Daffodil International University

IT Help Desk => Telecom Forum => Topic started by: M Z Karim on January 16, 2012, 11:55:45 AM

Title: ভিওআইপি নীতিমালায় সরকারের অনুমোদন
Post by: M Z Karim on January 16, 2012, 11:55:45 AM
ভিওআইপি নীতিমালায় সরকারের অনুমোদন :
এক বছরেরও বেশী সময়ের অপেক্ষা শেষে জানুয়ারির প্রথম সপ্তাহে আন্তর্জাতিক কল টার্মিনেশন (ভিওআইপি) উন্মুক্ত করার নীতিমালায় অনুমোদন দিয়েছে সরকার। তবে সেক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার করা খসড়া থেকে বেশ কিছু বিষয়ে সরে এসেছে টেলিযোগাযোগ মন্ত্রনালয়। খুব তাড়াতাড়ি নীতিমালাটি পর্যালোচনার পর প্রকাশ করবে বিটিআরসি।
 (http://static.priyo.com/files/image/2011/10/10/btrclogo.jpg)

দেড় বছরেও বেশী সময় আগে ভিওআইপি সার্ভিসেস প্রোভাইডার বা ভিএসপি নামে লাইসেন্স দেওয়ার নীতিমালায় খসড়া প্রণয়ন করে বিটিআরসি। পরে সেটি সরকারের অনুমোদনের জন্য টেলিযোগাযোগ মন্ত্রনালয়ে পাঠানো হয়। এরপর অর্থ মন্ত্রনালয় এবং প্রধানমন্ত্রীর টেবিল ঘুরে ডিসেম্বরের শেষে এসে চূড়ান্ত রূপ পায়। বিটিআরসি’র শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী সপ্তাহে নীতিমালাটি পূনরায় পর্যালোচনার পর তারা সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে আবেদন আহবান করবেন। ফলে ভিওআইপি উন্মুক্ত করতে আর কোনো বাঁধা রইল না বলে জানান টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস।

বর্তমানে দেশে প্রতিদিন বৈধ পথে সাড়ে চার কোটি মিনিটের টেলিফোন কল আসে। আরো সমপরিমান কল অবৈধ পথে আসে বলে সংশ্লিষ্টদের ধারণা। এই পরিমান কলকে বৈধ পথে আনতেই গত বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভিএসপি নীতিমালার খসড়া করেছিল বিটিআরসি। বেশ কিছুদিন সেটি টেলিযোগাযোগ মন্ত্রনালয়ে পড়ে থাকে। এক পর্যায়ে আবারো নীতিমালার কাঠামো পরিবর্তনের আলোচনা আসে। এসব প্রক্রিয়ার কারণেই বিলম্ব হয়েছে বলে জানান সুনীল কান্তি বোস। তিনি বলেন, একটু বিলম্ব হলেও শেষ পর্যন্ত যে ভিওআইপি উন্মুক্ত হতে যাচ্ছে সেটিও কম নয়।

Source : প্রিয় টেক
Title: Re: ভিওআইপি নীতিমালায় সরকারের অনুমোদন
Post by: arefin on January 17, 2012, 12:43:40 PM
Its a good step.
Title: Re: ভিওআইপি নীতিমালায় সরকারের অনুমোদন
Post by: akabir on January 21, 2012, 11:46:32 AM
Nice initiative.