Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - masud895

Pages: 1 2 3 [4] 5 6
46
মজিলা ফাউন্ডেশন বিশ্বের সবচেয়ে কম দামের স্মার্টফোন আনছে—এ তথ্য এরই মধ্যে সবাই জেনে গেছেন। ফায়ারফক্স অপারেটিং সিস্টেমচালিত (ওএস) ২৫ মার্কিন ডলার দামের এ স্মার্টফোন নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে সবার মধ্যে। চীনা চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্প্রিডট্রামের সঙ্গে অংশীদারির মাধ্যমে কম দামের এই মোবাইল ফোনসেট বাজারে আসবে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই স্মার্টফোনে থাকবে ৩.৫ ইঞ্চি স্ক্রিন, যার রেজুলেশন হবে ৩২০ বাই ৪৮০ পিক্সেল।

মজিলা ফাউন্ডেশনের তৈরি ব্রাউজার ফায়ারফক্সের জনপ্রিয়তার পাশাপাশি ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন দামে মজিলা ফোন পাওয়া যাচ্ছে। ফায়ারফক্স ওএসচালিত এই স্মার্টফোন বেশ জনপ্রিয়তাও পেয়েছে।

পাওয়া তথ্য অনুযায়ী, এই ফোনে আরও থাকবে ওয়াই-ফাই, ব্লুটুথ, এফএম রেডিও ও অন্যান্য সুবিধা। এই ফোনের রিয়ার ক্যামেরা হবে ২ মেগাপিক্সেলের। ফোনের ডিফল্ট ব্রাউজার হিসেবে থাকবে মজিলা ফায়ারফক্স, এতে এইচটিএমএল৫ সুবিধাও পাওয়া যাবে।

সবচেয়ে কম দামের এই ফোনের বিষয়ে মজিলার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বাংলাদেশে এই ফোন নিয়ে আসছে টেলিনর ডিজিটাল। টেলিনর ডিজিটালের চিফ স্ট্র্যাটেজিক অফিসার অ্যান্ডার্স হ্যালিন এ তথ্য জানিয়েছেন। [/size]
Source : Prothom Alo


47
IT Forum / PDF e-book creator software free download
« on: December 30, 2013, 09:55:22 AM »
আমি আজ আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ উইন্ডোজ সফটওয়্যার শেয়ার করবো। আমরাতো জীবনে কত পি ডি এফ পড়লাম।কিন্তু আমাদের ভিতর অনেকেই আছেন যারা এই ডকুমেন্ট বানাতে পারেন না। যারা পারেন আমি তাদের কথা আমি বলছিনা।যারা এটা তৈরি করতে পারেন না তাদের জন্য এই সফটওয়্যার।আর সফটওয়্যার লাভাররা এটা সংগ্রহ করে রাখতে পারেন। সফটওয়্যারটার নাম ডু পি ডি এফ। এটি ব্যবহার করে আপনি খুব সহজেই যে কোন অফিস ডকুমেন্ট যেমন (docs) থেকে  পি ডি এফ বানাতে পারবেন । এটির কাজ খুব সহজ। আপনারা একটু ট্রাই করে দেখলেই পারবেন বলে আশা করি। এখন যাদের যাদের এই সফটওয়্যারটা লাগবে তারা   ডাউনলোড করেনিন

Click the download Link

http://www.solidfiles.com/d/4b093fa752/ 

48
প্রথাগত ওয়াই-ফাই নেটওয়ার্কের জনপ্রিয়তা যত বাড়ছে, তার সঙ্গে যেন পাল্লা দিয়ে কমছে গতি। ওয়াই-ফাই নেটওয়ার্কের সেই ঝামেলা এড়াতে চীনের সাংহাইয়ের ফুডান ইউনিভার্সিটির বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন রেডিও ওয়েভের বদলে আলোকে মাধ্যম হিসেবে ব্যবহার করে ডেটা ট্রান্সফারের নতুন এক প্রযুক্তি-- ‘লাই-ফাই।’ প্রথাগত ওয়াই-ফাইয়ের তুলনায় ১০গুণ দ্রুত ডেটা ট্রান্সফার করা সম্ভব এই প্রযুক্তিতে।

প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, রেডিও ওয়েভের মতো আলোও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যার কম্পাঙ্ক ওয়াই-ফাইয়ের তুলনায় এক লাখ গুণ বেশি। বছর দুই আগে প্রথমবারের মতো লাই-ফাই প্রযুক্তির কথা বলেন বিজ্ঞানীরা। দুই বছরে অনেকটাই এগিয়েছে এই প্রযুক্তি।

এ প্রযুক্তিতে প্রথমে ডেটা ট্রান্সফার করা হয় একটি এলইডি বাল্বের সাহায্যে। বাল্বটি সেকেন্ডে কয়েক কোটি বার জ্বলে-নেভে, তার মাধ্যমেই সংকেত ট্রান্সফার করে (সাধারণ ফ্লুরোসেন্ট বাল্ব প্রতি সেকেন্ডে ১০ হাজার থেকে ৪০ হাজার বার জ্বলে নেভে, যা খালি চোখে বোঝা যায় না)।

লাই-ফাই প্রযুক্তির সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে, কম্পিউটার বা মোবাইল ডিভাইসের রিসিভারটি থাকতে হবে ডেট্রা ট্রান্সফার করা এলইডি বাল্ববের আলোর সীমানার মধ্যে। এক ঘর থেকে অন্য ঘরে গেলেই বিচ্ছিন্ন হয়ে যাবে লাই-ফাই সংযোগ। তবে এই সীমাবদ্ধতা অতিক্রম করতে পারলে পাল্টে যেতে পারে ওয়াই-ফাই প্রযুক্তি ব্যবহারের ইতিহাস।


Source : http://bangla.bdnews24.com/tech/article687359.bdnews

49
IT Forum / How to make your computer run faster?
« on: August 19, 2013, 12:12:17 PM »
1.   Check your hard disk space. As a rule, you want to keep at least 15% of the hard disk space free to keep the computer running smoothly. Simply go to My Computer, right-click on Hard Drive, and go to Properties. There you'll see a pie chart of your free versus used space. If it’s mostly full, you'll want to start by removing unnecessary programs and files; it it’s not, you probably want to tackle the actual way your computer operates.

2.   Remove any programs you do not use. Go to Control Panel > Add or Remove Programs (or Uninstall a Program, depending on your operating system) to find a master list of programs installed on your computer. Some things will strike you as useless immediately, in which case you can remove them right away. Others won’t look familiar to you and may require you some research.

3.   It may help to see how often you use the program. If you right-click one of the column titles above your program list (ex. Name, Publisher, Size, Installed On, etc.), you should be able to add additional characteristics by which to judge your programs. For example, find Last Used On on the list of options and check it; a column displaying the last time you used each program will now appear and can also be used to sort your programs. Some programs will not have been used in years and may be candidates for deletion.
When in doubt, don't remove anything you don’t recognize; it may be critical to the function of your computer – and if you delete twelve different things only to discover that your computer no longer works properly, it will be very difficult to determine where exactly you went wrong.
Don't forget to empty your recycling bin.Prevent unnecessary programs from starting when the computer boots. The more programs try to run while your computer initializes, the slower everything will be. Revise your startup programs by altering your system configuration via MSConfig.

4.   Install an anti-virus program, spyware scanner, and an anti-malware. The fewer bugs, viruses, and bits of adware your computer has to manage, the more time it will have to devote to other processes. While you're at it, make a point of keeping Windows up-to-date; not only will this keep Windows itself in better shape, but some viruses ride in on Windows updates that are downloaded way after the fact (and therefore not monitored as closely).
5.   Run a Disk Cleanup. This can clean up hundreds of megabytes of temporary files – sometimes even gigabytes (if you have Windows XP, Vista, or 7). It will also open a window in which you can chose what to delete. Go to My Computer, right-click the Hard Drive and select Properties, and then click Disc Cleanup (within the General tab). Check all the boxes except for the game files and setup files.
6.   Run a Disk Defragment. This will reconfigure the way the hard drive stores information for maximum efficiency. Go to My Computer, right-click the Hard Drive and select Properties, then go to the Tools tab and click Defragment Now.

7.   Check for any disk errors. These will also slow your computer down. Go to My Computer, right-click the Hard Drive and select Properties, then go to the Tools tab and click Check Now under the Error-Checking area. When the dialogue box opens, check both boxes.If you get a window saying that Windows can't check the disk while it's in use, click on Schedule Disk Check and then OK. It will run on your next reboot.

8.   Turn off indexing. Go to My Computer, right-click the Hard Drive and select Properties, then unclick the box indicating that the drive should be indexed. Don't do this if you actually use any of the Windows Search functionality. The background indexing is what makes those searches fast and Windows is already very good about not getting in your way to do indexing while you're trying to do something else.

9.   Clear your Prefetch folder. Windows saves a file of the program you are using to make it start up faster. After years of use, this folder gets stuffed with irrelevant programs.

10.   Open Notepad and type:
del C:\Windows\Prefetch\*.* /Q
Rundll32.exe advapi32.dll, ProcessIdleTasks
(Copy and paste this text to ensure you don’t make any mistakes.)
Save as faster.bat (the .bat extension will run it as a batch file).
Run it! Simply double-click the file to initialize. In a few moments, the command prompt will      disappear and your programs should run more smoothly.

11.   Change Prefetch Parameters. This a dangerous task to complete unless you follow these steps exactly. If you're not sure about anything, don’t continue.
Go to Start > Run and type regedit to initialize the registry editor.
Go to HKEY_LOCAL_MACHINE>SYSTEM>CurrentControlSet>Control>Session Manager>Memory Management>Prefetch Parameters to access the parameters.
Double-click Enable Prefetcher. Once the new window pops up, there should be a small, editable text box with the number 3 in it. (Windows allows 4 options: 0, 1, 2 and 3.) 3, the default, fetches everything.
Change this to 2. Your PC will boot a lot faster and your PC performance shouldn't be affected.
Click OK and then close regedit.

12.  Add RAM to your computer. To see if you need more RAM, initialize the Windows Task Manager by pressing CTRL+ALT+DELETE. Under the Performance tab, find the area devoted to Physical Memory. If the Free amount hovers around zero but the computer is still slow, you may need to take your computer in to add RAM or even add more RAM yourself.

13. Restart your computer. The computer usually needs to reboot to implement changes.

14. Remove gadgets you don't use. All gadgets that are running slow down your computer.

15. Log off the users who do not want the computer. Switch user your account then if you see that many users are logged in, log them off.

50
মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে ছোটখাটো সমস্যা হয়ই। সমস্যা সমাধানে কেউ ছোটেন অভিজ্ঞদের কাছে, কেউ বা কেয়ার সেন্টারে। তবে একটু চেষ্টা করলে নিজেই নিজের মোবাইল ফোন ঠিক করা যায়। মোবাইল ফোনের সাধারণ কিছু সমস্যা ও সমাধান নিয়ে বিস্তারিত :
 
পাসওয়ার্ড ভুলে গেছেন?
তথ্য সুরক্ষাসহ অনেক কারণেই পাসওয়ার্ড দিয়ে মোবাইল ফোন লক করে রাখেন অনেকে। পরবর্তী সময়ে মোবাইল ফোনের মাধ্যমে কোনো কাজ করার আগে পাসওয়ার্ড দিয়ে এটি সক্রিয় করতে হয়। নকিয়া ১১০০ এবং এ ধরনের মডেলের মোবাইল ফোন ব্যবহারকারীরা পাসওয়ার্ড ভুলে গেলেও এর তথ্যগুলো দেখতে এবং কল করতে পারবেন। এ জন্য প্রথমে Menu বাটনটি চাপতে হবে। এবার সিকিউরিটি কোড বা পাসওয়ার্ড চাইবে মোবাইল ফোনটি। এবার চাপতে হবে Back (Go to) বাটন। এখন আবার Unlock (Menu) চেপে দুই সেকেন্ড পর্যন্ত একটানা ধরে রাখুন। দুই সেকেন্ড পর স্ক্রিনে দেখা যাবে Now Press * নামের একটি কমান্ড। এটি মুহূর্তের মধ্যেই আবার মিলিয়ে যাবে। তাই এ পর্যায়ে একটু সতর্ক থেকে কমান্ডটি দেখার সঙ্গে সঙ্গেই Unlock (*) বাটন চাপতে হবে। দেখা যাবে, পাসওয়ার্ড ছাড়াই ফোনের লক খুলে গেছে
 
স্মার্টফোনের তথ্য ব্যাকআপ :
নকিয়ার সিমবিয়ান অপারেটিং সিস্টেমের স্মার্টফোনে প্রয়োজনের অতিরিক্ত তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশন ব্যবহার করলে এটি অনেক ধীরগতির হয়ে যায়। অনেক সময় ফোনের তথ্যগুলোও হারিয়ে যায়। আবার অনেকে এক ফোন থেকে অন্য ফোনেও তথ্য স্থানান্তর করতে চান। এ ক্ষেত্রে তথ্যের নিরাপত্তার জন্য কম্পিউটারে নকিয়া স্মার্টফোনের তথ্যগুলো ব্যাকআপ হিসেবে সেভ করে রাখতে পারেন। এ জন্য নকিয়া পিসি স্যুইট সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করা থাকতে হবে। লিংকটি দেখতে হলে অবশ্যই নিবন্ধন অথবা প্রবেশ করতে হবে। থেকে বিনা মূল্যে সফটওয়্যারটি ডাউনলোড করা যায়। এবার মোবাইল ফোনটি ডেটা কেবল অথবা ব্লুটুথ সংযোগের মাধ্যমে কম্পিউটারের সঙ্গে যুক্ত করতে হবে। পিসি স্যুইট সফটওয়্যারটি Open করলে পাওয়া যাবে ব্যাকআপ অপশন। এখানে ক্লিক করলে ব্যাকআপ ও রিস্টোর নামের দুটি অপশন পাওয়া যাবে। এবার ব্যাকআপ লেখা বাটনে ক্লিক করে কোন কোন তথ্যের ব্যাকআপ নিতে চান এবং সেগুলো কোথায় সেভ করবেন, তা নির্বাচন করুন। কিছুক্ষণের মধ্যেই স্মার্টফোনের তথ্যগুলো ব্যাকআপ হিসেবে কম্পিউটারে সেভ করা যাবে। একই পদ্ধতিতে তথ্যগুলো মোবাইল ফোনে আবার রিস্টোরও করা যাবে। এ জন্য ব্যাকআপ বাটনের বদলে চাপতে হবে রিস্টোর বাটন।
 
সিমবিয়ান স্মার্টফোন ফরম্যাট :
অনেক ব্যবহার, ভাইরাসের আক্রমণ, অতিরিক্ত সফটওয়্যার ইনস্টলসহ বেশ কিছু কারণে সিমবিয়ান অপারেটিং সিস্টেম-নির্ভর হ্যান্ডসেটগুলো ধীরগতির হয়ে যায়। অনেক সময় এটি কাজ করে না। সে ক্ষেত্রে হ্যান্ডসেটটি ফরম্যাট করে সমস্যার সমাধান করা যেতে পারে। কম্পিউটার ছাড়াও মোবাইল ফরম্যাট করার সুযোগ রয়েছে। এ জন্য প্রথমে স্মার্টফোনটি বন্ধ করে নিতে হবে। এবার একসঙ্গে স্টার (*), তিন (৩) ও কলিং বাটন বা সবুজ বাটন চেপে ধরে রাখতে হবে। একসঙ্গে চেপে ধরে রাখতে না পারলে এটি কাজ করবে না। চেপে রাখার পর এর অন সুইচ চেপে মোবাইলটি চালু করতে হবে। সম্পূর্ণ চালু না হওয়া পর্যন্ত স্টার (*), তিন (৩) ও কলিং বাটন বা সবুজ চেপে ধরে রাখতে হবে। এতে স্মার্টফোনের সব তথ্য মুছে যাবে এবং হ্যান্ডসেটটি ফরম্যাটও হয়ে যাবে। এরপর এতে নতুন সেটের মতোই কাজের গতি পাওয়া যেতে পারে। তবে সব তথ্য মুছে যাওয়ার আগে প্রয়োজনীয় তথ্যগুলো ব্যাকআপ হিসেবে কম্পিউটার বা মোবাইল ফোনে নিয়ে রাখা যাবে।

মোবাইলে বাংলা দেখা :
মোবাইল ফোনে বিল্টইন-ভাবে বাংলা ফন্ট না থাকলে স্বাভাবিকভাবে বাংলা ওয়েবসাইট দেখা যায় না। তবে অপেরা ব্রাউজার ব্যবহার এবং কনফিগারেশন ঠিক করে যেকোনো বাংলা ইউনিকোড ওয়েবসাইট দেখার সুযোগ রয়েছে। প্রথমে লিংকটি দেখতে হলে অবশ্যই নিবন্ধন অথবা প্রবেশ করতে হবে। থেকে অপেরা ব্রাউজারটি ডাউনলোড করে নিতে হবে। এবার অপেরা চালু করে অ্যাড্রেস বারে টাইপ করতে হবে opera:config। এরপর ok বাটনটি চাপতে হবে। নতুন পেইজে Use bitmap fonts for complex scripts-এর সেটিংস পরিবর্তন করে YES করতে হবে। এরপর সেভ করে বেরিয়ে আসতে হবে। এবার মোবাইল ফোনে বাংলা ইউনিকোড সমর্থিত ওয়েবসাইটগুলো পড়তে পারবেন।

আইকনবিহীন ফোল্ডার তৈরি :
মোবাইল ফোনে ফোল্ডার বানানোর সময় সাধারণত একটি আইকন তৈরি হয়ে যায়। এ আইকনের ফলে বোঝা যায় ভেতরে কী ধরনের ফাইল রয়েছে। তবে ভেতরের ফাইলের প্রকৃতি বুঝতে দিতে না চাইলে আইকনবিহীন ফোল্ডারও তৈরি করা যাবে। এ জন্য প্রথমে তৈরি করুন একটি ফোল্ডার। এবার ওই ফোল্ডারে তথ্য বা ফাইলগুলো রাখুন। এবার ফোল্ডারে ফিরে এসে এর Rename অপশনের মাধ্যমে ফাইলের নামের শেষে .otb এক্সটেনশন যোগ করতে হবে। যেমন-Music নামে ফোল্ডার বানালে তার নাম হবে Music.otb। এবার দেখা যাবে ফোল্ডারের আইকনটি আর নেই। এবার ভেতরে কী কী ফাইল আছে, সেগুলোও তাই বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই।
 
কিছু গোপন কোড :
মোবাইলের ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেনটিটি বা আইএমইআই নম্বর জানার জন্য চাপতে হবে *#০৬#, ফ্যাক্টরি সেটিং রিস্টোর করার জন্য *#৭৭৮০#, সফটওয়্যারের সংস্করণ দেখার জন্য *#0000#, ব্লটুথ ডিভাইসের ঠিকানা এবং অন্যান্য তথ্য জানার জন্য *#2820#, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কিংয়ের ম্যাক অ্যাড্রেস দেখার জন্য *#62209526#, মোবাইলের সিরিয়াল নম্বর জানার জন্য *#৭৭৬০#, সব কল ডাইভার্ট করার জন্য **21*number# চেপে কল কি চাপতে হবে। স্যামসাং মোবাইলের জন্যও বেশ কিছু গোপন কোড রয়েছে। সফটওয়্যার সংস্করণ জানার জন্য *#9999#,, সিরিয়াল নম্বর জানতে *#0001#, ব্যাটারির অবস্থা জানতে *#9998*246# এবং ভাইব্রেশন পরীক্ষা করার জন্য #9998*842# ~ *#8999*842# বাটন চাপতে হবে।

মোবাইলে ফোল্ডার লুকিয়ে রাখা :
মোবাইল ফোনে সাধারণভাবে কোনো ফোল্ডার লুকিয়ে রাখা যায় না। ফাইল ম্যানেজার থেকে সব ধরনের ফোল্ডারই দেখা যায় মোবাইল মেমোরি থেকে। তবে একটু বুদ্ধি করে মোবাইলেই যেকোনো ফোল্ডার লুকিয়ে রাখা যায়। এ জন্য প্রথমে মোবাইল মেমোরিতে একটি ফোল্ডার তৈরি করুন। ফোল্ডারের শেষে এঙ্টেনশন হিসেবে .jad ব্যবহার করতে হবে। যেমন_music নামে কোনো ফাইল তৈরি করলে ফাইলটির পুরো নাম হবে music.jad। এবার যে ফাইলগুলো লুকিয়ে রাখা প্রয়োজন, সেগুলো music.jad ফোল্ডারে ঢুকিয়ে নিতে হবে। এবার একই নামে একই রুটে আরো একটি ফোল্ডার তৈরি করতে হবে। যেহেতু আমরা আগে music নামে ফোল্ডার তৈরি করেছি, তাই নতুন ফোল্ডারটিও হবে music নামে। তবে এবার ফোল্ডারটি রিনেম করে এঙ্টেনশন হিসেবে .jar যুক্ত করতে হবে। পুরো ফাইলটির নাম হবে তাহলে music.jar। নতুন ফাইলটি তৈরি হওয়ার পর মোবাইল থেকে দেখা যাবে আগের ফোল্ডারটি উধাও হয়ে গেছে! আগের ফোল্ডারটি আর দেখা যাবে না। ফোল্ডার থেকে ফাইলগুলো দেখার জন্য মেমোরি কার্ড খুলে অথবা ডেটা কেব্ল্ দিয়ে কম্পিউটারের সঙ্গে ফোন সংযুক্ত করে ফোল্ডার থেকে ফাইলগুলো বের করা যাবে।
 

ভুলে গেলে মেমোরি কার্ড পাসওয়ার্ড :
মোবাইল ফোনে মেমোরি কার্ড সুবিধা থাকায় অনেকেই গোপনীয় তথ্যাবলি মেমোরি কার্ডেই সংরক্ষণ করে থাকেন। তবে নিরাপত্তার খাতিরে সেগুলোতে পাসওয়ার্ডও দিয়ে রাখেন অনেকে। তথ্যগুলো দেখার জন্য অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখতে হয়। তবে পাসওয়ার্ড ভুলে গেলেও বিকল্প উপায়ে তথ্য রিকাভার করার সুযোগ রয়েছে। এ জন্য অবশ্য মোবাইলে এফএঙ্প্লোরার নামের একটি সফটওয়্যার ইনস্টল করা থাকতে হবে। লিংকটি দেখতে হলে অবশ্যই নিবন্ধন অথবা প্রবেশ করতে হবে। থেকে সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে। সফটওয়্যার ইনস্টল শেষে চালু করুন। এরপর C:—-Szstem—-(mmcstore)file-টা Copy করে মেমোরি কার্ডে Paste করতে হবে। মেমোরি কার্ডে Copy করা mmcstore file-টির শেষে .txt এঙ্টেনশন যুক্ত করুন। তাহলে ফাইলের নামটি হবে mmcstore.txt। এরপর কম্পিউটারে ফাইলটি ব্লুটুথ, ডেটা কেব্ল্ বা অন্য কোনো মাধ্যমে পাঠান। এবার ফাইলটি কম্পিউটারে খুলে Text Document-এ দেখা যাবে, মেমোরি কার্ডের পাসওয়ার্ডটি দেওয়া রয়েছে।
 

মডেম হিসেবে মোবাইল ফোন :
ইন্টারনেট সমর্থক মোবাইল ফোনকে মডেম হিসেবে ব্যবহার করারও সুযোগ রয়েছে। এ জন্য প্রতিটি মোবাইলের জন্য আলাদা সফটওয়্যারের প্রয়োজন হয়। নকিয়া মোবাইল মডেম হিসেবে ব্যবহার করতে নকিয়া পিসি স্যুট এবং স্যামসাং মোবাইল ব্যবহার করার জন্য স্যামসাং স্টুডিও সফটওয়্যার (লিংকটি দেখতে হলে অবশ্যই নিবন্ধন অথবা প্রবেশ করতে হবে। ইনস্টল করতে হয় কম্পিউটারে। সেটআপ শেষে সফটওয়্যার খুলে ডেটা কেব্ল্ অথবা ব্লুটুথ সংযোগের মাধ্যমে কম্পিউটারের সঙ্গে মোবাইল ফোন সংযুক্ত করে নিতে হবে। এরপর নকিয়ার ক্ষেত্রে connect to the internet লেখা বাটনে ক্লিক করতে হবে। এরপর One Touch Access নামের একটি বক্স আসবে, সেখানে প্রথমে Settings বাটনে ক্লিক করুন। এবার নিচে Next বাটনে ক্লিক করুন। Configure the connection manually লেখার বাঁ পাশে গোল চিহ্নটি মার্ক করুন। এবার নিচে Next বাটনে ক্লিক করুন। এবার অAccess Point লেখা খালি বঙ্ েইন্টারনেট অ্যাকসেস ঠিকানাটি লিখতে হবে ‘অ্যানড্রয়েড’। যেমন_গ্রামীণফোন ইন্টারনেটের জন্য gpinternet, বাংলালিংকের জন্য internet লিখতে হবে। User name ও Password-এর ঘরে কিছু লেখার প্রয়োজন নেই। এবার নিচে Finish বাটনে ক্লিক করতে হবে। এরপর One Touch Access-এ গিয়ে Connect বাটনে ক্লিক করুন। ইন্টারনেটের সঙ্গে কম্পিউটারটি সংযুক্ত হয়ে যাবে।


Source :http://www.online-dhaka.com/122_1327_19682_0-tips-for-mobile-phone-dhaka-city.html

51
ক্রেডিট কার্ডে তথ্য সংরক্ষণের জন্য একটি চুম্বকীয় ফিতা ব্যবহার করা হয়। লেনদেনের ধরনকে আমূল বদলে দেওয়া ক্রেডিট কার্ডে ম্যাগনেটিক স্ট্রিপ বা চুম্বকীয় ফিতা ব্যবহার করার প্রক্রিয়াটি পঞ্চাশের দশকে উদ্ভাবন করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্ভাবক রন কেলিন। প্রযুক্তি বিশ্বে তিনি ‘দ্য গ্র্যান্ডফাদার অব পসিবলিটিস’ নামে খ্যাতি পেয়েছেন।
সম্প্রতি ক্রেডিট কার্ড স্ট্রিপ তৈরি ও রন কেলিনকে নিয়ে হাফিংটন পোস্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে অসাধারণ এক উদ্ভাবন করেও তা থেকে মোটেও আর্থিকভাবে লাভ করতে পারেননি রন কেলিন। অসংখ্য ক্রেডিট কার্ডে ম্যাগনেটিক স্ট্রিপ ব্যবহূত হলেও এর পেটেন্ট থেকে তিনি খুব কম অর্থই পেয়েছেন। কিন্তু উদ্ভাবক হিসেবে তিনি সফলতা আর অর্থ কামিয়েছেন মুরগির পুষ্টি ব্যবস্থার বিশেষ উন্নয়ন করে।
রন কেলিন তাঁর উদ্ভাবন সম্পর্কে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রেই ৬০ কোটির বেশি ক্রেডিট কার্ড ব্যবহূত হচ্ছে। এত সংখ্যক ক্রেডিট কার্ড ব্যবহার সত্ত্বেও এ থেকে কোনো অর্থ পান না তিনি। তবে তাঁর উদ্ভাবন ক্রেডিট কার্ডকে বদলে দিয়েছিল বলেই জানান রন।
ম্যাগনেটিক স্ট্রিপ উদ্ভাবন প্রসঙ্গে রন কেলিন জানিয়েছেন, তিনি যেসময় ক্রেডিট কার্ডের ম্যাগনেটিক স্ট্রিপ উদ্ভাবন করেছিলেন সে সময় কেনাকাটার প্রক্রিয়াটি জটিল ছিল। তিনি কোরিয়া যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। যুদ্ধ শেষে দেশে ফিরে তিনি টেপ রেকর্ডারে ব্যবহূত তথ্য সংরক্ষণে ব্যবহূত ফিতা ব্যবহার করে ক্রেডিট কার্ডের তথ্য সংরক্ষণ প্রক্রিয়াটি উদ্ভাবন করেন।
রন কেলিন জানিয়েছেন, নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনের ফলে চুম্বকীয় ফিতার এ ক্রেডিট কার্ড বেশিদিন টিকবে না। তাঁর উদ্ভাবিত ক্রেডিট কার্ড পদ্ধতির ভবিষ্যত্ নিয়ে সংশয় প্রকাশ করলেও এতদিন ধরে এ ক্রেডিট কার্ডের সফল ব্যবহারে খুশি তিনি।


Source:http://prothom-alo.com/detail/date/2013-07-05/news/365501

52
Dear Md.Wahiduzzaman

Please Communicate with me Admin Building 2nd floor Room No.303.I will try to solve Your Problem.

53
IT Forum / Connect your classic printers with Google Cloud Print
« on: June 22, 2013, 09:53:32 AM »
To connect your classic printer, enable the Google Cloud Print connector on any (non-Chrome OS) computer that is already connected to your printer and able to print. You'll need Google Chrome to be installed on the computer. If you're using Windows XP, make sure you also have the Windows XP Service Pack 3 (SP3) installed.

Once Google Chrome is installed, follow the steps below to enable the Google Cloud Print connector in Google Chrome.

Log in to your user account on the Windows, Mac, or Linux computer.
Open Google Chrome.
Click the Chrome menu  on the browser toolbar.
Select Settings.
Click the Show advanced settings link.
Scroll down to the “Google Cloud Print” section. Click Sign in to Google Cloud Print.
In the window that appears, sign in with your Google Account to enable the Google Cloud Print connector.
Select the printers you want to connect, and then click Add printer(s).
You'll see a confirmation that Google Cloud Print has been enabled. Click Manage your printers to learn more.
The printer is now associated with your Google Account and connected to Google Cloud Print. You can print to this printer using Google Cloud Print whenever you’re signed in with the same Google Account.

54
IT Forum / Google Cloud Print
« on: June 22, 2013, 09:49:28 AM »
Print anywhere, from any device.
Google Cloud Print is a new technology that connects your printers to the web. Using Google Cloud Print, you can make your home and work printers available to you and anyone you choose, from the applications you use every day. Google Cloud Print works on your phone, tablet, Chromebook, PC, and any other web-connected device you want to print from.

Print Anywhere:
Google Cloud Print works with all printers, but for the best printing experience we recommend that you use a Cloud Ready printer. You can connect a printer to your Google Cloud Print account in seconds, and immediately start printing to it.

Print Anything:
Any type of application, on any web-connected device, can use Google Cloud Print. For a list of apps that will allow you to print to Google Cloud Print at home, at work, or on the go, see here. We’ll be integrating with more applications in the future, so stay tuned.

Share Your Printers
Imagine sharing your printer with anyone you choose, as easily as you might share a Google Docs document. With Google Cloud Print, you can securely share printers with a single click, directly from your Google account. Managing printers and print jobs is equally easy.

55
Telecom Forum / Difference between 2G and 3G Technology
« on: June 13, 2013, 11:40:52 AM »
                         Cost: The license fee to be paid for 3G network is much higher as compared to 2G networks. The network construction and maintenance of 3G is much costlier than 2G networks. Also from the customers point of view the expenditure for 3G network will be excessively high if they make use of the various applications of 3G.
 
       Data Transmission:  The main difference between 2G and 3G networks is seen by the mobile users who download data and browse the Internet on the mobile phones. They find much faster download speeds, faster access to the data and applications in 3G networks as compared to 2G networks. 2G networks are less compatible with the functions of smart phone. The speed of data transmission in 2G network is less than 50,000 bits per sec while in 3G it can be more than 4 million bits per sec.
 
         Function: The main function of 2G technology is the transmission of information via voice signals while that of 3G technologies is data transfer via video conferencing, MMS etc.
 
·         Features: The features like mobile TV, video transfers and GPS systems are the additional features of 3G technology that are not available with 2G technologies.
 
·         Frequencies: 2G technology uses a broad range of frequencies in both upper and lower bands, under which the transmission depends on conditions such as weather. A drawback of 3G is that it is simply not available in certain regions.
 
         Implication: 3G technology offers a high level of security as compared to 2G technology because 3G networks permit validation measures when communicating with other devices.
 
         Making Calls: Calls can be made easily on both 2G and 3G networks with no real noticeable differences except that in 3G network video calls can also be made. The transmission of text messages and photos is available in both the networks but 2G networks have data limit and the speed of the data transmission is also very slow as compared to 3G.
 
         Speed:  The downloading and uploading speeds available in 2G technologies are up to 236 Kbps. While in 3G technology the downloading and uploading speeds are up to 21 Mbps and 5.7 Mbps respectively.

56
Use of PC / Differences between Windows 7 and Windows 8
« on: June 01, 2013, 10:43:50 AM »
সিকিউরিটি, ক্লাউড ও টাস্ক ম্যানেজার

উইন্ডোজ ৮-এ তুলনামূলকভাবে ছোটখাটো আরো কিছু পরিবর্তন পরিলক্ষিত হয়। তবে সেগুলো ছোটখাটো হলেও বেশ তাৎপর্যপূর্ণ। এসব ফিচার উইন্ডোজ ৭ ব্যবহারকারীদেরকে উইন্ডোজ ৮-এ আপগ্রেড করার জন্য অনুপ্রাণিত করবে। উইন্ডোজ ৮-এ ক্লাউড কেন্দ্রীভূত করা হয়েছে, যা এক প্রলুব্ধকর ফিচার। মাইক্রোসফট সব সেটিং এবং কাস্টোমাইজেশন ক্লাউডে স্টোর করে। সুতরাং উইন্ডোজ ৮ মেশিনে লগঅন করে কাজ করা যাবে।

জি-মেইল থেকে ই-মেইল টেনে আনাসহ ক্লাউড সিস্টেমে অন্যান্য উপাদান যেমন ফেসবুকে ফটো ভিউ করা যায়। প্রতিটি উইন্ডোজ ৮ ডিভাইস ক্লাউডভিত্তিক স্টোরেজ স্কাইড্রাইভ (SkyDrive) অ্যাকাউন্ট এনাবল্ড। এটি ইন্টিগ্রেড করতে পারে উইন্ডোজ ফোনের সাথে। ফলে উইন্ডোজ ফোনে শুট করা ছবি স্বয়ংক্রিয়ভাবে স্কাইড্রাইভ অ্যাকাউন্টে সেন্ড হয়। স্কাইড্রাইভ অ্যাকাউন্ট থাকলে ব্যবহারকারীরা যেকোনো জায়গা থেকে স্টোর করা রিসোর্সে ট্যাব করতে পারবেন। স্কাইড্রাইভের মাধ্যমে ব্যবহারকারীরা স্টোর করা যেকোনো জিনিস বৈধ অন্যান্য ব্যবহারকারীর সাথে শেয়ার করতে পারবেন।


উইন্ডোজ ৮-এ সমন্বিত করা হয়েছে ফিচার লক স্ক্রিন, যার মাধ্যমে ফটো পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন। এর অর্থ হচ্ছে আপনি ছবি জুড়িয়ে দিতে পারবেন স্ক্রিন করার জন্য। গতানুগতিক ধারার উইন্ডোজ ৭ ব্যবহারকারীরা লকড কমপিউটারে অ্যাক্সেস পাওয়ার জন্য পাসওয়ার্ড টাইপ করেন। কিন্তু উইন্ডোজ ৮-এ যুক্ত করা হয়েছে পিকচার পাসওয়ার্ড। ফলে যখনই ব্যবহারকারী লগইন করে, তখনই উপস্থাপিত হয় পিকচার তথা ছবি দিয়ে এবং ডান দিকে পিকচারে স্পর্শ করে ডিভাইসকে আনলক করতে পারবেন।

সিকিউরিটির বিষয়টিকে মাথায় রেখে মাইক্রোসফট তার নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮-এ অ্যান্টিভাইরাসকে প্রথমবারের মতো সমন্বিত করেছে মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল ফর্মে, যা অবস্থান করে সিকিউরিটি সেন্টারে ফায়ারওয়াল সফটওয়্যারের পাশে। এর ফলে সিকিউরিটি সফটওয়্যারের জন্য আর বাড়তি অর্থ খরচ করতে হবে না ব্যবহারকারীকে।

উইন্ডোজ ৭ ও ৮-এর মধ্যে আরেকটি উল্লেখযোগ্য পার্থক্য হলো টাস্ক ম্যানেজারকেন্দ্রিক। আপাতদৃষ্টিতে উইন্ডোজ ৭ হলো অপারেটিং সিস্টেমের শেষ ভার্সন, যেখানে ব্যবহার হচ্ছে এই সহায়ক ফিচার টাস্ক ম্যানেজার। নতুন টাস্ক ম্যানেজার অর্থাৎ উইন্ডোজ ৮-এর টাস্ক ম্যানেজার আরো সহজ এবং ইউজার ফ্রেন্ডলি। এখানে শুধু টাস্ক এবং প্রসেস প্রদর্শিত হয় যেগুলো বর্তমানে রান হচ্ছে। এগুলোর মধ্যে যেকোনো আইটেমকে থামানো যায় এক ক্লিকের মাধ্যমে। এর ফলে সিস্টেম রিসোর্স কিছুটা ফ্রি হয়। টাস্ক ম্যানেজারের আরো কিছু অ্যাডভান্স ফিচার আছে যেগুলোর অ্যাক্সেস করা যায় শুধু More Details-এ ক্লিক করে।


Source :http://www.tunerpage.com/archives/233036

57
Microsoft has issued a warning that a new piece of malware masquerading as a Google Chrome extension and Firefox add-on is making the rounds, threatening to hijack Facebook accounts
First detected in Brazil, Trojan:JS/Febipos.A attempts to keep itself updated, just like normal, legitimate browser extensions, Microsoft noted in a security bulletin late Friday.
Once downloaded, the Trojan monitors whether the infected computer is logged into a Facebook account and attempts to download a config file that will includes a list of commands for the browser extension. The malware can then perform a variety of Facebook actions, including liking a page, sharing, posting, joining a group, and chatting with the account holder's friends.
Some variants of the malware include commands to post provocative messages written in Portuguese that contain links to other Facebook pages. The number of likes and shares on one such page grew while malware experts at Microsoft were analyzing the Trojan, suggesting that the infections are continuing to occur.
Microsoft did not indicate how the malware installs itself or how many infections might have occurred.


Source: http://news.cnet.com/8301-1009_3-57584111-83/microsoft-warns-of-new-trojan-hijacking-facebook-accounts/

58
IT Forum / Detail info on SMS
« on: May 09, 2013, 11:32:00 AM »
এসএমএস গুলো ব্যাবহার করার জন্য কোম্পানিগুলো ইউনিক কিছু নাম্বার ব্যাবহার করে। এই নাম্বার গুলোকে বলে এসএমএস সর্টকোড। যেমন ১৬১১৫ বাব ১৬২২৯ বিভিন্ন নাম্বার এর হয়ে থাকে। এই সর্টকোড গুলো নিতে হয় বিটিআরসি (BTRC)  থেকে। এই সর্টকোড গুলো ইউনিক হওয়াতে কারো সাথে কারো মিলে না।

এসএমএস সার্ভিস সাধারণত দুই প্রকারের হয়।

এসএমএস পুল পুশ সার্ভিস

এসএমএস পুল পুশ সার্ভিস হল যেটা কাস্টমার নিজে সেন্ড করে কোম্পানিকে। সেন্ড করার সময় সাথে কিছু ওয়ার্ড ও সেন্ড করেন। এই ওয়ার্ড গুলকে বলে কী ওয়ার্ড। যেমন ধরেন, টেকটুইনস একটা ভোটইং সিস্টেম চালু করতে চান যাতে করে ঊনরা বুজতে চান কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তা  বেশি জনপ্রিয়। তো উনারা সবাইকে বললেন যদি পি এস পি কে ভোট দিতে চান তা হলে মোবাইল এর এসএমএস অপশন এ গিয়ে পি (P) লিখুন এবং ১৬১১৫ এ সেন্ড করে দিন। আর যদি এ এস পি ডট নেট হয় তা হলে এ (A) লিখে ১৬১১৫ এ সেন্ড করে দিন। এর যদি জাবা হয় তা হলে জে (J) লিখে ১৬১১৫ এ সেন্ড করে দিন । ধরি ১৬১১৫ শর্ট কোড টেকটুইনস এর। এই ভাবে করেই সবার ভোট এসএমএস পুল পুশ সার্ভিস এর মাধ্যমে সংগ্রহ করে ফেলা যাই।

এসএমএস পুশ  বা বাল্ক এসএমএস সার্ভিস 

এসএমএস পুশ সার্ভিস হল যদি টেকটুইনস নিজে আমাদের সবাইকে এসএমএস করে ইনফরম করেন যে, উনারা একটা ভোটইং সিস্টেম চালু করতে যাচ্ছেন। আমরা যেন ভোট এ অংশ গ্রহন করি। এইযে উনারা আমাদের কে ইনফরম করলেন কোন একটা ইনফর্মেশন এইটা হল এস এম এস পুশ সার্ভিস। এখন তো আমরা প্রায় এই রকম এস এম এস পেয়েই থাকি বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন পন্নের বিজ্ঞাপন হিসাবে।

বাংলাদেশ এর প্রায় সব ব্যাংক ই এস এম এস সার্ভিস দিয়ে থাকে। ঊনরা ও এস এম এস পুল পুশ এবং এস এম এস পুশ সার্ভিস। দুইটাই দিয়ে থাকেন। আমি যে ব্যাংক এর সাথে হিসাব রাখি উনাদের পুল সার্ভিসতা এই রকম। যেমন, এ (A) লিখে এস এম এস করলে অ্যাকাউন্ট এর ব্যাল্যান্স দেখাই টি (T) লিখে এস এম এস করলে বিভিন্ন খরচ এর হিসাব দেখাই। আবার পুশ সার্ভিস এ ইনফরম করে যদি কোন টাকা উঠাই বা ক্রেডিট কার্ড দিয়ে খরচ করি। এই সার্ভিসকে উনারা বলেন এস এম এস ব্যাংকিং সার্ভিস। ব্যাংকটার নাম নাই বললাম কারণ আপনারা হয়তো এর মধ্যে বুজে ফেলছেন নামটা।


সুত্রঃ আপনার ডিল ডট কম

59
ডান পাশের কলামে Refine by Category অংশের লিংক গুলোতে ক্লিক করে আপনি সহজেই বিভিন্ন category যেমন শীর্ষ সংবাদ, সর্বশেষ সংবাদ, সারাবিশ্ব, খেলা, বিনোদন ও সম্পাদকীয় এর খবরগুলো দেখতে পাবেন।

কোন নির্দিষ্ট একটি পত্রিকার খবরের জন্য ডান পাশের কলামের Refine by Site অংশের লিংক গুলোতে ক্লিক করুন।

শীর্ষ সংবাদ: প্রতিটি পত্রিকার হোম পেজ অথবা প্রধান খবর থেকে এই খবরগুলো সংগ্রহ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ: প্রতিটি পত্রিকার সর্বশেষ অথবা সাম্প্রতিক অংশ থেকে এই খবরগুলো সংগ্রহ করা হয়েছে।

নিউজ সেভ: প্রথমে লগিন করে নিন তারপর আপনার দরকারী কোন খবরের detail page এ গিয়ে বাম পাশে সেভ বাটনে ক্লিক করে ঐ খবরটি সেভ করে রাখতে পারেন।

এই লিংকে ক্লিক করুন

http://unify24.com

60
Thanks sir Very good Post

Pages: 1 2 3 [4] 5 6