Daffodil International University

Faculties and Departments => Business & Entrepreneurship => Topic started by: nmoon on February 22, 2013, 01:32:44 PM

Title: ভারতে অ্যাকাউন্ট খোলা সহজ হলো বাংলাদেশিদú
Post by: nmoon on February 22, 2013, 01:32:44 PM


কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে জানান, এনআরও রুপি হিসাব খেলার সময় সে দেশে অবস্থানরত বাংলাদেশির অবশ্যই থাকার বৈধ অনুমোদন থাকতে হবে। ব্যাংকগুলোকেও এ ধরনের হিসাবের সব তথ্য ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

ভারতে বাস করা অন্যান্য দেশের নাগরিকরা বৈদেশিক বিনিময় নীতিমালার আওতায় তফসিলি ব্যাংকে রুপিতে লেনদেনের জন্য এনআরও রুপি হিসাব খুলতে পারে।

কিন্তু বাংলাদেশ বা পাকিস্তানি নাগরিকদের ভারতে এনআরও রুপি অ্যাকাউন্ট খুলতে হলে আগে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হতো। কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনার ফলে এখন বাংলাদেশি নাগরিকরা রিজার্ভ ব্যাংকের অনুমতি ছাড়াই তফসিলি ব্যাংকগুলোতে এ হিসাব খুলতে পারবে।

বাংলাদেশ অনেক দিন ধরেই ভারতের ব্যাংকিং নিয়মনীতিকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বাধা হিসেবে উল্লেখ করছিল।

এখন সহজেই রুপি হিসাব খুলতে অনুমতি পাওয়ায় দুই দেশের মধ্যে বানিজ্যে সুবিধা পাওয়া যাবে।

এতে ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশিরা উপকৃত হবেন। ভারতে দীর্ঘ সময় চিকিৎসা নিতে যাওয়া রোগীরাও এতে সুবিধা পাবেন।
Title: Re: ভারতে অ্যাকাউন্ট খোলা সহজ হলো বাংলাদেশিদú
Post by: saimonh on July 22, 2013, 02:19:31 PM
nice post...
Thank you