Daffodil International University

Faculty of Humanities and Social Science => Humanities & Social Science => Topic started by: sisyphus on March 23, 2017, 05:44:34 AM

Title: লালনগীতিঃ কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা
Post by: sisyphus on March 23, 2017, 05:44:34 AM
কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা।।
শূন্যভরে পোস্তা করে তার উপর ছাদ আঁটা।।
           অনন্ত কুঠরি থরে থর
           চারদিকে আয়না-মহল তার
হাওয়ার পথ নাই, রূপ দেখা যায় মণি-মাণিক্যের ছটা।।
           যেদিন যাবে রসিক চাঁদ সরে
           হাওয়ার প্রবেশ হবে সেই ঘরে
নিভাইলে রসের বাতি ভেসে যাবে সব ঘটা।।
           দেখিতে বাসনা যার হয়
           দিল-দরিয়ায় ডুবলে দেখা যায়
লালন বলে, কল ছুটিলে কার আর দেখবি কেটা।।

লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ২০৪
এখানে ধুয়ার পূরণবাচক চরণ নেই। “লালন-গীতিকা” থেকে চরণটি গৃহীত হয়েছে। এ গ্রন্থে ভনিতার পদটি এভাবে লেখা হয়েছেঃ “লালন বলে, কল ছুটিলে দেখবি আয় মন রে কেটা।”-পৃ. ১২২-২৩
Title: Re: লালনগীতিঃ কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা
Post by: Sarjana Ahter on April 02, 2017, 12:19:50 PM
I love Lalongeeti sir
Title: Re: লালনগীতিঃ কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা
Post by: Arfuna Khatun on April 16, 2017, 12:13:05 PM
 :)
Title: Re: লালনগীতিঃ কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা
Post by: azizur.bba on April 21, 2017, 09:20:18 PM
thanks and Keep sharing
Title: Re: লালনগীতিঃ কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা
Post by: tasnim.eee on May 10, 2018, 01:51:14 PM
Excellent writing.
Title: Re: লালনগীতিঃ কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা
Post by: parvez.te on July 01, 2018, 01:37:22 PM
informative post
Title: Re: লালনগীতিঃ কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা
Post by: 710001983 on August 26, 2018, 08:59:02 AM
Lalon was one of the world greatest rational thinker.
Title: Re: লালনগীতিঃ কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা
Post by: tokiyeasir on August 26, 2018, 09:03:00 AM
Interested
Title: Re: লালনগীতিঃ কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা
Post by: zahid.eng on October 06, 2018, 02:02:36 PM
Thank you.