Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - skaka

Pages: [1] 2
1
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ওপর আরোপিত ভ্যাটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ছাত্র - ছাত্রীরা। সাধারণভাবে আমি শিক্ষার ক্ষেত্রে ভ্যাট আরোপের বিরুদ্ধে। কোন আলোচনা পর্যালোচনা ছাড়াই যেমন হটাত VAT বসানো হল, তেমনি আন্দোলন দমানোর কৌশল মনেকরে NBR মনগড়া একটা বিজ্ঞপ্তি জারি করে বসলো। VAT কি এবং কেন এটা অন্ততঃও যে সব শিক্ষার্থী ছেলে-মেয়েরা আন্দোলন করসে তারা জানে। সুতরং তাদের সামনে শাক দিয়ে মাছ কি ঢেকে রাখা যাবে? আমি যখন খুব ছোট ছিলাম তখন একবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় দেখেছিলাম আশে- পাশের লোক জোন আমার বাবা চাচার কাছে এসে কাকে ভোট দিবে টা জিজ্ঞাস করতো, আজ আর সে দিন নাই, সময় বদলেছে। এখন অন্ততঃ যারা এই VAT বিরোধী আন্দোলন করছে তারা নিজের এবং পারিপার্শ্বিক বিষয়ে অনেক সচেতন। সুতরং VAT সম্পর্কে শাক দিয়ে মাছ ঢাকার যে অপচেষ্টা সেটা আদতে ধোপে টিকবে তো?

2
"Higher Education World University Ranking" A UK based organization published a report regarding higher education in the world. They considered 25000 Educational Institute from all over the world. 

Here’s a list of top 15 universities from Bangladesh:
1. BUET (#3332)
 2. BRAC (#4400)
3. East West University (#5077)
4. Rajshahi University (#5178)
5. Shahjalal University of Science and Technology (#5275)
6. Independent University (#5820)
7. North South University (#6121)
8. Daffodil International University (#6134)
9. Khulna University of Engineering and Technology (#6703)
10. Jahangirnagar University (#7106)
11. University of Dhaka (#7524)
12. Islamic University of Technology (#7700)
13. Bangladesh Agricultural University (#7811)
14. University of Chittagong (#8150)
15. American International University Bangladesh (#8615)

3
Long time of our agriculture history, we are using toxic medicine for killing insect from our crops. By which our crops are also being toxic and also hampering our ecology. Some student at Rangpur has made a digital machine for killing insect which will be helpful for both health and environment.
Search google for
"পোকা দমনে ডিজিটাল কীটনাশক যন্ত্র - Prothom Alo"

4
IT Forum / Lakho Konthe Sonar Bangla : 26 March 2014
« on: March 11, 2014, 04:59:22 PM »
২৬ শে মার্চ কি হবে?
আসছে ২৬শে মার্চ, আমরা সকল বাংলাদেশী একত্র হচ্ছি জাতীয় প্যারেড গ্রাউন্ড এ লক্ষ্য আমাদের একটাই, লাখো কণ্ঠে ধ্বনিত হবে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি... সাথে সাথে আমরা গড়ব এক অনন্য বিশ্ব রেকর্ড ।
কখন ?
২৬শে মার্চ, ২০১৪
সকাল ১০:০০ 
কোথায় ?
জাতীয় প্যারেড গ্রাউন্ড, তেজগাঁও, ঢাকা
 ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ২,০০০ ( দুই হাজার ) ছাত্রছাত্রী এই উৎসবে অংশ্রহণ করতে যাচ্ছে । সাক্ষী হতে যাচ্ছে অনন্য বিশ্ব রেকর্ডের । অংশগ্রহণ করতে আগ্রহী ছাত্রছাত্রীদের ১৬ই মার্চ ২০১৪ তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করতে হবে –
 
Office of the Director of Students’ Affairs (DSA)
5th Floor, Sobhanbag Campus (Prince Plaza)
For queries : 01738822694
(Students will be enlisted on the basis of First Come First Entry)
 
 
১। অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের সার্টিফিকেট প্রদান করা হবে ।
২। অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের জন্য ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করা হবে ।
৩। প্রতিটি ছাত্রছাত্রীর জন্য খাবার ও সুপেয় পানির ব্যবস্থা করা হবে ।
৪। অনুষ্ঠানস্থলে অংশগ্রহণকারী সকলকে বিনোদন প্রদানের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে ।

5
Common Forum / We need to aware regarding embarrassing situation
« on: November 08, 2013, 03:37:27 PM »
Respected All,

You are aware of that an unstable political situation is prevailing all over the country. Everyone may have different political choice and opinion. But, being a part of the university, we have to show our neutrality regarding this issue. Thereby, DIU management is earnestly requesting you all, not to reply any mail/ put  opinion/ like/ share/ comment in any social network from university domain/ IP that may grave political situation more and put the university to an embarrassing situation. Being a part of the university, it is our ethical duty to uphold the prestige of the university and show neutrality.




Office of the Registrar
Daffodil International University

6
যে ব্যবস্থাপত্রে রোজা নষ্ট হয় না
অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ | তারিখ: ০৮-০৮-২০১২

৯ মন্তব্য প্রিন্ট ShareThis পরের সংবাদ» 
রোজাদার রোগীর অবস্থা বিবেচনা করে দিতে হবে ব্যবস্থাপত্র।

ছবি: সৈকত ভদ্র
ডিন, মেডিসিন অনুষদ, অধ্যাপক, মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
ইসলামের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে রোজা অন্যতম। প্রত্যেক মুসলমানের জন্য রমজানের এক মাস রোজা রাখা ফরজ। এ সময় একজন মুসলমানকে সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যেকোনো খাদ্যদ্রব্য ও পানীয় গ্রহণ এবং মুখে ওষুধপত্র খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকতে হয়। অনেক সময় অনেক রোগী একদিকে যেমন রোজা রাখতে চান, তেমনি অন্যদিকে রোগের কারণে বিভিন্ন ওষুধপত্র সেবন করাটাও বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়, যা না করলে তাঁর জীবন বিপন্নও হতে পারে। রোজা রাখা অবস্থায় অনেক রোগীর পরীক্ষা-নিরীক্ষার বা অস্ত্রোপচারও জরুরি হয়ে পড়তে পারে।
আধুনিক বিজ্ঞানের কল্যাণে অনেক নতুন নতুন চিকিৎসা—পদ্ধতি ও পরীক্ষা-নিরীক্ষা আবিষ্কৃত হয়েছে, যা আগে ছিল না। যেমন ইনজেকশনের মাধ্যমে ওষুধ দেওয়া, ইনহেলার, রক্ত পরীক্ষা, এন্ডোস্কপি, কোলনোস্কপি, বায়োপসি ইত্যাদি। এর যেকোনোটাই রোজাদার রোগীর জন্য জরুরি হয়ে পড়তে পারে। এ রকম পরিস্থিতিতে অনেক সময় রোগী এবং চিকিৎসক উভয়েই রোজা রাখা না-রাখা নিয়ে দোটানায় পড়েন। এমনকি অনেক চিকিৎসকও সঠিক পরামর্শ দিতে দ্বিধাবোধ করেন।
এ সমস্যাগুলো সামনে রেখে রোজা রাখা অবস্থায় ওষুধ গ্রহণ, পরীক্ষা-নিরীক্ষা ইত্যাদির ব্যাপারে সারা বিশ্বের ইসলামি চিন্তাবিদ ও বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁদের সুচিন্তিত অভিমত দিয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসক, ইসলামি আলেম-ওলামাদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে রোজা থাকা অবস্থায় বেশ কয়েকটি পন্থায় ওষুধ সেবন ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করলে রোজা নষ্ট হবে না।
১৯৯৭ সালের জুনে মরক্কোতে ‘ইসলামের দৃষ্টিতে সমসাময়িক চিকিৎসা সমস্যা’ (An Islamic View of Certain Contemporary Medical Issues) শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারের মূল আলোচ্য বিষয় ছিল কী কী মেডিকেলজনিত কারণে রোজার ক্ষতি হয় না। পরবর্তী সময়ে নবম ফিকাহ-মেডিকেল সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে যৌথভাবে বৈজ্ঞানিক, সাংস্কৃতিক এবং স্বাস্থ্য বিষয়ে আলোচনা হয়। এ আলোচনা যৌথভাবে জেদ্দার ইসলামিক ফিকাহ একাডেমি, মিসরের আল-আজহার ইউনিভার্সিটি, আলেকজান্দ্রিয়ায় অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যালয় এবং ইসলামি শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংগঠনের (আইএসইএসসিও) উদ্যোগে অনুষ্ঠিত হয়। এই সেমিনারেও মূল আলোচ্য বিষয় ছিল কী কীভাবে ওষুধ সেবনে বা পরীক্ষা করলে রোজা ভঙ্গ হয় না।
ইসলামি চিন্তাবিদ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বসম্মতিক্রমে এমন কয়েকটি সিদ্ধান্ত নেন, যাতে অসুস্থ ব্যক্তি রোজা রাখা অবস্থায় নিম্নলিখিত ব্যবস্থাপত্র নিলে এবং প্রয়োজনে পরীক্ষা-নিরীক্ষা করালে রোজা ভঙ্গ হবে না। এই সেমিনারের সিদ্ধান্ত ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশ করা হয়েছে।

 রোজা রাখা অবস্থায় চোখ, কান ও নাকে ড্রপ নেওয়া যাবে।
 হূদরোগীর বেলায় বুকে ব্যথা হলে নাইট্রোগ্লিসারিন স্প্রে বা ট্যাবলেট জিহবার নিচে নিতে পারবেন।
 মহিলা রোগীর তলপেটে পরীক্ষার জন্য যোনিদ্বার দিয়ে চিকিৎসক বা নার্স হাতের আঙুল অথবা কোনো যন্ত্র প্রবেশ করালে রোজা ভাঙবে না। এমনকি চিকিৎসার জন্য যোনিপথে পেসারি বা কোনো ওষুধ ব্যবহার করা যাবে।
 মূত্রথলি পরীক্ষা বা এক্স-রে করার জন্য রোগীর প্রস্রাবের দ্বার দিয়ে ক্যাথেটার অথবা অন্য কোনো যন্ত্র প্রবেশ করালে অথবা রেডিও-ওপেক ডাই প্রবেশ করালে রোজা ভঙ্গ হবে না।
 দাঁত তোলা, ড্রিলিং করা বা মেসওয়াক বা ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করা যাবে, তাতে রোজা ভঙ্গ হবে না। তবে যেন এগুলো করার সময় পাকস্থলীতে থুতু বা টুথপেস্ট প্রবেশ না করে।
 রোগীর চামড়া, মাংস, অস্থিসন্ধি ও শিরায় ইনজেকশন দেওয়া যাবে। কিন্তু স্যালাইন, ডেক্সট্রোজ, প্রোটিনজাতীয় জিনিস ইত্যাদি ব্যবহার করা যাবে না।
 যে কেউ রক্ত অন্যকে দিতে পারবেন আবার জরুরি প্রয়োজনে নিজেও নিতে পারবেন।
 কোনো রোগী অক্সিজেন অথবা অজ্ঞানকারী গ্যাস (অ্যানেসথেসিয়া) নিলে রোজা ভঙ্গ হবে না।
ত্বকের মাধ্যমে শরীরের ভেতরে যায় এমন মলম, ক্রিম, অয়েন্টমেন্ট ইত্যাদি ব্যবহার করা যাবে।
পরীক্ষার জন্য রোগীর শরীর থেকে রক্ত নেওয়া যাবে।
 হূদরোগে আক্রান্ত রোগী হার্টের এনজিওগ্রাম এবং কার্ডিয়াক ক্যাথেটার করা যাবে।
 রোগীর পরীক্ষা-নিরীক্ষার জন্য বা চিকিৎসার অংশ হিসেবে এন্ডোস্কপি করলে রোজা ভাঙবে না।
 মুখ পরিষ্কারের জন্য মাউথ ওয়াশ বা গড়গড়া বা মুখে স্প্র্রে জাতীয় ওষুধ ব্যবহার করা যাবে, তবে যেন পাকস্থলীতে কোনো কিছু না যায়।
 জরায়ু পরীক্ষার জন্য শরীরে হিস্টারোস্কপি করা যাবে, এমনকি জরায়ুতে কোনো যন্ত্রপাতি বা অন্য কিছু পরীক্ষার জন্য প্রবেশ করালে রোজায় কোনো সমস্যা হবে না।
 লিভার বায়োপসি অথবা অন্য কোনো অঙ্গের বায়োপসি করলে রোজা নষ্ট হবে না।

অধিকাংশ বিশেষজ্ঞ অনুমোদন করেন, যে—
 নাকে স্প্রে বা হাঁপানি রোগীর বেলায় ইনহেলার জাতীয় কিছু নিলে কোনো সমস্যা নেই।
 রোগীর পায়ুপথে ইনজেকশন অথবা পরীক্ষা-নিরীক্ষার জন্য আঙুল বা অন্য কোনো যন্ত্র প্রবেশ করালে রোজা ভাঙবে না।
 জরুরি কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হলে রোজা রাখা অবস্থায় করা যাবে।
 কিডনি অকেজো হলে রোগীর ডায়ালাইসিস করলে রোজা ভাঙবে না।

7
Permanent Campus of DIU / Permanent Campus in New Dimension
« on: June 06, 2012, 03:22:08 PM »
It's a great news that a 16 storied female hostel construction work started in our parmanent campus. The day is not so far when a real campus like a natural photograph will always observe our eyes. Always good wishes for beloved Daffodil.

8
Guideline of Exhibition/fair / Project Competition
« on: May 30, 2012, 04:02:13 PM »
The Project Competition program started on 28 May 2012 at DIU auditorium at 3:00 PM. On the first day 29 projects from Computer Science and Engineering (CSE) department were demonstrated in the competition. The students from all levels of CSE department participated in the competition. Among them 8 projects were MSc Engg projects, 5 were course base projects and the rest were BSc Engg final year projects. The participants demonstrated their innovative activities with enthusiasm. 

Honorable Vice Chancellor of DIU visited the competition and encouraged the participants. A good number of teachers and students of DIU visited the competition. The visitors appreciated the initiative.

The final Project Competition will be held on 23 June 2012 with the projects from all departments of DIU. This is a platform to demonstrate the innovative ideas and activities of the students of DIU. The project competition is open to all students of the University . Interested students are advised to contact for registration to demonstrate their innovative ideas and project activities.


9
Rover Scout Wing / Our Rover Our DSSF
« on: February 28, 2012, 01:01:27 PM »
Our Rover Our DSSF (Daffodil Special Security Force)

I am very much cherished to observe the activities of our Air Rover Scouts Movement at the occasions of Foundation Day and Convocation. They have done their duties as a professional.

Congratulations and best wishes.

10
Environmental Science and Disaster Management / New Bangladesh!
« on: February 01, 2012, 02:34:31 PM »
Hello!
We are going to get a new Bangladesh. Actually we are going to get new land for our mother land. It’s amazing! Where from? Nature! Yes nature providing us the land. Go through Bangladesh Protidin 01 February 2012.

11
Convocation / A dream of graduates!!!
« on: January 31, 2012, 01:01:18 PM »
Convocation! Oh! its a dream of graduates. Students eagerly wait for the day. Black coat and hat, special symbols and sign, rally with Chancellors! photo session!......more and more......love, laugh, fun........ what a dreamy moment! Just wait……………. Dream comes into true on 26th February.

12
Foundation Day / Moments come to Countdown time.
« on: January 31, 2012, 12:44:15 PM »
The day will start exact 12:00am (Friday mid-night). So go and start countdown time just from now for our great event.

The event will be dreemy!!!!!!!!

13
Nuclear power produces no carbon emissions.Different environmentalists have different views, but most of the top scientists, including 3 Nobel prize winners, encourage investment in clean energy.

Whats more, the emerging Bangladesh with its billions of people who all want fridge-freezers and TVs, will need huge amounts of energy to supply them with. This can not be accommodated by fossil fuels for its costs and environment hazards.

The biggest issue today is waste disposal and storage. This problem is exacerbated by the one-pass fuel cycle used by the US. If we utilized a multi-pass fuel cycle, waste, and the danger level of that waste, would be drastically reduced. We also need to consider standardization of nuclear plant design (a task underway with the DOE) to reduce the cost of bringing a new power plant into service.

I believe that a well-operated and maintained nuclear energy program can mitigate the risks associated with nuclear power and provide significant benefits.

14
Open Source Forum / Celebration of IEB Accreditation
« on: November 16, 2011, 01:06:32 PM »
It’s great news for Daffodil Family that the University is going to celebrate IEB accreditation. As far as I know the CSE department is the 15th member of IEB. IEB accreditation is a prestigious achievement for any reputed department as well as the university in our country. CSE department achieved the goal by its own performance. I wish rest of the engineering department will get the IEB accreditation and our beloved university will long live of its own way.

15
Hajj / Eid ul Adha 'festival of Sacrifice'
« on: November 02, 2011, 11:16:29 AM »
Festival of Sacrifice" or "Greater Eid" is an important religious holiday celebrated by Muslims. Allah want sacrifice mind from us. He wanted great sacrifice from Ibrahim (Ah) but he didn’t take. He would like to see the sacrifice mentality only. So we need to be fresh in our mentality.

Pages: [1] 2