Daffodil International University

Faculties and Departments => Business & Entrepreneurship => Business Administration => Topic started by: Md. Alamgir Hossan on June 05, 2015, 12:14:53 AM

Title: যে কারণে গাড়ি রেখে রিকশায়; জানালেন মাশরাফি
Post by: Md. Alamgir Hossan on June 05, 2015, 12:14:53 AM
টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজার দুর্ঘটনায় শঙ্কিত কোটি ভক্ত-সমর্থকরা। যদিও তার আহতের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) এবং মাশরাফি নিজেও বলেছেন গুরুতর কিছু হয়নি, খেলতে পারবেন বলে জানানো হয়েছে।

কিন্তু প্রশ্ন হলো- দুই-দুইটা গাড়ি থাকার পরেও কেন রিকশা নিয়ে মাঠে গেলেন তিনি!হুম, কারণটি জানালেন মাশরাফি নিজেই।

মাশরাফি জানিয়েছেন, দুইটি গাড়িই দুর্ভাগ্যজনকভাবে বৃহস্পতিবার তার নাগালের বাইরে ছিলো। মেয়ে হুমাইরার টিকা দেওয়ার তারিখ থাকায় একটি গাড়ি মেয়েকে নিয়ে গেছে। অপরদিকে আরেকটি গাড়ির ব্রেক নষ্ট থাকার কারণে সেটি নিতে পারেননি তিনি।

তার বাসা থেকে মিরপুর স্টেডিয়াম ১০-১৫ মিনিটের দূরত্ব হওয়ার কারণেই রিকশা নিয়ে অনুশীলনে যান মাশরাফি।

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার অনুশীলনে যাওয়ার পথে মাশরাফিকে বহন করা রিকশাকে পিছন থেকে ধাক্কা দেয় একটি বাস। সকাল ৯ টায় বাসা থেকে বের হয়ে স্টেডিয়ামের উদ্দেশে রিকশায় রওয়ানা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে তার দু'হাতে ও হাঁটুতে আঘাত পেলে পরে দুই হাত ও হাঁটুতে ব্যান্ডেজ করা হয়।
Title: Re: যে কারণে গাড়ি রেখে রিকশায়; জানালেন মাশরাফি
Post by: Tofazzal.ns on June 06, 2015, 11:36:00 AM
Very bad news for Bangladesh team....