Daffodil International University

Educational => Mathematics => Problems and Solutions => Topic started by: Anuz on April 23, 2018, 09:01:16 AM

Title: বলুন তো কতটি টেবিল লাগবে?
Post by: Anuz on April 23, 2018, 09:01:16 AM
অনেক সময় আমরা এ ধরনের সমস্যায় পড়ি। যেমন কয়েকজন কোথাও গিয়েছি। বসার ব্যবস্থা করতে হবে। তখন হিসাব করতে হয় কতটা টেবিল-চেয়ার লাগবে ইত্যাদি। সেই সমস্যায় যাওয়ার আগে আসুন গণিতের দুটি বিষয় জেনে নিই।

ধরুন, ৬০ জন শিক্ষার্থী লাইব্রেরিতে গেছে। তাদের ২৪ জন ছাত্র। এখন বলুন তো মোট শিক্ষার্থীর কত শতাংশ ছাত্রী? এর উত্তরের জন্য আমরা প্রথমে দেখব, মোট ছাত্রী = (৬০ - ২৪) = ৩৬। এখন হিসাবটা সহজ হয়ে গেল। মোট ৬০ জনের মধ্যে ৩৬ জন ছাত্রী। সুতরাং প্রতি ১ জনে (৩৬ / ৬০) জন ছাত্রী। ১০০ জনে (৩৬ / ৬০) × ১০০ = ৬০ জন ছাত্রী। সুতরাং, ছাত্রীর অংশ ৬০ শতাংশ।
আরেকটি সমস্যা দেখুন। এমন তিনটি মৌলিক সংখ্যা বের করতে হবে, যাদের গুণফল ৩৮৫। এর উত্তরের জন্য আমরা প্রথমে সংখ্যাটির উৎপাদকগুলো বের করব। ৩৮৫ = ৫ × ৭ × ১১। এদের প্রতিটিই মৌলিক সংখ্যা, সুতরাং আমরা বলতে পারি, ৫, ৭ ও ১১—এই মৌলিক সংখ্যা তিনটির গুণফলই ৩৮৫। এটাই উত্তর।