Daffodil International University

Faculty of Allied Health Sciences => Nutrition and Food Engineering => Topic started by: Narayan on March 31, 2012, 05:31:39 PM

Title: চোখ নিয়ে ভুল ধারণা ও বাস্তবতা।
Post by: Narayan on March 31, 2012, 05:31:39 PM
১. ভুল ধারণা: কম আলোতে পড়া চোখের জন্য ক্ষতিকর।
বাস্তবতা: কম আলোতে পড়লে আপনার চোখ ক্লান্ত হবে কিন্তু দৃষ্টি শক্তির কোন ক্ষতি হবে না।
২. ভুল ধারণা: সূর্যের দিকে তেরছা করে বা চোখ কুচকে তাকালে চোখের ক্ষতি হয় না।
বাস্তবতা: আপনি যে ভাবেই সূর্যের দিকে তাকান না কেন, সূর্যের ক্ষতিকর অতি বেগুনীরশ্মি আপনার চোখের কর্ণিয়া, লেন্স ও রেটিনার ক্ষতি করবে।
৩. ভুল ধারণা: কম্পিউটার চালালে চোখের ক্ষতি হয়।
বাস্তবতা: যদিও কম্পিউটারে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলে চোখ ক্লান্ত হয় কিন্তু চোখের কোন ক্ষতি হয় না।
৪. ভুল ধারণা: চোখের ব্যবহার বেশি হলে চোখ বেরিয়ে আস।
বাস্তবতা: আপনার চোখের যত ইচ্ছা ব্যবহার করতে পারবেন। তবুও চোখ বেরিয়ে আসবে না।
৫. ভুল ধারণা: চশমা ঠিক মত চোখে না বসলে চোখের ক্ষতি হয়।
বাস্তবতা: যদিও ভাল ভাবে দেখার জন্য চশমা সঠিক ভাবে বসাতে হয় কিন্তু না বসলেও ক্ষতি নেই।
৬. ভুল ধারণা: কন্টাক্ট লেন্স ঠিক মত চোখে না বসলেও কোন সমস্যা নেই।
বাস্তবতা: কন্টাক্ট লেন্স ঠিক মত না বসালে কর্ণিয়া নষ্ট হয়ে যেতে পারে।
৭. ভুল ধারণা: ৪০-৫০ বছরের আগে চোখ পরীক্ষার কোন দরকার পড়ে না।
বাস্তবতা: চোখ পরীক্ষার জন্য কোন বয়সের বাঁধা ধরা নিয়ম নেই। কারণ যে কোন বয়সেই চোখের সমস্যা হতে পারে। তাই চোখের সমস্যা নিয়ে হেলাফেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
৮. ভুল ধারণা: রান্না করার সময়ও আপনি কন্টাক্ট লেন্স পড়ে থাকতে পারবেন।
বাস্তবতা: চোখে ইনফেকশন হয়ে অন্ধ হয়ে যেতে পারেন।

তথ্যসূত্রঃ সংগৃহীত
Title: Re: চোখ নিয়ে ভুল ধারণা ও বাস্তবতা।
Post by: Mustafizur rRhman on March 31, 2012, 05:51:48 PM
যাক বাবা, বাচালেন। আমিতো সত্যি ভাবছিলাম যে এগুলোতে চোখ খারাপ হয়।
Title: Re: চোখ নিয়ে ভুল ধারণা ও বাস্তবতা।
Post by: sethy on April 04, 2012, 01:42:40 PM
Very informative post.

Eyes are very important part in our body. Without  Eye the beautiful world become darkness. so we have to take proper care of our eyes.
Title: Re: চোখ নিয়ে ভুল ধারণা ও বাস্তবতা।
Post by: tany on April 21, 2012, 04:09:12 PM
Very interesting....
Title: Re: চোখ নিয়ে ভুল ধারণা ও বাস্তবতা।
Post by: snlatif on April 21, 2012, 04:29:21 PM
hmm...nice information.
Title: Re: চোখ নিয়ে ভুল ধারণা ও বাস্তবতা।
Post by: sadique on June 13, 2012, 01:18:30 AM
very interesting..........এতো ভুল জানতাম,.........???
Title: Re: চোখ নিয়ে ভুল ধারণা ও বাস্তবতা।
Post by: sharifa on June 13, 2012, 04:13:10 PM
Thanks to share these necessary information.
Title: Re: চোখ নিয়ে ভুল ধারণা ও বাস্তবতা।
Post by: sanjida.dhaka on June 14, 2012, 12:51:12 PM
very interesting and important post

Thanks
Title: Re: চোখ নিয়ে ভুল ধারণা ও বাস্তবতা।
Post by: 710000757 on June 21, 2012, 01:33:33 AM
Interesting...
Title: Re: চোখ নিয়ে ভুল ধারণা ও বাস্তবতা।
Post by: Shabnam Sakia on June 23, 2012, 06:00:34 PM
Informative post.....thanks for sharing.