Daffodil International University

IT Help Desk => ICT => Topic started by: faruque on May 15, 2017, 03:41:09 PM

Title: সাইবার আক্রমণ ঠেকাতে করণীয়
Post by: faruque on May 15, 2017, 03:41:09 PM
সাইবার আক্রমণ ঠেকাতে করণীয়

(http://www.bd-pratidin.com/assets/news_images/2017/05/15/cyber-attack.jpg)

শুক্রবার সারা পৃথিবীতে হ্যাকাররা যে সাইবার আক্রমণ চালিয়েছে, তাতে ১৫০টি দেশের ২ লক্ষ কম্পিউটার আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে ইউরোপের নিরাপত্তা সংস্থা ইউরোপোল। বাংলাদেশেরও বেশ কিছু ব্যক্তি ও বড় প্রতিষ্ঠানের কম্পিউটার এই হামলার শিকার হয়েছে বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে। আরো আক্রমণের আশংকা করছেন বিশেষজ্ঞরা। আজ সোমবারও সাইবার আক্রমন হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।

আক্রান্ত কম্পিউটারে ব্যবহারকারীরা কোন ফাইল খুলতে পারছেন না, এবং সেগুলো আটকে দিয়ে কমপিউটারের পর্দায় একটি বার্তার মাধ্যমে 'মুক্তিপণ' হিসেবে টাকা দাবি করা হচ্ছে।

এ আক্রমণ থেকে কীভাবে রক্ষা পাওয়া সম্ভব সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন বিবিসির ক্রিস ফক্স। তার মতে কম্পিউটার ব্যবহারকারীরা এ আক্রমন প্রতিরোধে তিনটি কাজ করতে পারেন।

"একটি হচ্ছে, আপনার কম্পিউটার , ল্যাপটপ, আইপ্যাড, ট্যাবলেট বা মোবাইল ফোনে এর প্রস্তুতকারকরা যে সব সফটওয়্যার আপডেট করতে বলেন, তা ঝুলিয়ে রাখবেন না। সঙ্গে সঙ্গে করে ফেলুন। "

"অচেনা বা অপ্রত্যাশিত কোন ই-মেইল খুলবেন না, কোন এ্যাটাচমেন্ট ডাউনলোড করবেন না। কোন অচেনা লিংকের ওপর ক্লিক করবেন না। "

"আপনার কম্পিউটার যদি এখনো পুরানো অপারেটিং সিস্টেম যেমন 'উইনডোজ এক্সপি' দিয়ে চলে - যার এখন আর কোন টেকনিক্যাল সাপোর্ট পাওয়া যায় না - সেগুলো ব্যবহার করা অনেক বেশি ঝুঁকিপূর্ণ । এগুলো আপগ্রেড করুন, নতুন অপারের্টিং সিস্টেম ব্যবহার করুন - যেগুলোর নিরাপত্তার জন্য এর নির্মাতারা নিয়মিত আপডেট দিয়ে থাকেন। "

সোমবার পশ্চিমা বিশ্বের দেশগুলোতে সাপ্তাহিক ছুটি শেষের পর অফিস-আদালত খুললে আরো আক্রমণ হতে পারে - এমন আশংকা করছেন বিশেষজ্ঞরা।

ইউরোপোলের প্রধান রব ওয়েইনরাইট বলেছেন, যেসব প্রতিষ্ঠান তাদের সিস্টেমের সবশেষ নিরাপত্তা প্যাচ আপডেট করেনি, তাদের উচিৎ হবে সোমবার সকালের আগেই তা করে নেয়া।

সূত্র: বিবিসি

Title: Re: সাইবার আক্রমণ ঠেকাতে করণীয়
Post by: mominur on May 15, 2017, 07:41:39 PM
Thanks for sharing..........