Daffodil International University

Bangladesh => Positive Bangladesh => Topic started by: Anish on April 03, 2012, 12:38:23 PM

Title: বাংলাদেশকে ভালবাসি!
Post by: Anish on April 03, 2012, 12:38:23 PM
২২এ মার্চ। বাংলাদেশ-পাকিস্তান খেলা চলছে।আমি দেশের বাড়ি থেকে ঢাকা ফিরছি।পাকিস্তানের ইনিংস যখন শেষের পথে তখন আমি ঢাকায়। বলাকা বাসে উঠেছি মগবাজার যাব বলে।বাসে যাত্রী খুব কম, স্বাভাবিক ভাবেই সবাই খেলা দেখায় ব্যস্ত।বাসের যিনি হেল্পার কাম কনডাক্টর তিনিও দেখি রেডিও শুনছেন,আর তালি দিচ্ছেন।আমি বললাম,"মামা, কোন দল সাপোর্ট কর?" উনি বললেন,"একাত্তরে এই "..." দের কে যারা খেদাইছে তাদেরকে সাপোর্ট করি। মাগার মাঝে মাঝে খুব খারাপ লাগে মামা, যখন কিছু রাজাকারদের দেখি এদের পরশংসা করতে; ইচ্ছা হয় ধইরা শালাগুলারে জিগাই,তোগো জন্য কি এই দেশ স্বাধীন করছিলাম? আমি তো সারাদিন মানুষের মইধ্যে থাকি,অনেক কথাই কানে আয়। খুব খারাপ লাগে তখন।" আমি প্রসঙ্গ পাল্টাবার জন্য বলি, " কি মনে হয় বাংলাদেশ জিতবে?" উত্তর আসে,"জিতব না মানে, আলবাত জিতবে। আর না জিতলেও কষ্ট নাই;তয় হারামিগুলারে নাকানি চুবানি খাওয়াইয়া হারমু, এই হারায় দুখঃ নাই খালি সুখ!"

এরপরেই আফ্রিদির উইকেট পরে,condutor মামা আমার দিকে তাকায়,ভাবখানা এমন যে আজ যাই হোক...আমরা হারব না। তার কিছুখন পরে আমি বাস থেকে নেমে যাই। মনে মনে শ্রদ্ধা করি সেই অশিক্ষিত মানুষটার দেশের প্রতি ভালোবাসার...যার সমান আমি কখনও আমার দেশকে ভালোবাসি নি। ক্রিকেটে, শিক্ষায় যে মানুষটা অনেক অজ্ঞ

...কিন্তু দেশকে ভালোবাসার ব্যাপারে অনেকের চেয়ে অভিজ্ঞ।

শরীরের রোম দাঁড়িয়ে যায়...ভালোবাসি এত রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশকে :)
Title: Re: বাংলাদেশকে ভালবাসি!
Post by: sadique on April 17, 2012, 02:17:26 AM
I love my motherland.....I love my mother....I love Bangladesh.......
In liberation war the situation was difference.....we fought for our rights,,,,,,but Game is for peace,,,,,
Why people hate other counties??? like India, Pakistan...??????
we have to show honor to every country as well as people.
Even we already show our greatness,,,,,,,
I think u have understand what i want to say......

thanks...
Title: Re: বাংলাদেশকে ভালবাসি!
Post by: mojammel on April 18, 2012, 02:04:03 AM
I love you Bangladesh.......
Title: Re: বাংলাদেশকে ভালবাসি!
Post by: bidita on April 18, 2012, 02:19:40 AM



Mother cannot through the child out of her mind and she always try to get them happiness. Every children have to maintain their responsibility of their own. So Motherland is also like as. Don't dishonor the culture, language of the nation. Seeking some extra quality of yourself to protract  land. Dont let the real love and affection of mother otherwise will never get the pure happiness. So this is the right time to justify yourself.
Title: Re: বাংলাদেশকে ভালবাসি!
Post by: shaikat on April 18, 2012, 09:19:47 AM
ভালোবাসি...ভালোবাসি...ভালোবাসি এই সোনার বাংলাকে...
Title: Re: বাংলাদেশকে ভালবাসি!
Post by: nature on April 28, 2012, 11:41:49 PM
Bangladesh is our Mother land.....we all love our Beautiful Bangladesh so much.
Title: Re: বাংলাদেশকে ভালবাসি!
Post by: Mashud on June 19, 2012, 12:38:49 PM
about my country B'desh. When anyone go outside then he can understand about his motherland.