Daffodil International University

Faculties and Departments => Allied Health Science => Life Science => Topic started by: Tumpa Rani Shaha on October 25, 2018, 01:04:55 PM

Title: সহযাত্রী খুঁজে ভাড়া কমাবে যে অ্যাপ
Post by: Tumpa Rani Shaha on October 25, 2018, 01:04:55 PM
আশিক আহমেদ একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। থাকেন মিরপুরে কিন্তু অফিস গুলশানে।প্রতিদিন  সকালে বাসস্টপে বাস পেতে বেশ ঝামেলায় পড়েন তিনি। তাই মাঝে মাঝে উবার, সহজ কিংবা পাঠাও এর মতো রাইড শেয়ারিং সেবা ব্যবহার করে অফিসে যান। কিন্তু এতে বেশ খরচ হয় তার। মাস শেষে টানাটানির ঝামেলায় পড়তে হয়।আশিক আহমেদ রাউড শেয়ারিং সেবার গাড়িতে গেলে আরো তিনটি সিট খালি থাকে। তিনি ভাবলেন, যদি বাকি সিটগুলোতে একই লোকেশনে যাবেন এমন ৩ জনকে নেয়া যায় সেক্ষেত্রে ভাড়া শেয়ার করলে খরচ কম হবে। কিন্তু একই লোকেশনে যাবেন এমন মানুষ তিনি কোথায় খুঁজে পাবেন?এই সমস্যার সমাধান করতে রয়েছে ‘সহযাত্রী’ নামক প্লাটফর্ম। মোবাইল ও ওয়েব সংস্করণে সহযাত্রীর সেবা ব্যবহার করে একই লোকেশনে যাবেন এমন যাত্রীদের সাথে যোগাযোগ করা যাবে।সহযাত্রী অ্যাপে ব্যবহারকারীরা রাইড যুক্ত করতে পারবেন। এটি করতে ব্যবহারকারীরা কোথা থেকে, কখন এবং কোথায় যাবে এই তথ্যগুলো অ্যাপে যুক্ত করে দিতে হবে। অ্যাপে থাকা ‘find a ride’ অপশনে ক্লিক করে দেখে নেয়া যাবে কোন লোকেশন কে যাবেন। এছাড়া, চাইলে ব্যবহারকারীরা অ্যাপে লোকেশন, সময় ও রাইডের ধরণ অনুযায়ী সার্চ করতে পারবেন।সুন্দর ইন্টারফেইসের অ্যাপটিতে রয়েছে চ্যাট করার সুবিধা ও ব্যবহারকারীদের রাইড হিস্টোরি দেখার সুবিধা। অ্যাপটি যেহেতু অনলাইন নির্ভর তাই এটি ব্যবহারে অবশ্যই ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে।সহযাত্রীর উদ্যোক্তাদের একজন সাফায়েত হোসাইন। তিনি টেকশহর ডটকমকে বলেন, ঢাকায় রাইড শেয়ারিং প্লাটফর্ম বেশ জনপ্রিয় হয়েছে। একজন ব্যবহারকারী প্রতিদিন একা উবারের গাড়িতে গেল তিনটি সিট খালি থাকে এবং অনেক বেশি হয়। যদি বাকি সিটগুলোতে যাত্রী নিয়ে ভাড়া ভাগাভাগি করা হয় তাহলে খরচ কমে যাবে। এমন ভাবনা থেকেই অ্যাপটি তৈরি করা হয়েছে।সহযাত্রী থেকে অচেনা একজন যাত্রী সাথে রাইড শেয়ার করা কতটা নিরাপদ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সহযাত্রী প্লাটফর্মে অ্যাকাউন্ট খুলতে যাত্রীদের ঠিকানা, ফোন নম্বর, জাতীয় পরিচয় পত্র ও সামাজিক মাধ্যমের প্রোফাইল যুক্ত করতে হয়। তারপর তা ভেরিফিকেশনের মাধ্যমে নিশ্চিত করা হয়। তাই এই প্লাটফর্মের কেউ অপব্যবহার করলে তাকে সহজে ট্রেস করা যাবে।অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই ঠিকানা ও আইওএস ব্যবহারকারীরা এই ঠিকানা থেকে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
ref: https://techshohor.com/software
Title: Re: সহযাত্রী খুঁজে ভাড়া কমাবে যে অ্যাপ
Post by: tnasrin on December 08, 2018, 01:40:12 PM
helpful....
Title: Re: সহযাত্রী খুঁজে ভাড়া কমাবে যে অ্যাপ
Post by: Raisa on December 10, 2018, 01:06:29 PM
 :) :)