Daffodil International University

Faculties and Departments => Allied Health Science => Life Science => Topic started by: rumman on March 14, 2018, 03:36:34 PM

Title: DNA test can be found in the intelligence!
Post by: rumman on March 14, 2018, 03:36:34 PM
ডিএনএ পরীক্ষার মাধ্যমে মানুষের বুদ্ধিমত্তা যাচাই করা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এ জন্য লালা বা রক্ত পরীক্ষা করলেই চলবে। বুদ্ধিমত্তা যাচাইয়ে এরই মধ্যে ৫৩৮টি জিন শনাক্ত করেছেন গবেষকরা। একজন মানুষ কতখানি চালাক তা নিরূপণে সেগুলো সহায়তা করে থাকে।

ডিএনএর মাধ্যমে মানুষের বুদ্ধিমত্তা যাচাইয়ে গবেষকরা যুক্তরাজ্যের বায়োব্যাংকের ডাটা ব্যবহার করেছেন। সেখানকার প্রায় আড়াই লাখ ডিএনএ প্রতিবেদন বিশ্লেষণ করা হয়েছে। জিনগুলোর মাধ্যমে প্রাপ্ত ফলের মাত্র ৭ শতাংশ হেরফের হতে পারে বলে গবেষকরা জানিয়েছেন।

এডিনবরা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কগনিটিভ এজিং এবং কগনিটিভ এপিডেমিওলজির প্রধান পরিদর্শক অধ্যাপক ইয়ান ডেরি বলেন, ‘এই গবেষণায় দেখা যাচ্ছে, স্বাস্থ্য ও বুদ্ধিমত্তার মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে। কারণ কিছুু জিন আছে যেগুলো একই সঙ্গে স্বাস্থ্য ও বুদ্ধিমত্তাকে প্রভাবিত করে।’

গবেষণা প্রধান ড. ডেভিড হিল বলেন, সাধারণত চারিত্রিক বৈশিষ্ট্য দেখে বুদ্ধিমত্তা বিবেচনা করা হয়ে থাকে। কিন্তু এখন শুধু ডিএনএ টেস্টের মাধ্যমেই ভবিষ্যদ্বাণী করা সম্ভব।

Source: সূত্র : দ্য সান।
Title: Re: DNA test can be found in the intelligence!
Post by: imran986 on April 08, 2018, 10:10:55 AM
Interesting!
Title: Re: DNA test can be found in the intelligence!
Post by: drrana on July 23, 2018, 01:29:56 PM
interesting