Daffodil International University

Career Development Centre (CDC) => Education => Articles and Write up => Topic started by: fatemayeasmin on May 09, 2018, 01:15:39 PM

Title: জিমেইল এর নতুন সুবিধা পেতে চাইলে
Post by: fatemayeasmin on May 09, 2018, 01:15:39 PM
সম্প্রতি জিমেইলের নতুন আপডেট দিয়েছে গুগল। এই আপডেটে ইন্টারফেস ও ফিচারে অনেক পরিবর্তন এসেছে। নতুন কিছু যুক্ত হওয়াতে ব্যবহারকারীদের ইমেইল চালাচালি আরও সহজ হয়ে উঠবে। নতুন ফিচারের মধ্যে রয়েছে অ্যাটাচমেন্ট সহজে দেখার সুবিধা, ই-মেইল থ্রেডের নোটিফিকেশন বন্ধ রাখা, গুগল ক্যালেন্ডার, কিপ ও গুগলের নতুন সেবা গুগল টাস্কস জিমেইল থেকেই ব্যবহারের সুবিধা, স্প্যাম ম্যাসেজ ভালভাবে হাইলাইট করাসহ বিভিন্ন সুবিধা। নতুন এই সুবিধাগুলো ব্যবহারকারীরা কীভাবে উপভোগ করতে পারবে তা নিয়ে সাজানো হয়েছে  আমাদের আজকের টিপস। নতুন ফিচারগুলো দেখতে হলে প্রথমে গুগল ক্রোম ব্রাউজার থেকে জিমেইল ডট কমে সাইন ইন করলেই হবে। জিমেইলের ইউজার নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। পরবর্তীতে ওপরে থাকা সেটিংস চিহ্নতে ক্লিক করুন। এখান থেকে  থেকে ‘try the new mail’ অপশনটিতে ক্লিক করলে জিমেইলের নতুন ডিজাইনটি প্রদর্শন হবে।আপনি যদি জিস্যুট ব্যবহারকারী হন তাহলে অ্যাডমিন আইডি থেকে লগইন করে apps অপশনে গিয়ে suite অপশনে ক্লিক করুন। পরবর্তীতে ‘settings for gmail’ এ ক্লিক করে ‘advanced settings’ অপশনে প্রবেশ করুন। এর পর ‘allow my users accees to the new gmail ui and features'’ অপশনটি অন করে দিলেই আপনার সেটিং সংক্রান্ত কাজ শেষ।  উপভোগ করুন নতুন আপডেটের সুবিধাগুলো।
(http://www.ittefaq.com.bd/print-edition/assets/images/news_images/2018/05/09/1525789892.jpg)
http://www.ittefaq.com.bd/
Title: Re: জিমেইল এর নতুন সুবিধা পেতে চাইলে
Post by: sheikhabujar on May 11, 2018, 12:56:30 AM
Very resourceful, thanks !