Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - ForhadFaysol

Pages: [1] 2 3
1
Business & Entrepreneurship / Whats our fault??????? Who will answer?????
« on: February 03, 2014, 11:43:38 PM »

::Application Instruction::
1. Fill up the personal Information.  (** Input email and contact properly.)
2. Attach your recent photograph(jpg format). Before submit preview the picture.
3. Fill up the educational information.
4. Fill up the Banking experience (if any) and references.
4. Fill up the Pay Order number and Issuing Bank Name correctly. Otherwise the application may be disqualify.
5. Check the acceptable university list before apply. The authority has right to disqualify any application if it is not in the listed university.

    University of Dhaka
    IBA, University of Dhaka
    Rajshahi University
    Chittagong university
    Jahangirnagar University
    Shahjalal university of Science & Technology, Sylhet
    Khulna University
    Islamic University, Kushtia
    Jagannath University
    National University
    BIBM
    North South University
    East West University
    American International University, Bangladesh
    BRAC University
    Independent University, Bangladesh
    Stamford University
    ASA University

    Foreign Reputed University (Foreign Campus)

6. Eligible Subject List for application

    MBA
    BBA (Four years course)
    Masters with honours in Economics, English, Statistics,International Relation,Public Administration, Mathematics
    Masters with honours in Accounting, Finance, Banking, Marketing, International Business, MIS, AIS, HRM and Management

7. The Candidates must be Computer Literate with operational knowledge of Windows, MS Office, MS Excel and MS Power Point and must be fluent in English.
8. Age must not exceed 30 years as on 31.12.2013.

http://nblbd.com/poad_2012_last.htm

2
BBA Discussion Forum / SEC changes method of fixing IPO offer price
« on: September 18, 2012, 03:18:56 PM »
The securities regulator has brought about changes in the method of determining offer price of a company's shares while allowing floatation of its IPO (initial public offering). The Securities and Exchange Commission (SEC) from now on will follow its own method in determining the offer price of a company willing to go public. The offer price should match the company fundamentals. As per the SEC's new method, the offer price of each share of a company, including premium, will not be more than the multiple of its weighted EPS (earning per share) and market P/E (price earning) ratio or industry P/E ratio, whichever is lower. The SEC will follow this method for determining offer price by relating the company's performance with the market and industry P/E ratios.

For example, they said if the market P/E and industry P/E of a company, are 14 and 12 respectively, then the industry P/E - 12 - will be treated as the reference to determine the offer price.

If the company's weighted EPS is 2, then the industry P/E - 12 - will be multiplied by 2, and the value will be 24. In that case, offer price of the company's each share, including premium, will not be more than Tk 24. This method of determining the offer price will be maintained so that a company cannot demand irrational premium. The securities regulator so far allowed IPOs considering a company's EPS and market P/E ratio following the existing rules.

As per the new method, the offer price will be determined in a justified way by evaluating the market P/E ratio, industry P/E ratio and the company's weighted EPS. As a result, the tendency of demanding irrational offer price will decline. From now on the regulator will follow this method, while allowing the IPO proposals.

3
BBA Discussion Forum / 'Passing Off': A violation of trademark law
« on: September 15, 2012, 10:53:24 PM »
The term 'passing off' is not familiar to common people. However, it is linked with the trademark rights, both for registered and unregistered users. 'passing off' is unauthorised use of a mark by misrepresenting another party's trademark, both registered and unregistered, in such a way that is likely to damage the goodwill of the original trader. An example will clarify the idea of 'passing off'. Nokia is a widely known mobile phone company. When we go to market to buy Nokia set, we often find other brands which are identical or similar to Nokia with a view to mislead the customers. The companies trying to sell their products by damaging the goodwill of Nokia are causing 'passing off.'

4
BBA Discussion Forum / Re: BBA students
« on: September 08, 2012, 04:21:47 PM »
There is no doubt that they are the best . We are really lucky having them. Many of new faculty members are also excellent so far.

5
BBA Discussion Forum / Green banking
« on: September 08, 2012, 04:17:12 PM »
We are aware that global warming is an issue that calls for a global response. The rapid change in climate will be too great to allow many eco-systems to suitably adapt, since the change have direct impact on biodiversity, agriculture, forestry, dry land, water resources and human health. Due to unusual weather pattern, rising greenhouse gas, declining air quality etc. society demands that business also take responsibility in safeguarding the planet. Green finance as a part of Green Banking makes great contribution to the transition to resource-efficient and low carbon industries i.e. green industry and green economy in general.

Green banking is a component of the global initiative by a group of stakeholders to save environment. The state of environment in Bangladesh is rapidly deteriorating. The key areas of environmental degradation cover air pollution, water pollution and scarcity, encroachment of rivers, improper disposal of industrial medical and house-hold waste, deforestation, loss of open space and loss of biodiversity. In addition, Bangladesh is one of the most climate change vulnerable countries. In line with global development and response to the environmental degradation, financial sector in Bangladesh should play important roles as one of the key stake holders.

In response to the above, urgent measures are required by stake holders for sustainable development and thereby save the planet. Banks hold a unique position in an economic system that can affect production, business and other economic activities through their financing activities and thus may contribute to pollute environment. Moreover, energy and water efficiency and waste reduction are of high concern for many big banks. Green banks or environmentally responsible banks do not only improve their own standards but also affect socially responsible behavior of other business.

6
পরীক্ষার আগে সারা দিন ধরে পড়ালেখা তো চলতেই থাকে। দিনের বেলায় পুরো সিলেবাস শেষ হলেও মনের মধ্যে কেমন যেন ভয় জাগে। তাই অনেকেই পরীক্ষার আগে রাত জেগে পুরো সিলেবাসের মধ্য দিয়ে আরেকবার নিজেকে ঝালাই করে নেয়। তারা ভাবে, হয়তো রাতজাগা এই পুনর্পাঠ পরীক্ষায় সফলতা এনে দেবে। কিন্তু এই ধারণা ভুল।
সম্প্রতি নতুন এক গবেষণায় বলা হয়েছে, পরীক্ষার আগে রাত জেগে পরীক্ষার সিলেবাস পুনর্পাঠ করা ভালো কিছু নয়। এটি স্মৃতিকে ঝালাই করার চেয়ে বরং সারা দিন ধরে মুখস্থ করা অধিকাংশ পড়াকেই ভুলিয়ে দিতে পারে।
ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্সের একদল গবেষক ইঁদুরের ওপর গবেষণা চালিয়ে এই তথ্য পেয়েছেন বলে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়েছে। গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ডা. সুশীল ঝা।
গবেষণায় দেখা গেছে, দিনের পালায় শেখা বিষয়গুলো মনে রাখার ক্ষেত্রে ঘুম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
গবেষকেরা বলছেন, ‘পরীক্ষার আগে দিনভর পড়ার পর তুমি যদি রাত জাগ, নিজেকে ঘুম থেকে বঞ্চিত কর, তাহলে পরবর্তীতে মুখস্থ করা বিদ্যা মনে রাখতে পারার সম্ভাবনা কম।’
গবেষকেরা দেখেছেন, যেকোনো একটি বিষয় শেখার পর যেসব ইঁদুরকে রাতে ছয় ঘণ্টার কম ঘুমাতে দেওয়া হয়েছে, সেই সব ইঁদুর শেখা বিষয়টি পরদিন ভালোভাবে করতে পারে না। অপর দিকে গবেষণায় অংশ নেওয়া যেসব ইঁদুরকে পর্যাপ্ত ঘুমানোর সুযোগ দেওয়া হয়েছে, তারা ঠিকই শেখা বিষয়টি পরের দিন হুবহু করতে পারে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের নটর ডেম বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, নতুন কোনো বিষয় শেখার পর দ্রুত ঘুমিয়ে যাওয়া পুনরায় স্মরণের জন্য খুবই উপকারী। ২০৭ জন শিক্ষার্থীর ওপর ওই গবেষণা পরিচালিত হয়েছে।

7
নরওয়ের অসলোভিত্তিক বিজনেস ফর পিস ফাউন্ডেশন বিশ্বের বিভিন্ন দেশের সাতজন ব্যবসায়ীকে ব্যবসায়ে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার জন্য ‘বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড ২০১২’ বা শান্তির জন্য ব্যবসা পুরস্কারে ভূষিত করেছে। বিজয়ীদের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় করপোরেট প্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানও রয়েছেন।

বাংলাদেশের শিল্পপতি ও ব্যবসায়ী লতিফুর রহমান ট্রান্সকম গ্রুপ ছাড়াও নেসেল বাংলাদেশ, হোলসিম বাংলাদেশ এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টেরও চেয়ারম্যান। তিনি লিন্ডে বাংলাদেশ ও ব্র্যাকের পরিচালনা পর্ষদের পরিচালক। লতিফুর রহমান আইসিসি বাংলাদেশের সহসভাপতি। তিনি প্রথম আলো, ইংরেজি ডেইলি স্টার ও এফএম রেডিও এবিসির মূল উদ্যোক্তা।
বর্তমানে লতিফুর রহমানের ট্রান্সকম গ্রুপের রয়েছে ১৬টি বেসরকারি ও সরকারি কোম্পানি। এই গ্রুপের বার্ষিক লেনদেন দুই হাজার ৭৫০ কোটি টাকা। ১০ হাজার মানুষের কর্মসংস্থান করেছে এই গ্রুপ। এই গ্রুপ ২০১১ সালে সরকারকে ৫৫১ কোটি টাকা কর, শুল্ক ও ভ্যাট দিয়েছে।

8
The new private banks are – Union Bank, Midland Bank, Madhumati Bank, Farmers Bank, South Bangla Agriculture and Commerce Bank, and Meghna Bank.

CONTROVERSY & CRITICISM

The move to allow more private banks has drawn criticism for several quarters. Critics say the decision is 'politically motivated', especially in view of the ruling party leaders associated with them.

Replying to criticism, finance minister had earlier said that "approving new banks is solely a matter of government's political wish". The board resumed its meeting at 1:30 pm on Sunday to decide the fate of applications, according to the deputy governor."The proposals are being scrutinised in detail," he had said last week.

Asked whether the new banks were cleared on political considerations, Shur on Sunday said, "All of them who got their bank proposals cleared are citizens of Bangladesh."

"The decision to give licenses to the six banks was taken after scrutiny in detail," he reiterated. "No political consideration worked there."

CONDITIONS

The new banks were given clearance with certain conditions, Shur said.

The conditions lay down that the new banks will have to submit their commercial plan to the central bank within six months and deposit Tk 4 billion as paid-up capital before starting operations.

The new banks will have to have 'white-money' as capital, Shur said.

The banks will also have to set up most of their branches outside Dhaka, he said, adding, "The move to set up headquarters outside Dhaka will be encouraged."

The Bangladesh Bank on Apr 4 approved three banks sponsored by non-resident Bangladeshis (NRBs).

Promoters of two NRB banks, US-based Nizam Chowdhury and UK expatriate Iqbal Ahmed, had proposed identical names for their NRB banks.

They proposed naming their bank as NRB Bank Limited. But the central bank said the name would be changed through discussion.

Another US expat Farashat Ali proposed his bank to be christened as NRB Commerce Bank Ltd.

The board had, however, not been able to give go-ahead to new private banks for which it had received as many as 37 applications. It had adjourned the meeting to Sunday.

On Sep 27 last year, Bangladesh Bank issued a circular seeking applications for new banks. Interested entrepreneurs were asked to apply by Nov 30, along with a Tk 1-million non-refundable deposit.

A condition was also attached to keep loan defaulters at bay.

Other conditions to apply included a paid-up capital of Tk 4 billion, holding of a maximum 10 percent share by an individual sponsor, keeping not more than 13 members in the board and providing the bank capital from the investors' assets or income as declared in the income tax statement.

The list had been sent to the Prime Minister's Office and the finance ministry, and then returned to the central bank after further scrutiny.

9
BBA Discussion Forum / Next GDP growth target 7.3%-Can we Acheive?
« on: April 10, 2012, 08:52:05 PM »
Finance minister Abul Maal Abdul Muhith on Tuesday said the next budget will target the economy to grow at 7.3 percent.

He gave out the information at a views-exchange meeting on the next fiscal with economists at the secretariat.

Muhith said the budget in the 2012-13 fiscal will be around Tk 1.89 trillion.
The current budget is worth around Tk 1.63 trillion and the GDP growth rate target has been forecast at 7 percent.

The minister said the average inflation rate in the current fiscal was just above 10 percent. "Our target in the new fiscal will be to bring it down to a single digit," he said.

The last budget envisaged the average inflation rate within 7.5 percent. But according to a recent Bangladesh Bureau of Statistics (BBS) report published in April, the general inflation topped 10 percent in March.

Muhith said agriculture, rural development and human resource development would be given the highest priority in the new budget as was done in the previous one.

He said the power sector would also be prioritised in the next budget.

10
The Association of Bankers, Bangladesh (ABB) has asked its member banks to re-fix the interest rate on deposits at a maximum of 12.50 per cent and fix the same on lending at a maximum of 15.50 per cent.

Credits at a reduced rate of interest -- 7.0 per cent -- are being provided to all areas of exports will remain unchanged.

11
মহাশূন্যে দেশের প্রথম স্যাটে-লাইট 'বঙ্গবন্ধু' উৎক্ষেপণের জন্য আমেরিকান পরামর্শক প্রতিষ্ঠান স্পেস পার্টনারশিপ ইন্টার-ন্যাশনালকে (এসপিআই) চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই তাদের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেরেটি কমিশন (বিটিআরসি)। জানা যায়, এসপিআই 'স্যাটেলাইট যান বঙ্গবন্ধু' উৎক্ষেপণের জন্য প্রয়োজনীয় সমীক্ষা জরিপ, স্যাটেলাইটের সেবাগুলোর বিপণন, প্রস্তাবিত স্যাটেলাইটের পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় জনবলকে প্রশিক্ষণ দেবে। এজন্য ওই প্রতিষ্ঠানের ২৫ জন বিজ্ঞানী কাজ করবে। তাদের সঙ্গে বাংলাদেশেরও দুইজন বিজ্ঞানী অংশ নেবেন। সূত্রমতে, বিটিআরসি'র পক্ষ থেকে গত সপ্তাহে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এক চিঠির মাধ্যমে এসপিআই'র চূড়ান্তকরণের বিষয়টি জানানো হয়েছে। এখন সরকারের পক্ষ থেকে সম্মতি পাওয়া মাত্র কোম্পানিটির সঙ্গে চুক্তি চূড়ান্ত করা হবে। বিটিআরসি সূত্র জানায়, চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর তিন বছরের মধ্যে ২ স্যাটেলাইটটি উৎক্ষেপণের জন্য পরামর্শক প্রতিষ্ঠানটি কাঠামো তৈরি, গ্রাউন্ড স্টেশন ব্যবস্থাপনা, বাজার মূল্যায়ন, স্যাটেলাইট বাজারজাতকরণ এবং স্থানীয় বিশেষজ্ঞদের প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি প্রয়োজনীয় সব কর্মকা- সম্পন্ন করবে। সূত্র আরো জানায়, স্যাটেলাইট যানটি উৎক্ষেপণের জন্য ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) কাছ থেকে কক্ষপথের ১০৫ ডিগ্রি পূর্বে একটি সস্নট বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। মন্ত্রণালয় সূত্র জানায়, প্রকল্পটিতে সরকারের নিজস্ব তহবিল থেকে প্রায় ৮২ কোটি ৪২ লাখ টাকা খরচ ধরা হয়েছে। ২০১৫ সালের ৩০ জুনের মধ্যে প্রকল্পটি শেষ হওয়ার কথা রয়েছে। জানা যায়, বর্তমানে বাংলাদেশের মহাকাশে নিজস্ব কোনো স্যাটেলাইট নেই। বাংলাদেশের আকাশ সীমানায় রাশিয়ার দুটি, চীন, জাপান ও মালয়েশিয়ার একটি করে স্যাটেলাইট ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে মহাকাশের ৮৮ দশমিক ০৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে রাশিয়ার ইয়াম্মেল-১০২ ও ৯০ দশমিক ০০ ডিগ্রিতে ইয়াম্মেল-২০১, ৯০ দশমিক ০৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে জাপানের কোদমা ডিআরটিএস, ৯১ দশমিক শূন্য ০৪ ডিগ্রিপূর্ব দ্রাঘিমাংশে মালয়েশিয়ার সিমাট-৩ নামের স্যাটেলাইট রয়েছে। বিষুব রেখায় চীনেরও একটি স্যাটেলাইট কাজ করছে। তাদের কাছ থেকে ফ্রিকোয়েন্সি ভাড়া নিয়ে কাজ করে বাংলাদেশ। এজন্য বিটিআরসি'র প্রতিবছর প্রায় ১১ থেকে ১৫ মিলিয়ন মার্কিন ডলার ভাড়া পরিশোধ করতে হয়। শুধু তাই নয়; এর ফলে বাংলাদেশের নিরাপত্তাও চরমভাবে বিঘ্ন ঘটছে। মহাকাশ বিজ্ঞানীরা জানান, আকাশ উন্মুক্ত থাকায় অন্য দেশ বিষুব রেখার সুযোগ-সুবিধাগুলো দখল করে নিয়েছে। বাংলাদেশের স্যাটেলাইট না থাকায় তারা এ সুযোগকে আরো ভালোভাবে কাজে লাগিয়েছে। বাংলাদেশে নিজস্ব স্যাটেলাইট থাকলে উন্নত দেশগুলোর মতো যোগাযোগ সুযোগ-সুবিধা পেত। তাছাড়া বাংলাদেশের স্যাটেলাইট থাকলে পার্শ্ববর্তী নেপাল, ভুটান, মিয়ানমার, শ্রীলঙ্কাসহ আরো কয়েকটি দেশে ফ্রিকোয়েন্সি ভাড়া দেয়া যাবে। সূত্র মতে, বিশ্বের ৪৫ দেশের মহাকাশে নিজস্ব স্পেস রয়েছে। তাদের আকাশে অন্য কোনো দেশের স্যাটেলাইট নেই। এদের মধ্যে ১১ দেশ নিজস্ব ব্যয়ে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এ ছাড়া ৫০টি মতো দেশ অন্য দেশের সহযোগিতায় স্যাটেলাইট পাঠিয়েছে। এসব দেশের শতাধিক স্যাটেলাইট বিষুব রেখা, মেরু বিন্দু বা ক্রান্তীয় অঞ্চল অথবা বিভিন্ন কৌণিক পথে পরিভ্রমণ করে যাচ্ছে। যোগাযোগ মাধ্যমের স্যাটেলাইটগুলো সাধারণত বিষুব রেখার ওপর স্থাপন করা হয়। কক্ষপথের এ স্থানে স্যাটেলাইট স্থাপন করলে পরিচালন ব্যয় অনেক কম। তাই উন্নত দেশগুলো এ কক্ষে একটার পর একটা যোগাযোগ স্যাটেলাইট স্থাপন করে যাচ্ছে। বিটিআরসি'র মতে, বাংলাদেশের হাওর-বাঁওড়, পাহাড় এবং সিলেট ও চট্টগ্রামের দ্বীপগুলোসহ দেশের সব জেলা-উপজেলায় এখনো সাবমেরিন ক্যাবল নেটওয়ার্ক পর্যাপ্ত নয়। এসব কথা বিবেচনা করে বাংলাদেশের আরো অনেক আগেই এ প্রকল্পটি নেয়া উচিত ছিল। মন্ত্রণালয় সূত্র জানায়, এসব প্রয়োজনের কথা চিন্তা করে গতবছর মহাকাশে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য বিভিন্ন দেশের স্যাটেলাইট নির্মাতা কোম্পানির কাছে প্রস্তাব আহ্বান করে। এতে আগ্রহী ৩০ কোম্পানি প্রস্তাব পাঠায়। এখান থেকে সাত কোম্পানিকে বাছাই করা হয়। বাছাইকৃত এসব কোম্পানির কাছে আরএফপি (রিকোয়েস্ট ফর প্রোপোজাল) চাওয়া হয়। গত ২৭ এপ্রিল একটি প্রতিবেদন প্রস্তাব মূল্যায়ন কমিটির কাছে দাখিল করে। এতে আমেরিকার দুটি, ফ্রান্স, ইন্দোনেশিয়া ও কানাডার একটি করে কোম্পানির প্রস্তাব বিটিআরসি গ্রহণ করেছে। এর মধ্যে আমেরিকার স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনালের (এসপিআই) প্রস্তাবটি গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। অন্য চার কোম্পানি হলো- ফ্রান্সের 'সাউদার্ন অ্যারোস্পেস অ্যান্ড টেলিকম কনসালটিং (এসএটিসি), ইন্দোনেশিয়ার টেলিকমিউকাসি, ইন্দোনেশিয়া ইন্টারন্যাশনাল, আমেরিকার গ্লোবকম অ্যান্ড টেলি স্পেস ও কানাডার টেলিস্যাট। সংশ্লিষ্টরা বলছেন, নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারলে বাংলাদেশ টেলিযোগাযোগ ক্ষেত্রে অনেক লাভবান হবে। বহির্বিশ্বের সঙ্গে টেলিযোগাযোগ সেবা নিরবচ্ছিন্ন থাকবে।

12
গত অর্থবছরে আমদানি পর্যায়ে সর্বাধিক রাজস্ব প্রদানকারী ১০টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। পাঁচটি সরকারি সংস্থা ও পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠান এ সম্মাননা লাভ করে।
সম্মাননা পাওয়া বেসরকারি প্রতিষ্ঠানগুলো হচ্ছে—উত্তরা মোটরস লিমিটেড, আবুল খায়ের মিল্ক প্রডাক্টস, মারিন ভেজিটেবল অয়েল লিমিটেড, টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড ও সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। আর সরকারি সংস্থাগুলোর মধ্যে রয়েছে—মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, পদ্মা অয়েল, ইআরএল, যমুনা অয়েল ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

* আন্তর্জাতিক শুল্ক দিবস 26 January

13
বিমা কোম্পানির পরিচালকেরা একই সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক থাকতে পারবেন না। আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে তাঁদের যেকোনো একটি বেছে নিতে হবে। হয় তাঁরা বিমা কোম্পানির পরিচালক থাকবেন, আর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক পদ থেকে ইস্তফা দেবেন, অথবা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক থাকবেন এবং বিমা কোম্পানি থেকে পদত্যাগ করবেন। দেশের ৩১টি বেসরকারি বিমা কোম্পানির চেয়ারম্যানের উদ্দেশে গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একই সঙ্গে বিমা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক থাকা আইন পরিপন্থী। ২৯ ফেব্রুয়ারির পর থেকে এই ধারা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ৫০ ও ১৩৪ ধারায় ব্যবস্থা নেওয়া হবে।’ ১৩৪ ধারা অনুযায়ী, আইন লঙ্ঘনকারীকে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে। লঙ্ঘন অব্যাহত থাকলে প্রতিদিনের দেরির জন্য বাড়তি জরিমানা গুনতে হবে পাঁচ হাজার টাকা।

http://www.prothom-alo.com/detail/date/2012-01-27/news/219752

14
BBA Discussion Forum / New half-yearly monetary policy for FY 2011-12
« on: January 26, 2012, 11:41:08 PM »
The Bangladesh Bank (BB) is expected to announce its half-yearly monetary policy for the remaining six months of the current fiscal year (FY), 2011-12. The new monetary policy, as the reports in the media indicated, will be more contractionary in its essence to curb some avoidable spending in both public and private sectors in order to help rear in inflation.

The monetary policy is the process by which the central bank controls the supply of money, interest rate, exchange rate and price levels. It has not been a long time since when BB started announcing its monetary policy stance.

* The Monetary Policy Statement (MPS) was first issued by the BB in January 2006.


According to reports, many experts made strong pleas to the central bank to be more cautious in preparing the monetary policy for January-June period of 2012 -- the second half of the current FY. They have drawn the attention of the authorities of the Bangladesh Bank (BB) to some challenging issues such as soaring inflation, depreciation of taka and making credit-flow available to productive sectors, in the context of an otherwise rising public borrowing by the government from the banking system.

The new monetary policy is considered very important as it warrants some strong steps by the central bank to tame inflation and help keep the government's borrowing within the limits of 6.7 per cent and 5.0 per cent respectively, while being pro-active on making sustained efforts to help achieve the growth target of 7.0 per cent for the country's gross domestic product (GDP) in FY 2011-12.

Under the current economic situation, the BB has otherwise no option but to go for a contractionary monetary policy. That is what some economists have stressed. If needed, the central bank, as they have suggested, should go beyond its normal practice of preparing the monetary policy alone, and sit particularly with the ministry of finance and the National Board of Revenue (NBR) to make the monetary management more effective and help achieve its key objectives.

Inflation, depreciation of taka and the extent of public borrowings are major challenges for the government. The central bank needs to address such issues very carefully. Achieving the objectives of the monetary policy for the second half of the current fiscal is important in the view of the snags that the BD's last half-yearly monetary policy hit, leading to problems in implementation. It has to give an effective attention now, particularly to contain the rising trend of non-food inflation and to ensure exchange rate management in effective ways to help minimise the pressure on the country's foreign exchange reserve.

The new monetary policy statement (MPS) does need to reflect the BB's outlook on the real sectors and monetary developments over the immediate future and the goals, objectives and targets that it plans to pursue, based on its assessment of the developments over the preceding period. In its policy approach, the central bank will have to take, what some economists have noted, appropriate measures to influence real sector prices using 'monetary targeting'.

The country's monetary policy, as it is well-known, is conditioned by the fiscal policy and the BB has to accommodate itself to the latter, while pursuing its efforts to attain some given targets. It has so far been neither realistic nor possible to independently determine an inflation target by the BB.

On its part, the central bank, according to reports published in the media on the basis of views expressed by some economists, has reportedly shifted its focus from the foreign asset based monetary expansion strategy of FYs 2009-10 and 2010-11 on to a domestic credit based strategy in recent times, in view of a slowdown in the growth of remittance inflows and a marked decline in disbursements of external aid. In the immediate past policy document, the BB had also set the target to lower credit growth to cut inflation and maintain external stability.

However, it is certainly not always possible to attain the target. Last fiscal year, a target was also fixed for cutting credit growth. But it crossed the target because of increased government borrowing, exceeding its initial projection. It is a reality that the BB has always been trying to adjust with the changing borrowing needs and strategies of the government. Hence, the question arises as to whether it is it really possible on its part to control borrowing by the government and state-owned enterprises.

Moreover, a large chunk of credit is provided by the state-owned banks, where the BB can not influence much the credit policy with regard to accommodating the needs of the government and the parastatals, even as the regulator. In such a situation, a sound policy document should come up with constructive suggestions and a way-out for better outcome.

For ensuring a smooth functioning of the country's banking system with efficiency, the central bank needs to enforce its given regulatory ceilings relating to capital market exposures, sound liquidity management, and prudent advance-deposit ratios. Its policy should project and identify the path for attaining some goals. Even when the goals are fixed, the path may be changed with the changing circumstances.

In Bangladesh, the monetary policy goals are largely determined by the fiscal policy and the BB has, as of necessity to identify, paths to accommodate that. In this context, the success of the central bank with regard to implementation of its monetary policy depends, to a large extent, on how efficiently and quickly it adjusts its goals, targets and objectives to the changing ones of the government.

Although the central bank has been pursuing a contractionary monetary policy, the government has been following an expansionary fiscal policy -- mainly on account of safety nets and subsidies. According to some experts, the contractionary monetary policy has reduced the amount of total loanable funds in economy. The government deficit, being met by its borrowing from the banking sector, has tended to crowd out the private sector, as far as the availability of credit funds is concerned. If this practice continues in the coming months, it will further raise the cost of borrowing, as the experts have feared.

Bangladesh is otherwise an import-dependent economy. As such, it is also important to consider how a contractionary monetary policy, coupled with continuing depreciation of taka, is affecting producer and consumer welfare. Producers are affected when their productivity is hampered due to rising costs; consumers are affected when producers pass on such costs to consumers.

Under the circumstances, the imperative on the part of the BB to coordinate its policy with that of the government is all the more strong. If there is misalignment of two policies, it can lead to more strains and stresses in the country's financial sector. The monetary policy does also need to be pursued with extra care in a low income country like Bangladesh where narrow money use is still wide.

A contractionary monetary policy, running in tandem with an expansionary fiscal policy, can not serve useful purposes, more so if the government would like printing money to finance its deficit. This will only aggravate the inflationary situation.

Meanwhile, the BB would, at this stage, also need to use its policy tools to allow further recapitalisation of domestic banks, which are mostly in the private sector.

click here to read the policy: http://www.bangladesh-bank.org/openpdf.php

15
The government has decided to open country’s capital account aiming to facilitate local financiers invest abroad, especially in four African countries. The four African countries include – Mali, Senegal, Ghana, and Ivory Coast. The governments of four African countries were positive in giving their consents on legal status to allow Bangladesh entrepreneurs cultivate food grains in their lands. There are huge opportunities of investment in agriculture in those countries, FBCCI recommended, adding there is also bright prospect of manpower exports to those states.In the mean time, the flagship investors of China, India have already invested in the African countries. There are different types of food grain produced in different countries in African subcontinent, FBCCI suggested.

Pages: [1] 2 3