Daffodil International University

Faculties and Departments => Allied Health Science => Life Science => Topic started by: Asif.Hossain on October 20, 2013, 01:02:17 PM

Title: Needle Bush (গুয়ে বাবলা)
Post by: Asif.Hossain on October 20, 2013, 01:02:17 PM
গুয়ে বাবলা
সংস্কৃত : জালবর্ব্বুরক।
বৈজ্ঞানিক নাম : Acacia farnesiana
ইংরেজি নাম : Needle Bush।

(http://www.onushilon.org.bd/plant/image/guye-babla-ful.jpg)

Fabaceae গোত্রের এক প্রকার উদ্ভিদ। এই গাছের আদি নিবাস আমেরিকা। বর্তমানে এই মহাদেশের বাইরে এই গাছ দেখা যায়। সমগ্র ভারতবর্ষেই এই গাছ জন্মে। বাংলাদেশে এই গাছ প্রচুর দেখা যায়।

এই গাছ সর্বোচ্চ ২৪-৩০ ফুট পর্যন্ত লম্বা হয়। এর কাণ্ড সরল এবং গাছের উপরিভাগ ছাতার মতো বিস্তৃত হয়। বড় গাছগুলো বেশ ঝোপের মতো মনে হয়।

এর কাণ্ড অত্যন্ত শক্ত কাষ্ঠাল। বাকল ফাটা ফাটা এবং ধূসর বর্ণের। কাণ্ড থেকে প্রচুর কাঁটা জন্মে। কাঁটা গুলো বেশ খাঁড়া এবং প্রায় আধ ইঞ্চি পরিমাণ লম্বা হয়।

এর পাতা দ্বিপক্ষল, ১ থেকে দেড় ইঞ্চি লম্বা হয়। পত্রিকার রঙ সবুজ। পুরানো পাতার গোড়া থেকে ফুল জন্মে। ফুলের রঙ উজ্জ্বল পীতবর্ণ এবং সুগন্ধযুক্ত। ফুলগুলোর ব্যাস হয় প্রায় আধ ইঞ্চি। ফুল ফোটে শীতকালে। আর এর ফল হয় বর্ষাকালে। এর ফল হয় শুঁটি আকারে। শুঁটি গুলো ২-৩ ইঞ্চি লম্বা হয়। শুঁটির গায়ে লম্বা লম্বা দাগ থাকে।

এর ছাল বেদনানাশক। কচিপাতা গণোরিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।

সূত্র :
ভারতীয় বনৌষধি। দ্বিতীয় খণ্ড। কলিকাতা বিশ্ববিদ্যালয়। ২০০২।
http://en.wikipedia.org/wiki/