Daffodil International University

Faculty of Engineering => EEE => Topic started by: mahmud_eee on August 13, 2014, 02:11:33 PM

Title: বিশ্বাসের নেপথ্যে
Post by: mahmud_eee on August 13, 2014, 02:11:33 PM
কিছু মানুষকে আমরা সরাসরি না দেখেও বিশ্বাস করি। কিন্তু কাউকে এ রকম একেবারে অন্ধের মতো বিশ্বাস করার কারণ কী? যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের একদল মনোবিজ্ঞানীর নতুন এক গবেষণায় এ প্রশ্নের উত্তর মিলেছে। তাঁরা বলছেন, নিজেদের মস্তিষ্কের কারসাজির কারণেই আমরা কিছু কিছু মানুষকে বিশ্বস্ত বলে গণ্য করি। আমাদের অবচেতনেই মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে ঠিক করে, কোনটি বিশ্বস্ত মানুষের মুখ আর কোনটি নয়। সুনির্দিষ্ট করে বলতে গেলে, মস্তিষ্কের এমিগডালা নামের অংশটিই এতে প্রত্যক্ষ ভূমিকা রাখে। মানুষের সামাজিক ও আবেগনির্ভর আচরণ নিয়ন্ত্রণে এমিগডালার ভূমিকা গুরুত্বপূর্ণ। এর আগেও গবেষণায় দেখা গেছে, মানুষের মুখমণ্ডল দেখে (সরাসরি কিংবা ছবি) মস্তিষ্কের বিশেষ অংশ সিদ্ধান্ত নেয়, সেটি বিশ্বস্ত কি না। হিন্দুস্তান টাইমস।