Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - myforum2015

Pages: [1] 2 3 ... 15
3
Thanks for sharing....

7
Career Jokes / Re: Awesome Jokes
« on: April 20, 2017, 11:10:00 AM »
 ;D ;D ;D

9
পিরামিডের কথা বললেই প্রথমে মাথায় আসে মিসরের নাম। কিন্তু এবার যে পিরামিডের কথা বলব সেটা মিসরে নয়, বরং ইউরোপের দেশ নেদারল্যান্ডসে অবস্থিত। এই পিরামিডের নাম পিরামিড অব অস্টারলিটজ। নেদারল্যান্ডসের উডেনবার্গ গ্রামে ৩৬ মিটার উচ্চতার এই পিরামিডটির অবস্থান। এটি প্রথম নির্মাণ করেন নেপোলিয়নের সেনারা। সে আজ থেকে অনেক আগের কথা। ১৮০৪ সালে জেনারেল মারমন্ট নেপোলিয়নকে খুশি করতে নেপোলিয়নের সৈনিকদের দিয়ে নির্মাণ করেন এই বিশাল মাটির পিরামিড। নিশ্চয়ই ভাবছেন, এত কিছু থাকতে পিরামিড কেন? আর এই পিরামিড বানানোর চিন্তা এলোই বা কিভাবে মারমন্টের মাথায়?

পিরামিড মারমন্ট প্রথম দেখেছিলেন ১৭৯৮ সালে, নেপোলিয়নের মিসর অভিযানের সময়। সে সময় সেখানে দেখা পিরামিডগুলো নজর কাড়ে তাঁর। ১৮০৪ সালে বর্তমান নেদারল্যান্ডসে সেনাদের ছোট ছোট দল একত্র করে একটা বড় সেনাদল তৈরি করেন মারমন্ট। তখনই গিজার পিরামিডের মতো একটা পিরামিড বানানোর ইচ্ছা মনে জাগে তাঁর। বসে বসে বিরক্ত হয়ে যাচ্ছিল সেনারা। এই কাজে তাই আগ্রহ নিয়ে ঝাঁপিয়ে পড়ে তারা। গোটা পিরামিডটাই বানানো হয় মিসরের পিরামিডের আদলে। পিরামিডের নির্মাণকাজে মাত্র ২৭ দিন সময় নেয় সেনাবাহিনী। প্রথম দিকে পিরামিডের ওপরের অংশটুকু সমতল ছিল। পরে একটি ১৩ মিটার লম্বা স্মারকস্তম্ভ নির্মাণ করা হয় চূড়ায়।

তবে এর পরপরই নেপোলিয়নের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন মারমন্ট আর পিরামিডের নাম দেন মন্ট মারমন্ট। অবশ্য বেশি দিন পিরামিডটিকে নিজের নামে পরিচিত করতে পারেননি তিনি। ১৮০৬ সালে হল্যান্ডের নতুন রাজা লুই নেপোলিয়ন অস্টারলিটজের যুদ্ধে নেপোলিয়ন বোনাপার্টের জয়ের স্মৃতিতে এই পিরামিডের নাম দেন পিরামিড অব অস্টারলিটজ।

মারমন্ট খুব যত্ন নিয়ে পিরামিডটি নির্মাণ করেছিলেন। তবে তাড়াহুড়ায় গড়ে তোলা কেবল বালু আর মাটির এই পিরামিড কিছুদিন পরই ধসে যেতে থাকে। অবশ্য সেটা হওয়ারই ছিল। মারমন্ট সর্বোচ্চ চেষ্টা চালান পিরামিডটি ঠিকঠাক রাখার। তবে তাঁর প্রাণপণ চেষ্টাও শেষ অব্দি টিকতে পারেনি মানুষ আর প্রকৃতির মিলিত যুদ্ধের সামনে। স্থানীয়দের ভাঙচুর আর প্রাকৃতিক ধস—এ দুটির কবলে পড়ে নাজেহাল মারমন্ট একপর্যায়ে পিরামিডটি আশপাশের জায়গাসহ বেচে দেন হিউবার্ট এম এ জে ভ্যান উইক নামে এক ব্যক্তির কাছে। তবে তার পরও পৃথিবীর কাছে একদম অচেনাই রয়ে গিয়েছিল অস্টারলিজের পিরামিড। ২০০৪ সালে সংস্কারকাজ শুরু হয় এই পিরামিডের। আর তার পরই নানা দেশের পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বর্তমানে প্রতিবছর হাজার হাজার মানুষ বেড়াতে আসে নেদারল্যান্ডসে শুধু এই পিরামিড দেখার জন্য।
- See more at: http://www.kalerkantho.com/print-edition/mogoj-dholai+/2016/07/24/384552#sthash.ilTl05ku.dpuf

11
অ্যান্ড্রয়েড চালিত মোবাইল ফোন প্রথমবারের মতো যাঁরা ব্যবহার করছেন বা পুরোনো ফোন থেকে নতুন ফোনে হালনাগাদ করেছেন, তাঁদের মোবাইলের পাঁচটি সেটিংস পরিবর্তন করা প্রয়োজন। এতে ফোনের পারফরমেন্স ও ব্যাটারির আয়ু বাড়ে।
১. ফোনের ব্রাইটনেস কমিয়ে দিন
অঙ্কটি সোজা। যত বেশি ব্রাইটনেস বা উজ্জ্বলতা থাকবে, তত দ্রুত চার্জ ফুরাবে। এ জন্য সেটিংসে গিয়ে ব্রাইটনেস কমিয়ে দিন। ৫০ শতাংশের নিচে তা রাখুন।
২. হোয়াইটনেস কমান
আপনার ফোনটি কি অ্যামোলেড স্ক্রিনের? যদি তা-ই হয়, তবে ওয়ালপেপার সেট করার বিষয়ে সচেতন থাকুন। কালো রঙের ওয়ালপেপার সেট করুন। কারণ, কালো পিক্সেল জ্বালাতে চার্জ ফুরাবে না।
বিভিন্ন মডেলের ফোন ও অপারেটিং সিস্টেমে ওয়ালপেপার সেটিংসের অবস্থান ভিন্ন হতে পারে। তবে অধিকাংশ ডিভাইসে হোম স্ক্রিনের কোনো ফাঁকা জায়গায় ট্যাপ করে রাখলে মেনু থেকে ওয়ালপেপার সেট করা যায়।
৩. নতুন অ্যাপ শর্টকাট বন্ধ করুন
গুগল প্লে স্টোর থেকে নতুন অ্যাপ ডাউনলোড করার সময় শর্টকাট আইকন তৈরি হয় হোমস্ক্রিনে। গুগল প্লে অ্যাপের মেনু থেকে সেটিংসে গিয়ে শর্টকাট বন্ধ করে দিতে পারেন।
৪. ‘ডু নট ডিস্টার্ব’ চালু করুন
ঘুম বা আরামের সময় ফোনকল, মেসেজ বা অ্যালার্ট সিস্টেম সাইলেন্ট করে রাখুন। অ্যান্ড্রয়েড ফোনে ‘ডু নট ডিস্টার্ব’ মোড নামের একটি মোড আছে, যা সেট করে রাখলে বিরক্তি আসবে না। সেটিংসে গিয়ে সাউন্ডস সেটিংসে এ ফিচার চালু করতে পারেন।
৫. ফাইন্ড মাই মোবাইল
অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য আরেকটি দরকারি সেটিংস হচ্ছে ফাইন্ড মাই মোবাইল। ফোন হারানো বা ভুলে ফেলে এলে এ ফিচারটি কাজে লাগতে পারে। থার্ড পার্টির অ্যাপ ব্যবহার করে কিংবা বিল্ট ইন অপশন ব্যবহার করে এটি ব্যবহার করা যায়। গুগল সেটিংস থেকে এটি চালু করা যায়।

For more: http://www.prothom-alo.com/technology/article/881752/

12
Thanks for sharing....

13
Bangladesh Civil Service-BCS / Bangla
« on: April 06, 2016, 06:42:31 PM »
¤ কাজী নজরুল ইসলাম = বিদ্রোহী কবি
¤ রবীন্দ্রনাথ ঠাকুর = বিশ্বকবি/ নাইট
¤ ঈশ্বরচন্দ্র = গদ্যের জনক/ বিদ্যাসাগর
¤ ভারতচন্দ্র = রায়গুনাকর
¤ বঙ্কিমচন্দ্র = সাহিত্য সম্রাট
¤ জীবনানন্দ দাস = রুপসী বাংলার কবি
¤ ফররুখ আহমেদ = মুসলিম রেঁনেসার কবি
¤ জসিম উদ্দিন = পল্লীকবি
¤ মধুসূদন দত্ত = মাইকেল
¤ বিহারীলাল চক্রবর্তী = ভোরের পাখি
¤ সত্যেন্দ্রনাথ দত্ত = ছন্দের যাদুকর
¤ শরত্চন্দ্র চট্টোপাধ্যায় = অপরাজেয় কথাশিল্পী
¤ সুকান্ত ভট্টাচার্য = কিশোর কবি
¤ ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ = ভাষাবিজ্ঞানী
¤ বেগম রোকেয়া = মুসলিম নারী জাগরণের অগ্রদূত
¤ আলাওল = মহাকবি/ কবিগুরু
¤ যতীন্দ্রনাথ বাগচি = দুঃখবাদের কবি।

14
Informative post.

15
Jokes / Re: ফাইভের মধ্যে ফোর
« on: March 30, 2016, 12:16:15 PM »
 :)

Pages: [1] 2 3 ... 15