Daffodil International University

IT Help Desk => Use of PC => Topic started by: Sultan Mahmud Sujon on October 09, 2011, 09:00:41 AM

Title: ড্রাইভ লুকানোর একটি সহজ টিপস
Post by: Sultan Mahmud Sujon on October 09, 2011, 09:00:41 AM
ড্রাইভ লুকানোর একটি সহজ টিপস
আপনারা হয়তো অনেকেই জানেন, তবুও বলি কিভাবে windows xp-তে ড্রাইভ লুকাতে হয়।
ক্লিক করুন – start- run
টাইপ করুন – cmd
ক্লিক করুন – ok
টাইপ করুন – diskpart
enter চাপুন
টাইপ করুন – list volume
enter চাপুন
এবার আপনি ড্রাইভ লেটার এবং ভলিউম নাম্বারের তালিকা পাবেন।
যদি আপনি H ড্রাইভ লুকাতে চান এবং এর ভলিউম number হয় 6 তবে type করুন
select volume 6
এন্টার চাপুন
তারপর টাইপ করুন
remove letter h
Done
যে ড্রাইভে windows থাকবে সেই ড্রাইভ লেটার নাও হতে পারে।
মাঝে মাঝে reboot করার প্রয়োজন হতে পারে।