Daffodil International University

Educational => You need to know => Topic started by: Sahadat Hossain on May 18, 2016, 10:53:33 PM

Title: জোনাকি পোকার দেহে আলো জ্বলে কেন?
Post by: Sahadat Hossain on May 18, 2016, 10:53:33 PM
রাতের আকাশে যেভাবে মিটমিট করে তারা জ্বলতে থাকে ঠিক তেমনই পৃথিবীর বুকে মিটমিট করে জ্বলতে থাকা ছোট্ট পোকাটির নাম জোনাকি পোকা। শহরের আলোয় এই সুন্দর পোকাটি নজরে না পড়লেও গ্রামে রাতের বেলা অসংখ্য জোনাকি পোকা দেখা যায়। মনে হয় রাতের আকাশের তারা মাঠের ওপর নেমে এসেছে।

জোনাকি পোকা ইংরেজিতে যার নাম ‘ফায়ার ফ্লাই’ এদের জীবনকাল শুধুমাত্র ১ থেকে ৩ সপ্তাহের মধ্যেই সীমাবদ্ধ। অর্থাৎ একটি জোনাকি পোকা খুব বেশি হলে মাত্র ৩ সপ্তাহ আলো জ্বেলে দিতে পারে পৃথিবীর বুকে। কিন্তু প্রশ্ন হলো এই জোনাকি পোকার দেহে আলো জ্বলে কিভাবে? এতো ছোট্ট একটি প্রাণীর দেহে আলোর ব্যবস্থা হয় কিভাবে?

জোনাকি পোকার দেহ থেকে আলো বিচ্ছুরণের মূল মাধ্যম হলো লুসিফারিন (luciferin) নামক একটি রাসায়নিক পদার্থ। জোনাকি পোকার দেহে এই কেমিক্যালটি উৎপাদন হয়, যা বাতাসের অক্সিজেনের সাথে মিশে আলো তৈরি করে। এর থেকেই আমাদের মনে হয় জোনাকি পোকা আলো বিচ্ছুরণ করে। আমাদের দেশে শুধুমাত্র সবুজ আলোর জোনাকি পোকা দেখা যায়। কিন্তু অন্যান্য অনেক দেশে লাল আলো বিচ্ছুরণকারী জোনাকি পোকারও দেখা মেলে।
Title: Re: জোনাকি পোকার দেহে আলো জ্বলে কেন?
Post by: fatema_diu on August 16, 2016, 05:09:34 PM
Interesting.
Title: Re: জোনাকি পোকার দেহে আলো জ্বলে কেন?
Post by: naser.te on August 17, 2016, 08:05:51 AM
Good information.
Title: Re: জোনাকি পোকার দেহে আলো জ্বলে কেন?
Post by: omarsharif on November 30, 2016, 12:55:00 PM
তাইলে লুসিফারিন আর অক্সিজেনের কাজ কারবার। :)
Title: Re: জোনাকি পোকার দেহে আলো জ্বলে কেন?
Post by: Anuz on November 30, 2016, 01:19:45 PM
Really interesting