Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Mezbah Uddin

Pages: [1]
1
Science and Information / Physics
« on: June 07, 2015, 11:02:42 AM »
Moving 2.5 × 10–6 coulomb of charge from point A to point B in an electric field requires 6.3 × 10–4 joule of work. The potential difference between points A and B is approximately
1.6 × 10–9V
4.0 × 10–3V
2.5 × 10–2V
1.0 × 10–14V
Correct Answer Number: 3

Explanation: V=W/q. work and charge are both given in the problem.
 :o

2
Career 2 day / @@সাধারণ জ্ঞান@@
« on: June 06, 2015, 02:57:49 PM »
@@@সাধারণ জ্ঞান@@@
► দুই কোরিয়াকে বিভক্তকারী সীমারেখার নাম : ৩৮ ডিগ্রী অক্ষরেখা।
► আফগানিস্তানের প্রধান ভাষা : পশতু।
► বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ : ইন্দোনেশিয়া।
►সৌরজগৎ আবিষ্কার করেন : এন. কোপার্নিকাস।
► ম্যালেরিয়া যে ধরনের জীবাণু : পরজীবী।
► প্রতি মিনিটে পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের হৃদস্পন্দন করে : ৭২ বার।
► পঁচা ডিমের গন্ধের জন্য দায়ী : হাইড্রোজেন সালফাইড।
► বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রিতে ব্যবহৃত হয় : নাইক্রোম তার।
► জাতিসংঘ দ্বিতীয়বারের মত ‘আদিবাসী দশক্’ ঘোষনা করে ২০০৫-২০১৪ সাল পর্যন্ত।
► জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় – ১৯৭৩।
► নেলসন ম্যান্ডেলার ওপর নির্মিত সিনেমার নাম – দি হিউম্যান ফ্যাক্টর।
► কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে? – রাশিয়া।
► ব্রিটেনের ক্রিমিনাল কোর্টে নিযুক্ত প্রথম বাংলাদেশী জজ : ব্যারিষ্টার আখলাক চৌধুরী।
► ব্রিটেনের আইনসভার নিন্মকক্ষ ‘হাউস অব কমন্স’ এর প্রথম বাংলাদেশী এমপি : রুশনারা আলী।
► বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ঢাকা- লন্ডন সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করে : ৬ ফেব্রুয়ারি ২০১০।
► ডলুরা শুল্ক ষ্টেশন অবস্থিত : সুনামগঞ্জ।
► বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক : অধ্যাপিকা হান্নানা বেগম।
► কোন সেক্টর কমান্ডারের সাংকেতিক নাম ছিল ‘টাইগার লিডার’ : মীর শওকত আলী।
► ‘গণতন্ত্রই সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা’ উক্তিটি যার : লর্ড ব্রাইস।
► ‘The Wings of Fire’ বইটির লেখক : এ.পি.জে. আব্দুল কালাম (ভারত)।
► ‘পানমুনজাম’ স্তানটি যে দুটি দেশের সীমান্তে অবস্থিত : উত্তর ও দক্ষিণ কোরিয়া।
► ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ : মিশর।
► গোলান মালভূমি নিয়ে বিরোধ রয়েছে : ইসরাইল ও মিশর।
► গ্রে উলফ নামে পরিচিত : কামাল আতাতুর্ক।
► বাংলাদেশে কত সনে ভ্যাট চালু হয়্? – ১৯৯১
► ‘রেড স্কোয়ার’ অবস্তিত : মস্কোয়।
► পারস্য উপসাগরে যে দ্বীপ অবস্থিত : বাহরাইন দ্বীপ।
► ‘সিমলাইন’ হলো : ইসরাইল কর্তৃক গাজা উপত্যকায় নির্মিত বেষ্টনী।
► WTO’ প্রতিষ্ঠিত হয় : ১ জানুয়ারি ১৯৯৫।
► ‘পার্থ’ হলো : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অফিস।
(Colleced)

3
Common Forum / Concept
« on: June 04, 2015, 05:08:00 PM »
ছায়া মানুষের অবিচ্ছেদ্য অংশ, তবুও মানুষ কেন ছায়াকে ছুঁতে পারে না ? ছায়া আর মানুষের প্রেম অনন্তকালের । কিন্তু অস্পর্শী ছায়াকে না ছুঁতে পারার অভিমান তার সঙ্গীকে কুঁড়ে কুঁড়ে খায় । তাদের এ অভিমান চলতেই থাকে , যার প্রকাশ তাদের কথায়......

 

 


 

তুর্না=>    তুই কি আমার দুঃখ হবি ?

তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি ?

 

রুহিত=>  হতে আমি রাজি যদি তুই চাস ।

অশ্রুসিক্ত নয়ন আমার, দেখতে কি তুই পাস ?

 

তুর্না=>    তোর অশ্রুসিক্ত নয়নে আমি বইঠা বাইতে চাই,

তুই যদি মোর অশ্রু হবি তো তোকেই আমি চাই ।

 

রুহিত=>  শুধু অশ্রু দিয়েই যায় না বোঝা দুঃখের অনুভূতি ,

সুখেও তো অশ্রুধারা ঝরে আঁকিবুকি ।

পাশাপাশি থাকতে চাইলে থাকুক সুখ-দুঃখ

আমি যে তোর পাশেই থাকব এটাই এখন মুখ্য !!

 

তুর্না=>    তোর চোখে যদি আসে কভু দুঃখের শ্রাবণ-ঢল ,

আমায় শুধু বল.....

আমি চৈত্রের ফাটা মাঠ হব ,

আর শুষে নেব সব জল.....

 

তুই রবি মোর দুঃখে ,

তোর স্পর্শেই অশ্রু বইবে শুষ্ক এ দুই চোখে ,

তোর ভালবাসারই স্তুতি রয় তবু

নিত্য আমার মুখে !!

মোর দুঃখের সাথেই এত কিরে তোর সখ্য ?

তোর পাশেই তো আছি এই আমি ,

সেটাই কি নয় মুখ্য ?

 

রুহিত=>  তুই যে আমার ছায়ার মত দুর্গেশনন্দিনী ,

ভয় করি নাকো পাশে যে তুই দুর্গতিনাশিনী ,

নির্ঝর তোর আঁখি বেয়ে আমি পরতে দেব না জল ।

যা বলবি তাই করব-করতে হবে কি বল ?

লাগবে না তোর কোন ত্রান মোর দুঃখ করতে জল...

আমি যে আছি তোর নিমিত্ত অটল-অবিচল ।

আমার দুঃখ রাখব পুষে তোর দুঃখ মুছতে ,

দেব না তোকে দুঃখ আমায়, যদি না পারিস বুঝতে ।

বুঝিস কিবা না বুঝিস তবু দুঃখ আমার নেই ,

তুই যে আমার স্বপ্নপরী , স্বপ্নে আসে সেই ।

 

তুর্না=>   রাতের আঁধার ছিন্ন করে ,

আসব আমি তোরই ঘরে ,

এক টুকরো স্বপ্ন হয়ে ,

হারিয়ে যাব তোকে নিয়ে-

তোর ছায়াসঙ্গীনী হয়ে......!!

 

রুহিত=>  তুই মোর পরিত্যাজ্য ছায়াসঙ্গীনী !!

অতলান্তে হারিয়ে যাবি তাতো আগে ভাবিনি ।

অস্পর্শী তোকে হারিয়ে খুঁজব আমি ,

তুই যে আমার অন্তর্যামী ।

নির্লিপ্ত সে দৃষ্টিতে তোর ছবিই-

ভাসবে আর কাঁদবে তুইহীনা আমি......!!

 

তুর্না=>   হারাতে চাই না , হারাব না আমি......

তুই ছাড়া যে নিষ্প্রাণ আমি !!

কাঁদতে দেব না , সুহাসিনী আমি ,

আমি তোর চির- ছায়াসঙ্গীনী......!

 

রুহিত=>  বিশাল তোর সামনে দাঁড়িয়ে ক্ষুদ্র আমি ,

তুই যে আমার জীবন পথের অন্তর্যামী ,

তোরে ছাড়া আমি কেমনে বাঁচি একদণ্ড ?

তোর কারনেই ফিরে পাই আমি অচীন পথের ছন্দ ।

তুই যে আমার সকল সময় সকল স্বরের রাগিণী ।

মায়াডোরে মোর বেঁধেছি তোরে ,

তুই যে আমার ছায়াসঙ্গীনী......!!!

 

তুর্না=>   স্রোতহীন এই নদীতে তুই যে স্রোতের জোয়ার তুললি......

নিভে থাকা এই প্রদীপে তুই যে প্রথম আলো জ্বালালি......

তোর দিক-হারা পথে দ্রষ্টা আমি ,

তোরই আমি সেই মনমোহিনী ।

ভালবাসাডোরে বাঁধা পরেছি , আমি তোরই চির-ছায়াসঙ্গীনী.........

 

রুহিত=>  শূন্যতায় পূর্ণতা দেই- এই আমারি ধর্ম ,

ভালবেসেছিস বুঝবি আমায় ভালবাসার কি মর্ম ।

তোর প্রেমেরই মায়ায় পরে লিখছি এখন কাব্য ।

এত কথার ভিড়ে আমি কখন তোকে ভাবব

তোকে নিয়ে আমি করছি তবু সবার কাছে গর্ব ,

তোর হৃদয়েই ঠাই পেয়ে আমি হয়েছি একলব্য......!!

অচীন পথের পাথেয় তুই , তুই যে আমার দিশা ।

তোর শুধা পান করে তবু মিটে না মোর তৃষা ,

চুরি করেছি মন বলে হারাবি না তুই জানি ।

আমার মাঝে তুই একাকার , তুই যে আমার ছায়াসঙ্গীনী......!!

 

তুর্না=>   তোর কাব্যে সম্মোহিত আমি,

তাই ঠিক করেছি জল হব-

তোর তৃষ্ণা মেটাব আমি !!

শব্দ-গুচ্ছ হব-

আর তোর কাব্যে ঠাই করে নিয়ে প্রাণ খুঁজে পাব আমি ,

তোর হৃদয় গহীনে থাকব আমি তোরই হৃদয়-হরিণী ।

আমার মাঝে তুই একাকার , আমি যে তোর ছায়াসঙ্গীনী......!!

 

চল নিরুদ্দেশ হয়ে যাই......

দুজনে মোরা নামহারা পথে পথ যেন খুঁজে পাই ,

তোর কাব্যে সুর তুলে যেন আমি সুখ খুঁজে পাই ,

আঁধার মাড়িয়ে আলো হয়ে আমি দীপ্তি ছড়াতে চাই ,

কেবল তোর হতে আমি চাই......!!!

 

রুহিত=>  এ তো দেখি অন্তের মিল......

অন্তকথার শামিল......

যেখানে দুজনের স্বার্থ এক উদ্দেশ্য অভিন্ন ,

গন্তব্য অবিচ্ছিন্ন......!!

তোর মোহে আজ আমি পুরপুরি আচ্ছন্ন ।

আমাকে আচ্ছাদিত কর , যাতে না পারি হারাতে ,

আর তোর দুঃখ যেন না পারি কভু বাড়াতে.........।

 

 

 

 

 

 

 

রচনায়    :

পপরিনা আফরিন তুর্না

মেহেদী আনাম রুহিত

 

 

 

 

 

 

 

_______******_______

4
Common Forum / General Knowledge
« on: May 30, 2015, 12:26:54 PM »
Answer**********************/
Question: What is the elaboration of VOIP?
Answer:    Voice Over Internet Protocol.
Question: E-mail stands for?
Answer:   Electronic mail
Question: Write some common output devices of computer.
Answer:  Monitor, Printer and Speaker.
Question: Give some Example of programming language.
Answer:  BASIC, PaSCAL, C++, FORTRAN
Question: What is YouTube?
Answer: YouTube is a famous video sharing site.
Question:What is WiMax?
Answer :  WiMax is  Wireless Internet Technology.
Question: What is Cyber Super Weapon?
Answer: Cyber Super Weapon is a computer virus.
Question: What is  Palmtop?
Answer: Palmtop is a kind of small computer.
Question: What is XO?
Answer: Tablet Pc

5
Common Forum / Happy
« on: May 30, 2015, 11:03:38 AM »
 :)

Pages: [1]