Daffodil International University

IT Help Desk => Use of PC => Topic started by: Zahir_ETE on July 08, 2015, 04:55:00 PM

Title: ফেইসবুকে পর্নো ভিডিও ক্লিকে সাবধান
Post by: Zahir_ETE on July 08, 2015, 04:55:00 PM
ফেইসবুক বন্ধুদের শেয়ার করা পর্নো ভিডিওটিতে ক্লিক করার আগে একটু ভেবে দেখুন।


তবে ক্লিক যদি করেই ফেলেন এবং লিঙ্কটি যদি আপনার ফ্ল্যাশ সফটওয়্যার আপডেট করতে বলে তবে সঙ্গে সঙ্গে ওই ব্রাউজার উইন্ডোটি কন্ধ করে দিন। কারণ, আপনি নিশ্চিত থাকতে পারেন-- এটি ম্যালওয়্যার।
নিরাপত্তা গবেষক মোহাম্মাদ ফাগানির মতে, “ম্যালওয়্যারটি আদতে পর্নোভিত্তিক ট্রোজান, যা মাত্র দুই দিনে ঘায়েল করেছে প্রায় ১ লাখ ১০ হাজার ফেইসবুক অ্যাকাউন্ট।” ম্যালওয়্যারটি আক্রমণ কৌশলটিকে “ম্যাগনেট” নাম দিয়েছেন ফাগানি এবং এটি আক্রান্ত ব্যবহারকারীর কিবোর্ড ও মাউসের মাধ্যমে করা কাজগুলোর লগ বা বিস্তারিত তথ্য চুরি করতে পারে, জানিয়েছে ব্রিটিশ দৈনিক পত্রিকা গার্ডিয়ান।
ম্যালওয়্যারটি কীভাবে কাজ সে বিষয়টিও ব্যাখ্যা করেন মোহাম্মাদ ফাগানি। তিনি জানান-- “আক্রান্ত ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে তার বন্ধুদের ট্যাগ করে ফেইসবুকে একটি পর্নো ভিডিও শেয়ার করে ট্রোজান ম্যালওয়্যারটি। লিঙ্কটিতে ক্লিক করলে ব্যবহারকারীদের একটি ফ্ল্যাশ প্লেয়ার ডাউনলোড করতে বলা হয়। ওই ফ্ল্যাশ প্লেয়ারটি আসলে ট্রোজান ম্যালওয়্যারটির ডাউনলোড লিঙ্ক।”
Title: Re: ফেইসবুকে পর্নো ভিডিও ক্লিকে সাবধান
Post by: asitrony on July 13, 2015, 04:27:04 PM
Very informative knowledge!


Thanks for the post!

Thanks,
Asit Ghosh,
Senior Lecturer, Te
Title: Re: ফেইসবুকে পর্নো ভিডিও ক্লিকে সাবধান
Post by: sisyphus on November 23, 2015, 10:44:51 AM
এই সমস্যার সবচেয়ে সহজ সমাধান ব্রাউজারে ফ্ল্যাসব্লক এডওন/এক্সটেনশন ব্যবহার করা।