Daffodil International University

IT Help Desk => Cyber Security => Security Data Collection and Analysis => Topic started by: nafees_research on May 02, 2018, 06:59:17 PM

Title: শুধু ফেসবুক নয়, তথ্য বিক্রি করেছে টুইটারও
Post by: nafees_research on May 02, 2018, 06:59:17 PM
শুধু ফেসবুক নয়, তথ্য বিক্রি করেছে টুইটারও

মাইক্রোব্লগিং সাইট টুইটার ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অ্যালেকজান্ডার কোগানের কাছে ব্যবহারকারীর তথ্য বিক্রি করেছে। টুইটার কর্তৃপক্ষ অর্থের বিনিময়ে কোগানের প্রতিষ্ঠান গ্লোবাল সায়েন্স রিসার্চকে (জিএসআর) একদিনের জন্য পাবলিক টুইটার তথ্য ও কয়েক মাসের পোস্ট থেকে তথ্য সংগ্রহের অনুমতি দিয়েছে। খবর ব্লুমবার্গ।

টুইটারের তথ্যমতে, ২০১৫ সালে জিআরএস একবারের জন্য এপিআই ব্যবহার করে বিভিন্ন ব্যবহারকারীর পাবলিক পোস্ট সংগ্রহের সুযোগ পেয়েছে। প্রতিষ্ঠানটি ২০১৪ সালের ডিসেম্বর থেকে ২০১৫ সালের এপ্রিল পর্যন্ত ব্যবহারকারীদের পোস্ট করা পাঁচ মাসের তথ্য নিয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে টুইটার অভ্যন্তরীণ রিভিউ পরিচালনা করেছে। এতে দেখা গেছে, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য নেয়া থেকে বিরত ছিল প্রতিষ্ঠানটি।

ব্যক্তিত্ব প্রোফাইলিং অ্যাপ দিসইজইয়োরডিজিটাললাইফের কাছ থেকে ক্যামব্রিজ অ্যানালিটিকা ২০১৪ সালে ফেসবুক গ্রাহকের তথ্য পেয়েছে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক আলেকজান্ডার কোগান অ্যাপটি তৈরি করেছিলেন।

Source: http://bonikbarta.net/bangla/news/2018-05-01/156344/%E0%A6%B6%E0%A7%81%E0%A6%A7%E0%A7%81-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95-%E0%A6%A8%E0%A7%9F,-%E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF--%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%9F%E0%A7%81%E0%A6%87%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%93/