।

প্রথম sony xperia এ মোবাইল গুলতে দেখা গেলেও এখন iPHONE সহ samsung ও অন্যান্য মোবাইল ও দেখা যাচ্ছে , দিরে দিরে এর জনপ্রিয়তা বেড়ে চলছে । শুধু mobile এই নই এখন internet TV , Blue-ray  PLAYER ও দেখা যাই ।

NFC এর ব্যাবহার ,

একটা সময় ছিল মানুষ infrad দিয়ে পাশাপাশি রেখে ডাটা পাঠাত , তারপর আসে ব্লুতুথ তারপর আসে ওয়াইফাই , আর এখন NFC কোন রকম পেয়ারিং এর জামেলা চারাই আপনি ডাটা transfer থেকে শুর করে live streaming পর্যন্ত খুব সহজে buffering চরাই চালাতে পারবেন এক ডিভাইস থেকে অন্য ডিভাইস এ , যেমন দরুন মোবাইল থেখে টিভি তে কোন রকম কেব্‌ল চারাই ছালাতে পারবেন আপনার গান , ভিডিও সহ ছবি ইত্যাদি তাও আবার ১০০ mbps স্পীড এ
উন্নত দেশ গুলতে শপিং মল এ NFC এর মাধ্যমে  টাকা প্রদান করে , এটিএম বুথ গুলো NFC প্রজক্তি আসে , যা আপনার মোবাইল কে ছিন্তে পারবে খুব সহজেই

38
ইন্টারনেট চালানোর জন্য অনেকে ননব্র্যান্ড মডেম ব্যবহার করেন। উইন্ডোজ এক্সপিতে এগুলো সঠিকভাবে কাজ করলেও বিপত্তি ঘটে উইন্ডোজ ৭ ও ৮ ব্যবহারের ক্ষেত্রে। এ সমস্যা সমাধানে প্রথমেই মডেম যে ড্রাইভে ইনস্টল করা আছে সেখানে যেতে হবে (বেশির ভাগ ক্ষেত্রেই C>Program Files>Edge Card)। এবার মডেম রান করার আইকনটি যেমন wireless. বীব খুঁজে বের করতে হবে। আইকনে রাইট বাটন চেপে Properties হয়ে Compatibility ট্যাব চালু করতে হবে। Run this program in compatibility mode for এর ঘরে টিক চিহ্ন দিয়ে Windows XP (Service Pack 3) বাছাই করে প্রথমে Apply এবং পরে Ok দিয়ে কাজ শেষ করতে হবে।

39
পৃথিবীর প্রথম ক্যামেরার জনকঃ বিজ্ঞানী নিপসে (ফরাসি বিজ্ঞানী)।
পৃথিবীর প্রথম ক্যামেরার জন্মঃ ১৮২৭ সালের ।
পৃথিবীর প্রথম ক্যামেরার বাজারজাত হয়ঃ ১৮৩৯ সালের ।
পৃথিবীর প্রথম বাজারজাত কৃত ক্যামেরার দাম ছিলঃ ৪০০ ফ্রাঁঙ্ক।
পৃথিবীর প্রথম ক্যামেরার প্রথম ব্যবহারঃ ১৮২৭
পৃথিবীর প্রথম ক্যামেরার ব্রান্ডঃ অ্যালফনস গিরাক্স (ফরাসি কোম্পানি)।

40
কখনো হিসেব করে দেখেছেন দিনে কতবার আপনি আপনার মোবাইল ফোন চেক করেন? মোবাইলে ইন্টারনেট আর স্মার্ট ফোনের ব্যবহার দিনে দিনে আমাদের অসামাজিক করে তুলছে। আর এ থেকে বেরিয়ে আসাও কঠিন। টাচে থাকার গুরুত্ব আছে। কিন্তু প্রতি দুই মিনিট পরপর স্মার্টফোন হাতে নিয়ে চেক করাটা কেমন দেখায়? আর এটা যদি আপনার অভ্যাসে পরিণত হয় তাহলে বুঝে নেবেন এটাই আপনার জীবন নিয়ন্ত্রণ করছে। কীভাবে স্মার্ট ফোন আপনাকে নিয়ন্ত্রণ করছে তা জেনে নিন এবার।

১. ঘুমাতে যাবার আগে : সামাজিক যোগাযোগের প্রতি আপনার আসক্তি থাকলে আর হাতে স্মার্টফোন থাকলে প্রতি মিনিটে ফেসবুক আপডেট চেক করতে আপনার কোনো বাধা নেই। কে আপনার ছবিতে লাইক দিল বা স্ট্যাটাসে কমেন্ট করলো তা বারবার চেক করা আপনার অভ্যাসই হয়তো হয়ে গেছে। কিন্তু ঘুমাতে যাবার আগে ফেসবুক চেক করার অভ্যাস আপনার শান্তিপূর্ণ ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে কি না একবার ভেবে দেখুন।

২. খাবারের ছবি তোলা: বন্ধু বা পরিবারের সাথে বাইরে খেতে বসেছেন, জমাট আড্ডাও চলছে। খাবার আসতেই আড্ডা বা খাওয়া থেকে মনোযোগ সরিয়ে আপনি খাবারের সুন্দর ছবি তোলা শুরু করলেন। আর আপলোড করতে থাকলেন ইন্সটাগ্রাম বা ফেসবুকে। এই অভ্যাস হয়তো আপনার অজান্তেই সুন্দর সন্ধ্যাটাকে মাটি করে দিচ্ছে।

৩. মদ্যপ অবস্থায় স্ট্যাটাস বা টুইট: অনেকের মধ্যেই এই দেখানেপনাটা থাকে। বারে বসে ড্রিঙ্ক করতে করতে হয়তো ফেসবুকে বা টুইটারে উল্টোপাল্টা একটা পোস্ট দিলেন। এটা আপনার ব্যক্তিত্ব সম্পর্কে অনেকের মধ্যে ভুল ধারণা তৈরি করতে পারে। ফলে, মোবাইলের সাথে অ্যালকোহল না মেশানোই ভাল।

৪. হাঁটতে হাঁটতে এসএমএস বিনিময়: হাঁটতে হাঁটতে চ্যাট বা এসএমএস বিনিময় একেবারে বাদ দিন। ভাবুন আপনি এমন আহামরি কোনো বিষয় নিয়ে কথা বলছেন কি না যা গন্তব্যে পৌঁছে বা রাস্তা পার হয়ে করলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? টেক্সট করতে করতে পথ চলছে ভুলো মনে বড় দুর্ঘটনার শিকার হয়ে যেতে পারেন আপনি।

৫. অন্যের কথার মধ্যে চ্যাটিং: সামনা সামনি বসে যিনি আপনার সাথে কথা বলছেন তিনি তো আপনার মনোযোগ চান। কিন্তু তখন যদি আপনি চ্যাটিংয়ে ব্যস্ত থাকেন তখন কেমন মনে হয়। এটা বাজে দেখায় আর বিরক্তিকরও। আপনি কথা বলার সময় কেউ যদি চ্যাটিং করতে থাকে আপনার কেমন লাগবে?

৬. গেমিং: স্মার্ট ফোনের এক নতুন উপদ্রব গেমিং। মজা হলেও এতে সময় যায় অনেক। ভেবে দেখুন তো আপনি ১০ বছর বয়সে ফিরে গেছেন কি না। গেমিংয়ের চাইতে জরুরি কোনো কাজ পড়ে আছে কি না।

৭. বাথরুমে ফোন নিয়ে ঢোকা: আগে অনেকের সকালের খবর কাগজ নিয়ে বাথরুমে ঢোকার বদঅভ্যাস ছিল। এখন ঢোকে স্মার্টফোন নিয়ে। বাথরুমে বসে কাউকে ফোন করা বা মেসেজ পাঠানোটা কেমন অভ্যাস একবার ভেবে দেখুন তো?

৮. ছুটিতে গিয়েও ই-মেইল: ছুটিতে গিয়েছেন- সঙ্গীর সাথে মনোরম লোকেশনে দারুণ সময় কাটছে। কিন্তু আপনার স্মার্টফোনে কিন্তু মেইল আসছেই। আর আপনিও তাতে সাড়া দিচ্ছেন। অফিসের কাজে জড়িয়ে পড়ছেন অজান্তে। ছুটিতে কি অফিশিয়াল ই-মেইল চেক না করলেই নয়?

৯. ফোরস্কয়ারে আসক্তি: স্মার্টফোন ব্যবহার করে নিজে কোথায় আছেন তা জানান দেওয়া এবং বন্ধু ও পরিচিতদের লোকেশন জানাটা একটা জনপ্রিয় ব্যাপার। এক্ষেত্রে ফোরস্কয়ার বাইরে বেশ জনপ্রিয় হয়েছে। আমাদের দেশে ততোটা নয়। কিন্তু লোকেশন জানার নানা উপায় আছে। লোকেশন জানার বা জানাবার প্রতি অতিরিক্ত আসক্তি কিন্তু আপনাকে ছোঁকছোঁকে ব্যক্তিতে পরিণত করতে পারে।

১০. হোয়াটসঅ্যাপে বড় গ্রুপ তৈরি: আপনার ফোনবুক বড় হতেই পারে। আপনি আলাদা আলাদা গ্রুপ করে গ্রুপগুলোর সাথে যুক্ত থাকতেও পারেন। কিন্তু বেশি গ্রুপ বা বড় গ্রুপের সাথে কানেকটেড থাকার অভ্যাস আপনার দিনটা খেয়ে নিতে পারে। যেকোনো ব্যাপারে অতিরিক্তটা খারাপ, তাই না?

ধন্যবাদ সবাইকে।

41
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ-
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ “যখন আমার উম্মত ১০টা কাজ করবে, তখন তাদের উপর বিপদ নেমে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হলোঃ হে রাসূল, কী কী?

তিনি বললেনঃ

▣ যখন রাস্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পত্তি মনে করা হবে।
▣ যখন আমানত হিসেবে রক্ষিত সম্পদকে লুটের মাল হিসাবে গ্রহণ করা হবে (অর্থাৎ আত্মসাৎ করা হবে)।
▣ যাকাতকে জরিমানার মত মনে করা হবে।
▣ স্বামী যখন স্ত্রীর আনুগত্য করবে এবং মায়ের অবাধ্য হবে।
▣ বন্ধুর প্রতি সদাচারী ও
পিতার সাথে দুর্ব্যবহারকারী হবে।
▣ মসজিদে হৈ চৈ হবে।
▣ জনগণের নেতা হবে সেই ব্যক্তি যে তাদের মধ্যেকার সবচেয়ে নিকৃষ্ট চরিত্রের অধিকারী।
▣ মানুষকে তার ক্ষতির
আশংকায় সম্মান করা হবে।
▣ গায়িকা ও বাদ্যযন্ত্রের হিড়িক পড়ে যাবে।
▣ উম্মতের পরবর্তীরা পূর্ববর্তীদেরকে অভিশাপ দেবে।
তখন আগুনের বাতাস আসবে, মাটির ধস ও দেহের বিকৃতি ঘটবে।”

সহীহ তিরমিযী; আততারগীব ওয়াত তারহীবঃ ৩য় খন্ডঃ ১৫৪১।

42
বর্ষসেরা মাঝারি আকারের সেডান বা যাত্রীবাহী গাড়ি হিসেবে নতুন সংস্করণের ‘২০১৪ মাজদা ৬’ মডেলের গাড়িটি নির্বাচিত হয়েছে।যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ম্যাগাজিন পপুলার মেকানিকসের দৃষ্টিতে উন্নত প্রকৌশল ও প্রযুক্তি সুবিধার জন্য এ বছরের বর্ষসেরা গাড়ি হিসেবে শীর্ষে স্থান পেয়েছে মাজদা ৬।

পপুলার ম্যাগাজিন কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ষসেরা গাড়ি নির্বাচনে মোট ১০ টি বিষয় পর্যবেক্ষণ করা হয়। দাম, উপযোগিতা, জ্বালানি সাশ্রয়, পারফরমেন্স, উদ্ভাবন ও নকশার মতো বিষয়গুলোতে মাঝারি আকারের গাড়িগুলোর মধ্যে মাজদা অন্যান্য বাড়ির চেয়ে ভালো করেছে।

মাজদার নতুন গাড়িটিতে ক্যাপাসিটরভিত্তিক রিজেনারেটিভ ইঞ্জিন ব্রেকিং সিস্টেমকে নতুন উদ্ভাবন হিসেবে চিহ্নিত করেছে পপুলার ম্যাগাজিন।

পপুলার ম্যাগাজিনের সম্পাদক জিম মেইগস জানিয়েছেন, ‘আধুনিক গাড়ির মালিকদের চাহিদা অনুযায়ী অনেক ফিচার মাজদা ৬ গাড়িটিতে রয়েছে যা আমাদের মুগ্ধ করেছে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষমতা, ব্যবহারবান্ধব ও রাস্তায় চলতে কাজে লাগে এমন ফিচার এবং দৃষ্টিনন্দন নকশার দিক থেকে গাড়িটি চমত্কার।’


২.৫ লিটার গ্যাসোলিনের স্কাইঅ্যাকটিভ-জি ইঞ্জিনের মাজদা ৬ গাড়িটির ২০১৪ সংস্করণ যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি হচ্ছে। ২০১৩ সালের প্রথম ১০ মাসের হিসেবে মাজদা ৬ গাড়িটি ৩৫ হাজার ৬৫২ ইউনিট বিক্রি হয়েছিল। এই গাড়িটি জাপান ও যুক্তরাষ্ট্র দুটি দেশেই তৈরি হয়।
প্রসঙ্গত, এ বছরের ফেব্রুয়ারিতে মাজদা ৬ গাড়িটিকে কানাডিয়ান কার অব দ্য ইয়ার নির্বাচিত করেছিল অটোমোবাইল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব কানাডা।

43
IT Forum / প্রথম ওয়েবসাইটঃ
« on: March 24, 2014, 01:46:49 PM »
স্যার টিম বার্নাস লী লন্ডনে জন্ম নেওয়া একজন পদার্থবিধ। তিনি চিন্তা করেছিলেন এমন একটি হাইপারলিঙ্কের কথা যার দ্বারা পৃথিবীর সবাই যুক্ত থাকবে। সেই মহৎ ব্যাক্তির অসাধারন আবিষ্কারকে মানুষ উন্নতির চরম পর্যায়ে নিয়ে গেছে।



info.cern.ch হল বিশ্বের প্রথম ডোমেইন/ওয়েব সার্ভার। ১৯৯১ সালের আগস্ট মাসের ৬ তারিখে এটি পাবলিশ করা হয়।

আপনারা ইচ্ছা করলে এখনি সেই ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন, সাইটটা এখনো আগের মতোই আছে, সাদামাটা করে রেখে দেওয়া হয়েছে যেন ইতিহাসটা অক্ষুন্ন থাকে।

44
IT Forum / আসছে ফোর-জি সেবা
« on: March 24, 2014, 11:11:13 AM »
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আসাকরি ভালোই আছেন। আগামী মে মাস থেকে চালু হতে যাচ্ছে লং টার্ম ইভ্যুলুশন এলটিই সেবা। ওয়াইম্যাঙ্ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মোবাইল অপারেটররাও আসছে ২০১৪-১৫ অর্থবছরে চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা চালু করবে বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস। তরঙ্গ বরাদ্দ এবং দেশজুড়ে 3G নেটওয়ার্ক চালুর লাইসেন্সিং নীতিমালার সমস্যায় এ বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারছেন না মোবাইল অপারেটররা। চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা চালু করতে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান গুলো হচ্ছে বাংলালায়ন, কিউবি এবং বাংলাদেশ ইন্টারনেট এঙ্চেঞ্জ লি.-এর (বিআইইএল)। লাইসেন্স বাবদ এ প্রতিষ্ঠানগুলোকে গুনতে হচ্ছে ২৪৬ কোটি টাকা। এর মধ্যে বাংলালায়ন ও কিউবি লাইসেন্স নেয় এবং ম্যাংগো ছাড়া বাকি সবাই আর্নেস্ট মানি তুলে নেয়। আগের নিলামের ওপর ভিত্তি করেই ম্যাংগোকে এলটিই লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেয় বিটিআরসি। গত অক্টোবর মাসে বিডবি্লউএ গাইডলাইন সংশোধনের বিষয়টি প্রকাশ করে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সূত্র আরও জানায়, ইতোমধ্যে রাশিয়ান প্রতিষ্ঠান মাল্টিনেটের মালিকানাধীন বিআইইএলকে ২৪৬ কোটি টাকা দিয়ে এলটিই লাইসেন্স ও দুই হাজার ৬০০ ব্যান্ডে তরঙ্গ বরাদ্দ চূড়ান্ত করা হয়।
 :)

45
১. একসেসিবিলিটি কন্ট্রোলস - access.cpl
২. একসেসিবিলিটি উইজার্ড - accwiz
৩. এড হার্ডওয়্যার উইজার্ড - hdwwiz.cpl
৪. এড/রিমুভ প্রোগ্রামস - appwiz.cpl
৫. এডমিনিষ্ট্রিটিভ টুলস - control admintools
৬. অটোমেটিকস আপডেট - wuaucpl.cpl
৭. ব্লু-টুথ ফাইল ট্রান্সেফার উইজার্ড - fsquirt
8. ক্যালকুলেটর - calc
৯. সার্টিফিকেটস - certmgr.msc
১০ ক্যারেকটার ম্যাপ - charmap[/size][/size][/size]

১১. চেক ডিক্স (ডস) - chkdsk
১২. ক্লিপবোর্ড ভিউয়ার - clipbrd
১৩. কমান্ড প্রোম্পট - cmd
১৪. কম্পোনেন্ট সার্ভিস - dcomcnfg
১৫. কম্পিউটার ম্যানেজমেন্ট - compmgmt.msc

Pages: 1 2 [3]