Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - sarmin sultana

Pages: [1] 2 3
1
ডিপ্রেশন ব্যথার কারণ আবার ব্যথাও ডিপ্রেশনের কারণ হতে পারে। সেরেটোনিন ও ডোপামিনের লেভেল একে অন্যের ভারসাম্যের জন্য কাজ করে। ব্যথার জন্যও অ্যাংজাইটি হতে পারে। এজন্য ইতিবাচক আচরণ, সামাজিক সম্পর্ক বজায় রাখা এবং কোন বিষয়টি আপনাকে সুখী করে তা খুঁজে বের করা জরুরি। নিয়তিতে বিশ্বাস করা আর আশাবাদী হওয়া এক বিষয় নয়।

এবার আসুন, আমরা এমন কিছু কথা জেনে নিই যেগুলো মানসিক কষ্ট বা ডিপ্রেশনে আক্রান্ত মানুষকে বলা ঠিক নয়।

১। কেউ ডিপ্রেশনে ভুগলে তাঁকে কখনোই বলা উচিৎ নয় যে, ‘তোমার চেয়েও খারাপ অবস্থায় অনেকেই আছেন’। বরং আপনি তাঁকে এই বলে আশ্বস্ত করুন যে, ‘তুমি একা নও, আমি আছি তোমার পাশে’।

২। চরম বিষণ্ণতায় ভুগছেন এমন মানুষকে ‘জীবনের সবকিছুই মানুষের অনুকূলে থাকেনা’ এই কথাটি বলবেন না। বলুন, ‘তুমি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ’।

৩। তাঁকে সরাসরি, ‘তুমি বিষণ্ণতায় ভুগছ’ না বলে বলুন ‘এমন সময় জীবনে আসতেই পারে, বিষণ্ণ হওয়া খারাপ কিছু না’।

৪। ‘তোমার অবকাশ যাপনে যাওয়া উচিৎ’ এই কথাটি বলা ঠিক নয়। কারণ কোথাও বেড়াতে গেলেই সে ডিপ্রেশন থেকে সত্যিকার ভাবে মুক্ত হতে পারবেনা। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের Langone Medical Centerএর মনোবিজ্ঞানের প্রফেসর, MD, Norman Sussman বলেন, ‘ডিপ্রেশন তাঁদের সাথে থাকে এবং তাঁরা ভালো অনুভব করছেনা এজন্য অপরাধ বোধে ভোগে’।

৫। ‘হাসো বা উল্লাস কর’ এই কথাটি বলে আপনি তাঁকে সবচেয়ে সহজ ও ভুল পথ দেখাচ্ছেন। Sussmanএর মতে এটা বলা আর একজন পা ভাঙ্গা লোককে হাঁটার চেষ্টা করতে বলা একই কথা।

৬। অ্যাংজাইটিতে ভুগছেন এমন মানুষ আপনি যখন বলেন যে, ‘তোমার কৃতজ্ঞ হওয়ার মত অনেক কিছু আছে’ তখন সে বিচার করে এইভাবে, ‘আমি সুখি হওয়ার জন্য কিছুই করিনি, আমি জীবনের প্রতি কৃতজ্ঞ না’। যিনি অ্যাংজাইটিতে ভুগছেন তিনি সবসময় লজ্জা ও অপরাধবোধে ভোগেন। আপনি যদি কোন ভাবে পরিমাপ করতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে, অ্যাংজাইটিতে ভুগছেন এমন মানুষ তাঁর শরীরের প্রতিটা বিন্দু দিয়ে চেষ্টা করেন ভালো থাকতে।  কেউ ইচ্ছা করে দুঃখী থাকতে চায় না।

 মানুষের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে তাঁর সামর্থ্য অনেক গুরুত্ব পূর্ণ। Bandura's theory of social action এর মতে, আপনার জীবনকে ভালো রাখার জন্য আপনার একটি পদক্ষেপই যথেষ্ট। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি ভিন্ন কিছু করবেন। আপনার ইতিবাচক আচরণ আপনার বিশ্বাস বাড়িয়ে দিবে। অদৃষ্টবাদ এই বিশ্বাস নষ্ট করে। অদৃষ্টবাদে বলা হয় যা হবার তা হবেই তুমি যত চেষ্টাই করনা কেন। তাই আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আপনি চাইলেই নিজের পরিস্থিতির উন্নয়ন করতে পারেন।

- See more at: http://www.priyo.com/2015/Dec/01/182002



Sarmin Sultana
Coordination Officer
BBA Program

2
থেকে উঠে অনেকে অনেক কাজ করে থাকেন। কেউ খালি পেটে পানি পান করেন কেউ বা চা আবার কেউ খালি পেটে কফি পান করে থাকেন। কিন্তু আপনি কি জানেন খালি পেটে কোন খাবারগুলো খাওয়া উচিত আর কোন খাবারগুলো খাওয়া একেবারেই উচিত নয়? খালি পেটে লেবু পানি বা রসুনের কোয়া  খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী তা আমরা জানি। এমন কিছু খাবার আছে যা দারুন স্বাস্থ্যকর, কিন্তু খালি পেটে খাওয়া একদমই উচিত নয়। 
১। সোডা জাতীয় পানি পান
খালি পেটে কোক, মিরিন্ডা, বা সোডা জাতীয় খাবার খেলে কি হবে? এই খাবারগুলো অ্যাসিড লেভেল বৃদ্ধি করে দেয়, যার কারণে অ্যাসিডিটি সমস্যা, বমি বমি ভাব এমনকি জ্বালাপোড়ার সমস্যা দেখা দিয়ে থাকে।
২। কলা
স্বাস্থ্যকর এই ফলটি খালি পেটে খাওয়া বেশ ক্ষতিকর। আমরা সবাই জানি কলা ম্যাগনেসিয়ামের একটি বড় উৎস। কিন্তু খালি পেটে কলা খেলে শরীরের ম্যাগনেশিয়ামের পরিমাণ বৃদ্ধি করে দেয়। যার কারণে শরীরে ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়ামের মধ্যে ভারসাম্যহীনতা দেখা দেয়। যা হৃদয় ও রক্ত ধমনী জন্য ক্ষতিকর হয়ে থাকে। 
৩। টমেটো
টমেটোতে প্রচুর পরিমাণে পেকটিন এবং ট্যানিক অ্যাসিড রয়েছে। টমেটো খালি পেটে খেলে, ট্যানিক এবং পেকটিন অ্যাসিডের সাথে গ্যাস্ট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটিয়ে থাকে। যা পাকস্থলীতে পাথর সৃষ্টি করে।
৪। টক দই
স্বাস্থ্যকর টকদই ও খালি পেটে খাওয়া অস্বাস্থ্যকর। এটি আপনার হজম শক্তি নষ্ট করে দেয়। এমনকি টকদইয়ে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় খালি পেটে এটি খাওয়ার কারণে।
৫। মিষ্টি আলু
মিষ্টি আলুতে টমেটোর মত পেকটিন এবং ট্যানিক অ্যাসিড রয়েছে। যার কারণে খালি পেটে খেলে পাকস্থলীতে পাথর হতে পারে। এমনকি এটি বুক জ্বালাপোড়া, গ্যাসিটের ব্যথার কারণও হয়ে দাঁড়ায়।
৬। মশলা জাতীয় খাবার
অতিরিক্ত ঝাল মশলা জাতীয় খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। খালি পেটে ঝাল মশলা জাতীয় খাবার খাওয়ার ফলে পাকস্থলীতে গ্যাস সৃষ্টি হয়ে থাকে, যা অ্যাসিডিটিসহ পেটে ব্যথার কারণ হয়ে থাকে।

  Source: http://www.priyo.com/2015/Dec/01/181651



Sarmin Sultana
Coordination Officer
BBA Program

3
There are thousands of sculptures around the world, but few are this creative...

Las Colinas, Texas


New York



Wroclaw, Poland


Portland, Oregon


Singapore


Budapest, Hungary


Turtle Bay, New York


Philadelphia, Pennsylvania


Black Ghost statue, Klaipeda, Lithuania


Marseilles, France


South Africa


Brussels, Belgium



Sarmin Sultana
Coordination Officer
BBA Program


4
Business Administration / 10 Best Business Books of 2014
« on: December 03, 2014, 03:34:03 PM »
These 10 business books were the real eye-openers for entrepreneurs in the year 2014.

1. How to Be a Power Connector
Author: Judy Robinett
Subtitle: The 5 50 100 Rule for Turning Your Business Network Into Profits
Best quote: "For you to become a master of strategic relationship, you need to do more than just connect, care, and add value (although those elements are the most basic requirements of any relationship). You need to 1) pinpoint the relationships you will pursue and nurture; 2) reach beyond just friends, family, and profession and build a wide network of connections; 3) use a system for adding value to those contacts regularly; and 3) become the connector between connections--the person who can help people reach a resource they would never know about and could never reach if it weren't for you."
2. The Ambitious Woman
Author: Esther Spina
Subtitle: What It Takes and Why You Want to Be One
Best quote: "If you want to be successful, then you must choose to do what ambitious people do. How about the stay-at-home mom who knows how to handle her kids and keeps her home running smoothly--she's successful. What about the woman who can balance her career and family--she's successful. The woman who is determined to earn her degree, the woman who is a visionary and is making her dream a reality, the woman who is consistent in character and the way she lives life--they are all successful. Why? Because they are Ambitious Women."
3. Money: Master the Game
Author: Anthony Robbins
Subtitle: 7 Simple Steps to Financial Freedom
Best quote: "The secret to wealth is simple: Find a way to do more for others than anyone else does. Become more valuable. Do more. Give more. Be more. Serve more. And you will have the opportunity to earn more--whether you own the best food truck in Austin, Texas, or you're the top salesperson at your company or even the founder of Instagram."
4. The Gen Z Effect
Authors: Tom Koulopoulos and Dan Keldsen
Subtitle: The Six Forces Shaping the Future of Business
Best quote: "The generational divides have stood in our way for so long, undermining our ability to innovate in what is quickly becoming a post-generational world. Post-generational thinking requires that we not only change our individual perceptions of the boundaries between generations, but also build organizations that can do the same."
5. Scrum
Author: Jeff Sutherland
Subtitle: The Art of Doing Twice the Work in Half the Time
Best quote: "Traditionally, management wants two things on any project: control and predictability. This leads to vast numbers of documents and graphs and charts ... Months of effort go into planning every detail, so there will be no mistakes, no cost overruns, and things will be delivered on schedule. The problem is that the rosy scenario never actually unfolds ... Every project involves discovery of problems and bursts of inspiration. Trying to restrict any human endeavor of any scope to color-coded charts and graphs is foolish and doomed to failure. It's not how people work, and it's not how projects progress. It's not how ideas reach fruition or how great things are made."
6. The Soft Edge
Author: Rich Karlgaard
Subtitle: Where Great Companies Find Lasting Success
Best quote: "Innovation in companies is very much like a healthy immune response in living organisms. People who enjoy long-term health don't have episodic bursts of health. They are healthy nearly all the time. Their immune systems routinely fight off most threats. Can the same be true of companies? The analogy fits. In great companies, innovation is a natural response to threats."
7. The Carpenter
Author: Jon Gordon
Subtitle: A Story About the Greatest Success Strategies of All
Best Quote:
•   I vow to stay positive in the face of negativity;
•   When I am surrounded by pessimism, I will choose optimism;
•   When I feel fear, I will choose faith;
•   When I want to hate, I will choose love;
•   When I want to be bitter, I will choose to get better;
•   When I experience a challenge, I will look for an opportunity to learn and grow;
•   When I experience a setback, I will be resilient;
•   When I meet failure, I will fail forward, toward future success;
•   With vision, hope, and faith, I will never give up and will always move forward toward my destiny;
•   I believe my best days are ahead of me, not behind me;
•   I believe I'm here for a reason and my purpose is greater than my challenges;
•   I believe that being positive not only makes me better, it make everyone around me better;
•   So today and every day I will be positive and strive to make a positive impact on the world.
8. Scaling Up Excellence
Authors: Robert Sutton and Huggy Rao
Subtitle: Getting to More Without Settling for Less
Best quote: "Savvy leaders know that just bombarding employees with a quick PowerPoint presentation, a few days of training, or an inspirational speech won't cut it if they want to spread some goodness from the few to the many. Certainly, there are junctures in every scaling effort when it is wise to choose the easier path or secure a quick victory. Yet as we dug into case after case, and study after study, we saw that every allegedly easy and speedy scaling success turned out to be one we just hadn't understood very well. Scaling requires grinding it out, and pressing each person, team, group, division, or organization to make one small change after another in what they believe, feel, or do."
9. Creativity, Inc.
Authors: Ed Catmull and Amy Wallace
Subtitle: Overcoming the Unseen Forces That Stand in the Way of True Inspiration
Best quote: "The best managers acknowledge and make room for what they do not know--not just because humility is a virtue but because until one adopts that mindset, the most striking breakthroughs cannot occur. I believe that managers must loosen the controls, not tighten them. They must accept risk; they must trust the people they work with and strive to clear the path for them; and always, they must pay attention to and engage with anything that creates fear. Moreover, successful leaders embrace the reality that their models may be wrong or incomplete. Only when we admit what we don't know can we ever hope to learn it."
10. Business Without the Bullsh*t
Author: Me (plus the readers of this blog)
Subtitle: 49 Secrets and Shortcuts You Need to Know
•   "The most timely book of 2014." --Guy Kawasaki
•   "The perfect gift." --Forbes.com
•   "All killer, no filler." --New Hampshire Union Leader
•   "The most useful, snappy career book I have seen in maybe five years." --Penelope Trunk
Best quote: "Conventional wisdom is that business is complicated and its principles difficult to master. However, while every industry and every profession requires specific expertise, the business of business tends to be rather simple. However, the livelihood of hundreds of thousands of management consultants, industry analysts, and corporate trainers depends on keeping things complex--because, after all, once you realize the business is simple, why would you hire them? Beyond your own area of expertise, all you need to be truly successful in the business world is a handful of secrets and shortcuts. And that's what Business Without the Bullsh*t is all about."


Source: http://www.inc.com/geoffrey-james/10-best-business-books-of-2014.html

Sarmin Sultana
Assistant Coordination Officer
BBA Program

5
The World Tourism Organization recently released a report including the planet's top tourism destinations, based on number of visitors last year. The results may not be what you'd expect.

1. France



Number of visitors: 84.7 million

2. The United States
Number of visitors: 69.8 million

3. Spain

Number of visitors: 60.7 million

4. China

Number of visitors: 55.7 million

5. Italy

Number of visitors: 47.7 million

6. Turkey

Number of visitors: 37.8 million

7. Germany

Number of visitors: 31.5 million

8. United Kingdom

Number of visitors: 31.2 million

9. Russia

Number of visitors: 28.4 million

10. Thailand

Number of visitors: 26.5 million

Source: http://www.huffingtonpost.com/2014/08/12/worlds-most-visited-count_n_5673231.html?


Sarmin Sultana
Assistant Coordination Officer
BBA Program

6

ইবোলার বিরুদ্ধে লড়াইয়ে বড়সড় সাফল্য চিকিৎসা বিজ্ঞানীদের। অবশেষে আবিষ্কৃত হল এই মারণ ভাইরাসের প্রতিষেধক। ইবোলার ভ্যাকসিন তৈরি করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিলেন কানাডার গবেষকরা। তবে আরও বেশ কয়েকটি কঠোর পরীক্ষা-নিরীক্ষার পরেই এটি বাজারে ছাড়া হবে।

জানা গিয়েছে, দীর্ঘ গবেষণার পরে ইবোলার ভ্যাকসিন (ভিএসভি-ইবিওভি) তৈরি করেছেন কানাডার ন্যাশনাল মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি’র গবেষকরা। পশু দেহে পরীক্ষা করা হয়েছে, যা চূড়ান্ত সফল। যে কারণে চূড়ান্ত পর্যায়ে পরীক্ষার জন্য ভ্যাকসিনটি সুইজারল্যান্ড পাঠাচ্ছে কানাডা সরকার। আগামী মঙ্গলবারের মধ্যে পরীক্ষামূলক এই ভ্যাকসিনের এক হাজারের বেশি ডোজ জেনেভা পৌঁছাচ্ছে। জেনিভা ইউনিভার্সিটি হসপিটাল (এইচইউজি)-এ স্টোর করে রাখা হবে।

এইচইউজি সূত্রে খবর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুসারে এই পর্যায়ে ভিএসভি-ইবিওভি ভ্যাকসিনগুলিকে মানব দেহে পরীক্ষার পালা। চলতি মাসের শেষ নাগাদ অথবা আগামী মাসে প্রথম থেকে শুরু হবে এই প্রক্রিয়া। আর পরীক্ষা সফল হলে তা হু’র হাতে তুলে দেয়া হবে। চিকিৎসা বিজ্ঞানের জগতে নতুন দিগন্ত খুলে যাবে।- ওয়েবসাইট।

7
গীবত শব্দটির আভিধানিক অর্থ দোষারোপ করা, কুৎসা রটনা, পেছনে সমালোচনা করা, পরচর্চা করা, পরনিন্দা করা, কারো অনুপস্থিতিতে তার দোষগুলো অন্যেও সামনে তুলে ধরা। ইসলামি শরিয়তে গীবত হারাম ও কবিরা গুনাহ। যারা অগ্র-পশ্চাতে অন্যের দোষ বলে বেড়ায় তাদের জন্য ইসলামে ধবংসের দুঃসংবাদ রয়েছে। (মুসলিম)

পবিত্র কোরআনে আল্লাহপাক এরশাদ করেছেন, আর তোমরা অন্যের দোষ খুঁজে বেড়াবে না’। (সূরা আল-হুজুরাত,আয়াত-১২)

গীবতের সবচেয়ে উত্তম সংজ্ঞা দিয়েছেন রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সাহাবি আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদিস থেকে জানা যায়, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা কি জান গীবত কাকে বলে? সাহাবিরা বললেন, আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামই ভালো জানেন। তিনি বলেন, তোমার কোনো ভাই (দীনি) সম্পর্কে এমন কথা বলা, যা সে অপছন্দ করে, তাই গীবত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল, আমি যে দোষের কথা বলি সেটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলেও কি গীবত হবে? উত্তরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তুমি যে দোষের কথা বল, তা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তবে তুমি অবশ্যই গীবত করলে আর তুমি যা বলছো তা যদি তার মধ্যে না থাকে তবে তুমি তার ওপর মিথ্যা অপবাদ দিয়েছো। (মুসলিম)

অনেকে ভাবতে পারেন আমিতো গীবত করি না। অন্যে বলে আমি শুধু শুনি। না, তাদেরও রক্ষা নেই। কারণ তারা গীবতকারীকে সাহায্য করছে এই পাপ কাজ করতে। গীবতকারী গীবত করার জন্য যদি কাউকে না পায় তাহলে সে আর গীবত করতে পারবে না। আর তাই গীবত শ্রবণকারীদের জন্যও রয়েছে আল্লাহর হুকুম। ইসলামের দৃষ্টিতে গীবত করা যেমন নিষেধ, তেমনি গীবত শোনাও নিষেধ। যে গীবত শোনে সেও গীবতের পাপের অংশীদার হয়ে যায়। হাদিস শরিফে আছে, যখন কেউ আপনার সঙ্গে বসে অন্যের গীবত করে তখন তাকে থামতে বলুন, আল্লাহর হুকুমের কথা স্মরণ করিয়ে দিয়ে সাবধান করুন। আর তাতেও যদি কাজ না হয় তবে সেখান থেকে সরে আসুন। কোনোভাবেই গীবত শোনা যাবে না।

গীবতকারীদের সম্পর্কে বলতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। (বুখারী ও মুসলিম)

হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যখন আমাকে মিরাজে নিয়ে যাওয়া হলো, তখন আমি তামার নখ বিশিষ্ট একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম। তারা নখগুলো দিয়ে তাদের মুখমণ্ডল ও বক্ষদেশে আঘাত করে ক্ষত-বিক্ষত করছিলো। আমি জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল! এরা কারা? জিব্রাইল(আ.) বললেন, এরা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করতো এবং তাদের মান-সম্মান নষ্ট করতো। অর্থাৎ তারা মানুষের গীবত ও চোগলখোরী করতো। (আবু দাউদ)

আয়েশা (রা.) থেকে বর্ণিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, দুনিয়াতে যে ব্যক্তি তার ভাইয়ের গোশত ভক্ষণ করবে অর্থাৎ গীবত করবে, কিয়ামতের দিন গীবতকারীর সামনে গীবতকৃত ব্যক্তিকে মৃত অবস্থায় উপস্থিত করা হবে এবং বলা হবে তুমি মৃত অবস্থায় তার গোশত ভক্ষণ কর যেমনভাবে জীবতাবস্থায় তার গোশত ভক্ষণ করতে। অতঃপর সে অনিচ্ছা সত্ত্বেও চিৎকার করতে করতে তা ভক্ষণ করবে। (বুখারী)

সুতরাং অন্যের সমালোচনায় মত্ত না থেকে নিজের দোষগুলো খুঁজে বের করি আর আল্লাহর কাছে সাহায্য চাই যাতে করে নিজের দোষগুলো কাটিয়ে উঠতে পারি।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তার সাহাবিরা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসুল গীবত কি জেনার চেয়েও মারাত্মক? জবাবে তিনি বললেন, হ্যাঁ, কারণ কোনো ব্যক্তি জেনার পর (বিশুদ্ধ) তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। কিন্তু গীবতকারীকে যার গীবত করা হয়েছে, তিনি মাফ না করলে আল্লাহ মাফ করবেন না। (মুসলিম)
 
গীবতের কাফফারা হলো, যার সম্পর্কে গীবত করা হয়েছে তার জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা। হাদিস শরিফে বর্ণিত আছে, গীবতের কাফফারা হলো, তুমি যার গীবত করেছো, তার জন্য মাগফিরাতের দোয়া করবে। তুমি এভাবে করবে, হে আল্লাহ তুমি আমার ও তার গুনাহ মাফ করে দাও। (বায়হাকি)


  - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/317437.html#sthash.IHWDefe0.dpuf



Sarmin Sultana
Assistant Coordination Officer
BBA Program

8
Quotations / 15 Quotes That Remind Us of The Awesome Power of Humility
« on: October 20, 2014, 11:30:38 AM »

1.   Never look down on anybody unless you're helping them up. Jesse Jackson
2.   Humility is not thinking less of yourself, it's thinking of yourself less. -C. S. Lewis
3.   Pride makes us artificial and humility makes us real. -Thomas Merton
4.   "Thank you" is the best prayer that anyone could say. I say that one a lot. Thank you expresses extreme gratitude, humility,        understanding. -Alice Walker
5.   The greatest friend of truth is Time, her greatest enemy is Prejudice, and her constant companion is Humility. -Charles Caleb Colton
6.   The proud man can learn humility, but he will be proud of it. -Mignon McLaughlin
7.   Real genius is nothing else but the supernatural virtue of humility in the domain of thought. -Simone Weil
8.   Humility is really important because it keeps you fresh and new. -Steven Tyler
9.   Humility, that low, sweet root, from which all heavenly virtues shoot. -Thomas Moore
10.   Humility is throwing oneself away in complete concentration on something or someone else. Madeleine L'Engle
11.   Pride must die in you, or nothing of heaven can live in you. Andrew Murray, Humility
12.   Humility is nothing but truth, and pride is nothing but lying. St. Vincent de Paul
13.   One cannot be humble and aware of oneself at the same time. Madeleine L'Engle, A Circle of Quiet
14.   Selflessness is humility. Humility and freedom go hand in hand. Only a humble person can be free. -Jeff Wilson
15.   Have more humility. Remember you don't know the limits of your own abilities. Successful or not, if you keep pushing beyond yourself, you will enrich your own life--and maybe even please a few strangers.--A.L. Kennedy



Sarmin Sultana
Assistant Coordination Officer
BBA Program

9
1. Give them more than the usual.

Think outside the standard wage and benefits box you provide to your employees. Observe them at work, and see what you can do to improve their work environment and make it a more welcoming and pleasant place to be. Ask your employees what their career goals are and help them achieve them. If your company has the budget, reward outstanding performance with extra perks such as gift cards for gas, dinner at a local restaurant for your employee and a guest, or a surprise day off with pay.

2. Hire people who will play nice.

Show your staff members that you care about them by making a point to hire people who are collaborative team players and are genuinely nice. You can pick them out because they're the ones who have that easy smile and warm handshake, and they sincerely care about their co-workers and customers.

3. Get the welcome mat out.

Make sure that new hires feel welcomed. Have an existing staff member--preferably a volunteer--mentor new hires until they get on their feet, and host a welcoming party with food and beverages so that everyone has a chance to meet your new hires in a relaxed setting.

4. Show your soft side.

Show that you're more than just the boss. Show that you genuinely care about your staff members by chatting with them about things other than work. Take a genuine interest in what they do outside of work. And really listen--the simple act of reflecting back to employees what they are trying to tell you confirms to them that you really are listening and that you really do care.

5. Let them boss themselves.

Don't act like you're better than your employees. Be more of a coach to your employees than a boss. Provide as much autonomy as possible to staff members to explore new ideas and complete projects their way, not your way. Agree with your people on specific goals and outcomes, and then let them figure out the best way to attain them.

6. Always have their backs.

It is always important to have your employees' backs, even if an issue has something to do with a customer. The customer is not always right. Show the members of your team that you respect and care about them by defending them when needed. And yes, sometimes that will mean losing a customer.

7. Be considerate.

Be thoughtful about your expectations. Overloading your staff by setting the bar too high or assigning too much work within a short time frame can undermine your efforts to gain the respect of your staff and could cause your employees to shut down or even quit. And that's an outcome neither you nor your employees can afford.




Sarmin Sultana
Assistant Coordination Officer
BBA Program

10
১. কাচ :- আগসবার্গ
২. ঘড়ি :- লিং & লায়ং সিং সান
৩. থার্মোমিটার :- গ্যালিলিও
৪. টেলিফোন :- গ্রাহামবেল
৫. বংশগতির শুত্র :- গ্রেগার মেন্ডেল
৬. পারমানবিক বোমা :- রবার্ট ওপেন
৭. বাষ্পীয় ইঞ্জিন :- জেমস ওযঅট
৮. বিবর্তনের সুত্র :- র্চালস ডারউইন
৯. টেলিগ্রাফ :- এফ বি মোর্স
১০. চশমা :- বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
১১. প্রিন্টিং প্রেস :- গুটেনবার্গ
১২. ক্যামেরা :- জর্জ ইস্টম্যান
১৩. আপেক্ষিক তত্ব :- আইনস্টাইন
১৪. চলচিত্র :- এডিসন
১৫. সৌরজগত :- এন. কপার্নিকাস



Sarmin Sultana
Assistant Coordination Officer
BBA Program

11
০১. বায়ুতে কার্বন ডাই-অক্সাইড
পরিমাণ কত?
উ: ০.০৩%
০২. বায়ু প্রবাহিত হয়-
উ: উচ্চ চাপের স্থান
থেকে নিম্নচাপের দিকে
০৩. কোনটি তৈল বীজ নয়?
উ:অড়হর
০৪. বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ
শক্তি কোন প্রকার
শক্তিতে রূপান্তরিত হয়?
উ: শব্দ শক্তিতে
০৫. কোনটিতে ঋণাত্মক আধান
থাকে?
উ: ইলেক্ট্রন
০৬. পানি বরফে পরিণত
হলে কি ঘটবে?
উ: আয়তন বেড়ে যাবে
০৭. হ্যালির ধূমকেতু আবার
দেখা যাবে-
উ: ২০৬২ খ্রি.
০৮. বায়ুম-লের অক্সিজেনের
পরিমাণ
কত?
উ: ২০.৭১%
০৯. লেবুর রসে কোন এসিড থাকে?
উ: সাইট্রিক
১০. সৌরজগতের সবচেয়ে বেশি উপগ্রহ আছে?
উ: বৃহস্পতি



Sarmin Sultana
Assistant Coordination Officer
BBA Program

12
Famous Speeches & Topics / 32 Awesome Quotes to Inspire Positive Change
« on: October 15, 2014, 11:09:24 AM »
1.   The world as we have created it is a process of our thinking. It cannot be changed without changing our thinking. -Albert Einstein
2.   Any change, even a change for the better, is always accompanied by drawbacks and discomforts. -Arnold Bennett
3.   Change is inevitable. Change is constant. -Benjamin Disraeli
4.   When you're finished changing, you're finished. -Benjamin Franklin
5.   The price of doing the same old thing is far higher than the price of change. -Bill Clinton
6.   The world hates change, yet it is the only thing that has brought progress. -Charles Kettering
7.   If you don't like change, you will like irrelevance even less. -General Eric Shinseki
8.   Change means that what was before wasn't perfect. People want things to be better. -Esther Dyson
9.   Resistance at all cost is the most senseless act there is. -Friedrich Durrenmatt
10.   If we don't change, we don't grow. If we don't grow, we aren't really living. -Gail Sheehy
11.   Those who cannot change their minds cannot change anything. -George Bernard Shaw
12.   When people shake their heads because we are living in a restless age, ask them how they would like to life in a stationary one, and do without change. -George Bernard Shaw
13.   I cannot say whether things will get better if we change; what I can say is they must change if they are to get better. -Georg C. Lichtenberg
14.   He who rejects change is the architect of decay. The only human institution which rejects progress is the cemetery. -Harold Wilson
15.   Change before you have to. -Jack Welch
16.   People can cry much easier than they can change. -James Baldwin
17.   Change is the law of life. And those who look only to the past or present are certain to miss the future. -John F. Kennedy
18.   Faced with the choice between changing one's mind and proving that there is no need to do so, almost everyone gets busy on the proof. -John Kenneth Galbraith
19.   Be the change that you wish to see in the world. -Mahatma Gandhi
20.   Never doubt that a small group of thoughtful, committed citizens can change the world. Indeed, it is the only thing that ever has. -Margaret Mead
21.   Your success in life isn't based on your ability to simply change. It is based on your ability to change faster than your competition, customers, and business. -Mark Sanborn
22.   If you don't like something, change it. If you can't change it, change your attitude. -Maya Angelou
23.   I alone cannot change the world, but I can cast a stone across the waters to create many ripples. -Mother Teresa
24.   The first step toward change is awareness. The second step is acceptance. -Nathaniel Branden
25.   Change your thoughts and you change your world. -Norman Vincent Peale
26.   People don't resist change. They resist being changed. -Peter Senge
27.   You never change things by fighting the existing reality. To change something, build a new model that makes the existing model obsolete. -R. Buckminster Fuller
28.   Our dilemma is that we hate change and love it at the same time; what we really want is for things to remain the same but get better. -Sydney J. Harris
29.   It is not necessary to change. Survival is not mandatory. -W. Edwards Deming
30.   There is nothing wrong with change, if it is in the right direction. -Winston Churchill
31.   To improve is to change; to be perfect is to change often. -Winston Churchill
32.   And just for fun... "Change is inevitable--except from a vending machine." -Robert C. Gallagher


[Source: http://www.inc.com/david-van-rooy/33-awesome-quotes-to-inspire-positive-change.html]


Sarmin Sultana
Assistant Coordination Officer
BBA Program

13
Person / 7 Lessons Learned From the World's Richest People
« on: October 14, 2014, 03:32:15 PM »
1. Bill Gates, founder of Microsoft

Don't be afraid of growth. Gates says, "You know, at Microsoft in 1975, even when we wrote down 'A computer on every desk and in every home,' we didn't realize, oh, we'll have to be a big company. Every time, I thought, 'Oh, God, can we double in size?'" Obviously, Gates got over his fear of growing a company, but the bigger lesson here is that being a mega corporation was never his goal. He had a passion project, a vision for a better future, and the means (and smarts) to see it through.

2. Steve Jobs, founder of Apple

"Being the richest man in the cemetery doesn't matter to me. Going to bed at night saying we've done something wonderful, that's what matters to me." This is one of Jobs's most famous quotes, and perhaps the best piece of advice he ever gave. Like Gates, Jobs was committed to changing the world (and his world) for the better. Never losing sight of that vision, regardless of the riches, is crucial.

3. Sylvester Stallone, actor, writer, and director

"I am not the richest, smartest, or most talented person in the world, but I succeed because I keep going and going and going." Judging from Stallone's starting point, nobody would guess he was destined for fame and success. He'd starred in only one "film" before writing, directing, and starring in Rocky (and that predecessor was a low-budget porno), yet Rocky is one of the few films to never have received a single negative review. Stallone continues his success today, and still says sheer dedication is what made it happen for him.

4. Aliko Dangote, business magnate

"If you don't have ambition, you shouldn't be alive." These might seem like harsh words at first blush, but Dangote considers ambition the "inner stuff" that makes up a person and what separates our species from all others. Ambition was the driving force behind his success and what he seeks out in partners and employees.

5. Reginald Mengi, chair of IPP Group

"I grew up in poverty, but I always saw it as a challenge. The good thing is that you can surmount a challenge if you are willing to pay the price. The price is hard work." Sometimes the simplest explanation is the most difficult to wrap your head around. Mengi didn't have any opportunities handed to him, but devoted himself to hard work and seeking them out or making his own.

6. Carlos Slim Helú, business mogul

"Competition makes you better, always, always makes you better, even if the competitor wins." Mexico's richest man was always "rich" with advice and the lessons he learned the hard way. However, embracing healthy competition instead of tearing down fellow entrepreneurs was always how Slim did business, even if it wasn't orthodox in the environment where he thrived.

7. Robert Kiyosaki, investor

"It's not how much money you make, but how much money you keep, how hard it works for you, and how many generations you keep it for." If you can't keep the money you earn and make it work for you and your heirs, it's like gambling with chips you can't cash in.


Source: http://www.inc.com/drew-hendricks/7-lessons-learned-from-the-world-s-richest-people.html


Sarmin Sultana
Assistant Coordination Officer

14
English / 'Desire Under the Elms': Eugene O'Neill's Latest Play
« on: October 14, 2014, 12:12:27 PM »
"Desire Under the Elms," the first play by Eugene O'Neill to be produced since "Welded," was presented last night at the Greenwich Village Theatre and proved to be as unlike that drama as it was unlike "The Hairy Ape" or "The Emperor Jones." "Desire Under the Elms" reverts in character to the earlier "Beyond the Horizon," though it exhibits by comparison a fine progress in solidity and finish. It has less sentiment than this older piece and more passion; it is better written throughout; it has as much tragic gloom and irony but a more mature conception and a more imaginative austerity.

"Desire Under the Elms" is essentially a story of solitude, physical solitude, the solitude of the land, of men's dreams, of love, of life. The God behind the existence created on this New England farm is a harsh God, who is alone and is not understood. The minds of the people in this story are shaken and tinged with loneliness, with thwarted passion, with the trivial, the intense, the drab exaltation and denial of life. Underneath this solitude desire works, the redemption through love.

The children of old Cabot hate him. The youngest, the son of the second wife, remembers his dead mother, worked to death, and sees her about the place, risen from her grave. The father brings home a third wife. The two older sons go away to California; the younger stays and thinks to avenge his mother. In time he and the young wife come to love each other.

A son is born, which old Cabot thinks is to be heir to the farm, leaving the second wife's son adrift in the world. While a dance in honor of the new-born child goes on in the kitchen, the father and son quarrel outside; the son believes his father when he hears that the woman wanted a son only to cheat him out of the farm. He reviles her. To prove to him that it was the love of him and not the desire for the farm that had driven her to him, she kills the child. He runs off for the sheriff. The father turns the live stock loose in the woods and plans to go away, but when he finds the money gone from its hiding place, he believes that God another time has willed that he stand by the farm. The son returns from the sheriff's, he falls at the knees of the woman, takes part of the blame on himself, and they go away together to prison.

Robert Edmond Jones's setting for "Desire Under the Elms" was profoundly dramatic. The end of a New England farmhouse with its overhanging elms was for all practical purposes built there on the stage, with a wall of actual stone coming down to the footlights; a scene that was realistic but at the same time strangely and powerfully heightened in effect.

The general performance of the play was usually adequate though not often on a level with the writing. Mary Morris, however, whose career as the fair Gertrude in :Fashion" last year was one of the flowers of the season's acting, played the wife in "Desire Under the Elms," with a new and suppressed method that deepened at times into an admirable poignancy and a kind of grim, thin poetry that seemed the exact truth of her lines. Charles Ellis, though his work in the earlier scenes was less successful or convincing, played with real poetry the passage where the boy is possessed with love for the woman and for his child. Walter Huston as the old man was everywhere trenchant, gaunt, fervid, harsh, as he should be in the part. In his ability to cover his gradations, to express the natural and convincing emotion, and to convey the harsh, inarticulate life embodied in this extraordinary portrait that Eugene O'Neill has drawn, Mr. Huston showed his talent and proved to be the best choice possible for the role.

The scene of "Desire Under the Elms" that best illustrates the highest quality of the play is that in which we see the dance going on, the father outside the house, the young wife and her lover in the upstairs room in each other's arms beside the child's cradle, a scene written with such poetry and terrible beauty as we rarely see in the theatre, a scene that for these qualities of poetry, terror and at the same time unflinching realism rises above anything that Mr. O'Neill has written. 

Source: http://www.eoneill.com/artifacts/reviews/due1_times.htm


Sarmin Sultana
Assistant Coordination Officer
BBA Program

15
Food / মজাদার গরু/খাসীর নেহারি
« on: October 14, 2014, 11:33:36 AM »
http://bangla.rupcare.com/wp-content/uploads/2014/10/rupcare_nahari.jpg
নেহারির নাম শুনলে জিভে জল আসে না এমন মানুষ মেলা কঠিন। নেহারি মূলত দিল্লীর খাবার। নেহারি শব্দটি আরবী ‘নাহার’ শব্দ থেকে এসেছে যার অর্থ হলো ‘ভোর’। মুঘল আমলে মুসলিম নওয়াবরা ফজরের নামাজ পড়ার পর ভোরবেলা নেহারি দিয়ে নাস্তা করতেন এবং এরপর একটা জমপেশ ঘুম দিতেন। পরবর্তীতে সর্বত্র ছড়িয়ে পড়ে নেহারি খাবারটি খাওয়ার প্রচলন। জেনে নিন সুস্বাদু এই খাবারটির সহজ রেসিপিটি।

উপকরণঃ

গরু বা খাসীর পায়া ২ কেজি
পেঁয়াজ কুঁচি ১ কাপ
আধা চামচ মরিচ গুঁড়া
হলুদ গুঁড়া সামান্য
আদা বাটা ২ চা চামচ
রসুন বাটা ২ চা চামচ
তেজপাতা ২টি
এলাচ ২টি
দারুচিনি ১ টুকরো
লবণ স্বাদ অনুযায়ী
পানি পরিমাণমতো।
ধনেপাতা
কাঁচামরিচ কুচি
লেবুর টুকরো

প্রস্তুত প্রণালিঃ

প্রথমে গরু বা খাসীর পায়াগুলো ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন।
একটা বড় পাতিলে তেলে পেঁয়াজ ছেড়ে ভেজে নিন।
এরপর ধনেপাতা, কাঁচামরিচ ও লেবু বাদে সব মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নিন।
পায়াগুলো কষানো মশলা দিয়ে পানি দিয়ে পাতিল ভর্তি করে দিন।
সব উপকরণ একসঙ্গে ৭-৮ ঘণ্টা জ্বাল দিন।
পায়ার মাংস সেদ্ধ হয়ে গেলে কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে নাড়তে থাকুন। একবার ফুটে উঠলে নামিয়ে ফেলুন চুলা থেকে।
ধনেপাতা ও কাঁচামরিচ ছিটিয়ে দিন উপরে। পরিবেশনের সময়ে লেবু দিন।



Sarmin Sultana
Assistant Coordination Officer
BBA Program

Pages: [1] 2 3