Daffodil International University

Career Development Centre (CDC) => Career Tips => Career Planning => Career Guidance => Career Jokes => Topic started by: sajol on January 27, 2012, 02:52:53 PM

Title: Not jokes !
Post by: sajol on January 27, 2012, 02:52:53 PM

শিক্ষক :- আচ্ছা বলতো, তাজমহল কোথায় অবস্থিত?
ছাত্র :- জানি না স্যার।
শিক্ষক :- তাহলে বেঞ্চের উপর দাড়া।
ছাত্র :- বেঞ্চের উপর দাড়ালে কি তাজমহল দেখতে পাবো স্যার।

ইন্টারভিউ কক্ষে এক অল্প শিক্ষিত ব্যাক্তি ইন্টারভিউ দিচ্ছে।
প্র: কর্তা :- তুমি ইংরেজী গ্রামারের কোন অংশ ভালো পার?
স্যার ট্রান্সলেশন ভালো পারি।
প্র: কর্তা :- তাহলে বলতো ’সে গেলো তো গেলো এমনভাবে গেলো আর ফিরে এল না’ এর ইংরেজী কি হবে?
চটপট্ স্যার হি ওয়েন্ট টু ওয়েন্ট এমনভাবে ওয়েন্ট আর ডিড নট কাম।

শিক্ষকঃ বলতো আলম, আম বা যে কোন ফল উপরের দিকে না গিয়ে নিচে পড়ে কেন?
ছাত্রঃ উপরে খাওয়ার লোক নেই তাই।

শিক্ষকঃ ইংরেজিতে ট্রান্সলেশন করো-"সে ডুব দিল, কিন্তু উঠল না।"
ছাত্রঃ হি হ্যাজ ডাইড!
শিক্ষকঃ কীভাবে?
ছাত্রঃ সে তো আর ওঠেনি। তাহলে নিশ্চয় মারা গেছে!

শিক্ষক ক্লাসের সবাইকে একটি ক্রিকেট ম্যাচের উপর রচনা লিখতে বললেন।
 জাহিদ ছাড়া সবাই রচনা লিখতে ব্যস্ত হয়ে পড়ল।
জাহিদ শুধু লিখলঃ "বৃষ্টির কারণে ক্রিকেট ম্যাচটি পণ্ড হয়ে গেছে!!

(Voice Change) পরীক্ষার হলে একজন পরীক্ষার্থী হটাৎ জোরে চিৎকার দিয়ে উঠল।
শিক্ষক :- তুমি এত জোরে চিৎকার দিলে কেন?
ছাত্র :- স্যার, প্রশ্নে লেখা আছে ভয়েস্ চেঞ্জ
কর।

শিক্ষক ছাত্রকে পড়া জিজ্ঞেস করলে বলতে পারল না ।
শিক্ষক রাগ করে বললেন, তুমি কি বাসায় পড়?
ছাত্র :- না স্যার !
শিক্ষক :- কেন পড় না ?
চাত্র :- স্যার পরলে ব্যাথা পাই তাই।

শিক্ষক ক্লাশে বাংলা গ্রামারের পদ পড়াচ্ছেন----
শিক্ষক :- ছাত্রদের উদ্দেশ্য করে - বলতো একটি ছেলে গাছ থেকে মাটিতে পড়ে গেল এটি কোন পদ?
এক ছাত্র :- স্যার এটা বিপদ।

দুই ছাত্র মারামারি করার পর শিক্ষক তাদের শাস্তি হিসেবে তাদের নিজের নাম ১০০ বার করে লিখতে বললেন।
১ম ছাত্র :- স্যার আপনি রহিমের পক্ষে রায় দিয়েছেন।
শিক্ষক :- কেন ! আমি তো দু’জনকেই সমানভাবে ১০০ বার নাম লিখতে দিয়েছি!!
১ম ছাত্র :- স্যার ওর নাম হচ্ছে আ: রহিম আর আমার নাম হচ্ছে ওমর ইবনে আব্দুল গাইয়্যুম।

ব্যকরণ শিক্ষক :- বলতো টুটুল ধ্বনি কহাকে বলে ?
টুটুল :- স্যার এটাতো একদম সহজ প্রশ্ন এ জগতে যার ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি বেশি তাকে ধ্বনি বলে।

ছাত্র :- জুন আই কাম ইন স্যার।
শিক্ষক :- এই নতুন ইংরেজী কবে আমদানী করলে?
ছাত্র :- গত মাসে আপনিইতে ক্লাশে ঢোকার সময় বলেছিলেন।
শিক্ষক :- আমি তো বলেছিলাম "মে আই কাম ইন"।
ছাত্র :- কিন্তু স্যার মে মাস তো শেষ এখন জুন মাস চলছে।

Title: Re: Not jokes !
Post by: faham on January 28, 2012, 10:14:57 PM
nice1... :D
Title: Re: Not jokes !
Post by: sethy on January 30, 2012, 05:46:31 PM
Nice invention. All of them are very useful and funny. But I think the staircase, the glasses are best.....
Title: Re: Not jokes !
Post by: goodboy on January 30, 2012, 07:28:42 PM
Some spectacular inventions!!!!
Title: Re: Not jokes !
Post by: Narayan on February 05, 2012, 11:07:48 AM
Excellent post......
Title: Re: Not jokes !
Post by: arefin on March 09, 2012, 02:19:47 PM
Nice share, thanks
Title: Re: Not jokes !
Post by: sajol on June 01, 2012, 07:07:22 PM
এক কথায় উত্তর
পদা: “এক কথায়” যদি তোকে নিজের সবচেয়ে খারাপ গুণটার কথা বলতে বলা হয়, তাহলে কোন খারাপ গুণটির কথা বলবি?
গদা: কারো আদেশ বা অনুরোধ মেনে চলা আমার পক্ষে খুবই অসম্ভব ব্যাপার।

মেধাশূন্য পৃথিবী
গদা: জানিস পদা, পৃথিবী দিন দিন মেধাশূন্য হয়ে পড়ছে।
পদা: কিভাবে?
গদা: এই ধর এরিস্টটল মারা গেলো, নিউটন গত হয়েছে, আইনস্টাইন মরে ভূত হয়ে গেল, স্টিফেন হকিং-এর স্বাস্থ্যও খারাপ, আমার শরীরটাও বেশি ভালো থেকছি না কয়েকদিন ধরে…

কল্পনা করা বন্ধ করব
ইন্টারভিউ বোর্ডে সর্দারজিকে প্রশ্ন করলেন এক প্রশ্নকর্তা, ‘কল্পনা করো তো, তুমি একটা ২০ তলা বাড়ির ১৫ তলায় আছ। এমন সময় ভীষণ আগুন লেগে গেল। সবাই ছোটাছুটি শুরু করল। তুমি কী করবে?’
সর্দারজি: আমি কল্পনা করা বন্ধ করব!

নির্ভরযোগ্য প্রার্থী
ইন্টারভিউ বোর্ডে প্রার্থীকে বলছেন কর্মকর্তা, ‘আমাদের এখানে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে হবে।’
প্রার্থী: সে ক্ষেত্রে আমিই বোধহয় আপনার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য প্রার্থী।
কর্মকর্তা: কীভাবে?
প্রার্থী: আমি গত চার মাসে ১০ বার চাকরিস্থল বদল করেছি।

Title: Re: Not jokes !
Post by: sajol on June 01, 2012, 07:12:11 PM
হাতি কখনো হারায় না
: বলো তো হাতি কোথায় খুঁজে পাওয়া যায়?
: হাতি কখনো খুঁজতে হয় না। হাতি এত বড় যে কখনো হারায় না।
Title: Re: Not jokes !
Post by: sajol on June 01, 2012, 07:14:08 PM
শিক্ষাগত যোগ্যতা
নিয়োগকর্তা – আপনার শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী- আজ্ঞে এফ, এস, সি স্যার
নিয়োগকর্তা – বা ভাল তারপর বলুন এই যে আপনাকেই বলছি, আপনার শিক্ষাগত যোগ্যতা কি
অপর আবেদনকারী (পুত্র) – আজ্ঞে বি এস, সি, স্যার
নিয়োগকর্তা- বেশ খুশি হলাম । তা আপনার? হ্যা আমি এই ম্যাডামকে বলছি। আপনার কোয়ালিফিকেশন জানতে চাইছি । মহিলা আবেদনকারী (মা) – আজ্ঞে এম, এস,সি
নিয়োগকর্তা- বা । আপনারা দেখছি সবচেয়ে ভাল শিক্ষাগত যোগ্যতা রাখেন ।
স্যার আপনি একটু বোধ হয় ভুল করছেন
নিয়োগকর্তা – কেন? কেন ?
মহিলা- আজ্ঞে এম, এস, সি মানে মাদার অব সেভেন চিলড্রেন
পুরুষ- আজ্ঞে আমি ফাদার অব সেভেন চিলড্রেন ।
ছেলে- আমি ব্রাদার অব সিক্স চিলড্রেন
Title: Re: Not jokes !
Post by: sajol on June 01, 2012, 07:15:57 PM
বিমানবাহিনী পছন্দের কারণ
বিমানবাহিনীতে একটি ইন্টারভিউ।
–সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী- এই তিনটির মধ্যে বিমানবাহিনীকে পছন্দ করলে কেন?
–একমাত্র বিমানবাহিনীর যোদ্ধারাই পালানোর সময় ঘন্টায় ৫০০ মাইল বেগে পালাতে পারে।
Title: Re: Not jokes !
Post by: sajol on June 01, 2012, 07:18:10 PM
বিশ্বমান
বাংলাদেশের গাড়িগুলোকে বিশ্বমানে পৌঁছে দিতে হলে কী করতে হবে?
-বিশ্বমানকে বাংলাদেশের মানে নামিয়ে আনতে হবে।
Title: Re: Not jokes !
Post by: sadique on June 02, 2012, 12:34:39 AM
দুঃখিত না হেসে পারলাম না......হাহাহহাহাহা......
Title: Re: Not jokes !
Post by: Mustafizur rRhman on June 13, 2012, 12:34:12 PM
Hilarious.
Title: Re: Not jokes !
Post by: Mohammad Salek Parvez on August 28, 2012, 11:02:10 AM
enjoyed very much.
:SP:
Title: Re: Not jokes !
Post by: Farhana Israt Jahan on November 17, 2012, 10:33:40 AM
I also enjoyed very much
Title: Re: Not jokes !
Post by: Kanij Nahar Deepa on September 25, 2013, 03:17:14 PM
i just enjoyed all the posts...:D
Title: Re: Not jokes !
Post by: ehsan217 on September 25, 2013, 04:16:46 PM
Very nice jokes.I enjoyed very much.Thank you for the post.
Title: Re: Not jokes !
Post by: sadia.ameen on September 26, 2013, 11:23:04 AM
 :) ;D ;D ;D ::) Feeling happy now.....
Title: Re: Not jokes !
Post by: proteeti on March 28, 2014, 03:02:49 PM
 :)
Title: Re: Not jokes !
Post by: kwnafi on July 16, 2014, 10:20:17 PM
 :D :D :D :D
Title: Re: Not jokes !
Post by: arefin on January 23, 2015, 10:22:09 AM
(https://www.facebook.com/photo.php?fbid=696814167102593&set=a.470915439692468.1073741826.100003220484239&type=1)
Title: Re: Not jokes !
Post by: Naznin.Tania on January 25, 2015, 12:03:16 PM
Very Funny.... ;D ;D ;D
Title: Re: Not jokes !
Post by: Bipasha Matin on December 11, 2016, 06:45:02 PM
 ;D ;D ;D ;D
Title: Re: Not jokes !
Post by: Saujanna Jafreen on January 25, 2017, 02:32:55 PM
হাহাহহাহাহা...... :D :D :D