Daffodil International University

Entertainment & Discussions => Life Style => Topic started by: Omar Faruk Mazumder on May 15, 2013, 01:00:55 PM

Title: Car of Obama
Post by: Omar Faruk Mazumder on May 15, 2013, 01:00:55 PM
Car of Obama
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-frc3/971688_385001838279228_428823432_n.jpg)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রথম গাড়িতে চড়েন উইলিয়াম ম্যাকিনলে (১৮৯৭-১৯০১); যদিও সেটা সরকারি পয়সায় কেনা হয়নি। সরকারিভাবে কেনা প্রথম গাড়িতে চড়েন ম্যাকিনলের উত্তরসূরি থিওডর রুজভেল্ট (১৯০১-১৯০৯)। আর অভিষেক অনুষ্ঠানে প্রথমবারের মতো গাড়ি ব্যবহার করেন ২৯তম মার্কিন প্রেসিডেন্ট ওয়ারেন হার্ডিং। সেটা ছিল একটা প্যাকার্ড টুইন সিক্স। তবে শুধু প্রেসিডেন্টের জন্য বিশেষভাবে তৈরি করা গাড়ি ছিল একটা লিমোজিন, লিংকন ভি১২। সেটা ব্যবহার করতেন ৩২তম মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাংকলিন ডি রুজভেল্ট। এতে ছিল সাইরেন, রানিং লাইট, টুওয়ে রেডিও প্রভৃতি সুবিধা। 'ফোর্ড' থেকে ভাড়া করা এ গাড়ির জন্য মার্কিন সরকারকে বছরে গুনতে হতো ৫০০ ডলার। ১৯৪১ সালের ৭ ডিসেম্বর পার্ল হারবারে জাপানিদের বোমা হামলার পর যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস তাদের প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তায় পড়ে যায়। হামলার এক দিন পরই সিক্রেট সার্ভিস হোয়াইট হাউসে নিয়ে আসে এক সময়কার মাফিয়া ডন আল কাপোনের গাড়িটি। পরবর্তী সময়ে বিভিন্ন মেয়াদের প্রেসিডেন্টদের নানা ধরনের লিমোজিন ব্যবহার করতে দেখা গেছে। বর্তমানের প্রেসিডেন্ট পুলের গাড়িটি ওবামা ব্যবহার শুরু করেন ২০০৯ সালের ২০ জানুয়ারি থেকে। যুক্তরাষ্ট্রের জেনারেল মোটরসের বানানো গাড়িটি মূলত 'ক্যাডিলাক ডিটিএস'। তবে এর চেসিস শ্যাভরল কোডাক কমার্শিয়াল ট্রাকের। নিচে লেখচিত্রের মাধ্যমে গাড়িটির বিশেষ বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হলো।

Source: http://www.kalerkantho.com/index.php?view=details&type=gold&data=news&pub_no=1243&cat_id=3&menu_id=218&news_type_id=1&index=0#.UZMmvkqdDcc
Title: Re: Car of Obama
Post by: Sultan Mahmud Sujon on May 15, 2013, 03:25:11 PM
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-frc3/971688_385001838279228_428823432_n.jpg)


I want this car ...........OMG-------------10 core +++