Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Departments => Topic started by: SabrinaRahman on April 24, 2017, 11:02:07 AM

Title: অষ্টগ্রাম
Post by: SabrinaRahman on April 24, 2017, 11:02:07 AM
অষ্টগ্রাম

কিভাবে যাবেন
ট্রেনে যাওয়া ভালো। প্রতিদিন সকাল ৮টা ১০ মিনিটে এগারসিন্দুর প্রভাতি (বুধবার বন্ধ) কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। নামতে হয় কুলিয়ারচর। ভাড়া ১১০ টাকা। কুলিয়ারচর থেকে রিকশায় লঞ্চঘাট। লঞ্চঘাট থেকে প্রতিদিন সকাল ৬টা, ৮টা, ৯টা, ১১টাসহ দুপুর ৩টা পর্যন্ত অষ্টগ্রামের উদ্দেশে লঞ্চ ছেড়ে যায়। ভাড়া ৯০ টাকা। সময় লাগে সাড়ে ৩ ঘণ্টা। ট্রলার রিজার্ভ করে যেতে চাইলে যোগাযোগ করতে পারেন- মাতু মিয়া: ০১৯-৩৭৯২৯৯১৪, সোহেল: ০১৯-৮৫৬৮৬০৬৬। যাওয়া-আসার ভাড়া সাড়ে তিন থেকে চার হাজার টাকা। এ ছাড়া ঢাকার সায়েদাবাদ থেকে স্বপ্নবিলাস পরিবহনের বাসে কুলিয়ারচর যাওয়া যায়। ভাড়া ১৬০ টাকা। ফিরতে পারেন বাজিতপুর হয়ে। বাজিতপুর থেকে সারা দিনই বিআরটিসির এসি বাস পাওয়া যায়। ভাড়া ১৮০ টাকা।
 
কোথায় থাকবেন
অষ্টগ্রামে জেলা পরিষদ ডাকবাংলোয় থাকার একমাত্র জায়গা। কেয়ারটেকার রঞ্জনদার সঙ্গে যোগাযোগ করে থাকা ও খাওয়ার ব্যবস্থা করতে পারেন : ০১৭১০২৯১২২৫