Daffodil International University

IT Help Desk => Open Source Forum => Topic started by: Mohammed Abu Faysal on July 14, 2012, 12:12:19 PM

Title: সহজেই ঠেকান কম্পিউটারে অজাচিত লগইন
Post by: Mohammed Abu Faysal on July 14, 2012, 12:12:19 PM
বর্তমানে অধিকাংশ কম্পিউটার ব্যবহারকারীই উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে। আর কম্পিউটার এর নিরাপত্তার জন্য চাই সচেতেনতা। আমরা অনেকেই কম্পিউটারে লগইন পাসওয়ার্ড ব্যবহার করি। কিন্তু বর্তমানে এমন অনেক সফটওয়্যার আসে যেগুলোর মাধ্যমে খুব সহজে পাসওয়ার্ড ভেঙ্গে কম্পিউটারে লগইন করা যায়। কম্পিউটারে এই ধরনের অযাচিত অনুপ্রবেশ আমরা ঠেকাতে পারি, যদি কেও আপনার কম্পিউটার এর অপারেটিং সিস্টেম দিয়েই কম্পিউটার চালাতে চায়।

 hands keyboard সহজেই ঠেকান কম্পিউটারে অজাচিত লগইন

আমি যে পদ্ধতির কথা বলব, এই পদ্ধতিতে কম্পিউটারে লগইন করার জন্য দুই বার পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দুইটির প্রথমটি হল সিস্টেম কী এবং অপরটি আমরা সবাই জানি লগইন পাসওয়ার্ড। সিস্টেম কী দিতে হয় কম্পিউটার ইউজার পাসওয়ার্ড দেয়ার জন্য যে স্ক্রীন আসে তার পূর্বেই। তাই যদি কেও আপনার কম্পিউটার এর ইউজার পাসওয়ার্ড যেনও ফেলে অথবা ভেঙ্গে ফেলে, আর সিস্টেম কী না যানে তবে আপনার কম্পিউটার এর অপারেটিং সিস্টেম ব্যবহার করে কম্পিউটারে লগইন করতে পারবে না।
কম্পিউটার এর পাসওয়ার্ড রিমুভ করার জন্য যে সফটওয়্যার গুলো ব্যবহার করা হয়, এগুলো দ্বারা শুধু ইউজার পাসওয়ার্ডই রিমুভ করা যায়, কিন্তু সিস্টেম কী রিমুভ করা যায় না।
তো চলুন এবার দেখা যাক কিভাবে সিস্টেম পাসওয়ার্ড দিব।

১. Start->Run অথবা windows + r চাপুন। এরপর syskey লিখে এন্টার দিন।

২. Update এ ক্লিক করুন।

৩. Password startup সিলেক্ট করে পাসওয়ার্ড দিয়ে ওকে করুন।
বাস হয়ে গেল সিস্টেম কী দেয়া। কম্পিউটার রিস্টার্ট দিয়ে দেখুন কাজ করে কিনা।
সিস্টেম কী রিমুভ করতে চাইলে

১. Start->Run এ গিয়ে syskey লিখে এন্টার দিন।

২. Update এ ক্লিক করুন।

৩. system generated password ও store startup key locally সিলেক্ট করে ওকে করুন ও যে বক্স আসবে ওখানে পূর্বে যে পাসওয়ার্ড দিয়েছিলেন তা দিন ও ওকে করুন।
Title: Re: সহজেই ঠেকান কম্পিউটারে অজাচিত লগইন
Post by: sumon_acce on July 30, 2012, 08:46:49 PM
Thanks for sharing.
Title: Re: সহজেই ঠেকান কম্পিউটারে অজাচিত লগইন
Post by: Sultan Mahmud Sujon on October 11, 2012, 08:47:56 PM
যখন পিসি সেটাপ দেয়া হয় তখন দিলেই কাজ হয়, না কি বলেন?
Title: Re: সহজেই ঠেকান কম্পিউটারে অজাচিত লগইন
Post by: sazirul on October 12, 2012, 12:32:42 AM
I just looking for this, Tnx for sharing  :)