Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: zonaydorrahman on April 17, 2018, 12:18:46 PM

Title: যদি হাজার বছর বাঁচত
Post by: zonaydorrahman on April 17, 2018, 12:18:46 PM
মানুষ যদি হাজার বছর বাঁচত
তবে কি হতো ?
মানুষের বয়সের পরিধি ছোট হয়েছে বটে,
তবে তার ব্যাপ্তি বেড়েছে প্রতিটি পটে।
মানুষ উড়তে শিখেছে আকাশে
শুধুই উড়ছে অন্যকে ছাপিয়ে।
কতইবা বয়স তোমার গুনে নাহয় সত্তর
তবুও পাড়ি দিচ্ছ নীল আকাশ সমুদ্দুর।
তুমি উড়বে বলে,
কেবল আপন কল্যাণ হবে বলে,
তোমার ক্রোধ প্রতীয়মান করবে বলে,
সব ছাপিয়ে তুমি এগিয়ে যাও,
মানুষ যদি হাজার বছর বাঁচত।