Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - iqbal007

Pages: [1] 2 3 4
1
3 days are not enough    :(
It should be more than 5 days .Because most of our students are from outside Dhaka. If it will only three day vacation ,they have to return to Dhaka after Eid day. How is it possible?????

2
IT Forum / background picture in pendrive
« on: April 08, 2011, 08:38:37 PM »
পেনড্রাইভের ব্যাকগ্রাউন্ড পছন্দের ছবি দেওয়ার জন্য প্রথমে আপনি নোটপ্যাড খুলুন এবং নিচের কোডগুলো পেস্ট করুন।


[ExtShellFolderViews]
{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
Attributes=1
IconArea_Image= background_image.jpeg

উপরের কোডে আপনি background_image.jpeg কে আপনি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে চান তার নাম দ্বারা রিপ্লেস করুন। উদাহরণসরূপ: image.jpg

এখন আপনি আপনার ফাইলটিকে desktop.ini নামে সেভ করুন। এবার আপনি desktop.ini ফাইলটি এবং আপনার নিধারিত ইমেজটি ইউএসবি ড্রাইভে সেন্ড করুন। আপনি এই ফাইল দুটিকে হাইড করেও রাখতে পারেন যাতে দুঘটনাবশত ফাইল দুটি ডিলেট না হয়।

এরপর আপনার ইউএসবি ড্রাইভটিকে রিফ্রেশ করুন অথবা একবার খুলে পুনরায় লাগান। দেখবেন আপনার ইউএসবি ড্রাইভে আপনার পছন্দের ইমেজ ব্যাকগ্রাউন্ড আকারে হাজির হয়েছে।

কেমন হয়েছে জানাতে ভুলবেন না। সবার জন্য শুভ কামনা।

 

3
English Language Lab / Re: Power your vocabulary
« on: March 17, 2011, 05:06:14 PM »
I am back...
Here is amy ans.
1. brawl = wrangle, row, tumult, affray, altercation, rumpus,squabble, fight, bicker, row,a noisy quarrel,    squabble, or fight.
2. breach = Breach, infraction, violation, fracture, crack, rent, opening,alienation, split, rift, schism, separation, dissension.
3. broach = introduce, propose, bring up, submit, advance,Machinery . an elongated, tapered, serrated cutting tool for shaping and enlarging holes,
4. brood =  line, stock, strain
5. bulge = protrude, project, stick out,a rounded projection, bend, or protruding part; protuberance; hump: a bulge in a wall

4
English Language Lab / Re: Power your vocabulary
« on: March 06, 2011, 07:09:57 PM »
1. Flux = Course,Current,Flood,Stream
2. Flurry = Upset,Pother,Fuss,Ado
3. Fluvial = Found in a river
4. Fog-horn = A deep,Loud voice,Loud horn
5. Foible = frailty, quirk, crotchet, eccentricity, peculiarity.

5
English Language Lab / Re: Power your vocabulary
« on: March 05, 2011, 10:32:53 PM »
1. Pedigree = Ancestry,Lineage
2. Pediment = Typically triangular with a horizontal cornice and raking cornice
3. Peekaboo = A game played by children
4. Penchant = A strong inclination,taste or liking for something
5. Penance = voluntary self-punishment to atone for a sin, crime, etc,a feeling of regret for   one's           wrongdoings

6
English Language Lab / Re: Power your vocabulary
« on: March 04, 2011, 12:12:21 PM »
1. Kindle = Arouse,Incite,bestir,Awaken
2. Loudable = Commendable,Deserving praise,Praise worthy
3. Manifold = Various,Multitudinous,Divers,Sundry
4. Nimble = Brisk,Swift,Lively
5. Oblivion = the state of forgetting

8
English Language Lab / Re: Power your vocabulary
« on: March 01, 2011, 05:52:13 PM »
1. Approbation= Praise,Approval,Commendation
2. Sanction= permit
3. Accrediatation=Recognized
4. Imprimatur=Support
5. Rtification= Approve,validate,Corroborate

9
Departments / Re: Benefits of Honey and Cinnamon:
« on: February 28, 2011, 09:34:43 PM »
Thanks for nice info.

10
English Language Lab / Re: Power your vocabulary
« on: February 28, 2011, 09:32:44 PM »
1. Ingenuous = Straightforward,Guileless
2. Lethargic= Inactive,Sluggish,Indolent,torpid
3. Malleable= Supple,Limber,Pliable,Moldable
4.Misanthrope= A person who hates humankind
5. Obdurate= Inured,Obtuse,Reprobate,Unregenerate,Callous

11
কম্পিউটারে বিভিন্ন ধরনের কাজ করার জন্য প্রায় সময়ই বিভিন্ন প্রোগ্রাম ইনস্টল করা হয়। তবে সব প্রোগ্রাম সব সময় ব্যবহার করা হয় না। নিয়মিত ব্যবহারের প্রয়োজন হয় এমন প্রোগ্রামগুলো দ্রুত এবং সহজে চালু করার জন্য কিবোর্ড শর্টকাট তৈরি করে নেওয়া যায়। প্রয়োজনে ইনস্টল করা সব প্রোগ্রামের জন্যই এমন শর্টকাট তৈরি করা যাবে। কিবোর্ড শর্টকাট তৈরি করতে উইন্ডোজের স্টার্ট মেনু থেকে শর্টকাট তৈরি করতে চাইছেন এমন সফটওয়্যারটিতে ডান ক্লিক করে প্রোপার্টিস নির্বাচন করুন। এবার প্রোপার্টিস উইন্ডোর শর্টকাট ট্যাব থেকে Shortket key : এর পাশের খালি জায়গায় লিখে দিতে হবে পছন্দের শর্টকাট কি। তবে সরাসরি কিগুলোর নাম লিখতে হবে না। কিবোর্ড থেকে কোনো নির্দিষ্ট বোতাম চাপলে স্বয়ংক্রিয়ভাবে সেটি নির্দিষ্ট হয়ে যাবে। উদাহরণস্বরূপ বলা যায়, যদি A বোতাপ চাপা হয়, তবে শর্টকাট কি হবে Ctrl+Alt+A। এভাবে অন্য যেকোনো বোতাম নির্ধারণ করে দেওয়া যাবে। তবে সব সময়ই শর্টকাট কি হবে Ctrl+Alt-এর পর অন্য কোনো বোতাম।

12
IT Forum / ভিডিও কাটার সফটওয়্যার..
« on: February 25, 2011, 07:28:46 PM »
ভিডিওর অপ্রয়োজনীয় অংশ কিংবা ভিডিওর মাঝখানে নির্দিষ্ট অংশ কেটে ফেলতে ভালো একটি সফটওয়্যার হচ্ছে জিলিসফট ভিডিও কাটার। এই সফটওয়্যারে AVI, MPEG, MP4, WMV, 3GP, H.264/MPEG-4 AVC, H.264/PSP AVC, MOV, ASF, as AVI cutter, 3GP video ইত্যাদি ফরম্যাটের ভিডিও সমর্থন করে। সফটওয়্যারটি http://softandebook.blogspot.com/2010/07/xilisoft-video-cutter.html থেকে নামাতে পারবেন।

13
ডিফ্রাগমেন্টের ফলে কম্পিউটারের গতি ভালো থাকে। ‘স্মার্ট ডিফ্রাগমেন্ট’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে ইচ্ছে করলে স্বয়ংক্রিয়ভাবে ডিফ্রাগমেন্টের কাজটি করা যায়।
১.৭৪ মেগাবাইটের এই সফটওয়্যারটি http://sopnojatra.blogspot.com/2010/07/smart-defrag-software.html ঠিকানা থেকে নামিয়ে পিসিতে ইনস্টল করুন। এখন সফটওয়্যারটি চালু করে Option-এ যান। Load Automically At Windows Startup অপশনে টিক চিহ্ন দিন। এরপর Auto Defrag অপশনে ক্লিক করুন এবং Enable Auto Defrag অপশনে টিক চিহ্ন দিয়ে Ok করুন। এর পর থেকে প্রয়োজন অনুযায়ী কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে অপারেটিং সিস্টেমের ড্রাইভ ডিফ্রাগমেন্ট করবে।

14
ওয়েবসাইট তৈরী করার একটি সফটওয়্যার হচ্ছে ওয়েব পেইজ মেকার। সফটওয়্যারটি http://softandebook.blogspot.com/2010/07/soft-web-page-maker.html ঠিকানার ওয়েবসাইট থেকে নামানো যাবে।

15
কম্পিউটারে মাইক্রোসফট উইন্ডোজ সেটআপ দিলে ব্যবহূত প্রয়োজনীয় সব সফটওয়্যার নতুন করে ইনস্টল করতে হয়। বিশেষ করে হার্ডওয়্যারের বিভিন্ন ড্রাইভার (অডিও, গ্রাফিক্স, প্রিন্টার, মডেম ইত্যাদি) সিডি থেকে নতুন করে ইনস্টল করতে হয়। ‘ডাবল ড্রাইভার’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে আপনি এই ঝামেলা এড়াতে পারেন। মাত্র ২.০৬ মেগাবাইটের এ সফটওয়্যারটি http://sopnojatra.blogspot.com/2010/08/backup-software-double-driver.html ঠিকানা থেকে নামিয়ে নিন। এরপর সফটওয়্যারটি ইনস্টল করুন। সফটওয়্যারটি চালু করে backup/scan current system বাটনে ক্লিক করলে কম্পিউটারের সব ড্রাইভারের তালিকা দেখা যাবে এবং কম্পিউটারে যুক্ত হার্ডওয়্যারের বিভিন্ন ড্রাইভার স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হয়ে থাকবে। এখান থেকে Backup now বাটনে ক্লিক করে destination-এ দেখিয়ে দিন ড্রাইভারগুলো কোথায় সংরক্ষণ হবে এবং এরপর ok দিন। তাহলেই ড্রাইভারগুলোর কপি সংরক্ষণ হবে। একই উপায়ে আপনি অন্যান্য ড্রাইভারও সংরক্ষণ করতে পারবেন।

Pages: [1] 2 3 4