Daffodil International University

Entertainment & Discussions => Life Style => Art => Topic started by: rima.eee on April 21, 2017, 09:14:41 PM

Title: সঙ্গীতশিল্পী লাকি আখন্দ আর নেই
Post by: rima.eee on April 21, 2017, 09:14:41 PM
নয়া দিগন্ত অনলাইন
২১ এপ্রিল ২০১৭,শুক্রবার, ১৯:৪৮
প্রখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক ও শিল্পী লাকী আখন্দ আর নেই। আজ শুক্রবার সন্ধ্যায় তিনি রাজধানীর আরমানিটোলায় নিজ বাসায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

লাকী আখন্দের মেয়ে মামিন্তি ও তার স্ত্রী মরিয়ম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন কিংবদন্তী সুরস্রষ্টা লাকী আখান্দ।

লাকী আখান্দের জন্ম ১৯৫৬ সালের ১৮ জুন। পাঁচ বছর বয়সেই তিনি তার বাবার কাছ থেকে সংগীত বিষয়ে হাতেখড়ি নেন। তিনি ১৯৬৩-১৯৬৭ সাল পর্যন্ত টেলিভিশন এবং রেডিওতে শিশু শিল্পী হিসেবে সংগীত বিষয়ক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তিনি মাত্র ১৪ বছর বয়সেই এইচএমভি পাকিস্তানের সুরকার এবং ১৬ বছর বয়সে এইচএমভি ভারতের সংগীত পরিচালক হিসেবে নিজের নাম যুক্ত করেন।

১৯৮৪ সালে সারগামের ব্যানারে লাকি আখন্দের প্রথম সলো অ্যালবাম লাকি আখন্দ প্রকাশ পায়। তিনি ব্যান্ড দল হ্যাপি টাচএর সদস্য।

তার সংগীতায়জনে করা বিখ্যাত গানের মধ্যে রয়েছে এই নীল মনিহার, আবার এলো যে সন্ধ্যা এবং আমায় ডেকো না।
তিনি বাংলাদেশ বেতারের পরিচালক (সংগীত) হিসেবে কর্মরত ছিলেন।