Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - momin

Pages: 1 [2]
16
 ইসলামি শরিয়তের দৃষ্টিতে গিবত।

 গিবত আল্লাহ পাকের কাছে ক্ষমার অযোগ্য একটি অপরাধ। যার নামে গিবত করা হবে সেই শুধু চাইলে ক্ষমা করতে পারে। তা সত্বেও দৈনন্দিন জীবনে আমরা খুব অল্পই এ বিষয়ে সতর্কতা অবলম্বন করে থাকি।কারও অনুপস্হিতিতে অন্যের নিকট এমন কোনো কথা বলা যা শুনলে সে মনে কষ্ট পায় তাকে গিবত বলে।

"আর তোমরা একে অন্যের গিবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে ভালোবাসবে? বস্তুত তোমরা নিজেরাই তা অপছম্দ করে থাক।"(সূরা আল-হুজুরাত, আয়াত ১২)

কারও কোনো দোষ আলোচনা করা গিবতের সবচেয়ে পরিচিত রূপ। এ ছাড়াও শারিরিক দোষ-ত্রুটি, পোষাক পরিচ্ছদের সমালোচনা, জাত-বংশ নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা, কারও চারিত্রিক বৈশিষ্ট্য ও অভ্যাস নিয়ে সমালোচনা করা ইত্যাদি গিবতের অন্তরভুক্ত। কারও গিবত করা যেমন হারাম তেমনি গিবত শুনাও হারাম।

এ বিষয়ে আল্লাহপাকের প্রশ্নের জবাবে আমরা নিশ্চয়ই বলবো আমাদের মৃত ভাইয়ের গোশত খেতে আমরা পছম্দ করিনা।

হে আল্লাহ্ তুমি আমাদের সবাইকে গিবতের হাত থেকে হেফাজত কর। আমিন।।

17
 ইসলামী শরিয়ত মতে হালাল ও হারাম। যা আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ।

হালাল অর্থ- বৈধ, সিদ্ধ, অাইনানুগ বা অনুমোদিত বিষয়। এছাড়া পবিত্র, গ্রহনযোগ্য ইত্যাদি অর্থেও হালাল শব্দটি ব্যবহৃত হয়। যে সকল বিষয়ের বৈধ হওয়া কুরঅান-হাদিস দ্বারা পরিষ্কার ভাবে প্রমাণিত শরিয়তে তাকে হালাল বলা হয়। হালাল কথা, কাজ বা বস্তু সবই হতে পারে। যেমন বস্তু বা দ্রব্য ব্যবহার করা শরিয়তে বৈধ তা হালাল দ্রব্য হিসাবে পরিচিত। যেমন- গরুর গোশত,চাল-ডাল, ফলমূল আহার করা, শালিন ও রুচিসম্মত পোষাক পরিধান করা ইত্যাদি। এছাড়া সত্য কথা বলা, সুন্নত সম্মত পন্থায় ব্যবসা-বানিজ্য করা, মানুষের উপকার করা ইত্যাদি।

হারাম হলো হালালের বিপরীত। হারাম অর্থ নিষিদ্ধ, মন্দ,অসংগত,অপবিত্র ইত্যাদি। যে সকল কাজ বা বস্তু কুরঅান ও সুন্নাহর স্পষ্ট নির্দেশে অবশ্য পরিত্যাজ্য, বর্জনীয় তাকে হারাম বলা হয়। যেমন সুদ,ঘুষ,জুয়াখেলা, শুকরের গোশত খাওয়া, মদ পান করা, মিথ্যা কথা বলা ইত্যাদি হারাম।

"হালাল বিষয় সুস্পষ্টভাবে বর্ণিত। আর হারামও সুস্পষ্টভাবে বর্ণিত।" (বুখারি ও মুসলিম)

"তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তবে গুনে তা শেষ করতে পারবে না।"(সূরা ইবরাহিম আয়াত ৩৪)

হালালকে হারাম মনে করা ও হারাম বিষয়কে হালাল বলে বিশ্বাস করা কুফর।

হে আল্লাহ্‌ তুমি আমাদের সকলকে হালালকে গ্রহন ও হারামকে বর্জন করে চলার তৌফিক দান কর। আমিন।।

20
অভিনন্দন!!!

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যলামনাই অ্যাসোসিয়েশনের ২০১৬-১৭ বর্ষের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মঞ্জুরুল আলম জুয়েল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জিয়াউল হক সুমন। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এই কমিটি ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সবুর খানের উপস্থিতিতে নির্বাচিত কমিটি ঘোষণা করেন- প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. গোলাম মাওলা চৌধুরী।

21
নোটিশ:

সম্মানিত অভিভাবক এবং শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে bKash এর মাধ্যমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের একাডেমিক ফি পরিশোধ করতে পারবে। এ ক্ষেত্রে নিয়মিত ফি প্রতি হাজারে ২০ টাকার পরিবর্তে ১২ টাকা চার্জ প্রযোজ্য হবে।
সুতরাং লাইনে দাঁড়িয়ে কষ্ট করে টাকা জমা দেওয়ার চেয়ে bKash এর মাধ্যমে ফি পরিশোধের এই সুবিধা গ্রহণ করলে পরিশ্রম এবং সময় দুইটাই সাশ্রয় হবে।     
বিকাশ নাম্বারঃ For Main Campus # 01847027541, Uttara Campus # 01811458886, Permanent Campus, Ashulia # 01811458885

22
===Notice====

 Dear Students,

It’s our pleasure to inform you that, students of Daffodil International University may deposit their academic fees through Eastern Bank Ltd. (EBL) from any branch of the country or EBL bill pay machine .
It is also noted that students of DIU will get the prescribed deposit slip in all EBL branches & DIU cash counter which will be very convenient for the students as well as the guardians.

No extra charges would be applicable except tuition fee

Contact Persons:
Main Campus Mr. Yousuf: 01713493096,
Uttara Campus Mr. Alamgir Hossain: 01847140026
Permanent Campus Mr. Abdur Rahman: 01811458896

Pages: 1 [2]